ভারতের সর্ব প্রথম বৃহত্তম দীঘর্তম সর্বোচ্চ
ভারতের সর্ব প্রথম বৃহত্তম দীর্ঘমত সর্বোচ্চ
1. ভারতের সবচেয়ে বেশি ভােটে ব্যবধানে জয়: 1991 সালে পি.ভি.নরসিমা রাও 5,80,297 ভােট বাংগারুলক্ষ্মণকে হারান।
2. ভারতের এই লােকসভার সবচেয়ে বেশিবার জয়: পি.এম.সঈদ (লাক্ষাদ্বীপ লােকসভা থেকে পরপর 10 বার জয়লাভ করেন)
3. ভারতের দীর্ঘ মেয়াদী রাষ্ট্রপতি: ডঃ রাজেন্দ্র প্রসাদ (12 বছর 2 মাস 18 দিন)
4. ভারতের স্বল্প মেয়াদী রাষ্ট্রপতি: ডঃ জাকির হােসেন (13 ই মে 1967 থেকে 3 রা মে 1969)
5. ভারতের বেশি বয়সে রাষ্ট্রপতি: আর ভেঙ্কটরমন (76 বছর 7 মাস 21 দিনে)
6. ভারতের সবচেয়ে কম বয়সে রাষ্ট্রপতি হন: নীলম সঞ্জীব রেড্ডি (64 বছর বয়সে)
7. ভারতের 1ম রাষ্ট্রপতি যিনি কৰ্মাবস্থায় মারা যান: ডঃ জাকির হােসেন
8. ভারতের দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী: জওহরলাল নেহেরু (17 বছর)
9. ভারতের সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী: চরণ সিং (5 মাস 16 দিন)
10. ভারতের কম বয়সে প্রধানমন্ত্রীত্ব পান: রাজীব গান্ধী (37 বছর বয়সে)
11. ভারতে বেশী বয়সে প্রধানমন্ত্রীত্ব পান: মােরারজী দেশাই (81 বছর বয়সে)
12. ভারতের দীর্ঘমেয়াদী উপরাষ্ট্রপতি: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (10 বছর)
13. ভারতের বেশী বয়সে উপরাষ্ট্রপতি: ডঃ সর্বপল্লী রাধাকৃয়ন (73 বছর)
14. ভারতের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয়: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়
15. ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয়: ' ন্যাশনাল ল ' স্কুল অব ইন্ডিয়া, ব্যাঙ্গালাের
16. ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়: ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি, পুনে
17. ভারতের উচ্চতম বিমানবন্দর: লাদাখের লে বিমানবন্দর (16,080 ফুট উচ্চ)
18. ভারতের ব্যস্ততম বিমান বন্দর: মুম্বাই বিমান বন্দর (সাহারা: আন্তর্জাতিক এবং সান্তাক্রুজ: জাতীয়)
19. ভারতের দীর্ঘতম বারান্দা: রামেশ্বরমের রমানাথস্বামী মন্দিরের বারান্দা (1,220 মি.)
