Ads Area


History 300 Common GK in Bengali // প্রাচীন ভারতের ইতিহাস Pdf Download

History Common প্রশ্নোওর

History 300 Common GK in Bengali // pdf
History 300 Common GK in Bengali

বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে  সাধারণ জ্ঞান | General Knowledge | বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত  জেনারেল নলেজ |General Knowledge| নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ// জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন। ইতিহাস বিষয় থেকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর

নিচে ইতিহাসের ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হলো পড়ে নিন

প্রাচীন ভারতের ইতিহাস Pdf Download

1. ঋগবেদে কতগুলি স্তোত্র আছে ?
- ১০২৮ টি ।

2. পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল ?

- মধ্য এশিয়া ।

3. কোন অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে ?

- পাঞ্জাব ।

4. কোন বেদে যাগ - যজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে ?

- যজুবেদ ।

5. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ?

- লুম্বিনী ।

6. চন্দ্রগুপ্ত মৌর্য্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন ?

- জৈনধর্ম ।

7. ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ ?

- বৌদ্ধ ।

8. সম্রাট অশােক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিলেন ?

- উপগুপ্ত ।

9. বুদ্ধদেব কোথায় নির্বাণলাভ করেন ?

- কুশীনগর ।

10. প্রথম কোন সম্রাট তার মুদ্রার উপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খােদিত করেন ?

- কণিষ্ক ।

11. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?

- গ্রামণী ।

12. বুদ্ধচরিতের রচয়িতা কে ?

- অশ্বঘােষ ।

13. হর্ষবর্ধনের জীবনী হৰ্যরচিত কার লেখা ?

- বানভট্ট ।

14. কার রাজসভা নবরত্ন - এর জন্য বিখ্যাত ছিল ?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।

15. কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বই - এর নাম কী ?

- রাজতরঙ্গিনী ।

16. কোন শাসক মহারাজধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন ?

- সমুদ্রগুপ্ত ।

17. কাকে ভারতের নেপােলিয়ান আখ্যা দেওয়া হয়েছে ?

- সমুদ্রগুপ্ত ।

18. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?

- গুপ্ত যুগ ।

19. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?

- চন্দ্রগুপ্ত মৌর্য ।

20. সংস্কৃত নটক রত্নাবলী কে লিখেছিলেন ?

- হর্ষবর্ধন ।

21.কাদম্বরী কাব্যের রচয়িতা কে ?

- বানভট্ট ।

22. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ?

- অ্যারিস্টোটল ।

23. মহাবীর ছিলেন ____________ ?

- ২৪ তম তীর্থঙ্কর ।

24. ' দি ইন্ডিকা ' কে লিখেছিলেন ?

- মেগাস্থিনিস ।

25. মেগাস্থিনিস কার রাজ হিসেবে ভারতে এসেছিলেন ?

- সেলুকাস ।

26. কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

- পেশােয়ার ।

27. বৃহৎ সংহিতা কার রচনা ?

- বরাহমিহির ।

28. গীত গােবিন্দ কে রচনা করেছিলেন ?

- জয়দেব ।

29. কোন রাজবংশ মহাবলিপুরম প্রতিষ্ঠা করেন ?

- পল্লব ।

30. শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল ?

- ৭৮ খ্রিঃ ।

31. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?

- গােপাল ।

32. পালযুগে রচিত “ রামচরিতমানস " - এর রচয়িতা কে ?

- সন্ধাকর নন্দী ।

33. দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা কে ?

- বল্লাল সেন ।

34. সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় ?

- বল্লাল সেন ।

35. মালবিকাগ্নিমিত্রমের রচয়িতা কে ?

- কালিদাস ।

36. ছিয়াত্তরের মন্বন্তর কত খিষ্টাব্দে ঘটেছিল ?

- ১৭৭০ সালে ।

37. বক্সারের যুদ্ধ কত খিষ্টাব্দে ঘটেছিল ?

