Ads Area


Different Types of dance in India || ভারতের বিখ্যাত প্রাদেশিক নৃত্যের নাম

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের নাম

Different Types of dance in India || ভারতের বিখ্যাত প্রাদেশিক নৃত্যের নাম

ভারতের বিখ্যাত প্রাদেশিক নৃত্যের নাম থেকে বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।

সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে নিচে দেওয়া ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত নৃত্য নাম সম্পর্কে জেনেনিন।

ভারতের বিখ্যাত প্রাদেশিক নৃত্যের নাম ও রাজ্যের নাম|পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রতিবছর এই বিষয় থকে প্রশ্ন এসেই থাকে।

সুতরাং নিজেকে এক ধাপ এগিয়ে নিতে বিষয়টি মনযোগ দিয়ে পড়েনিন। All competitive exam General Knowledge in Bengali

ভারতের প্রাদেশিক নৃত্য

ভারতীয় নৃত্যের ইতিহাস || History of Indian dance


  • ছৌ: পশ্চিমবঙ্গ

  • যাত্রা: পশ্চিমবঙ্গ

  • কাঠি:পশ্চিমবঙ্গ

  • গম্ভীরা: পশ্চিমবঙ্গ

  • ঢালিপশ্চিমবঙ্গ

  • মহল: পশ্চিমবঙ্গ

  • কীর্তন: পশ্চিমবঙ্গ

  • রাউফ: জম্মু ও কাশ্মীর

  • হিকাট: জম্মু ও কাশ্মীর

  • চাকরী: জম্মু ও কাশ্মীর

  • কুদডান্ডি নাচ: জম্মু ও কাশ্মীর

  • ডামালি: জম্মু ও কাশ্মীর

  • হেমিসগাম্পা: জম্মু ও কাশ্মীর

  • যাতাযতীন: বিহার

  • বিদেশিয়া: বিহার

  • ডালখই:  বিহার

  • ঘুমরাওড়িশা

  • রনপাওড়িশা

  • ছাড়ায়াওড়িশা

  • ওডিশিওড়িশা

  • সাভারি: ওড়িশা

  • বাহাকাওয়াটা: ওড়িশা

  •  চিরাওমিজোরাম

  • বাঁশ-নৃত্যমিজোরাম

  • লামমিজোরম

  • কুয়াল্লামমিজোরাম

  • চেরােকানমিজোরাম

  • মহারাস্সা: মণিপুরি

  • মণিপুরিমনিপুর

  • কাবুই: মণিপুর

  • কন্থক: উত্তর ভারত

  • চাপ্পেলী: উত্তরপ্রদেশ

  • রাসলীলা: উত্তরপ্রদেশ

  • কন্থক: উত্তরপ্রদেশ

  • নওটংকি: উত্তরপ্রদেশ

  • করণ: উত্তরপ্রদেশ

  • জইতা: উত্তরপ্রদেশ

  • কাজরী: উত্তরপ্রদেশ

  • কুমাওন: উত্তরপ্রদেশ

  • ভিথিভাগবাথাম: অন্ধ্রপ্রদেশ

  • ওট্টম থেডাল: অন্ধ্রপ্রদেশ

  • কুচিপুড়ি: অন্ধ্রপ্রদেশ

  • কোট্টাম: অন্ধ্রপ্রদেশ

  • মােহিনীআট্টগ্র: অন্ধ্রপ্রদেশ

  • পান্ডভানি: মধ্যপ্রদেশ

  • মাচা: মধ্যপ্রদেশ

  • লােটা: মধ্যপ্রদেশ

  • গিড্ডা: পাঞ্জাব

  • ভাঙ্গড়া: পাঞ্জাব 

  • ধামান: পাঞ্জাব

  • ডাফ: পাঞ্জাব

  • সয়াংগ: হরিয়ানা

  • ঝুমুর: হরিয়ানা

  • লুর: হরিয়ান

  • গাগর: হরিয়ানা

  • খাের: হরিয়ানা

  • নংক্রেম: মেঘালয়

  • লাহাে: মেঘালয়

  • মুনজরা: হিমাচলপ্রদেশ

  • গিড্ডা পারহাউন: হিমাচলপ্রদেশ

  • কায়াঙ্গা: হিমাচলপ্রদেশ

  • টিপ্পানি: গুজরাট

  • ডান্ডিয়ারাস: গুজরাট

  • গারবা: গুজরাট

  • রাসিলা: গুজরাট

  • ভাবাই: গুজরাট

  • গরমা: গুজরাট

  • ভরতনাট্টম: তামিলনাড়ু

  • কোলাট্টাম: তামিলনাড়ু

  • কুম্মিতামিলনাড়ু

  • থেরুকোট্ট: তামিলনাড়ু

  • তেরাতলি: তামিলনাড়ু

  • কারাগাম: তামিলনাড়ু 

  • কাভাডি: তামিলনাড়ু

  • ফুগডি: গােয়া

  • ঢালো: গােয়া

  • ডেকানি: গােয়া

  • মান্ডাে: গােয়া

  • কুম্বি: গোয়া

  • তামাশা: মহারাষ্ট্র

  • দাহিকালা: মহারাষ্ট্র

  • লেজিম: মহারাষ্ট্র

  • লাবনী: মহারাষ্ট্র

  • কোলি: মহারাষ্ট্র 

  • গাফা: মহারাষ্ট্র

  • নাকাতা: মহারাষ্ট্র

  • ইয়কসােগানা: কর্ণাটক 

  • সুগ্গী: কর্ণাটক

  • করগা: কর্ণাটক

  • লাম্বি: কর্ণাটক 

  • কুনিথা: অসম

  • বিহু: অসম

  • ওংকিয়ানাট: অসম

  • নাটপূজা: অসম 

  • কোগালি: অসম 

  • তাবাল চোঙ্গালি: অসম

  • বাগুরুম্বা: অসম

  • নাটপূজা: অসম

  • কোঙ্গালি: কেরালা

  • ওপ্পানা: কেরালা

  • কথাকলি: কেরালা

  • চাকিয়ারকুথু: কেরালা

  • ওট্টাম থুল্লাল: কেরালা

  •  মােহিনীঅট্টম: কেরালা

  • চাতিট্টি নাথাকাম: কেরালা

  •  কাইকোটি কাল্লি: কেরালা

  •  থেইয়াম: কেরালা

  • কোডিয়াট্টাম: কেরালা

  • মুডিভেট্ট: কেরালা

  • তুল্লাল: কেরালা

  • তাপ্পাত্রিকালি: কেরালা

  • কৃয়ানট্টাম: কেরালা

  • গানগাের: রাজস্থান

  • চামার গিনাদ: রাজস্থান

  • ঝুলনলীলা: রাজস্থান

  • কায়ান গা বাজাভাঙ্গা:  রাজস্থান 

  • খাইয়াল: রাজস্থান

  • ভাবাই: রাজস্থান

  • ঘুমর: রাজস্থান

  • পানিহারি: রাজস্থান

  • ছারি: রাজস্থান

  • ঝুমা: রাজস্থান

  • সুইসিনি: রাজস্থান

  • কাচ্চি গােরি: রাজস্থান

  • গরিয়া: ত্রিপুরা 

  • ঝুম: ত্রিপুরা

  • বিজু: ত্রিপুরা

  • চের: ত্রিপুরা 

  • হাই-হক: ত্রিপুরা 

  • ওয়াঙ্গালা: ত্রিপুরা

আরও পড়ুন- 

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area