Ads Area


Geography MCQ General Knowledge in Bengali part- 2 | ভূগোল প্রশ্ন উত্তর pdf Download

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব- 2 | Important question of Geography is the answer episode- 2

Geography MCQ General Knowledge in Bengali part - 2

Geography MCQ General Knowledge in Bengali- বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে  সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।

সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge পর্বটি নিয়ে এসেছে আপনাদের কাছে।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন। ভূগোল বিষয় থেকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর পর্ব -2 All competitive exam General Knowledge in Bengali 

ভূগোল বিষয় থেকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর পর্ব -2


1.নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কী ? 

( A ) পুষ্পগিরি

( B) ধবলগিরি

( C ) ডোডাবেট্টা

( D) আনাইমুদি 

উত্তর :- ( C ) ডোডাবেট্টা


2. পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল প্রায় _____ ?

( A ) 360 মিলিয়ন বর্গ কিমি 

( B ) 252 মিলিয়ন বর্গ কিমি 

( C ) 14৪ মিলিয়ন বর্গ কিমি 

( D ) 125 মিলিয়ন বর্গ কিমি 

উত্তর :- ( C ) 14৪ মিলিয়ন বর্গ কিমি 


3. ব্যুফোট ( Beatafort ) স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত ? 

( A ) বায়ুর গতিবেগ 

( B ) সমুদ্রস্রোতের উষ্ণতা 

( C ) ভূমিকম্পের তীব্রতা 

( D ) বৃষ্টিপাতের পরিমাণ 

উত্তর :- ( A ) বায়ুর গতিবেগ 


4. নিম্নলিখিতের মধ্যে কোনটি ভূতত্ত্ব অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন ? 

( A ) হিমালয় পর্বতশ্রেণী 

( B ) গাঙ্গেয় ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা 

( C ) দাক্ষিণাত্যের মালভূমি 

( D ) উপকূলীয় সমভূমি 

উত্তর :- ( C ) দাক্ষিণাত্যের মালভূমি 


5. পঞ্চনদীর দেশ কাকে বলে ? 

( A ) কেরল 

( B ) পাঞ্জাব 

( C ) তামিলনাড়ু 

( D ) মধ্যপ্রদেশ 

উত্তর :- ( B ) পাঞ্জাব 


6. পৃথিবীতে গভীরতম হ্রদ কোনটি ? 

( A ) সুপিরিয়র 

( B ) ডাল হ্রদ 

( C ) বৈকাল হ্রদ 

( D ) মানস সরােবর 

উত্তর :- ( C ) বৈকাল হ্রদ  


7. নীচের কোন নদীটি পূর্বদিকে প্রবাহিত নয় ? 

( A ) কৃষ্ণা 

( B ) নর্মদা 

( C ) মহানদী 

( D ) কাবেরী 

উত্তর :-  ( B ) নর্মদা 


8. পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্যালােক দেখা যায় ? 

( A ) জাপান 

( B ) নরওয়ে 

( C ) মিশর 

( D ) থাইল্যাণ্ড 

উত্তর :- ( B ) নরওয়ে  


9. হিমালয় পর্বতের একটি শৃঙ্গ K 2 অপর কি নামেও পরিচিত ? 

( A ) কৈলাশ পর্বত 

( B ) নাঙ্গা পর্বত 

( C ) গডউইন অস্টিন 

( D ) কাঞ্চনজঙ্ঘা 

উত্তর :- ( C ) গডউইন অস্টিন  


10. ভারতে কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত ? 

( A ) সম্বর হ্রদ 

( B ) চিল্কা 

( C ) উলার হ্রদ 

( D ) পেরিয়ার হ্রদ 

উত্তর :- ( A ) সম্বর হ্রদ  


11. লােকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

( A ) অসম 

( B ) অরুণাচল প্রদেশ 

( C ) হিমাচল প্রদেশ 

( D ) মণিপুর 

উত্তর :- ( D ) মণিপুর 


12. লিথােস্ফিয়ার ( Lithosphere ) নীচের কোটিকে বােঝায় ? 

( A ) পৃথিবীর কেন্দ্রস্থল 

( B ) ভূত্বক 

( C ) মেরুপ্রদেশের আবহাওয়া 

( D ) সামুদ্রিক প্রাণীজগৎ 

উত্তর :- ( B ) ভূত্বক 


13. আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি ? 