- ১৭৬৪ খ্রীঃ ।

38. কে শকারি উপাধি গ্রহণ করেছিলেন ?

- দ্বিতীয় চন্দ্র গুপ্ত ।

39. চিতােরে কীর্তি স্তম্ভ বা বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন ?

- রানা কুম্ভ ।

40. দিল্লীর লাল কেল্লা কে নির্মাণ করেন ?

- শাহজাহান ।

41. কোন শিল্পের নিদর্শনের জন্য তক্ষশিলা বিখ্যাত ?

- গান্ধার শিল্প ।

42. কুতুব মিনার নির্মাণ কে শেষ করেন ?

- ইলতুৎমিস ।

43. আঙ্কোরভাটের মন্দিরের মূর্তি কার বা কাদের ?

- হিন্দু দেবতা ।

44. বিখ্যাত নিশাত বাগ কে তৈরি করেছিলেন ?

- জাহাঙ্গীর ।

45. শেরশাহের সমাধি কোথায় ?

- সাসারাম ।

46. কোন মােগল সম্রাট তার রাজসভায় নাচ ও গান নিষিদ্ধ করেন ?

- ঔরঙ্গজেব ।

47. আঙ্কোরভাট মন্দির কোথায় অবস্থিত ?

- কম্বােডিয়া ।

48. সাঁচি স্থূপ কোন সময়ে নির্মিত হয়েছিল ?

- মৌর্য যুগ ।

49. বিবি - কা - মকবরা কার সমাধি সৌধ ?

- ঔরঙ্গজেবের পত্নী ।

50. আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ?

- সিকান্দার ললাদি ৷

51. পঞ্চতন্ত্র কে লিখেছিলেন ?

- বিষ্ণুশর্মা ।

52. অষ্টাধ্যায়ী কার রচনা ?

- পানিনি ।

53. রত্নাবলী কার রচনা ?

- হর্ষবর্ধন ।

54. কে ভারতে শূন্য আবিষ্কার করেন ?

- আর্যভট্ট ।

55. কে যােগসূত্র লিখেছিলেন ?

- পতঞ্জলি ।

56. বাহমনী বংশ কে প্রতিষ্ঠা করেন ?

- আলাউদ্দীন বামনী শাহ ।

57. হরপ্পা সভ্যতার লােকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?

- সুমের ।

58. সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় ?

- বিদ্যাসাগর ।

59. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?

- শ্রীরঙ্গপত্তম ।

60. ভারতের অর্ধনগ্ন ফকির — ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ?

- গান্ধীজী ।

61. সুলতানি আমলে ইকতা বলতে কি বােঝায় ?

- কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান ।

62. কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন ?

- ওয়ারেন হেস্টিংস ।

63. অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ?

- শিশির কুমার ঘােষ ।


আরও পড়ুন- ভারতের সংবিধান থেকে প্রশ্নোত্তর


64. শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল  ?

- ১৬৭৪ খ্রী ।

65. ক্লাইভের বাংলায় দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল ?

- ১৭৬৫ খ্রীঃ ।

66. কোলকাতার মেডিক্যাল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?

- ১৮৩৫ খ্রীঃ ।

67. হলদি ঘাটের যুদ্ধে মােগলদের প্রধান সেনাপতি কে ছিলেন ?

- মান সিংহ ।

68. বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কী ?

- গােপাল ।

69. শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কী  ?

- গুরু গােবিন্দ সিংহ ।

70. চতুরাশ্রমের শেষ পর্যায়ের নাম কী ?

- সন্ন্যাস ।

71. আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম কী ছিল ?

- মালিক কাফুর ।

72. কণিষ্কের রাজধানীর নাম কী ?

- পুরুষপুর ।

73. কে প্রথম ঘােড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেন ?

- শেরশাহ ।

74. কোন ঐতিহাসিক ব্যক্তি মহীশুরের বাঘ নামে বিশেষ পরিচিত ছিলেন ?