20. ভারতের প্রাচীনতম বাঁধ: কাল্লানাই ড্যাম (কাবেরী নদীর ওপর) (তামিলনাড়ু)
21. ভারতের উচ্চতম বাঁধ: ভাকরা বাঁধ (শতদ্রু নদীর ওপর) (পাঞ্জাব)
22. ভারতের দীর্ঘতম বাঁধ: মহানদীর ওপর অবস্থিত হীরাকুদ বাঁধ
23. ভারতের বৃহত্তম কংক্রীটের বাঁধ: কৃষ্ণানদীর ওপর (অন্ধ্রপ্রদেশের) নাগার্জুন সাগর বাঁধ
24. ভারতের উচ্চতম খাড়াপাড় বাঁধ: ভাকরা বাঁধ
25. ভারতের বৃহত্তম ব-দ্বীপ: সুন্দরবন (75,000 বর্গ কিমি)
26. ভারতের বৃহত্তম মরুভূমি: থর মরুভূমি (রাজস্থান)
27. ভারতের বৃহত্তম গােম্বুজ: কর্ণাটকের বিজাপুরে অবস্থিত গােল গােম্বুজ
28. ভারতের প্রথম ভােট : 1952 সালে প্রথম সাধারণ ভােট
29. ভারতের প্রথম ভােটদানে অমােছনীয় কালির ব্যবহার: 1962 সালে অনুষ্ঠিত তৃতীয় লােকসভা ভােটে
30. ভারতের প্রথম ইলেকট্রনিক্স ভােটযন্ত্র ব্যবহার: 1999 সালের দিল্লী , মধ্যপ্রদেশ ও রাজস্থান বিধানসভা নির্বাচনে
31. ভারতের বৃহত্তম প্রদর্শনী ময়দান: নিউ দিল্লীর প্রগতি ময়দান
32. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র: আলম আরা (1931) নির্মাতা- এ, ইরানী
33. ভারতের প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র: আর.সি. বােরা’র ' On A Moonlit Night '
34. ভারতের প্রথম দেশীয় নির্বাক চলচ্চিত্র: দাদা সাহেব ফালকের ছবি ' রাজা হরিশচন্দ্র ' (1913)
35. ভারতের প্রথম রঙীন চলচ্চিত্র: ' কান-কান ডান্স '
36. ভারতের প্রথম অনুবাদ চলচ্চিত্র: পুণ্ডলিক (1912)
37. ভারতের প্রথম সংস্কৃত চলচ্চিত্র: " শংকরাচার্য "
38. ভারতের প্রথম ' গােল্ডেন জুবিলী ' চলচ্চিত্র: ‘ সন্তভুকারাম ’ (মারাঠি)
39. ভারতের প্রথম হলিউডের হিন্দী অনুবাদ চলচ্চিত্র: ‘ জুরাসিক পার্ক '
40. ভারতের প্রাচীন দূর্গ: মধ্য প্রদেশের কলিঙ্গ দুর্গ
41. ভারতের উচ্চতম দরওয়াজা: ফতেপুর সিক্রীর (আগ্রা) বুলন্দ দরওয়াজা
42. ভারতের দীর্ঘতম হিমবাহ: 75.6 কিলােমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ ।
43. ভারতের বৃহত্তম গুরদোয়ার: পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির (চতুর্থ শিখগুরু, গুরু রামদাস 1577 সালে প্রতিষ্ঠা করেন এবং গুরু অর্জুন দেব তা শেষ করেন)
44. ভারতের প্রথম হাসপাতাল: চেন্নাই এর ফোর্ট সেন্ট জর্জ
45. ভারতের বৃহত্তম হাসপাতাল: আহমেদাবাদের বি.জে. মেডিক্যাল হসপিটাল
46. ভারতের প্রথম চক্ষু হাসপাতাল: চেন্নাই চক্ষু হাসপাতাল
47. ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতাল: এসকর্ট হার্ট ইনস্টিটিউট (নিউ দিল্লী)
48. ভারতের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র: হিমাচল প্রদেশের কিন্নাউর জেলার রংটং জলবিদ্যুৎ কেন্দ্র
49. ভারতের বৃহত্তম হ্রদ: উলার (কাশ্মীর)
50. ভারতের প্রথম লাইব্রেরী বা গ্রন্থাগার: হুগলীর শ্রীরামপুরের উইলিয়াম কেরী লাইব্রেরী (1800 খ্রিস্টাব্দে)
51. ভারতের বৃহত্তম লাইব্রেরী বা গ্রন্থাগার: কলকাতার ন্যাশনাল লাইব্রেরী
52. ভারতের উচ্চতম স্মৃতিস্তম্ভ: কুতুবমিনার (288 ফুট)
53. ভারতের প্রথম ক্ষেপনাস্ত্র: ভূমি থেকে ভূমি ক্ষেপনাস্ত্র ‘ পৃথ্বী ’
