Important 200 GK Questions Science in Bengali PDF Download || বিজ্ঞান থকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর
বিজ্ঞান থকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর
বর্তমানে
WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL,
POLICE, BANK
ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে
সাধারণ জ্ঞান | General Knowledge | বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত
জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায়
জেনারেল নলেজ // জিকে //General Knowledge পার্ট এর সঠিক
প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে
মুখস্ত বা মনে রাখুন।
বিজ্ঞান বিষয় থেকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর / Free pdf
Here, is the best place for you to download Important 200 Questions from Science in Bengali pdf GK. Jibikadisari give you All competitive exam Special free Important 200 Questions from Science in Bengali pdf GK like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. Important 200 Questions from Science in Bengali pdf GK is very important for Preparation all examinations. You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this www.jibikadisari.com to Download Important 200 Questions from Science in Bengali pdf GK.
সাধারণ বিজ্ঞান থেকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর গুলি নিন্মে দেওয়া হলো ও
নিচে pdf Downloade Link দেওয়া হলো।
বিজ্ঞান থকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর
1. আন্ট্রাসােনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী?
উত্তর: বাদুড়।
2. বয়েলের সূত্রের একক কী কী?
উত্তর: উষ্ণুতা ও ভর।
3. এক নটিক্যাল মাইল মানে কত ফুট?
উত্তর: 6,080 ফুট।
4. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত " PVC ” শব্দটির অর্থ কী?
উত্তর: পলিভিনাইল ক্লোরাইড।
5. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর: শূন্য (0)।
6. কোন লােহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে?
উত্তর: রট আয়রণ।
7. কোন মৌলের আইসােটোপ নেই?
উত্তর: সােডিয়াম।
8. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে?
উত্তর: কমে।
9. তিন ভরসংখ্যার হাইড্রোজেনকে কী বলে?
উত্তর: ট্রাইটিয়াম।
10. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্ছিত হয়?
উত্তর: স্থিতিশক্তি।
11. হিরের পর পৃথিবীতে সবথেকে কঠিন বস্তু কী?
উত্তর: করানভাম।
12. লােহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: গ্যালভানাইজেশন।
13. ডুবুরীর অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে?
উত্তর: নিয়ন।
14. কোন বর্ণের আলাের তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম?
উত্তর: বেগুনি।
15. স্টিম ইঞ্জিনে তাপশক্তি কীসে পরিণত হয়?
উত্তর: যান্ত্রিক শক্তিতে।
16. ডি.এন.এস. বলতে আমরা কী বুঝি?
উত্তর: ডােমেইন নেম সিস্টেম।
17. একটি অণুর আনুমানিক ব্যাসার্ধ কত?
উত্তর: 10-10 মি .।
18. একটি ইলেকট্রো ম্যাগনেট তৈরী করতে কোন ধাতু ব্যবহার করা হয়?
উত্তর: নরম লোহা।
19. ডেকার্তে কী জন্য বিখ্যাত?
উত্তর: জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়োগ।
20. অ্যানাটমির জনক কে?
উত্তর: বেলজিয়ামের অধ্যাপক আনদ্রিয়াস ভেসালিয়াস।
21. ‘ খনি শ্রমিকের বন্ধু ’ কাকে বলা হয়?
উত্তর: হামফ্রে ডেভিকে তার সেফটি ল্যাম্প আবিষ্কারের জন্য।
22. আইসােটোপ কী?
উত্তর: যে সব পরমাণুর পারমানরিকসংখ্যা একই কিন্তু ভরসংখ্যা আলাদা।
23. ভরসংখ্যা কী?
উত্তর: নিউক্লিয়াসের প্রােটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি।
24. পারমানবিক সংখ্যা কী?
উত্তর: পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে অবস্থিত মােট প্রােটন সংখ্যার সমষ্টি।
25. প্রাচীনকালে রকেটের জ্বালানী হিসেবে কী ব্যবহার করা হত?
উত্তর: বারুদ।
26. প্রথম তরল জ্বালানী চালিত রকেট উৎক্ষিপ্ত হয় কবে?
উত্তর: 1926 সালের 16 মার্চ।
27. রকেটে তরল জ্বালানী ব্যবহার নিয়ে সর্বপ্রথম কে গবেষণা করেছিলেন?
উত্তর: পদার্থবিদ রবার্ট গডান্ডি (1920)।
28. মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কী?