- টিপু সুলতান ।

75. ভারতে শেষ মােগল সম্রাট কে ?

- দ্বিতীয় বাহাদুর শাহ ।

76. বামনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

- হাসান গঙ্গু ।

77. দিল্লীর প্রাচীন নাম কি ?

- ইন্দ্রপ্রস্থ ।

78. কুরুক্ষেত্রের প্রাচীন নাম কি ছিল ?

- পানিপথ ।

79. কোন মােগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন ?

- শাহজাহান ।


আরও পড়ুন- ইতিহাসের গুরুত্বপূর্ণ 500 MCQ টি প্রশ্ন ও উত্তর PDF


80. অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মােগল সম্রাট জমি বন্টন করেছিলেন ?

- আকবর ।

81. কোন সম্রাটকে ‘ জিন্দা পীর ’ আখ্যা দেওয়া হয়েছে ?

- ঔরঙ্গজেব ।

82. কার রাজত্বকালে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়েছিল ?

- আকবর ।

83. মহারাজ রঞ্জিৎ সিংহের রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

- লাহাের ।

84. মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

- বাবর ।

85. মােগল রাজসভায় কি ভাষা ব্যবহার হত ?

- ফার্সি ।

86. দীন - ই - ইলাহি কে প্রবর্তন করেন ?

- আকবর ।

87. ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল ?

- গুরু তেগবাহাদুর ।

88. শিখ খালসার প্রতিষ্ঠাতা কে ?

- গুরু গােবিন্দ সিং ।

89. কোন শেষ মােগল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন ?

- মহম্মদ শাহ ।

90. কোন সম্রাট ‘ জিজিয়া ' করের অবলুপ্তি ঘটান ?

- আকবর ।

91. ভাস্কো - দা - গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?

- ১৪৯৮ সালে  |

92. শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী ' চৈতন্য চরিতামৃত ' গ্রন্থের গ্রন্থকার কে ?

- কৃষ্ণদাস কবিরাজ ।

93. কবির কার শিষ্য ছিলেন ?

- রামানন্দ ।

94. কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি ভিন্ন নাম ?

- কবীর ।

95. কাঞ্চি কোন রাজ্যের রাজধানী ছিল ?

- পল্লব ।

96. বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

- হরিহর বুক্কা ।

97. তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?

- ১১৯১ খ্রীঃ ।

98. দাস বংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন ?

- ইলতুৎমিস ।

99. কোন রাজ বংশ হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন ? 

- কুতুবশাহী ।

100. কুতুব মিনার কে শুরু করেন ? 

- কুতুবউদ্দীন আইবক ।

101. কোন বিদেশী মুসলিম ভারতে ১৭ বার আক্রমণ অভিযান চালিয়েছিলেন ? 

- গজনীর মামুদ ।

102. দিল্লির সিংহাসনের শেষ আফগান সুলতান কে ? 

- ইব্রাহিম লােদি ।

103. হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন ?

- পুরু ।

104. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ? 

- কৃষিকার্য ।

105. মহেঞ্জোদারাে কথাটির অর্থ কি ?

- মৃতের স্তুপ ।

106. কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল ?

- লােহা ।

107. সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল । তার নিদর্শন কোথায় পাওয়া গেছে ?

- মহেনজোদারাে ।

108. সিন্ধু সভ্যতায় কোন জন্তুর উল্লেখ পাওয়া যায় নি ?

- ঘােড়া ।

109. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ?

- ঋগবেদ ।

110. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?

- ঋগবেদে ।

111. বেদের অপর নাম কী ?

- শ্রুতি ।

112. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

- ধর্মপাল ।

113. কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় ?

- শাহী বংশ ।

114. কোন ঐতিহাসিক কাকে ‘ দাক্ষিণাত্যের আকবর ’ আখ্যা দিয়ে ছিলেন ?

- ফিরােজ শাহ ।

115. শশাঙ্কের রাজধানীর নাম কী ?

