Ads Area


India First Largest Longest Highest in Bengali pdf || ভারতের সর্ব প্রথম বৃহত্তম দীর্ঘমত সর্বোচ্চ

ভারতের সর্ব প্রথম বৃহত্তম দীঘর্তম সর্বোচ্চ 

India's First Largest Longest Highest in Bengali pdf || ভারতের সর্ব প্রথম বৃহত্তম দীর্ঘমত সর্বোচ্চ
Longest, Largest Biggest Smallest Tallest And Highest In India PDF : পশ্চিমবঙ্গের তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারী চাকরীর পরীক্ষাতে জেনারেল নলেজ বিভাগটি খুব গুরুত্বপূর্ণ। এই জেনারেল নলেজের একটি টপিক ভারতেরে সর্ব প্রথম, বৃহত্তম, দীঘর্তম, সর্বোচ্চ এই টপিক থেকে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন এসেই থাকে। তাই একজন সফল পরীক্ষার্থী হতে প্রশ্ন ও উত্তর গুলি মনে রাখুন।

ভারতের সর্ব প্রথম বৃহত্তম দীর্ঘমত সর্বোচ্চ

1. ভারতের সবচেয়ে বেশি ভােটে ব্যবধানে জয়: 1991 সালে পি.ভি.নরসিমা রাও 5,80,297 ভােট বাংগারুলক্ষ্মণকে হারান।

2. ভারতের এই লােকসভার সবচেয়ে বেশিবার জয়: পি.এম.সঈদ (লাক্ষাদ্বীপ লােকসভা থেকে পরপর 10 বার জয়লাভ করেন)

3. ভারতের দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপতি: ডঃ রাজেন্দ্র প্রসাদ (12 বছর 2 মাস 18 দিন)

4. ভারতের স্বল্প মেয়াদী রাষ্ট্রপতি: ডঃ জাকির হােসেন (13 ই মে 1967 থেকে 3 রা মে 1969)

5. ভারতের বেশি বয়সে রাষ্ট্রপতি: আর ভেঙ্কটরমন (76 বছর 7 মাস 21 দিনে)

6. ভারতের সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপতি হন: নীলম সঞ্জীব রেড্ডি (64 বছর বয়সে)

7. ভারতের 1ম রাষ্ট্রপতি যিনি কৰ্মাবস্থায় মারা যান: ডঃ জাকির হােসেন

8. ভারতের দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী: জওহরলাল নেহেরু (17 বছর)

9. ভারতের সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী: চরণ সিং (5 মাস 16 দিন)

10. ভারতের কম বয়সে প্রধানমন্ত্রীত্ব পান: রাজীব গান্ধী (37 বছর বয়সে)

11. ভারতে বেশী বয়সে প্রধানমন্ত্রীত্ব পান: মােরারজী দেশাই (81 বছর বয়সে)

12. ভারতের দীর্ঘমেয়াদী উপরাষ্ট্রপতি: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (10 বছর)

13. ভারতের বেশী বয়সে উপরাষ্ট্রপতি: ডঃ সর্বপল্লী রাধাকৃয়ন (73 বছর)

14. ভারতের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়

15. ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয়: ' ন্যাশনাল ল ' স্কুল অব ইন্ডিয়া, ব্যাঙ্গালাের

16. ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়: ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি, পুনে

17. ভারতের উচ্চতম বিমানবন্দর: লাদাখের লে বিমানবন্দর (16,080 ফুট উচ্চ)

18. ভারতের ব্যস্ততম বিমান বন্দর: মুম্বাই বিমান বন্দর (সাহারা: আন্তর্জাতিক এবং সান্তাক্রুজ: জাতীয়)

19. ভারতের দীর্ঘতম বারান্দা: রামেশ্বরমের রমানাথস্বামী মন্দিরের বারান্দা (1,220 মি.)