উত্তরল : স্পুংনিক।
29. মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কবে?
উত্তর: 1961 সালের 12 এপ্রিল।
30. কে প্রথম মহাকাশে পাড়ি দেয়?
উত্তর: ভস্টক-1 যানে সােভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন।
31. মহাকাশে পৌঁছাতে হলে কোনাে রকেটকে নূন্যতম কত গতিবেগে ছুটতে হবে?
উত্তর: ঘন্টায় 11.2 km / s এর বেশি।
32. সৌরজগতের বাইরে যেতে হলে কোনো রকেটের গতিবেগ কত হতে হবে?
উত্তর: ঘন্টায় 1 লক্ষ মাইলেরও বেশী।
33. যে উদ্ভিদের সাধারণ নাম ' ক্লাব মস ’ তা আসলে কী?
উত্তর: সেলাজিনেশ্লা।
34. শব্দের তীব্রতার স্তরের এককের নাম কী?
উত্তর: বেল।
35. পৃথিবীর ব্যাস 6000 কিমি . প্রায়। ভূ - পৃষ্ঠ থেকে 6000 কিমি. উচ্চতায় একটি বস্তুর ওজন কত হবে?
উত্তর: এক চতুর্থাংশ।
36. 109 বােঝতে বিজ্ঞানে কোন শব্দ ব্যবহার করা হয়?
উত্তর: গিগা (Giga)।
37. 10 -9 বােঝাতে বিজ্ঞানের কোন শব্দ ব্যবহার করা হয়?
উত্তর: ন্যানাে (Nano)
38. যে সব রাশির শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদের কি বলে?
উত্তর: স্কেলার রাশি|
39. যে সব রাশির মান ও অভিমুখ দুই আছে, তাকে কি বলে?
উত্তর: ভেক্টর রাশি।
40. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ কী?
উত্তর: পলিভিনাইল ক্লোরাইড|
41. রান্নার গ্যাস সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে?
উত্তর: বিউটেন ও প্রােপেন।
42. রসায়ণের বিচারে হীরক কী?
উত্তর: বিশুদ্ধ কার্বন।
43. রসায়নে শুষ্ক বরফ (Dry Ice) কাকে বলে?
উত্তর: শুষ্ক কার্বন - ডাই অক্সাইড।
44. বিশুদ্ধ লােহার রং সাধারণতঃ কী হয়?
উত্তর: ধূসর সাদা।
45. ' জীবানুনাশক ফিনাইল ’ এর রাসায়নিক নাম কী?
উত্তর: হাইড্রক্সি টলুইন।
46. পিঁপড়ের দংশনে জ্বালা করে কেন?
উত্তর: ফরমিক অ্যাসিডের জন্য।
47. রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি?
উত্তর: ইউরিয়া।
48. গ্যাস শিখার সবচেয়ে উয়ু অংশ কোনটি?
উত্তর: অনালােকিত অংশ।
49. কোন বিজ্ঞানী 1709 সালে অ্যালকোহল থার্মোমিটার আবিষ্কার করেন?
উত্তর: গ্যাব্রিয়েল ফারেনহাইট।
50. ক্যাণ্ডেলা কীসের একক?
উত্তর: আলাের দীপ্তির একক।
51. ভর ও ভারের মধ্যে কোটি ভেক্টর রাশি?
উত্তর: ভার।
52. ক্যালিডােস্কোপে কটি সমতল দর্পন থাকে?
উত্তর: ক্যালিডােস্কোপে তিনটি সমতল দর্পন থাকে 60 ° কোণ করে।
53. সমতল দর্পণে প্রতিবিম্ব কেমন হয়?
উত্তর: সমতল দর্পণে প্রতিবিম্ব দৈর্ঘ্য ও দূরত্ব সমান থাকে।
54. উত্তল দর্পণে প্রতিবিম্বে কী পরিবর্তন হয়?
উত্তর: উত্তল দর্পণে প্রতিবিম্ব খর্বাকৃতি হয়।
55. দাড়ি কামানাের জন্য কোন ধরণের দর্পণ ব্যবহার করা যায়?
উত্তর: দাড়ি কামানাের জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়।
56. টেলিস্কোপে কী ধরণের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর: টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহৃত হয়।
57. গাড়ীতে View finder- এ কী ধরণের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর: মােটর গাড়ীতে View finder হিসাবে ব্যবহৃত সমতল দর্পণ অপেক্ষা উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক প্রশস্থ। সস্তার জন্য বেশীর ভাগ গাড়ীতে সমতল দর্পণ ব্যবহার করা হয়|
58. অধিবৃত্তীয় দর্পণ কোথায় ব্যবহার করা হয়?