- কর্ণসুবর্ণ ।

116. ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে ?

- বহলুল লােদী ।

117. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

- পেশােয়া বাজীরাও এবং ওয়েলেসলী ।

118. চালুক্য রাজবংশের শ্রেষ্ট সম্রাট কাকে বলা হয় ? 

- দ্বিতীয় পুলকেশী ।

119. পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি ? 

- ঋগবেদ ।

120. আইহােল প্রশস্তি কে রচনা করেন ?

- কবি রবিকীর্তি ।

121. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?

- অশােক |

122. দ্বিতীয় অশােক বলে কাকে অভিহিত করা হয় ? 

- কনিষ্ক ।

123. কে সমুদ্র গুপ্তের সভাকবি ছিলেন ?

- হরিষেণ ।

124. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন ?

- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।


আরও পড়ুন-  ভূগোল ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর


125. বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি কে ?

- শশাঙ্ক ।

126. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?

- দিব্য ।

127. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

- আলাউদ্দিন খলজী ।

128. কোন মােগল সম্রাট জিজিয়া কর ফের চালু করেন ? 

- ঔরঙ্গজেব ।

129. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ? 

- অপরাজিত বর্মন ।

130. কোণারকের বিখ্যাত সূর্যমন্দির কে নির্মান করেছিলেন ?

- প্রথম নরসিংহ বর্মন ।

131. কে ভারতের তােতাপাখি নামে পরিচিত ছিলেন ?

- আমীর খসরু ।

132. কে লাখবক্স নামে পরিচিত ?

- কুতুবউদ্দিন আইবক ।

133. খলজী বংশের প্রতিষ্ঠাতা কে ? 

- জালাল উদ্দিন খলজী ।

134. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ? 

- ১৫৬৫ খ্রঃ ।

135. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?

- ১৫২৬ খ্রীঃ ।

136. কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন ?

- বাউনী ।

137. ঔরঙ্গজেবের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে কে বসেন ?

- বাহাদুর শাহ ।

138. কোন সুলতান প্রথম দক্ষিণাত্য জয় করেন ?

- শ্রালাউদ্দিন খলজী ।

139. হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?

- পুষ্যভূতি বংশ ।

140. ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন ?

- অত্তি ।

141. সাঁচি স্তুপ কে নির্মাণ করেন ?

- অশােক ।

142. কোন সুলতান ইকতা প্রথার বিলােপ করেন ? 

- আলাউদ্দিন খলজী ।

143. কার উপাধি ছিল কুনিক ?

- অজাতশত্রু ।

144. বাংলার প্রথম নবাব কে ছিলেন ? 

- মুর্শিদকুলি খাঁ ।

145. সূর্যসিদ্ধান্ত নামক গ্রন্থের রচয়িতা কে ? 

- আর্যভট্ট ।

146. কাকে “ The Grand Old Man of India ” বলা হয় ?

- দাদাভাই নওরােজি ।

147. কে হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন ?

- মহাত্মা গান্ধী ।

148. কোন সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ঘটেছিল ? 

- ১৯১৯ সালে ।

149. কে পরাধীন ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ?

- লর্ড ক্যানিং ।

150. প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?

- সুচেতা কৃপালনী ।

151. ভারতে শিবাজী উৎসব পালনের সূচনা কে করেন ?

- বালগঙ্গাধর তিলক ।

152. ভারতে স্বাধীনতালাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?

- ক্লিমেন্ট এটলি ।

153. কোন ভারতীয় নাগরিক প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ?

- দাদাভাই নওরােজি ।

154. কাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয় ? 

- মাদাম ভিকাজী কামা ।

155. বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহিদের নাম কি ? 

- মদনলাল ধিংড়া ।

156. ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

- চক্রবর্তী রাজাগােপালাচারী ।

157. কে . আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন ?

- মৌলানা আবুল কালাম আজাদ ।

158. কে বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার ?