20. ভারতের প্রাচীনতম বাঁধ: কাল্লানাই ড্যাম (কাবেরী নদীর ওপর) (তামিলনাড়ু)

21. ভারতের উচ্চতম বাঁধ: ভাকরা বাঁধ (শতদ্রু নদীর ওপর) (পাঞ্জাব)

22. ভারতের দীর্ঘতম বাঁধ: মহানদীর ওপর অবস্থিত হীরাকুদ বাঁধ

23. ভারতের বৃহত্তম কংক্রীটের বাঁধ: কৃষ্ণানদীর ওপর (অন্ধ্রপ্রদেশের) নাগার্জুন সাগর বাঁধ

24. ভারতের উচ্চতম খাড়াপাড় বাঁধ: ভাকরা বাঁধ

25. ভারতের বৃহত্তম ব-দ্বীপ: সুন্দরবন (75,000 বর্গ কিমি)

26. ভারতের বৃহত্তম মরুভূমি: থর মরুভূমি (রাজস্থান)

27. ভারতের বৃহত্তম গােম্বুজ: কর্ণাটকের বিজাপুরে অবস্থিত গােল গােম্বুজ

28. ভারতের প্রথম ভােট : 1952 সালে প্রথম সাধারণ ভােট

29. ভারতের প্রথম ভােটদানে অমােছনীয় কালির ব্যবহার: 1962 সালে অনুষ্ঠিত তৃতীয় লােকসভা ভােটে

30. ভারতের প্রথম ইলেকট্রনিক্স ভােটযন্ত্র ব্যবহার: 1999 সালের দিল্লী , মধ্যপ্রদেশ ও রাজস্থান বিধানসভা নির্বাচনে

31. ভারতের বৃহত্তম প্রদর্শনী ময়দান: নিউ দিল্লীর প্রগতি ময়দান

32. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র:  আলম আরা (1931) নির্মাতা- এ, ইরানী

33. ভারতের প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র: আর.সি. বােরা’র ' On A Moonlit Night '

34. ভারতের প্রথম দেশীয় নির্বাক চলচ্চিত্র: দাদা সাহেব ফালকের ছবি ' রাজা হরিশচন্দ্র ' (1913)

35. ভারতের প্রথম রঙীন চলচ্চিত্র: ' কান-কান ডান্স '

36. ভারতের প্রথম অনুবাদ চলচ্চিত্র: পুণ্ডলিক (1912)

37. ভারতের প্রথম সংস্কৃত চলচ্চিত্র: " শংকরাচার্য "

38. ভারতের প্রথম ' গােল্ডেন জুবিলী ' চলচ্চিত্র: ‘ সন্তভুকারাম ’ (মারাঠি)

39. ভারতের প্রথম হলিউডের হিন্দী অনুবাদ চলচ্চিত্র: ‘ জুরাসিক পার্ক '

40. ভারতের প্রাচীন দূর্গ: মধ্য প্রদেশের কলিঙ্গ দুর্গ

41. ভারতের উচ্চতম দরওয়াজা:  ফতেপুর সিক্রীর (আগ্রা) বুলন্দ দরওয়াজা

42. ভারতের দীর্ঘতম হিমবাহ: 75.6 কিলােমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ ।

43. ভারতের বৃহত্তম গুরদোয়ার: পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির (চতুর্থ শিখগুরু, গুরু রামদাস 1577 সালে প্রতিষ্ঠা করেন এবং গুরু অর্জুন দেব তা শেষ করেন)

44. ভারতের প্রথম হাসপাতাল: চেন্নাই এর ফোর্ট সেন্ট জর্জ

45. ভারতের বৃহত্তম হাসপাতাল: আহমেদাবাদের বি.জে. মেডিক্যাল হসপিটাল

46. ভারতের প্রথম চক্ষু হাসপাতাল: চেন্নাই চক্ষু হাসপাতাল

47. ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতাল: এসকর্ট হার্ট ইনস্টিটিউট (নিউ দিল্লী)

48. ভারতের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র: হিমাচল প্রদেশের কিন্নাউর জেলার রংটং জলবিদ্যুৎ কেন্দ্র 

49. ভারতের বৃহত্তম হ্রদ: উলার (কাশ্মীর)

50. ভারতের প্রথম লাইব্রেরী বা গ্রন্থাগার:  হুগলীর শ্রীরামপুরের উইলিয়াম কেরী লাইব্রেরী  (1800 খ্রিস্টাব্দে)

51. ভারতের বৃহত্তম লাইব্রেরী বা গ্রন্থাগার: কলকাতার ন্যাশনাল লাইব্রেরী

52. ভারতের উচ্চতম স্মৃতিস্তম্ভ: কুতুবমিনার (288 ফুট)

53. ভারতের প্রথম ক্ষেপনাস্ত্র: ভূমি থেকে ভূমি ক্ষেপনাস্ত্র ‘ পৃথ্বী ’