54. ভারতের শীতলতম স্থান: জম্মু ও কাশ্মীরের তিয়েলংটান
55. ভারতের বৃহত্তম জেলা: গুজরাটের কচ্ছ
56. ভারতের ক্ষুদ্রতম জেলা: কেরালার মাহে
57. ভারতের বৃহত্তম জনবহুল জেলা: মহারাষ্ট্রের থানে (1,105 কোটি)
58. ভারতের সর্বাধিক শিক্ষিত জেলা: সেরচিপ (98.76 %)
59. ভারতের সর্বাধিক জনঘনত্ববিশিষ্ট জেলা: উত্তর-পূর্ব দিল্লি (37,346 / কিলােমিটার)
60. ভারতের উচ্চতম সড়কপথ: লে-মানালি পথে খারদুংলা (5,682 মিটার)
61. ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ: কোঙ্গন রেলপথের খারবুদে সুড়ঙ্গ
62. ভারতের শীতলতম মরুভূমি: লাহুল-স্পিতি ও লাদাখ (বছরে 115 মিলিমিটার বৃষ্টিপাত ও সর্বনিম্ন উষ্ণতা 8 ডিগ্রি সেলসিয়াস)
63. ভারতের প্রথম পরমাণু কেন্দ্র: মুম্বাই- এর নিকট তারাপুর (মহারাষ্ট্র)
64. ভারতের বৃহত্তম অডিটরিয়াম: শ্রী সম্মুখনন্দ হল (মুম্বাই)
65. ভারতের ভারতের সর্বোচ্চ সম্মান: ভারতরত্ন
66. ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান: পরমবীর চক্র
67. ভারতের প্রথম ব্যাঙ্ক: ব্যাঙ্ক অব হিন্দুস্থান
68. ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
69. ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
70. ভারতের সবচেয়ে বেশী বিদেশী শাখা যুক্ত ব্যাঙ্ক: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
71. ভারতের প্রথম বিদেশী ব্যাঙ্ক: চাটার্ড ব্যাঙ্ক
72. ভারতের বৃহত্তম ব্যারেজ: ফারাক্কা (গঙ্গা নদীর ওপর)
73. ভারতের সর্বোচ্চ যুদ্ধ ক্ষেত্র: সিয়াচেন
74. ভারতের দীর্ঘতম সমুদ্র তটভূমি: চেন্নাইয়ের মেরিনা বীচ
75. ভারতের প্রাচীনতম বােটানিক্যাল গার্ডেন: সাহারানপুরের (উঃ প্রদেশ) ফারহাটবক্স বােটানিক্যাল গার্ডেন
76. ভারতের বৃহত্তম বােটানিক্যাল গার্ডেন: রয়্যাল বােটানিক্যাল গার্ডেন, কলকাতা
77. ভারতের প্রথম লােহার সেতু: গােমতী নদীর ওপর ‘ লােহে কা পুল ’ (1815)
78. ভারতের দীর্ঘতম নদী সেতু: বিহারের পাটনায় অবস্থিত গঙ্গানদীর ওপর মহাত্মা গান্ধী সেতু (5575 মি . লম্বা)
79. ভারতের দীর্ঘতম টানেল: জম্মু-কাশ্মীরের চেনানি-নাসরি টানেল (9.2 কিমি. দীর্ঘ)
80. ভারতের ব্যস্ততম সেতু: কলকাতার হাওড়া ব্রীজ (রবীন্দ্র সেতু)
81. ভারতের সবচেয়ে বড় ক্যান্টিলিভার সেতু: কলকাতার হাওড়ার ব্রীজ (রবীন্দ্র সেতু)
82. ভারতের উচ্চতম যান চলাচলকারী সেতু: লাডাখের খারদুংলা
83. ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু: আন্না ইন্দিরা গান্ধী সেতু (তামিলনাড়ুর রামেশ্বরম ও মণ্ডপের সংযােগ রক্ষাকারী ব্রীজ, 2.38 কিমি দীর্ঘ)
84. ভারতের দীর্ঘতম তার দিয়ে তৈরি ঝুলন্ত সেতু: বিদ্যাসাগর সেতু (কলকাতা)
85. ভারতের বৃহত্তম বসতবাড়ি: রাষ্টপতি ভবন (নিউ দিল্লী)
86. ভারতের দীর্ঘতম খাল: রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী ক্যানেল (রাজস্থান) 989 কিমি
87. ভারতের বৃহত্তম গুহা: জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহা
88. ভারতের বৃহত্তম গুহা মন্দির: মহারাষ্ট্রের ইলােরা