( A ) ব্যারােমিটার 

( B ) হাইড্রোমিটার 

( C ) হাইগ্রোমিটার 

( D ) রেনগজ 

উত্তর :- ( C ) হাইগ্রোমিটার  


14. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ? 

( A ) 12,757 কিমি 

( B ) 6,368 কিমি 

( C ) 14,900 কিমি

( D ) 10,500 কিমি 

উত্তর :- ( A ) 12,757 কিমি


15. আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘােরে ? 

( A ) পশ্চিমদিক থেকে পূর্বদিকে 

( B ) পূর্বদিক থেকে পশ্চিমদিকে 

( C ) উত্তরদিক থেকে দক্ষিণ দিকে 

( D ) দক্ষিণদিক থেকে উত্তরদিকে

উত্তর :- ( A ) পশ্চিমদিক থেকে পূর্বদিকে 


16. ফেরেলের সূত্র নীচের কোনটির সাথে সম্পর্কিত ? 

( A ) উচ্চতার তারতম্যে বায়ুচাপের তারতম্য 

( B ) দ্রাঘিমাংশ নির্ণয় 

( C ) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ 

( D ) ওপরের কোনটিই নয় 

উত্তর :- ( C ) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ 


17. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে ? 

( A ) 30 দিন 

( B ) 27 1/3 দিন 

( C ) 14 1/2 দিন

( D ) কোনটিই নয় 

উত্তর :- ( B ) 27 1/3 দিন  


18. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত ? 

( A ) প্রায় 15 কোটি কিলােমিটার 

( B ) 3 লক্ষ 85 হাজার কিলােমিটার 

( C ) প্রায় 51 কোটি কিলােমিটার 

( D ) 1 কোটি 28 লক্ষ কিলােমিটার । 

উত্তর :- ( A ) প্রায় 15 কোটি কিলােমিটার 


19. সূর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কতগুণ বেশী ? 

( A ) দশগুণ 

( B ) একশাে চল্লিশ গুণ 

( C ) প্রায় 13 হাজার গুণ 

( D ) প্রায় 13 লক্ষ গুণ 

উত্তর :- ( C ) প্রায় 13 হাজার গুণ 


20. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ? 

( A ) বুধ

( B ) শুক্র 

( C ) মঙ্গল 

( D ) বৃহস্পতি 

উত্তর :- ( B ) শুক্র 


21. ভারতের প্রাচীনতম পর্বতটির নাম  ?

( A ) হিমালয় 

( B ) সাতপুরা 

( C ) আরাবল্লী 

( D ) বিন্ধ্য 

উত্তর :- ( C ) আরাবল্লী 


22. ভারতের ব্যারেন দ্বীপে -________ পর্বত দেখা যায় |

( A ) সঞ্চয়জাত 

( B ) ক্ষয়জাত 

( C ) ভঙ্গিল 

( D ) স্তূপ পর্বত দেখা যায় 

উত্তর :- ( A ) সঞ্চয়জাত 


23. ইউরােপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হল —

( A ) আল্পস 

( B ) সিয়েরা নেভাদা 

( C ) ভােজ 

( D ) ব্ল্যাক ফরেস্ট 

উত্তর :- ( A ) আল্পস 


24. পাঁচমারি শৈলশহর কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ? 

( A ) বিন্ধ্য 

( B ) সাতপুরা 

( C ) আরাবল্লী 

( D ) নীলগিরি 

উত্তর :- ( B ) সাতপুরা  


25. উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপথ প্রধান প্রবেশদ্বার ?

( A ) নাথুলা 

( B ) জেলেপ লা 

( C ) বানিহাল 

( D ) রােটাং 

উত্তর :- ( C ) বানিহাল 


26. সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ? 

( A ) কারাকোরাম 

( B ) লাডাক 

( C ) পির পাঞ্জাল 

( D ) জাস্কর 

উত্তর :- ( A ) কারাকোরাম 


27. কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির ? 

( A ) পামির 

( B ) কুনলুন 

( C ) কারাকোরাম 

( D ) হিন্দুকুশ 

উত্তর :- ( D ) হিন্দুকুশ 


28. রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয় — 

( A ) ধ্রিয়ান

( B ) কয়াল 

( C ) ধান্ধ 

( D ) টেরিস

উত্তর :- ( A ) ধ্রিয়ান 


29. জোজিলা গিরিপথ — 

( A ) শিবালিক 

( B ) হিমাচল 

( C ) হিমাদ্রি 

( D ) ট্রান্স হিমালয়ে অবস্থিত

উত্তর :- ( C ) হিমাদ্রি 


30. অ্যাপালেশিয়ান পর্বত কোথায় অবস্থিত ? 