54. ভারতের শীতলতম স্থান: জম্মু ও কাশ্মীরের তিয়েলংটান

55. ভারতের বৃহত্তম জেলা:  গুজরাটের কচ্ছ

56. ভারতের ক্ষুদ্রতম জেলা: কেরালার মাহে

57. ভারতের বৃহত্তম জনবহুল জেলা: মহারাষ্ট্রের থানে (1,105 কোটি)

58. ভারতের সর্বাধিক শিক্ষিত জেলা: সেরচিপ (98.76 %)

59. ভারতের সর্বাধিক জনঘনত্ববিশিষ্ট জেলা: উত্তর-পূর্ব দিল্লি (37,346 / কিলােমিটার)

60. ভারতের উচ্চতম সড়কপথ: লে-মানালি পথে খারদুংলা (5,682 মিটার)

61. ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ: কোঙ্গন রেলপথের খারবুদে সুড়ঙ্গ

62. ভারতের শীতলতম মরুভূমি:   লাহুল-স্পিতি ও লাদাখ (বছরে 115 মিলিমিটার বৃষ্টিপাত ও সর্বনিম্ন উষ্ণতা 8 ডিগ্রি সেলসিয়াস)

63. ভারতের প্রথম পরমাণু কেন্দ্র: মুম্বাই- এর নিকট তারাপুর (মহারাষ্ট্র)

64. ভারতের বৃহত্তম অডিটরিয়াম: শ্রী সম্মুখনন্দ হল (মুম্বাই)

65. ভারতের ভারতের সর্বোচ্চ সম্মান: ভারতরত্ন

66. ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান: পরমবীর চক্র

67. ভারতের প্রথম ব্যাঙ্ক: ব্যাঙ্ক অব হিন্দুস্থান

68. ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

69. ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া

70. ভারতের সবচেয়ে বেশী বিদেশী শাখা যুক্ত ব্যাঙ্ক: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া

71. ভারতের প্রথম বিদেশী ব্যাঙ্ক: চাটার্ড ব্যাঙ্ক

72. ভারতের বৃহত্তম ব্যারেজ: ফারাক্কা (গঙ্গা নদীর ওপর)

73. ভারতের সর্বোচ্চ যুদ্ধ ক্ষেত্র: সিয়াচেন

74. ভারতের দীর্ঘতম সমুদ্র তটভূমি: চেন্নাইয়ের মেরিনা বীচ

75. ভারতের প্রাচীনতম বােটানিক্যাল গার্ডেন: সাহারানপুরের (উঃ প্রদেশ) ফারহাটবক্স বােটানিক্যাল গার্ডেন

76. ভারতের বৃহত্তম বােটানিক্যাল গার্ডেন: রয়্যাল বােটানিক্যাল গার্ডেন, কলকাতা

77. ভারতের প্রথম লােহার সেতু: গােমতী নদীর ওপর ‘ লােহে কা পুল ’ (1815)

78. ভারতের দীর্ঘতম নদী সেতু: বিহারের পাটনায় অবস্থিত গঙ্গানদীর ওপর মহাত্মা গান্ধী সেতু (5575 মি . লম্বা)

79. ভারতের দীর্ঘতম টানেল: জম্মু-কাশ্মীরের চেনানি-নাসরি টানেল (9.2 কিমি. দীর্ঘ)

80. ভারতের ব্যস্ততম সেতু: কলকাতার হাওড়া ব্রীজ (রবীন্দ্র সেতু)

81. ভারতের সবচেয়ে বড় ক্যান্টিলিভার সেতু: কলকাতার হাওড়ার ব্রীজ (রবীন্দ্র সেতু)

82. ভারতের উচ্চতম যান চলাচলকারী সেতু:  লাডাখের খারদুংলা

83. ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু: আন্না ইন্দিরা গান্ধী সেতু (তামিলনাড়ুর রামেশ্বরম ও মণ্ডপের সংযােগ রক্ষাকারী ব্রীজ, 2.38 কিমি দীর্ঘ)

84. ভারতের দীর্ঘতম তার দিয়ে তৈরি ঝুলন্ত সেতু: বিদ্যাসাগর সেতু (কলকাতা)

85. ভারতের বৃহত্তম বসতবাড়ি: রাষ্টপতি ভবন (নিউ দিল্লী)

86. ভারতের দীর্ঘতম খাল: রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী ক্যানেল (রাজস্থান) 989 কিমি

