বিভিন্ন নদী পরিকল্পনার নাম | Various River Plans in India
1. ভাকরা নাঙ্গাল প্রকল্প- শতদ্রু নদী (পাঞ্জাব) (ভাকরা বাঁধ ও নাঙ্গাল বাঁধ) ।
2. চম্বল উপত্যকা প্রকল্প- চম্বল নদী (মধ্যপ্রদেশ ও রাজস্থান) (গান্ধীসাগর বাঁধ, রানাপ্রতাপ সাগর বাঁধ), জওহর সাগর বাঁধ, কোটা বাঁধ ।
3. হিরাকুঁদ প্রকল্প- মহানদী (ওড়িষা) (পৃথিবীর 2য় দীর্ঘতম) (হীরাকুঁদ বাঁধ, নারাজ বাঁধ) |
4. রামগঙ্গা প্রকল্প- গঙ্গা নদী (উত্তরপ্রদেশ) ।
5. তেহরী বাঁধ- ভাগীরথী নদী (উত্তর প্রদেশ) ।
6. গণ্ডক পরিকল্পনা- গণ্ডক নদী (উত্তর প্রদেশ, বিহার) ।
7. রিহান্দ প্রকল্প- শােন নদী (গােবিন্দবল্লভপন্থ সাগর জলাধার- ভারতের বৃহত্তম জলাধার) ।
8. কোশী প্রকল্প- কোশী নদী (ভারত ও নেপালের যৌথ উদ্যোগে) (হণুমান নগর বাঁধ) ।
9. নাগার্জুন সাগর প্রকল্প- কৃষ্ণা নদী, (অন্ধ্রপ্রদেশ) (লালবাহাদূর, জওহর খাল) ।
10. নিজামসাগর প্রকল্প- গােদাবরী নদী, মনজরা নদী (অন্ধ্রপ্রদেশ) ।
11. পচামপাদ প্রকল্প- গােদাবরী নদী ।
12. কৃষ্ণা প্রকল্প- ঢােম বাঁধ (কৃষ্ণা নদী), কানহার বাঁধ (বর্না নদী) -মহারাষ্ট্র ।
13. টাটা হাইডাল স্কীম- ভীমা নদী (মহারাষ্ট্র) ।
14. জায়াকওয়াদি প্রকল্প- গােদাবরী নদী (মহারাষ্ট্র) ।
15. ইডুকি পরিকল্পনা- পেরিয়ার নদী (কেরালা) ।
16. ম্যানডি প্রকল্প- বিপাশা নদী (হিমাচল প্রদেশ) ।
17. শরাবতী হাইভাল প্রােজেক্ট- কর্ণাটকের শরাবতী নদীর যােগ ।
18. ভীমা প্রকল্প- পবন নদী (পুনা) -একটি বাঁধা কৃষ্ণা নদী (শ্যলাপুর) -একটি বাঁধ ।
19. সালাল প্রকল্প- জম্মু ও কাশ্মীর ।
20. ঘাটপ্রভা প্রকল্প- ঘাটপ্রভা নদী (কর্ণাটক)
21. ভদ্রা প্রকল্প- ভদ্রা নদী (কর্ণাটক) ।
22. মালপ্রভা প্রকল্প- মালপ্রভা নদী (কর্ণাটক) ।
23. হাসদেও বাংগাে প্রকল্প- হাসদেও নদী (মধ্যপ্রদেশ) ।
24. তাওয়া প্রকল্প- তাওয়া নদী (মধ্যপ্রদেশ) ।
25. পােঙ্গা বাঁধ- বিপাশা নদী (পাঞ্জাব) ।
26. উকাই প্রকল্প- তাপ্তী নদী (গুজরাট) ।
27. পানামা প্রকল্প- পানামা নদী (গুজরাট) ।
28. কাকরাপাড়া প্রকল্প- তাপ্তী নদী (গুজরাট) ।
29. কার্জন প্রকল্প- কার্জন নদী (গুজরাট) ।
30. তুঙ্গভদ্রাভদ্রা- তুঙ্গভদ্রা নদী
31. ময়ূরাক্ষী প্রকল্প- ময়ূরাক্ষী নদী (পশ্চিমবঙ্গ) (ম্যাসাঞ্জার বাঁধ, তিলাপাড়া বাঁধ)
32. ফারাক্কা প্রকল্প- গঙ্গানদী (পশ্চিমবঙ্গ) (ফারাক্কা বাঁধ) ।
33. কংসাবতী প্রকল্প- কংসাবতী ও কুমারী নদী (পশ্চিমবঙ্গ) ।
34. দামােদর উপত্যকা প্রকল্প- বিহারের দামােদর নদীর প্রকল্প (ভারতের সর্বপ্রথম বহুমুখী নদী পরিকল্পনা) (তিলাইয়া, কোনার, মাইথন, পাঞেৎ, তেনুঘাট বাঁধ) ।
ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা তালিকা পিডিএফ ডাউনলোড
File Details :
File Name- ভারতের বিভিন্ন নদী পরিকল্পনার নাম [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 679 KB
File page- 3
File Location- Google Drive
Download Link: CLICK HERE TO DOWNLOAD
MORE PDF |
DOWNLOAD LINK |
|
|
|
|
|
|
|
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com