- বালগঙ্গাধর তিলক ।

159. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?

- লর্ড কর্ণওয়ালিস ।

160. কে বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন ?

- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

161. কে মহাত্মা গান্ধীকে হত্যা করেন ?

- নাথুরাম গড ।

162. কে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম মহিলা সভাপতি ছিলেন ?

- অ্যানি বেসান্ত ।

163. কে আর্যসমাজ প্রতিষ্ঠা করেন ?

- দয়ানন্দ সরস্বতী ।

164. ভারত ও চীনের মধ্যে সীমানা কে চিহ্নিত করেন ?

- ম্যাকমােহন ।

165. ভারতের মুক্তি সংগ্রামে প্রথম মহিলা শহিদের নাম কি ?

- প্রীতিলতা ওয়াদ্দেদার ।

166. নীলদর্পণের ইংরাজী অনুবাদ কে করেছিলেন ?

- মধুসূদন দত্ত ।

167. ১৮৫৭ সালে বিদ্রোহের পতাকা প্রথম কে উত্তোলন করেন ? 

- মঙ্গল পান্ডে ।

168. মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কবে ?

- ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারী ।

169. ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন ?

- গুলজারিলাল নন্দ ।

170. কোন গভর্ণর জেনারেলের সময় ঠগীদমন হয়েছিল ?

- উইলিয়াম বেন্টিঙ্ক ।

171. কত খ্রীস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় ?

- ১৯১১ সালে ।

172. কোন ভাইসরয়ের শাসনকালে ইলবার্ট বিল পাশ হয় ?

- লর্ড রিপন ।

173. কে প্রথম গান্ধীজিকে জাতির জনক বলে আখ্যা দেন ?

- নেতাজি সুভাষ চন্দ্র বসু ।

174. ১৯২৩ সালে কে স্বরাজ্যপার্টি প্রতিষ্ঠা করেন ? 

- মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাশ ।

175. কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্ৰতা নীতি প্রবর্তন করেন ?

- ওয়েলেসলী ।

176. কোন গভর্নর জেনারেল স্বত্ববিলােপ নীতি প্রবর্তন করেন ?

- ডালহৌসী ।

177. কোন গভর্নর ভারতে প্রথম ইংরাজী শিক্ষার প্রবর্তন করেন ? 

- বেন্টিঙ্ক ।

178. কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ আইন পাশ হয় ? 

- ১৮২৯ সালে ।

179. সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গড়েছিলেন ?

- সিঙ্গাপুর  |

180. তহকিক - ই - হিন্দ কার রচনা ?

- আলবিরুণী ।

181. আরবদের সিন্ধু জয়ের সময় কে সিন্ধুপ্রদেশের রাজা ছিলেন ?

- দাহির ।

182. মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করতেন ? 

- মাগধী ।

183. আলাই দরওয়াজা কার স্থাপত্য কীর্তি ?

- আলাউদ্দিন খলজী ।

184. বৃহৎসংহিতা কে লিখেছিলেন ?

- বরাহমিহির ।

185. গুরু গােবিন্দ সিংহকে কে হত্যা করেছিল ?

- একজন পাঠান ।

186. মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে ?

- তামা ।

187.  কাকে নানাসাহেব বলা হত ?

- বালাজী বাজীরাও ।

188. কাশ্মীরের কোন শাসককে ‘ কাশ্মীরের আকবর ’ বলে অভিহিত করা হয় ?

- জয়নাল আবেদিন ।

189. সন্ধাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন ?

- পাল ।

190. জৈনদের আদি নাম কি ছিল ? 

- নিগ্রন্থ ।

191. ঋগবেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল ?

- সাবিত্রী ।

192. শিবাজী ১৬৬৫ খ্রীঃ পুরুন্ধরের সন্ধি স্বাক্ষর করেন কার সঙ্গে ? 

- জয়সিংহ ।

193. আঙ্কোরভাট কে নির্মাণ করেছিলেন ?