( A ) ইন্দোনেশিয়া 

( B ) ফ্রান্স 

( C ) স্পেন 

( D ) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর :- ( D ) মার্কিন যুক্তরাষ্ট্র


31. ভারতের কোন শৈলশহরের নামের অর্থ বজ্ৰাস্ত্রের স্থান ( Place of Thunderbolt ) ? 

( A ) শিলং 

( B ) নৈনীতাল 

( C ) দার্জিলিং

( D ) গ্যাংটক 

উত্তর :- ( C ) দার্জিলিং


32. নীচের পর্বতগুলির মধ্যে কোন‌টি আগ্নেয় পর্বত নয় ? 

( A ) ভিসুভিয়াস 

( B ) সিয়েরা নেভা 

( C ) ফুজিয়ামা 

( D ) কাসকেড

উত্তর :- ( B ) সিয়েরা নেভা 


33. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

( A ) আনাইমুদি 

( B ) ডােডাবেট্টা 

( C ) কালসুরাই 

( D ) মাকুরতি 

উত্তর :- ( A ) আনাইমুদি 


34. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ? 

( A ) গঙ্গোত্রী 

( B ) বাতুরা 

( C ) হিপার 

( D ) সিয়াচেন 

উত্তর :- ( D ) সিয়াচেন 


35. মাউসমাই ভারতের একটি বিখ্যাত _________ 

( A ) গিরিপথ 

( B ) জলপ্রপাত 

( C ) গিরিশৃঙ্গ 

( D ) হিমবাহ 

উত্তর :- ( B ) জলপ্রপাত


36. 1995 কোন দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদগীরণ হয়েছে ? 

( A ) ব্যারেন 

( B ) নারকোড়াম 

( C ) লাক্ষাদ্বীপ 

( D ) কার নিকোবর 

উত্তর :- ( A ) ব্যারেন 


37. পালঘাট গিরিপথ কোন পর্বতমালার  ? 

( A পশ্চিমঘাট 

( B ) পূর্বঘাট 

( C ) হিমাদ্রি হিমালয় 

( D ) পীর পঞ্জাল পূর্বতশ্রেণী 

উত্তর :- ( A পশ্চিমঘাট 


38. কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জাৱা ? 

( A ) অস্ট্রেলিয়া 

( B ) উত্তর আমেরিকা 

( C ) দক্ষিণ আমেরিকা 

( D ) আফ্রিকা 

উত্তর :- ( D ) আফ্রিকা 


39. বিশ্বের উষ্ণতম স্থানের নাম কোনটি ?

( A ) জয়শলমীর 

( B ) আল আজিজিয়া 

( C ) কায়রাে 

( D ) তেহেরান 

উত্তর :- ( B ) আল আজিজিয়া 


40. আম বিখ্যাত কোন জেলায় ? 

( A ) দার্জিলিং 

( B ) বীরভূম 

( C ) মালদা 

( D ) বর্ধমান 

উত্তর :- ( C ) মালদা  


41. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হল ? 

( A ) 8848 মিটার 

( B ) 8598 মিটার 

( C ) 8958 মিটার 

( D ) 8611 মিটার 

উত্তর :- ( A ) 8848 মিটার 


42. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল— 

( A ) টাইগার হিল 

( B ) ফালুট 

( C ) সান্দাকফু 

( D ) জলাপাহাড় 

উত্তর :- ( C ) সান্দাকফু 


43. পৃথিবীর শীতলতম স্থান ( বসবাসকারী ) হল— 

( A ) লাড়ার্ক 

( B ) ভূস্টক 

( C ) ভারখয়ানস্ক 

( D ) গ্রীনল্যাণ্ড 

উত্তর :- ( C ) ভারখয়ানস্ক 


44. বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তুত আছে । এক সময়ে সেখানেই ছিল— 

( A ) আঙ্গারল্যাণ্ড 

( B ) টেথিস সাগর 

( C ) লরেসিয়াল্যাণ্ড 

( D ) গণ্ডোয়ানাল্যাণ্ড

উত্তর :- ( B ) টেথিস সাগর 


45. পাত - গাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযােজ্য ? 