89. ভারতের প্রাচীনতম চার্চ: 52 AD তে তৈরী কেরলের ত্রিচুর জেলায় অবহিত পালাউরের সেন্ট থামাস চার্চ
90. ভারতের বৃহত্তম সিনেমা থিয়েটার: তামিলনাড়ুর মাদুরাইয়ের থংগম
91. ভারতের প্রথম কলেজ: কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ
92. ভারতের প্রথম মহিলা কলেজ: বেথুন কলেজ
93. ভারতের প্রথম মেডিকেল কলেজ: কলকাতা মেডিক্যাল কলেজ (প্রতিষ্ঠাতা লর্ড উইলিয়াম বেন্টিং, 1835)
94. ভারতের প্রথম ইঞিনিয়ারিং কলেজ: থমসন কলেজ, রুরকি
95. ভারতের প্রথম উপগ্রহ: আর্যভট্ট
96. ভারতের প্রথম Experimental geostationary communications Satellite: APPLE (Ariane Passanger Pay Load Experiment)
97. ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণকারী যান: SLV-3
98. ভারতের প্রাচীনতম স্কুল: চেন্নাই এর ফোর্ট সেন্ট জর্জেস- এর ‘ সেন্ট মেরিজ চার্চ চ্যারিটি স্কুল
99. ভারতের প্রথম মহিলা স্কুল: ব্যাপটিস্ট মিশন স্কুল (গৌরীবাড়ি, কলকাতা)
100. ভারতের প্রথম মহিলা পাবলিক স্কুল: মহারাণী গায়েত্রীদেবী স্কুল, জয়পুর
101. ভারতের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ: 1882 সালের 30 শে জানুয়ারি মুম্বাইতে ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানী স্থাপিত হয়
102. ভারতের প্রথম টেলিগ্রাফ লাইন: কলকাতা থেকে ডায়মন্ডহারবার
103. ভারতের প্রথম STD কল: 1960 সালের 26 নভেম্বর লক্ষ্ণৌ থেকে কানপুর
104. ভারতের প্রথম ISD কল: 1976 সালে বােম্বাই থেকে লণ্ডন
105. ভারতের প্রথম টেলিফিল্ম: সত্যজিৎ রায়ের ' সদগতি ' (1987 সালের 13 এপ্রিল)
106. ভারতের প্রথম টিভি সিরিয়াল: '' তিসরা রাস্তা " (2 মে, 1962)
107. ভারতের বৃহত্তম সুড়ঙ্গ পথ: জওহর টানেল, বানিহাল পাস (জম্মু কাশ্মীর)
108. ভারতের সর্বাধিক শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল: লাক্ষাদ্বীপ
109. ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়: নালন্দা বিশ্ববিদ্যালয়
110. ভারতের প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয়: কলকাতা বিশ্ববিদ্যালয়
111. ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়: অন্ত্রপ্রদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়
112. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ: চিন
113. ভারতের বৃহত্তম রাজ্য: রাজস্থান
114. ভারতের ক্ষুদ্রতম রাজ্য: গােয়া
115. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ: K2
116. ভারতের পূর্বাঞ্ছলের সর্বোচ্চ শৃঙ্গ: দাফাকুম
117. ভারতের পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ: অগস্ত্যকূটম
118. ভারতের দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ: আনাইমুদি
119. ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণাকেন্দ্র: লিকট হ্রদের শ্রীহরিকোটা দ্বীপ
120. ভারতের বৃহত্তম নদীদ্বীপ: মাজুলি
121. ভারতের উচ্চত জলপ্রপাত: যােগ
122. ভারতের আর্দ্রতম অঞ্চল: মৌসিনরাম
123. ভারতের সবচেয়ে বেশি বনভূমি: মিজোরামে
124. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ: ডল