87. ভারতের বৃহত্তম গুহা: জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহা

88. ভারতের বৃহত্তম গুহা মন্দির: মহারাষ্ট্রের ইলােরা

89. ভারতের প্রাচীনতম চার্চ: 52 AD তে তৈরী কেরলের ত্রিচুর জেলায় অবহিত পালাউরের সেন্ট  থামাস চার্চ

90. ভারতের বৃহত্তম সিনেমা থিয়েটার: তামিলনাড়ুর মাদুরাইয়ের থংগম

91. ভারতের প্রথম কলেজ: কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ

92. ভারতের প্রথম মহিলা কলেজ: বেথুন কলেজ

93. ভারতের প্রথম মেডিকেল কলেজ: কলকাতা মেডিক্যাল কলেজ (প্রতিষ্ঠাতা লর্ড উইলিয়াম বেন্টিং, 1835)

94. ভারতের প্রথম ইঞিনিয়ারিং কলেজ: থমসন কলেজ, রুরকি

95. ভারতের প্রথম উপগ্রহ: আর্যভট্ট

96. ভারতের প্রথম Experimental geostationary communications Satellite: APPLE (Ariane Passanger Pay Load Experiment)

97. ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণকারী যান: SLV-3

98. ভারতের প্রাচীনতম স্কুল: চেন্নাই এর ফোর্ট সেন্ট জর্জেস- এর ‘ সেন্ট মেরিজ চার্চ চ্যারিটি স্কুল

99. ভারতের প্রথম মহিলা স্কুল: ব্যাপটিস্ট মিশন স্কুল (গৌরীবাড়ি, কলকাতা)

100. ভারতের প্রথম মহিলা পাবলিক স্কুল: মহারাণী গায়েত্রীদেবী স্কুল, জয়পুর

101. ভারতের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ: 1882 সালের 30 শে জানুয়ারি মুম্বাইতে ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানী স্থাপিত হয়

102. ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন: কলকাতা থেকে ডায়মন্ডহারবার

103. ভারতের প্রথম STD  কল: 1960 সালের 26 নভেম্বর লক্ষ্ণৌ থেকে কানপুর

104. ভারতের প্রথম ISD কল: 1976 সালে বােম্বাই থেকে লণ্ডন

105. ভারতের প্রথম টেলিফিল্ম: সত্যজিৎ রায়ের ' সদগতি ' (1987 সালের 13 এপ্রিল)

106. ভারতের প্রথম টিভি সিরিয়াল: '' তিসরা রাস্তা " (2 মে, 1962)

107. ভারতের বৃহত্তম সুড়ঙ্গ পথ: জওহর টানেল, বানিহাল পাস (জম্মু কাশ্মীর)

108. ভারতের সর্বাধিক শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল: লাক্ষাদ্বীপ

109. ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়: নালন্দা বিশ্ববিদ্যালয়

110. ভারতের প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয়: কলকাতা বিশ্ববিদ্যালয়

111. ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়:  অন্ত্রপ্রদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়

112. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ: চিন 

113. ভারতের বৃহত্তম রাজ্য:  রাজস্থান

114. ভারতের ক্ষুদ্রতম রাজ্য: গােয়া

115. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ:  K2

116. ভারতের পূর্বাঞ্ছলের সর্বোচ্চ শৃঙ্গ: দাফাকুম

117. ভারতের পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ:  অগস্ত্যকূটম

118. ভারতের দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ: আনাইমুদি

119. ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণাকেন্দ্রলিকট হ্রদের শ্রীহরিকোটা দ্বীপ

120. ভারতের বৃহত্তম নদীদ্বীপ: মাজুলি

121. ভারতের উচ্চত জলপ্রপাতযােগ

122. ভারতের আর্দ্রতম অঞ্চল:   মৌসিনরাম

123. ভারতের সবচেয়ে বেশি বনভূমি: মিজোরামে

124. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ: ডল

125. ভারতের বৃহত্তম উপহ্রদ: চিলকা

126. ভারতের শুষ্কতম অঞ্চল: রাজস্থানের বালান

127. ভারতের উম্নতম স্থান: রাজস্থানের স্যাম 

128. ভারতের প্রথম রাজ্য যেখানে প্রথম ডাকটিকিট প্রচলিত হয়: সৌরাষ্ট্রের কাটিওয়ার -এ