উত্তর: অধিবৃত্তীয় দর্পণ মােটর গাড়ীর হেডলাইট, জাহাজের সার্চলাইট এবং দূরবীন যন্ত্রে ব্যবহার করা হয়।
59. আলােকীয় যন্ত্র কী ধরণের প্রিজম ব্যবহার করা হয়?
উত্তর: আলােকীয় যন্ত্রে সমদ্বিবাহু সমকোণী পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করা হয়।
60. আলােকীয় যন্ত্রে অবশীর্ষ প্রতিবিম্বকে সমশীর্ষ করা হয় কীসের দ্বারা?
উত্তর: দূরবীক্ষণ যন্ত্র, বাইনােকুলার প্রভৃতি নানাপ্রকার আলােকীয় যন্ত্রে অবশীর্ষ প্রতিবিম্বকে সমশীর্ষ করা হয় সমদ্বিবাহু, সমকোণী প্রিজম দ্বারা।
61. সূচীছিদ্র ক্যামেরায় কী ধরণের উক্রম দেখা যায়?
উত্তর: সূচীছিদ্র ক্যামেরায় পাশ্মীয় ও উলম্ব দুই ধরণের উক্রমই দেখা যায়।
62. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
উত্তর: শূন্য।
63. LASER এর পুরাে নাম কী?
উত্তর: Light Amplification by Stimulated Emission of Radiation .
64. আলফ্রেড নােবেল কী আবিষ্কার করেছিলেন?
উত্তর: ডিনামাইটস (1866)।
65. চাঁদে যেতে হলে কোনাে রকেটের গতিবেগ কত হতে হবে?
উত্তর: 2.3 কি.মি. প্রতি সেকেন্ডের 21 শে অক্টোবর।
66. আলফ্রেড নােবেল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: 21 শে অক্টোবর, 1833।
67. আলফ্রেড নােবেল কবে পরলােক গমন করেন?
উত্তর: 1896 সালের 10 ই ডিসেম্বর|
68. 1 এর পর কতগুলাে শুন্য বসলে গুগুল সংখ্যা হয়?
উত্তর: 100 টা শুন্য।
69. শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র?
উত্তর: মাইক্রোফোমস্কোর কাছে ওবনিনস্ক - ন।
70. আলফ্রেড নােবেলের নােবেল পুরষ্কার দানের উইল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: সুইডিশ নরােজিয়ান ক্লাবে।
71. ' কুইক সিলভার ’ হলাে পারদ, ' কুইক লাইম’কী?
উত্তর: ক্যালসিয়াম মস্কোর কাছে ওবনিনস্ক - অক্সাইড।
72. বিশ্বের প্রথম পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
উত্তর: মস্কোর কাছে ওবনিনস্ক-এ|
73. প্রথম কী কী বিষয়ে নােবেল দেওয়া হত?
উত্তর: প্দারর্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তি।
74. প্রথম অর্থনীতিতে নােবেল দেওয়া হত না, কবে থেকে দেওয়া হচ্ছে?
উত্তর: 1968 সাল থেকে।
75. পৃথিবীর ঠিক যে অংশটিকে পারমানবিকস্ফোরন ঘটানাে হয় তাকে কী বলে?
উত্তর: গ্রাউন্ড জিরো।
76. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কী বিষয় পড়াতেন?
উত্তর: গণিত।
77. খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবনকে কী বলে?
উত্তর: ক্লায়ােড়েনিক্স
78. ' তেজস্ক্রিয়তা’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: মাদাম কুরি।
79. হীরকের কেলাসের গঠন কেমন?
উত্তর: ঘনকাকার।
80. আজ পর্যন্ত একই পরিবারে একাধিক নােবেল পুরষ্কার পেয়েছে, এমন পরিবারের সংখ্যা কত?
উত্তর: 11 টি ।
81. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী?
উত্তর: ক্যালসিয়াম ক্লোরাে হাইপােক্লোরাইট।
82. বােলােমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়?
উত্তর: বিকীর্ণ তাপ।
83. রাইট ভ্রাতৃদ্বয়ের তৈরী প্রথম বিমানটির নাম কি?