( A ) গ্রস্ত - উপত্যকা গঠনে 

( B ) ভঙ্গিল পর্বত গঠনে 

( C ) সঞ্চয়জাত পর্বতের উৎপত্তি 

( D ) সমভূমির সৃষ্টি 

উত্তর :- ( B ) ভঙ্গিল পর্বত গঠনে 


46. পশ্চিমবঙ্গের শুশুনিয়া কি জাতীয় পাহাড় ? 

( A ) ক্ষয়জাত 

( B ) ভঙ্গিল 

( C ) স্তূপ 

( D ) সঞ্চয়জাত 

উত্তর :- ( A ) ক্ষয়জাত 


47. পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা সাধারণত ___________

( A ) v - আকৃতির 

( B ) U - আকৃতির 

( C ) I - আকৃতির 

( D ) L - আকৃতির হয় 

উত্তর :- ( A ) v - আকৃতির 


48. ভারতের বৃহত্তম নদীগঠিত দ্বীপের নাম কী ?

( A ) সাগর 

( B ) মাজুলী 

( C ) পূর্বাশা 

( D ) সুন্দরবন 

উত্তর :- ( B ) মাজুলী 


49. তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কী ?

( A ) দিহং 

( B ) দিং  

( C ) লােহিত 

( D ) সাংপাে  

উত্তর :- ( D ) সাংপাে  


50. ভারতের 90 শতাংশ নদনদী পড়েছে -

( A ) আরব সাগরে 

( B ) বঙ্গোপসাগরে 

( C ) ভারত মহাসাগরে 

( D ) কচ্ছ উপসাগরে 

উত্তর :- ( B ) বঙ্গোপসাগরে 


51. কোন নদী ' দক্ষিণের গঙ্গা ' নামে পরিচিত ? 

( A ) কাবেরী 

( B ) মহানদী 

( C ) নর্মদা 

( D ) কৃষ্ণ 

উত্তর :-  ( A ) কাবেরী 


52. নিচের চারটি নদীর মধ্যে কোনটি সিন্ধুনদের উপনদী নয় ? 

( A ) ইরাবতী 

( B ) চন্দ্রভাগা 

( C ) বিতস্তা 

( D ) বিপাশা 

উত্তর :- ( A ) ইরাবতী 


53. ধুঁঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায় ? 

( A ) ব্রহ্মপুত্র 

( B ) মন্দাকিনী 

( C ) নর্মদা 

( D ) সরাবতী 

উত্তর :- ( C ) নর্মদা  


54. কোনটির আরেক নাম ' বরফের চাদর ' ( Ice sheet ) ?

( A ) হিমশৈল ( Ice berg ) 

( B ) মহাদেশীয় হিমবাহ 

( C ) পর্বত পাদদেশের হিমবাহ 

( D ) উপত্যকা হিমবাহ 

উত্তর :- ( B ) মহাদেশীয় হিমবাহ  


55. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নাম কী ?

( A ) নায়েগ্রা 

( B ) অ্যাঞ্জেল 

( C ) ভিক্টোরিয়া 

( D ) গেরসােপ্পা 

উত্তর :- ( B ) অ্যাঞ্জেল 


56. নীচের কোনটি দীর্ঘতম নদী ? 

( A ) নীলনদ 

( B ) কঙ্গো 

( C ) গঙ্গা 

( D ) ভগ্না 

উত্তর :- ( A ) নীলনদ 


57. গঙ্গার উচ্চগতি গােমুখ থেকে কতদূর পর্যন্ত অবস্থিত ? 

( A ) বারাণসী 

( B ) রাজমহল 

( C ) হরিদ্বার 

( D ) হৃষিকেশ

উত্তর :- ( C ) হরিদ্বার 


58. নদীগুলির মধ্যে কোন নদীর মােহনায় বদ্বীপ আছে ? 

( A ) নর্মদা 

( B ) মহানদী 

( C ) তাপ্তী 

( D ) সবরমতী 

উত্তর :- ( B ) মহানদী 


59. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম ________ ?

( A ) সবরমতী 

( B ) গােমতী 

( C ) মন্দাকিনী 

( D ) লুনী 

উত্তর :- ( D ) লুনী 


60. কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত ? 