129. ভারতের প্রথম এয়ারমেল:  1911 সালের 18 feb এলাহাবাদ থেকে নৈনিতাল

130. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি নির্বাচনে হারেন: ইন্দিরা গান্ধী (1977)

131. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেন: মােরারজী দেশাই

132. ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন প্রথম মারা যান: জওহরলাল নেহরু

133. ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশে মারা যান: লাল বাহাদুর শাস্ত্রী (তাসখণ্ডে)

134. ভারতের কনিষ্ঠতম রাজ্যপাল: স্বরাজ কৌশল (মিজোরাম-37 বছর 6 মাস)

135. ভারতের বৃহত্তম কারাগার:  তিহার সেন্ট্রাল জেল (দিল্লী)

136. ভারতের উচ্চতম রেডিও স্টেশন: লেহ রেডিও স্টেশন, উচ্চতা 3,321

137. ভারতের প্রথম রেল কোম্পানী: ইষ্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানী এবং গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানী

138. ভারতের প্রথম রেল যাত্রা: বােম্বাই থেকে থানে 34 কিমি

139. ভারতের প্রথম রেলওয়ে টার্মিনাস: বােরি ভাণ্ডার, মুম্বাই

140. ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন: হাওড়া নিউদিল্লী রাজধানী এক্সপ্রেস

141. ভারতের প্রথম ডবল ডেকার ট্রেন: মুম্বাই-পুনে সিংহগড় এক্সপ্রেস

142. ভারতের রেলপথে সবচেয়ে বেশী সুড়ঙ্গ: কালকা-সিমলা রেলপথে 102 টি সুড়ঙ্গ বর্তমান

143. ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রীজ: কলকাতা-দিল্লী রেলপথে বিহারের সাসারামের কাছে শােন নদীর ওপর Dehri-on-Sone রেল ব্রীজ

144. ভারতের দীর্ঘতম যাত্রী পরিবাহী রেলপথ: জম্মু তাওয়াই কন্যাকুমারী রেলপথ (3,730 কিমি)

145. ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম: গােরক্ষপুর, উত্তরপ্রদেশ (1,366.33 মিটার/4,448 ফুট)

146. ভারতের ব্রডগেজ লাইনে উচ্চতম স্টেশন: সিমলীগােড়াতে

147. ভারতের ন্যারােগেজ লাইনে উচ্চতম স্টেশন: দার্জিলিং এর ঘুম

148. ভারতের প্রথম মেট্রো রেলপথ: কলকাতা

149. ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন: মুম্বাই থেকে কুরলা পর্যন্ত (1925 সালে)

150. ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত স্টেশন: ইয়েদাকুমারী (হাসান-মঙ্গল বিভাগে)

151. ভারতের প্রাচীনতম তৈলশােধনাগার: আসামের ডিগবয় তৈলশােধনাগার

152. ভারতের সর্ববৃহৎ উপজাতি: গােল্ড (মহারাষ্ট্র, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ)

153. ভারতের সর্বাধিক তপশিলী জাতির মানুষের বাস: উত্তরপ্রদেশ

154. ভারতের শতকরা সর্বাধিক তপশিলী জাতির মানুষের বাস: পাঞ্জাব (28.9 %)

155. সবচেয়ে কম তপশিলী জাতি রয়েছে: মিজোরাম (94.5 %)

156. সবচেয়ে বেশী তপশিলী উপজাতি রয়েছে: মধ্যপ্রদেশ

157. সবচেয়ে কম তপশিলী উপজাতি রয়েছে: গােয়া 

158. ভারতের সবচেয়ে ছােট তপশিলী সম্প্রদায়: ওয়াটাল (জম্মু কাশ্মীর)

159. ভারতের দীর্ঘতম নদীগঙ্গা (2,649 কিমি)

160. ভারতের দীর্ঘতম সড়কপথ: গ্র্যান্ড ট্যাংক রােড

161. ভারতের প্রথম স্বল্প দূরের ভূমি থেকে বায়ু ক্ষেপনাস্ত্র: ' ত্রিশূল '

162. ভারতের প্রথম ইন্টারমিডিয়েট রেঞ্জ বালাসটিক ক্ষেপনাস্ত্র: ' আকাশ '

163. ভারতের প্রথম দীর্ঘ সীমার মাল্টিপল টারগেট মিশাইল: ' আকাশ '