উত্তর: ফ্লাইয়ার ওয়ান।
84. প্রথম তড়িৎ রাসায়নিক কোশ নির্মাতার নাম কী?
উত্তর: গ্যালভানি।
85. পৃথিবীর চৌম্বক ও ভৌগােলিক অক্ষের অন্তর্গত কোণের মান কত?
উত্তর: 17 ডিগ্রী।
86. ভােল্টামিটার কী কাজে লাগে?
উত্তর: তড়িৎ বিভব প্রভেদ মাপতে।
87. উজ্জ্বলতম কৃত্রিম আলাের উৎস হল - হিলিয়াম, নিয়ন, লেজার, হ্যালােজেন?
উত্তর: লেজার।
88. কোন কোশের প্রধান ত্রুটি পােলারাইজেশন?
উত্তর: ভােল্টীয় কোশ।
89. অতি লােহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত?
উত্তর: 800 A.U.
90. তাপশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর: থামোকাপল।
91. ব্যারােমিটার যন্ত্রের আবিষ্কারক কে?
উত্তর: টরিসেলি।
92. ডায়ােড ভালব (Valve) ব্যবহৃত হয় কোথায়?
উত্তর: রেকটিফায়ার - এ।
93. কোন কাজে ‘ মিটার ব্রীজ ' ব্যবহৃত হয়?
উত্তর: রাধ মাপতে।
94. ম্যানােমিটার কী মাপতে ব্যবহৃত হয়?
উত্তর: চাপের পার্থক্য।
95. ‘ পােষ্ট অফিস বক্স ’ দিয়ে কী মাপা হয়?
উত্তর: রােধ।
96. কোন উয়তায় ফারেনহাইট এবং পরমশূন্য স্কেলের মান সমান হবে?
উত্তর: 574.25 °।
97. একটি সবুজ আলাের মধ্যে লাল ফুল রাখলে ফুলটিকে কেমন দেখাবে?
উত্তর: কালাে।
98. কোনটি পরাচৌম্বক পদার্থ - লােহা, তামা, নিকেল, টিন?
উত্তর: টিন।
99. ইস্পাতের কুরী বিন্দু কত?
উত্তর: 750 ডিগ্রী সেন্টিগ্রেড।
100. 0 ° C উয়তায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ প্রয়ােজন?
উত্তর: 80 ক্যালােরীব।
101. টর্শন তুলার সাহায্যে দুটি তড়িতাধানের ভিতর ক্রিয়াশীল বলের পরিমাণ কে নির্ধারণ করেছিলেন?
উত্তর: কুলম্ব।
102. কোন কাজের জন্য আলবার্ট আইনস্টাইন নােবেল পান?
উত্তর: থিওরি অব ফটোইলেকট্রিক এফেক্ট।
103. অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের _________?
উত্তর: সুমান ও বিপরীতমুখী।
104. একটি জলপূর্ণ বাঁধের জলে কোন শক্তি আছে?
উত্তর: স্থিতিশক্তি।
105. মরিচা পড়ার সময় লােহার আয়তন _________?
উত্তর: প্রথমে কমবে পরে বাড়বে।
106. সূর্য ব্যতীত নিকটতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলাে এসে পৌঁছাতে কত সময় লাগে?
উত্তর: 4.2 বছর।
107. কোন যন্ত্রে নরম লােহার উপর আকর্ষণ বলকে কাজে লাগানাে হয়?
উত্তর: টেলিফোন গ্রাহক কার্বন মাইক্রোফোন, সরল মােটর, ডায়নামাে, টেলিফোন গ্রাহক।
108. সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: ফ্যাদোমিটার।
109. সােডিয়াম বাইকার্বোনেটের সংকেত কী?
উত্তর: NaHCO3।
110. হীরকের ওজনের কী এককে প্রকাশ করা হয়?
উত্তর: ক্যারেট।
111. কালাে বর্ণের একপ্রকার হীরক প্রকৃতিতে পাওয়া যায়, তাকে কি বলে?
উত্তর: কার্বোনেডাে বা বাের্ট।
112. ক্রেস্কোগ্রাফ কী?
উত্তর: জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত গাছের প্রাণ আছে কীনা জানার যন্ত্র।
113. ‘ মার্কিউরাস নাইট্রাইট ’ তৈরীর পদ্ধতি আবিষ্কার করে জগদবিখ্যাত হন কে?