- সূর্যবর্মণ ।

194. সি - ইউ - কি কে লিখেছিলেন ?

- হিউয়েন সাং ।

195. বাংলার কোন নবাব তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন ?

- মুরশিদকুলি খাঁ ।

196. গুরু গােবিন্দের জন্মস্থান কোথায় ?

- পাটনা ।

197. আকবরের সমাধি কোথায় অবস্থিত ?

- সিকান্দার ।

198. হর্ষবর্ধনের ভগ্নীর নাম কী ?

- রাজ্যশ্রী ।

199. পাঞ্জাব কেশরী কাকে আখ্যা দেওয়া হয়েছে ?

- রঞ্জিত সিংহ ।

200. ঝাঁসির রাণী লক্ষীবাঈ - এর আসল নাম কি ছিল ?

- মণিকর্ণিকা ।

201. কে বলেছিলেন ‘ করেঙ্গে ইয়া মরেঙ্গে ’ ?

- মহাত্মা গান্ধী ।

202. কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ?

- ১৯২৫ খ্রঃ ।

203. বন্দেমাতরম্ গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন ?

- রবীন্দ্রনাথ ঠাকুর ।

204. কত সালে স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ?

- ১৯৫২ সালে ।

205. এম এন রায়ের প্রকৃত নাম কি ছিল ?

- নরেন্দ্রনাথ ভট্টাচার্য ।

206. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল ?

- ডাঃ প্রফুল্লচন্দ্র ঘােষ ।

207. কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ?

- ১৮৮৫ খ্রীঃ ।

208. ১৯১১ সালের আগে কোন শহর ভারতের রাজধানী ছিল ?

- কলকাতা ।

209. স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি ছিল ?

- সর্দার বল্লভাই প্যাটেল ।

210. কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ?

- মুম্বাই ।

211. কার আদেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড সংঘটিত হয় ?

- ও ডায়ার ।

212. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।

213. স্বাধীনতা আন্দোলন কোন বাঙালী সবচেয়ে বেশীদিন কারারুদ্ধ ছিলেন ?

- গণেশ ঘােষ ।

214. অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন ?

- প্রমথনাথ মিত্র ।

215. বিপ্লবী যতীন দাস কত দিন অনশন করে মৃত্যুবরণ করেন ? 

- ৬৪ দিন ।

216. কাকে বলা হয় ১৯৪২ সালের ভারত ছাড়াে আন্দোলনের নায়িকা ?

- অরুণা আসফ আলি ।

217. সত্যাগ্রহকে অস্ত্র হিসেবে মহাত্মা গান্ধী কোথায় প্রথম প্রয়ােগ করেন ?

- সাউথ আফ্রিকা ।

218. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ?

- দাদাভাই নওরােজি ।

219. কে ভূদান আন্দোলন শুরু করেছিলেন ?

- আচার্য বিনােবা ভাবে ।

220. কে প্রথম বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা করেন ?

- মহাত্মা গান্ধী ।

221. গান্ধীজীর লবণ সত্যাগ্রহের প্রকৃত উদ্দেশ্য কি ছিল ?

- ভারতের পূর্ণস্বরাজ ।

222. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কোন শহরে ঘটেছিল ?

- অমৃতসর ।

223. ভারতে গরিলা যুদ্ধে কে পারদর্শী ছিলেন ?

- শিবাজী ।

224. মহারাণা প্রতাপের বিখ্যাত ঘােড়ার নাম কি ছিল ? 

- চেতক ।

225. কোন রাজপুত রাজকন্যাকে সম্রাট আকবর বিবাহ করেন ? 

- যােধাবাঈ ।

226. নব্যবঙ্গ কথাটি প্রথম কে ব্যবহার করেন ? 

- ঈশ্বরচন্দ্র গুপ্ত ।

227. দক্ষিণের বিদ্যাসাগর বলা হত ?