164. ভারতের উচ্চতম মঠ: হিমাচল প্রদেশের স্পিটিতে দ্যা কি মােনাসটেরি (1400 ফুট)

165. ভারতের বৃহত্তম মসজিদ: জামা মসজিদ (দিল্লী)- শাহজাহান প্রতিষ্ঠা করেন

166. ভারতের বৃহত্তম যাদুঘর: কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম

167. ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন: 7 আগষ্ট, 1906 সালে কলকাতায় সুরেন্দ্রনাথ  ব্যানার্জী কর্তৃক

168. ভারতের প্রথম যুদ্ধ জাহাজ (Missile boat): INS ' Vinash '

169. ভারতের প্রথম ক্ষুদ্র রণতরী: INS ' Khukri '

170. ভারতের প্রথম ট্যাঙ্কার: INS ' Shakti '

171. ভারতের প্রথম দেশজ প্যাট্রোল বােট: INS ' Ajoy '

172. ভারতের প্রথম আধুনিক ক্ষেপনাস্ত্র সজ্জিত ক্ষুদ্র রণতরী: INS ' Godavari '

173. ভারতের প্রথম এয়ারক্রাফটবাহী জাহাজ: INS 'Vikrant ' (1997 সালে নষ্ট হয়ে যায়)

174. ভারতের বৃহত্তম ল্যান্ডিং জাহাজ: INS ' Magar '

175. ভারতের প্রথম ক্ষেপনাস্ত্র উৎক্ষেপক সাবমেরিণ: INS সিন্ধুশাস্ত্র

176. ভারতের প্রথম সংবাদপত্র: কলকাতা থেকে প্রকাশিত হিকি’র বেঙ্গল গেজেট অথবা ‘ ক্যালকাটা জেনারেল অ্যাডভাইডার ’ (1780 সালে প্রকাশিত হয় ।)

177. ভারতের প্রথম স্বদেশী সংবাদপত্র: বাংলা ভাষায় প্রকাশিত ‘ সমাচার দর্পণ ” (শ্রীরামপুর থেকে 31 মে , 1818 সালে প্রকাশিত)

178. ভারতের প্রাচীনতম দৈনিক সংবাদপত্র: মুম্বাই সমাচার (প্রথম প্রকাশ 1 লা জুলাই, 1822)

179. ভারতের প্রাচীনতম ইংরাজি দৈনিক: দ্যা টাইমস অব ইন্ডিয়া (1838 সালে মুম্বাই থেকে প্রকাশিত)

180. ভারতের সবচেয়ে বেশি বিক্রিত সংবাদপত্র: দ্যা টাইমস্ অব ইন্ডিয়া

181. ভারতের প্রথম নিইক্লিয়র রিঅ্যাক্টার: ' অপ্সরা '

182. ভারতের প্রাচীনতম মানমন্দির নিউ দিল্লির : ‘ যন্তর মন্তর ' (1725 সালে তৈরি হয়)

183. ভারতের বৃহত্তম তারামণ্ডল: কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়াম

184. ভারতের বৃহত্তম মালভূমি: দাক্ষিণাত্যের মালভূমি

185. ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল: ভারতের জাতীয় কংগ্রেস

186. ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি: সরােজিনী নাইডু

187. ভারতের প্রথম জিপিও (পােষ্ট অফিস): ফোট সেন্ট জর্জ স্কোয়ার, চেন্নাই

188. ভারতের বৃহত্তম জিপিও: মুম্বাই জিপিও

189. ভারতের দেশের বাইরে প্রথম পােষ্ট অফিস: আন্টার্কটিকায় দক্ষিণ গঙ্গোত্রী

190. ভারতের প্রথম ডাকটিকিটের নক্সা করেন: ক্যাপ্টেন এইচ আই থুইলিয়র, ডেপুটি সার্ভেয়র জেনারেল কলকাতা ।

সুতরাং, দেরি না করে এখনই ভারতের সর্ব প্রথম বৃহত্তম দীর্ঘমত সর্বোচ্চ Pdf টি নীচে গিয়ে ডাউনলোড করুন👇

File Details :

File Name- ভারতের সর্ব প্রথম বৃহত্তম দীর্ঘমত সর্বোচ্চ [www.jibikadisari.com]

File Format- pdf

Quality- High

File Size- 856 KB

File page- 12

File Location- Google Drive

Download Link - Click Here To Download 






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area