উত্তর: আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়।
114. Response of the living Non - living গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: জগদীশচন্দ্র বসু।
115. ‘ বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্ক ’ - এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়।
116. ‘ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু।
117. ' টাটা ইনস্টিটিউট ' অব ফান্ডামেন্টাল রিসার্চ ’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: হােমিও জাহাঙ্গীর ভাবা।
118. কোন বিজ্ঞানীর গবেষণার ফসল ' ক্যাসকেড তত্ত্ব ’?
উত্তর: হােমিও জাহাঙ্গীর ভাবা এবং হেইটলার।
119. কোন রসায়ন বিজ্ঞানীর স্মৃতি রক্ষার্থে ভারত সরকারের থেকে প্রতি বছর একজন মেধাবী বিজ্ঞানীকে ‘ ভাটনাগর স্মৃতি পুরষ্কার ’ দান করা হয়?
উত্তর: অধ্যাপক শান্তিস্বরূপ ভাটনাগর।
120. বায়ুর যে ওজন আছে তা সর্বপ্রথম পরীক্ষার দ্বারা প্রমাণ করেন কে?
উত্তর: অটোভন গেরিক।
121. কয়েকটি ধাতুকল্পের উদাহরণ দাও।
উত্তর: আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি।
122. ‘ ফিউসিলেজ ’ কি?
উত্তর: উড়ােজাহাজের অ্যালুমিনিয়াম নির্মিত মূল দেহটিকে বলা হয়।
123. হরগােবিন্দ খােরানা 1969 সালে কী আবিষ্কারের জন্য নােবেল পান?
উত্তর: জেনেটিক কোড।
124. ডিমে কোন ভিটামিন থাকেনা?
উত্তর: ভিটামিন ‘ সি ’।
125. লেবুতে কোন অ্যাসিড থাকে?
উত্তর: সাইট্রিক অ্যাসিড।
126. তেঁতুল কোন অ্যাসিড থাকে?
উত্তর: টারটারিক অ্যাসিড।
127. আপেলে কোন অ্যাসিড থাকে?
উত্তর: ম্যালিক অ্যাসিড।
128. দইতে কোন অ্যাসিড থাকে?
উত্তর: ল্যাকটিক অ্যাসিড।
129. পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে?
উত্তর: ফরমিক অ্যাসিড।
130. সােডা ওয়াটার আসলে কী?
উত্তর: জল ও কার্বন -ডাই -অক্সাইডের মিশ্রণ।
131. সালফিউরিক অ্যাসিড / অক্সালিক অ্যাসিড / নাইট্রিক অ্যাসিড / হাইড্রোক্লোরিক অ্যাসিড - কোনটিতে অক্সিজেন থাকে না?
উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড।
132. কমন সল্ট কী?
উত্তর: সােডিয়াম ক্লোরাইড|
133. অ্যামালগাম হলাে __________ ধাতুর সাথে অন্য ধাতুর মিশ্রণ?
উত্তর: পারদ।
134. স্টেনলেস স্টীল কোন কোন ধাতুর সংকর?
উত্তর: লৌহ, নিকেল ও ক্রোমিয়াম।
135. পরীক্ষাগারে শােধকাগারে যে পদার্থটি সাধারণতঃ ব্যবহৃত হয়, সেটি কী?
উত্তর: CaCl2।
136. কাগজে আঙুলের পুরােনাে ছাপ কোটির দ্বারা পরিস্ফুট করা যায়?
উত্তর: নিনহাইড্রিন দ্রবণ।
137. পান্না কী দিয়ে তৈরী?
উত্তর: বেরিলিয়াম।
138. বিটুমিনাস কয়লা থেকে কোক প্রস্তুত করা হয়, কোন পদ্ধতিতে?
উত্তর: অন্তধূর্ম পাতন।
139. রমন এফেক্ট কোথায় দেখা যায়?
উত্তর: স্বচ্ছ তরল পদার্থে এবং কঠিন পদার্থে।
140. জেট ইঞ্জিন কী ধরণের ইঞ্জিন?
উত্তর: প্রতিক্রিয়া ইঞ্জিন।
141. যা পরিমাপ যােগ্যতাকে কি বলে?
উত্তর: রাশি।
142. এককের পদ্ধতিগুলাের মধ্যে সর্বাধুনিক পদ্ধতি কোনটি?
উত্তর: এস. আই.।
143. ‘ মােল ’ কীসের একক?