( A ) ভল্গা

( B ) ডন 

( C ) দানিয়ুব 

( D ) মস্কোভা 

উত্তর :- ( D ) মস্কোভা 


61. কোন নদীর গতিপথে বিখ্যাত হুডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?

( A ) ব্রহ্মপুত্র

( B ) তিস্তা

( C ) সুবর্ণরেখা

( D ) কাবেরী

উত্তর :- সুবর্ণরেখা


62. নীচের কোন পর্বতমালা সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামেও পরিচিত ?

( A ) পূর্বঘাট 

( B ) পশ্চিমঘাট 

( C ) শিবালিক 

( D ) বিন্ধ 

উত্তর :- পশ্চিমঘাট


63.' ক্যাটারাক্ট ' একটি শ্রেণীবিভাগ কিসের ? 

( A ) নদী 

( B ) জলপ্রপাত 

( C ) হিমবাহ

( D ) গিরিখাত 

উত্তর :- ( B ) জলপ্রপাত 


64. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল— 

( A ) সিয়াচেন 

( B ) হিসপার 

( C ) ল্যামবার্ট 

( D ) গঙ্গোত্রী 

উত্তর :- ( C ) ল্যামবার্ট 


65. ‘ রাজা ’, রােরার ( Roarar ), রকেট ( Rocket ) ও রাণী — এই চারটি নাম কিসের সঙ্গে যুক্ত ___

( A ) যােগ জলপ্রপাত 

( B ) সিয়াচেন হিমবাহ 

( C ) গঙ্গানদীর পার্বত্য প্রবাহ 

( D ) কালবৈশাখী 

উত্তর :- ( A ) যােগ জলপ্রপাত


66. হীরাকুঁদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ? 

( A ) দামােদর 

( B ) মহানদী 

( C ) তুঙ্গভদ্রা 

( D ) কোশী 

উত্তর :- ( B ) মহানদী


66. নীচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার ( Rift Valley ) মধ্য দিয়ে প্রবাহিত ? 

( A ) ব্রহ্মপুত্র 

( B ) বিপাশা 

( C )কৃষ্ণা 

( D )নর্মদা

উত্তর :- ( C ) কৃষ্ণা 


67. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায় ? 

( A ) তুঙ্গভদ্রা 

( B ) মিসিসিপি 

( C ) গােদাবরী 

( D ) মহানদী 

উত্তর :- ( A ) তুঙ্গভদ্রা


68. জগদ্বিখ্যাত নায়েগ্রা জলপ্রপাত কোন নদীর থেকে সৃষ্ট ? 

( A ) সেন্ট লরেন্স 

( B ) মিসিসিপি 

( C ) মিসোরী 

( D ) শতদ্রু 

উত্তর :- ( D ) শতদ্রু 


69. এই নদীগুলির মধ্যে কোন নদী তিব্বত থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে ? 

( A ) অলকানন্দা 

( B ) সুবর্ণরেখা 

( C ) ইরাবতী 

( D ) শতদ্রু 

উত্তর :- ( D ) শতদ্রু


70. কোন নদী ' ধলেশ্বরী ' এবং ' দ্বারকেশ্বর ' নামেও পরিচিত ? 

( A ) ব্ৰহ্মপুত্র 

( B ) সুবর্ণরেখা 

( C ) যমুনা 

( D ) রূপনারায়ণ

উত্তর :- ( D ) রূপনারায়ণ


71. পৃথিবীর দীর্ঘতম গিরিখাত এ্যাণ্ড ক্যানিয়নের উৎপত্তি কোন নদীতে হয়েছে ?

( A ) মিসিসিপি 

( B ) সেন্ট লরেন্স 

( C ) কলােরাডাে 

( D ) আমাজন

উত্তর :- ( C ) কলােরাডাে 


72. এর মধ্যে কোনটি গঙ্গার শাখানদী ? 

( A ) রামগঙ্গা 

( B ) পদ্মা

( C ) যমুনা 

( D ) কোশী

উত্তর :- ( B ) পদ্মা 


73. বাংলার দুঃখ ( Bengal's Sorrow ) কাকে বলা হয় ?

( A ) দামােদর নদ 

( B ) রূপনারায়ণ 

( C ) কালবৈশাখী 

( D ) জলঢাকা নদী

উত্তর :- ( A ) দামােদর নদ


74. কালাহারি মরুভূমি কোথায় ? 