- বীরেশলিঙ্গম পাড়ুলুকে ।

228. সংস্কৃত কলেজ প্রতিষ্ঠত হয় ?

- ১৮২৪ খ্রীঃ ।

229. বেনারসে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

- অ্যানি বেসান্ত ।

230. থিওসফিক্যাল সােসাইটি প্রথম কোথায় প্রতিষ্ঠত হয় ?

- মার্কিন যুক্তরাষ্ট্রে ।

231. মহারাষ্ট্রে প্রথম বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা করেন কে ?

- বাসুদেব বলবন্ত ফাড়কে ।

232. বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু কাকে বলা হত ?

- অরবিন্দ ঘােষকে ।

233. বাঘা যতীনের আসল নাম কি ?

- যতীন্দ্রনাথ মুখােপাধ্যায় ।

234. ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন ?

- শ্যামাজী কৃষ্ণবর্মা ।

235. ভারতে গান্ধিজী সত্যাগ্রহ প্রথম কোথায় প্রয়ােগ করেন ?

- আমেদাবাদে ।

236. ভারতে প্রথম মে দিবস পালিত কোথায় হয় ?

- মাদ্রাজে ( চেন্নাই ) ।

237. কোমাগাতামারু হল একটা জাপানী ?

- জাহাজের নাম ।

238. নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

- বিপিনচন্দ্র পাল ।

239. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?

- ১৯৪৬ সালে ।

240. কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?

- ৭১২ খ্রীঃ ।

241. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?

- বল্লাল সেন ।

242. কে লিখেছিলেন ইন্ডিয়া উইনস ফ্রীডম ?

- মৌলানা আবুল কালাম আজাদ ।

243. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?

- শাহজাহান ।

244. কে বলেছিলেন সব লাল হাে জায়েগা ?

- রঞ্জিত সিংহ ।

245. কোন বছর এশিয়াটিক সােসাইটির পত্তন হয় ?

- ১৭৮৪ খ্রীঃ ।

246. ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান ধ্বনি দেওয়ার জন্য কে বিখ্যাত ছিলেন ?

- ভগৎ সিংহ ।

247. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

- বাজীরাও ও ওয়েলেসলি ।

248. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ?

- ওয়ারেন হেস্টিংস ।

249. কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয় ?

- নানা ফাড়নবীশ ।

250. কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্ৰতা নীতি গ্রহণ করেন ?

- হায়দ্রাবাদের নিজাম ।

251. অমৃতসরের সন্ধি কত খ্রিষ্টাব্দে স্বাক্ষরিত হয় ?

- ১৮০৯ খ্রীঃ ।

252. স্কুল বুক সােসাইটির প্রতিষ্ঠাতা কে ?

- ডেভিড হেয়ার ।

253. ব্যাকরণ কৌমুদীর গ্রন্থকার কে ?

- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।

254. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয় ?

- মঙ্গল পান্ডে ।

255. কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ?

- লর্ড ডালহৌসী ।

256. হান্টার কমিশন কে গঠন করেন ?

- লর্ড রিপন ।

257. ফয়ােরার্ড ব্লক কবে গঠিত হয় ?

- ১৯৩৯ খ্রীঃ ।

258. বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হত ?

- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

259. কে গান্ধিজীকে মহাত্মা নামে অভিহিত করেন ?

- রবীন্দ্রনাথ ঠাকুর ।

260. সাইমন কমিশন কবে ভারতে আসে ?

- ১৯২৮ সালে ।

261. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?

- ১৯৪২ সালে ।

262. ফরােয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ?

- সুভাষ চন্দ্র বসু ।

263. পুর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল ?

- ২৬ শে জানুয়ারী ১৯৩০ সালে ।

264. নেতাজী কোথায় আজাদ হিন্দ ফৌজের বাহিনী গঠন করেন ?

- সিঙ্গাপুর ।

265. প্রার্থনা সমাজ কোথায় স্থাপিত হয়েছিল ?