উত্তর: গ্যাসের পরিমাণ।
144. কোন সালে মিটারের সর্বাধুনিক আন্তর্জাতিক সংজ্ঞা স্থির হয়?
উত্তর: 1963 সালে।
145. ‘ পারসেক ’ কীসের একক?
উত্তর: দূরত্ব।
146. ‘ ফেমটোমিটার ’ দিয়ে কী মাপা হয়?
উত্তর: খুব কম দূরত্ব।
147. ' মিল ’ কীসের একক?
উত্তর: দৈর্ঘ্য।
148. কোন উন্নতায় জলের ঘনত্ব বেশী হয়?
উত্তর: ৪ ° সেন্টিগ্রেড।
149. ' নটিক্যাল মাইল’ কীসের একক?
উত্তর: জল পথের।
150. ভােন্টমিটার, অ্যামপ্লিফায়ার, ট্রান্সফর্মার, গ্যালভানােমিটার - কোনটিতে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা চলে না?
উত্তর: গ্যালভানােমিটার।
151. A.C কারেন্টকে D.C কারেন্টে রূপান্তর যন্ত্রের নাম কী?
উত্তর: রেকটিফায়ার।
152. ফটোগ্রাফিক ক্যামেরার ভেতরটা কেন কালাে করা হয়?
উত্তর: যাতে আলাের প্রতিফলন না ঘটে এবং ছবি স্পষ্ট করার জন্য।
153. কোয়ার্জ, সিলিকন, স্ট্রনিয়াম, লুটেসিয়াম কোনটি অর্ধ পরিবাহী?
উত্তর: সিলিকন।
154. ডুবােজাহাজ থেকে সমুদ্রের উপরকার বস্তু সমূহকে যে যন্ত্রের সাহায্যে দেখা যায় তার নাম কী?
উত্তর: পেরিস্কোপ।
155. প্রতিসরাংক নির্ভুলভাবে মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর: স্পেকট্রোমিটার।
156. ঘড়িতে কোয়ার্টজ কেলাসের ব্যবহার করা হয় কোন নীতির ওপর নির্ভর করে?
উত্তর: পিজোইলেকট্রিক এফেক্ট।
157. নাবিকদের কম্পাস যন্ত্রে কয়টি বিন্দু থাকে?
উত্তর: 32 টি।
158. থামােফ্লাক্সের চকচকে অংশটি কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন রােধ করে?
উত্তর: বিকিরণ।
159. কোন যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে?
উত্তর: বৈদ্যুতিক মােটর।
160. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরী হয়?
উত্তর: টাংস্টেন।
161. কম্পিউটারের আই.সি. চিপস সাধারণতঃ কী দিয়ে তৈরী হয়?
উত্তর: সিলিকন।
162. ওয়াটার গ্যাস আসলে কী?
উত্তর: কার্বন মনােক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রন।
163. ডিমের নিষেক ছাড়া জনন হয় কোন প্রাণির?
উত্তর: মৌমাছির।
164. কোনটির গতির ক্ষেত্রে ‘ ম্যাক নম্বর ’ শব্দ ব্যবহার করা হয়?
উত্তর: উড়ােজাহাজ।
165. মােটরগাড়ীর হাইড্রলিক ব্রেক কোন নীতি মেনে কাজ করে?
উত্তর: পাস্কালের নীতি|
166. বৈদ্যুতিক বর্তনীতে ক্যাপাসিটার কী জন্য ব্যবহৃত হয়?
উত্তর: তড়িতাধান সঞ্চয়ের জন্য।
167. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়?
উত্তর: অসদ।
168. এক পশলা বৃষ্টির পর আকাশে রামধনু দেখা যায় কোন দিকে?
উত্তর: সূর্যের বিপরীত দিকে।
169. কোন তড়িৎ চৌম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম? - অতি বেগুনী রশ্মি, আলােক রশ্মি, গামা রশ্মি, অবলােহিত রশ্মি।
উত্তর: অবলােহিত রশ্মি।
170. কোন উহ্বতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে?
উত্তর: -80 °।
171. সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তাকে কী বলে?
উত্তর: বিকীর্ণ তাপ।
172. ' লুমেন ’ কীসের একক?
উত্তর: আলােক প্রবাহ।
173. যে তাপ বস্তুর ওপর প্রয়ােগ করলে বস্তুটির উষ্ণুতা না বেড়ে বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে, তাকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: লীনতাপ।
174. তাপ প্রয়ােগ করলে কঠিন পদার্থ তরলে এবং তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। কোন পদার্থের ক্ষেত্রে এ নিয়মের ব্যতিক্রম হয়?
