ভূগোলের এককথায় প্রশ্নোত্তর
ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |
বর্তমানে
WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL,
POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General
Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।
সে কথা মাথায় রেখেই,
www.jibikadisari.com
ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল
নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায়
জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো
ভালো করে মুখস্ত বা মনে রাখুন। ভূগোল বিষয় থেকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর
নিচে ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো / pdf Link Free
1. ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর: কানজঙ্ঘা।
2. ভারতের প্রাচীনতম পর্বত কোনটি?
উত্তর: আরাবল্লী।
3. ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম কী?
উত্তর: নর্মদা ও তাপ্তী।
4. ভারতের বৃষ্টিচ্ছায় অঞল কোনটি?
উত্তর: শিলং মালভূমি ও পশ্চিমঘাটর পর্বতের পূর্ব ঢাল।
5. হেক্টর প্রতি আখ উৎপাদন কোন রাজ্যে বেশী?
উত্তর: তামিলনাড়ু।
6. ভারতের পূর্ব উপকূলের বন্দর কোনগুলি?
উত্তর: কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, তুতিকোরিন।
7. ভারতের পশ্চিম উপকূলের বন্দর গুলি কী কী?
উত্তর: কান্ডালা, মুম্বাই, মার্মাগাঁও, কোচি।
8. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি?
উত্তর: পাের্টব্লেয়ার।
9. কোন বন্দরের মাধ্যমে ভারতের সর্বাধিক চা রপ্তানী হয়?
উত্তর: কোলকাতা।
10. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়?
উত্তর: কৰ্ণাটক।
11. নিরক্ষরেখার উপর ট্রপােস্ফিয়ারের উচ্চতা কত?
উত্তর: 18 কিমি।
12. বাণিজ্য বায়ু কাকে বলে?
উত্তর:- আয়নবায়ুকে।
13. ব্যারােমিটারে 75.01 সেমি পারদ উচ্চতাকে কত হিসাবে ধরা হয়?
উত্তর: 1000 মিলিবার।
14. বাদল মেঘ নামে পরিচিত কোন মেঘ?
উত্তর: নিম্বাস / নিম্মােস্ট্যাটাস।
15. শীতকালে সাধারনতঃ কোন মেঘে বৃষ্টিপাত হয়?
উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস।
16. রাজমহল পাহাড় কোন শিলায় গঠিত?
উত্তর: গ্রানাইট।
17. নাথুলা কি?
উত্তর: গিরিপথ।
18. তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেন?
উত্তর: চীন।
19. ফারাক্কা বাঁধ কোন কোন নদীর জল নিয়ন্ত্রণ করে?
উত্তর: গঙ্গা ও পদ্মার মধ্যে।
20. টোডা উপজাতি কে কোথায় দেখা যায়?
উত্তর: নীলগিরি পার্বত্য অঞ্চলে।
21. উল্কার বেশিরভাগ অংশ কী দিয়ে তৈরী?
উত্তর: নিকেল।
22. আয়তনের দিক থেকে সবচেয়ে বেশী বন কোন রাজ্যে আছে?
উত্তর: মধ্যপ্রদেশ।
23. সুন্দরবন অঞলের কয়েকটি নদনদীর নাম বল?
উত্তর: পিয়ালী, ঠাকুরন, মাতলা, বিদ্যাধরী, ইছামতী।
24. উত্তরবঙ্গের কয়েকটি নদনদীর নাম কী?
উত্তর: তিস্তা, তাের্সা, রায়ডাক, সংকোশ, জলঢাকা, কালজানি।
25. পশ্চিমবঙ্গের মালভূমি থেকে উৎপন্ন কয়েকটি নদীর নাম কী?
উত্তর: অজয়, দামােদর, শিলাই, কেলেঘাই, রূপনারায়ণ।
26. কোন দুটি নদী মিশে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে?
উত্তর: দারকেশ্বর ও শিলাই।
27. কোন দুটি নদী মিলিত হয়ে হলদী নদী সৃষ্টি হয়েছে?
উত্তর: কেলেঘাই ও কসাই।
28. পৃথিবীর বৃহত্তমদ্বীপ কোনটি?