( A ) মধ্যপ্রাচ্য 

( B ) উত্তর আফ্রিকা 

( C ) চীন

( D ) দক্ষিণ-পশ্চিম আফ্রিকা 

উত্তর :- ( D ) দক্ষিণ-পশ্চিম আফ্রিকা 


75. আর্জেন্টিনার একটি মরুভূমির নাম __________

( A ) গােবি 

( B ) প্যাটাগােনিয়া 

( C ) আটাকামা 

( D ) গ্রেট ভিক্টোরিয়া 

উত্তর :- ( B ) প্যাটাগােনিয়া 


76. নীচের কোনটিকে বলা হয় ' নীলনদের দান ’ ? 

( A ) ইজিপ্ট 

( B ) ইটালি

( C ) ইথিওপিয়া 

( D ) ইরাক 

উত্তর :- ( A ) ইজিপ্ট 


77. ‘ ভূমধ্যসাগরের চাবি ’ কাকে বলা হয় ? 

( A ) জিব্রাল্টার প্রণালী 

( B ) তুরস্ক 

( C ) সুয়েজ খাল 

( D ) ইজিপ্ট 

উত্তর :- ( A ) জিব্রাল্টার প্রণালী 


78. কোন দেশকে ' দক্ষিণের ব্রিটেন ' বলা হয় ? 

( A ) অস্ট্রেলিয়া 

( B ) নিউজিল্যান্ড 

( C ) সাউথ আফ্রিকা 

( D ) ভারত 

উত্তর :- ( B ) নিউজিল্যান্ড 


79. গ্রীনিচ মধ্যরেখা আরেকটি নামেও পরিচিত । নীচের কোনটি ?

( A ) অসলো টাইম

( B ) সিডনী টাইম 

( C ) জুলু টাইম 

( D ) নিউইয়র্ক টাইম 

উত্তর :- ( C ) জুলু টাইম


80. অ্যানােমমামিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় ? 

( A ) বাতাসের গতিবেগ 

( B ) সমুদ্রের লবণাক্ততা 

( C ) প্রাণীদের বুদ্ধিমত্তা 

( D ) ভূমিকম্পের তীব্রতা

উত্তর :- ( A ) বাতাসের গতিবেগ


81. ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় ? 

( A ) জয়শলমীর 

( B ) মাউন্ট আবু 

( C ) ইটানগর 

( D ) লে 

উত্তর :- ( D ) লে


82. ‘হাজার হ্রদের দেশ’ (Land of Thousand Lakes) কোন দেশকে বলে ? 

( A ) থাইল্যাণ্ড 

( B ) ফিনল্যান্ড 

( C ) হল্যাণ্ড 

( D ) নিউজিল্যান্ড 

উত্তর :- ( B ) ফিনল্যান্ড 


83. ‘পঞ্চ নদীর দেশ’ নীচের কোনটি ? 

( A )  মায়ানমার 

( B ) শ্রীলঙ্কা 

( C ) পাঞ্জাব 

( D ) মধ্যপ্রদেশ 

উত্তর :- ( C ) পাঞ্জাব


84. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি ? 

( A ) হিমালয় 

( B ) আল্পস

( C ) আণ্ডিজ 

( D ) রকি

উত্তর :- ( C ) আণ্ডিজ 


85. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি ? 

( A ) বুধ

( B ) মঙ্গল 

( C ) বৃহস্পতি 

( D ) শুক্র 

উত্তর :- ( D ) শুক্র 


86. পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি ? 

( A ) স্ট্র্যাটোস্ফিয়ার 

( B ) আয়নােস্ফিয়ার 

( C ) মেসােস্ফিয়ার 

( D ) ট্রপােস্ফিয়ার 

উত্তর :- ( D ) ট্রপােস্ফিয়ার 


87. এরােপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে ? 

( A ) ট্রপােস্ফিয়ার 

( B ) আয়নােস্ফিয়ার 

( C ) মেসােস্ফিয়ার 

( D ) স্ট্র্যাটোস্ফিয়ার 

উত্তর :- ( D ) স্ট্র্যাটোস্ফিয়ার 


88. বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে ? 

( A ) মেসােস্ফিয়ার 

( B ) স্ট্র্যাটোস্ফিয়ার 

( C ) ট্রপােস্ফিয়ার 

( D ) থার্মোস্ফিয়ার 

উত্তর :- ( A ) মেসােস্ফিয়ার 


89. কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে ধরা হয় ? 