উত্তর: - নিশাদল।
175. 550 পাউন্ড ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে ওঠাতে যে ক্ষমতার দরকার, তাকে কি বলে?
উত্তর: অশ্বশক্তি।
176. বরফ, সীসা, মােম, তামা - এগুলির মধ্যে কোটির গলনাংক নির্দিষ্ট নয়?
উত্তর: মােম।
177. জলপৃষ্ঠে তেলের সরকে রঙ্গিন দেখা যায়, এর মূলে কী আছে?
উত্তর: আলােকের ব্যতিচার।
178. দ্রুতি, ভর, শক্তি, ত্বরণ - কোটি ভেক্টর রাশি?
উত্তর: ত্বরণ|
179. রবার, কাঠ, রূপা, ইস্পাত - কোনটি বেশি স্থিতিস্থাপক?
উত্তর: ইস্পাত।
180. কোন উম্নতায় কোন ব্যক্তি একটি লােহা ও কাঠের বলকে সমান গরম বা সমান শীতল অনুভব করবে?
উত্তর: 98.4° ফারেনহাইট।
181. পরীক্ষাগারে কোটি নির্ণয়ে নিউটনের শীতলীকরণ সূত্র প্রয়ােগ করা হবে?
উত্তর: তরলের আপেক্ষিক তাপ|
182. জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ _______?
উত্তর: কম।
183. একটি কাঁচদণ্ডকে পারদে ডুবিয়ে তুলে নিলে পারদ কাঁচদণ্ডকে ভেজায় না, কারণ কী?
উত্তর: পারদের সংসক্তি বল বেশি হওয়ার জন্য।
184. পৃষ্ঠতল টান কী জন্য হয়?
উত্তর: সংসক্তি প্রবণ আনবিক শক্তির জন্য।
185. সংস্পর্শ কোন কত হলে কৈশিক নলের মধ্যেকার জল ওপরে ওটে না আবার নীচেও নামে না?
উত্তর: 90 °।
186. কোন উয়তায় জলের পৃষ্ঠতল টানের মান সবচেয়ে কম হয়?
উত্তর: 75° C .
187. কলমের নিব চেরা থাকে কেন?
উত্তর: যাতে কালী কৈশিক আকর্ষণ বলের ক্রিয়ার উপরে উঠতে পারে।
188. তরলের ফোঁটা গােলাকৃতি হয় কারণ কী?
উত্তর: পৃষ্ঠতল টানের জন্য।
189. পৃথিবীর কৌণিক গতি দ্বিগুণ করলে উত্তর মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে?
উত্তর: একই থাকবে।
190. উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠতল টান কী হবে?
উত্তর: কমবে।
191. সরু নলে বেশি তরল উঠে কেন?
উত্তর: ব্যাসার্ধের মান কম বলে।
192. বায়ুমণ্ডলীয় চাপ হঠাৎ কমে গেলে কীসের আশংকা করা যেতে পারে?
উত্তর: ঝড়ের।
193. বায়ুমণ্ডলের যে স্তরে আমরা বাস করি তার নাম কী?
উত্তর: ট্রোপােস্ফিয়ার।
194. একটি ভরশূন্য রবারের বেলুনের মধ্যে 100 গ্রাম জল আছ। জলে সেটির ওজন কত হবে?
উত্তর: শূন্য।
195. মাধ্যাকর্ষণ বল সবচেয়ে কম কোথায়?
উত্তর: বিষুব রেখায় / নিরক্ষরেখায় (মেরুর তুলনায়)।
196. ‘ g ' এর মান কোথায় সর্বাধিক হয়?
উত্তর: পৃথিবীর মেরুতে।
197. বায়ুর চাপ প্রয়োগের কারণ কী?
উত্তর: বায়ুর অনুগুলির গতিশীলতা।
198. শব্দের প্রাবল্যের একক কী?
উত্তর: ডেসিবেল।
199. ফোটন কী?
উত্তর: ভরহীন কনা।
200. বরোণ একটি ______?
উত্তর: মৌল।
সুতরাং, দেরি না করে এখনই বিজ্ঞান থকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
আরও পড়ুন-
PDF File Details :
File Name- Important 200 Questions from Science in Bengali pdf
File Format- pdf
Quality- High
File Page- 21
File Location- Google Drive
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।