উত্তর: গ্রীনল্যাণ্ড ( 21,75,600 কি.মি. )।
29. ভারতের প্রথম পারমানবিক শক্তিকেন্দ্র কোথায় স্থাপিত হয়?
উত্তর: তারাপুর।
30. পৃথিবীর ছাদ কাকে বলে?
উত্তর: পামীর মালভূমিকে।
31. বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কটি?
উত্তর: 29 টি।
32. ভারতের নবীনতম রাজ্য কোনটি?
উত্তর: তেলেঙ্গানা।
33. লুনী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: আনা সাগর।
34. ভারতের ট্রলােগ্রাফিক্যাল ম্যাপ তৈরী কারা করেন?
উত্তর: সার্ভে অফ ইন্ডিয়া।
35. পৃথিবীর ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডার কোথায় অবস্থিত?
উত্তর: কানাডা।
36. সিমুম কি?
উত্তর: সাহারায় প্রবাহিত বালুঝড়।
37. কারাবুরাগ কী?
উত্তর: মধ্য এশিয়ার তুরান অববাহিকায় প্রবাহিত বায়ু।
38. হ্যারিকেন ঝড় কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে।
39. টাইফুন কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: চীন ও জাপান উপকূলে।
40. সমুদ্রতল থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হারে বায়ুর চাপ হ্রাস পায়?
উত্তর: প্রতি 300 মিটার উচ্চতায় 1 ” বা 34 মিলিবার।
41. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর।
42. গ্রান্ড ব্যাঙ্কমগ্নচড়া কোন মহাসাগরে দেখা যায়?
উত্তর: আটলান্টিক মহাসাগর।
43. সাইলেন্ট ভ্যালি কি?
উত্তর: কেরালার জলবিদ্যুৎ।
44. কোন পর্বতকে জাপানী আল্পস্ বলে?
উত্তর: হিড পর্বত।
45. বড় দানাযুক্ত পাললিক শিলকে কী বলে?
উত্তর: ব্রেকসিয়া।
46. ওপেল কি?
উত্তর: প্রবাল ও সামুদ্রিক প্রাণীর দহজাত বালুকণা জমাট বেঁধে পাললিক শিলা ওপেলে পরিণত হয়।
47. হিমবাহ সঞ্চিত কোনাকৃতি দানাযুক্ত পদার্থ থেকে গঠিত শিলাকে কি বলে?
উত্তর: টিলাইট।
48. জাপানের ফুজিয়ামা কি জাতীয় পর্বত?
উত্তর: সুপ্ত আগ্নেয় পর্বত।
49. একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম কি?
উত্তর: তিব্বত মালভূমি।
50. পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী?
উত্তর: সাইবেরিয়ার সমভূমি।
51. জিপসাম কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরীতে।
52. সিকিমে কাঞ্চনজঙ্ঘার বিখ্যাত হিমবাহ কোনটি?
উত্তর: জেমু।
53. ভারতের রাজস্থানের মরুভূমিটি কী জাতীয় মরুভূমি?
উত্তর: আর্গ জাতীয়।
54. মেক্সিকোয় প্লায়া হ্রদ কী নামে পরিচিত?
উত্তর: বােসন।
55. লিবিয়া প্রস্তরময় মরুভূমি কী নামে পরিচিত?
উত্তর: সেরীর।
56. ভাঙ্গার কী?
উত্তর: প্রাচীন পলিমাটিকে বলা হয়।
57. খাদার কী?
উত্তর: নবীন পলিমাটিকে বলা হয়।
58. ভারতের মােট চাষযােগ্য জমির কত অংশে প্রায় জলসেচ করা হয়?
উত্তর: 46 শতাংশ।
59. আজাদ হিন্দ বাহিনী আন্দামান দ্বীপপুঞ্জের নাম কী দেন?
উত্তর: স্বরাজদ্বীপ।
60. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?
উত্তর: চিল্কা।
সুতরাং, দেরি না করে এখনই ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
File Details
:
File Name- Geography General knowledge in Bengali pdf
File Format- pdf
Quality- High
File Size- 570 KB
File page- 6
File Location- Google Drive
Download Link- Click Here To Download
ভূগোলের 100 MCQ GK পিডিএফ- Click Here ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর- Click Here
|
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।