( A ) 0 ° দ্রাঘিমারেখা 

( B ) 90 ° দ্রাঘিমারেখা 

( C ) 82 ° 30 পূর্ব দ্রাঘিমারেখা 

( D ) 180 ° দ্রাঘিমারেখা

উত্তর :- ( D ) 180 ° দ্রাঘিমারেখা


90. দ্রাঘিমারেখার আরেকটি নাম কি ? 

( A ) অক্ষরেখা 

( B ) সমাক্ষরেখা 

( C ) দেশান্তররেখা 

( D ) মহাবৃত্ত 

উত্তর :- ( C ) দেশান্তররেখা 


91. নিরক্ষরেখার অক্ষাংশ কত ?

( A ) 0 ডিগ্রী

( B ) 90 ডিগ্রী উঃ

( C ) 90 ডিগ্রী দঃ

( D ) 180 ডিগ্রী 

উত্তর :- 0 ডিগ্রী 


92. কে প্রথম প্রমান করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ?

( A ) ফেরেল 

( B ) কোপার্নিকাস

( C ) গ্য়ালেলীও

( D ) ফুকো

উত্তর :- ( B ) কোপার্নিকাস


93. কোন শিলায় জীবাশ্ম দেখাতে পাওয়া যায় ?

( A ) আগ্নেয়শিলা

( B ) পাললিক শিলা  

( C ) রূপান্তিরিত শিলা 

( D ) কোনটিই নয়

উত্তর :- পাললিক শিলা 


94. নীচের কোনটি অগ্নায়শিলা নয় ?

( A ) ব্যাসল্ট

( B ) গ্রানাইট

( C ) ডলোরাইট

( D ) ডলোমাইট

উত্তর :- ডলোমাইট


95. নীচের কোনটি সঠিক নয় ? 

( A ) জৈবশিলার একটি উদাহরণ কয়লা 

( B ) চাপ, তাপ ও রাসায়নিক প্রক্রিয়ার প্রভাবে শিলা রূপান্তরিত হয় | 

( C ) আগ্নেয়শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে |

( D ) আগ্নেয়শিলার অপর নাম প্রাথমিক শিলা 

উত্তর :- ( C ) আগ্নেয়শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে | 


96. নীচের কোনটি সঠিক ? 

( A ) মার্বেল একটি আগ্নেয়শিলা 

( B ) পাললিক শিলা কেলাসিত 

( C ) পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা 

( D ) চুনাপাথর একটি রূপান্তরিত শিলা 

উত্তর :- ( C ) পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা  


97. সূর্যের উপরিভাগের ( Outer Surface ) তাপমাত্রা কত ? 

( A ) 600 ° সেন্টিগ্রেড 

( B ) 6,000 ° সেন্টিগ্রেড 

( C ) 60,000 ° সেন্টিগ্রেড 

( D ) 6,00,000 " সেন্টিগ্রেড 

উত্তর :- ( B ) 6,000 ° সেন্টিগ্রেড 


98. সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারদিকে দ্রুততম আবর্তন করে ? 

( A ) বৃহস্পতি 

( B ) পৃথিবী 

( C ) শনি 

( D ) বুধ 

উত্তর :- ( A ) বৃহস্পতি 


99. সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে দীর্ঘতম সময় নেয় ? 

( A ) বৃহস্পতি 

( B ) পৃথিবী 

( C ) শুক্র 

( D ) শনি

উত্তর :- ( C ) শুক্র 


100. সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেন ? 

( A ) কেপলার 

( B ) ফেরেল 

( C ) গ্যালিলিও 

( D ) কোপারনিকাস 

উত্তর :- ( D ) কোপারনিকাস 


সুতরাং, দেরি না করে এখনই Geography MCQ General Knowledge in Bengali part - 2 Pdf টি নীচে গিয়ে ডাউনলোড করুন

ভূগোল প্রশ্ন উত্তর pdf Download

File Details :
File Name- ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পর্ব 2 [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 985 KB
File page- 17
File Location- Google Drive
Download Link: Click Here To Download

MORE PDF

DOWNLOAD LINK

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পর্ব -1

Click Here

Geography General Knowledge in Bengali

Click Here

History General Knowledge in Bengali

Click Here

বিজ্ঞান থকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর

Click Here



Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area