- বােম্বাই ( মুম্বাই ) ।

266. লক্ষেতে গান্ধী - আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

- ১৯৩১ খ্রীঃ ।

267. বরদৌলিতে সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন ?

- সর্দার বল্লভাই প্যাটেল ।

268. পুণা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

- ১৯৩২ খ্রীঃ ।

269. ভারতবর্ষের প্রথম আধুনিকমনস্ক মানুষ কে ?

- রাজা রামমােহন রায় ।

270. তৃতীয় গােলটেবিল বৈঠক কোথায় বসে ?

- লন্ডন ।

271. সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছিলেন ?

- ভি . ডি . সাভারকার ।

272. কে ভারতের ‘ লৌহমানব ’ নামে পরিচিত ছিলেন ?

- সর্দার বক্সবভাই প্যাটেল ।

273. সংবাদ প্রভাকর - এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

- ঈশ্বরগুপ্ত ।

274. সারা ভারত কিযাণ সভা কবে সংগঠিত হয়েছিল ?

- ১৯৩৬ খ্রীঃ ।

275. ভারতে দ্বিজাতি তত্বের প্রবক্তা ( স্রষ্টা ) কে ?

- স্যার সৈয়দ আহম্মদ খান ।

276. আনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?

- সতীশ চন্দ্র বসু ।

277. তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন ?

- সুভাষচন্দ্র বসু ।

278. গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল ?

- সান ফ্রানসিস্কো ।

279. তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

- মহম্মদ ঘােরী ও পৃথ্বীরাজ চৌহান ।

280. মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?

- লর্ড লিটন ।

281. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

- সমাচার দর্পণ ।

282. স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

- ১৯২৩ সালে।

283. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?

- ১৯০৬ ।

284. কুবলিয়ৎ ও পাট্টা কে প্রবর্তন করেন ?

- শেরশাহ ।

285. ডান্ডি অভিযান কবে হয়েছিল ?

- ১২ মার্চ ১৯৩০ সালে ।

286. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?

- নবগােপাল মিত্র ।

287. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ?

- রাখালদাস ব্যানার্জী ।

288. সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘােষণা করেন ?

- ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডােলান্ড ।

289. আর্য শব্দের অর্থ কি ?

- চাষ করা ।

290. ত্রিপিটক লিখিত হয় কোন ভাষায় 

- পালি ।

291. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?

- ১ লা সেপ্টেম্বর ১৯৪২ সালে ।

292. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

- মহাপদ্মনন্দ ।

293. কেশরীর সম্পাদক কে ছিলেন ?

- বালগঙ্গাধর তিলক ।

294. কে শকাব্দ প্রচলন করেন ?

- কণিষ্ক ।

295. কাকে বলা হত ভারতের সর্বাধিক বৃদ্ধমানুষ ?

- দাদাভাই নৌরজি ।

296. সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় আত্মপ্রকাশ করে ?

- কলকাতার কাছে ব্যারাকপুরে ।

297. কোন্ গভর্নর - জেনারেলের সময় ভারতে সিপাহী বিদ্রোহ হয় ?

- লর্ড ক্যানিং - এর সময় ।

298. সিপাহী বিদ্রোন্ত্রে প্রথম শহীদ কে ?

- মঙ্গল পাণ্ডে ।

299. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?

- দ্বিতীয় বাহাদুর শাহ ।

300. কবে ভারতে কোম্পানী অবসান ঘটে ?

– ১৮৫৮ খ্রীষ্টাব্দ ।

সুতরাং, দেরি না করে এখনই ইতিহাসের গুরুত্বপূর্ণ 300 প্রশ্নোত্তর Pdf টি নীচে গিয়ে ডাউনলোড করুন

PDF File Details :

File Name – ইতিহাসের গুরুত্বপূর্ণ 300 প্রশ্নোত্তর

File Format – pdf

Quality – High

File Page – 844 KB

File Location – Google Drive

Download Link : Click Here To Download

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area