125. ভারতের বৃহত্তম উপহ্রদ: চিলকা
126. ভারতের শুষ্কতম অঞ্চল: রাজস্থানের বালান
127. ভারতের উম্নতম স্থান: রাজস্থানের স্যাম
128. ভারতের প্রথম রাজ্য যেখানে প্রথম ডাকটিকিট প্রচলিত হয়: সৌরাষ্ট্রের কাটিওয়ার -এ
129. ভারতের প্রথম এয়ারমেল: 1911 সালের 18 feb এলাহাবাদ থেকে নৈনিতাল
130. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি নির্বাচনে হারেন: ইন্দিরা গান্ধী (1977)
131. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেন: মােরারজী দেশাই
132. ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন প্রথম মারা যান: জওহরলাল নেহরু
133. ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশে মারা যান: লাল বাহাদুর শাস্ত্রী (তাসখণ্ডে)
134. ভারতের কনিষ্ঠতম রাজ্যপাল: স্বরাজ কৌশল (মিজোরাম-37 বছর 6 মাস)
135. ভারতের বৃহত্তম কারাগার: তিহার সেন্ট্রাল জেল (দিল্লী)
136. ভারতের উচ্চতম রেডিও স্টেশন: লেহ রেডিও স্টেশন, উচ্চতা 3,321
137. ভারতের প্রথম রেল কোম্পানী: ইষ্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানী এবং গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানী
138. ভারতের প্রথম রেল যাত্রা: বােম্বাই থেকে থানে 34 কিমি
139. ভারতের প্রথম রেলওয়ে টার্মিনাস: বােরি ভাণ্ডার, মুম্বাই
140. ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন: হাওড়া নিউদিল্লী রাজধানী এক্সপ্রেস
141. ভারতের প্রথম ডবল ডেকার ট্রেন: মুম্বাই-পুনে সিংহগড় এক্সপ্রেস
142. ভারতের রেলপথে সবচেয়ে বেশী সুড়ঙ্গ: কালকা-সিমলা রেলপথে 102 টি সুড়ঙ্গ বর্তমান
143. ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রীজ: কলকাতা-দিল্লী রেলপথে বিহারের সাসারামের কাছে শােন নদীর ওপর Dehri-on-Sone রেল ব্রীজ
144. ভারতের দীর্ঘতম যাত্রী পরিবাহী রেলপথ: জম্মু তাওয়াই কন্যাকুমারী রেলপথ (3,730 কিমি)
145. ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম: গােরক্ষপুর, উত্তরপ্রদেশ (1,366.33 মিটার/4,448 ফুট)
146. ভারতের ব্রডগেজ লাইনে উচ্চতম স্টেশন: সিমলীগােড়াতে
147. ভারতের ন্যারােগেজ লাইনে উচ্চতম স্টেশন: দার্জিলিং এর ঘুম
148. ভারতের প্রথম মেট্রো রেলপথ: কলকাতা
149. ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন: মুম্বাই থেকে কুরলা পর্যন্ত (1925 সালে)
150. ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত স্টেশন: ইয়েদাকুমারী (হাসান-মঙ্গল বিভাগে)
151. ভারতের প্রাচীনতম তৈলশােধনাগার: আসামের ডিগবয় তৈলশােধনাগার
152. ভারতের সর্ববৃহৎ উপজাতি: গােল্ড (মহারাষ্ট্র, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ)
153. ভারতের সর্বাধিক তপশিলী জাতির মানুষের বাস: উত্তরপ্রদেশ
154. ভারতের শতকরা সর্বাধিক তপশিলী জাতির মানুষের বাস: পাঞ্জাব (28.9 %)
155. সবচেয়ে কম তপশিলী জাতি রয়েছে: মিজোরাম (94.5 %)
156. সবচেয়ে বেশী তপশিলী উপজাতি রয়েছে: মধ্যপ্রদেশ
157. সবচেয়ে কম তপশিলী উপজাতি রয়েছে: গােয়া
158. ভারতের সবচেয়ে ছােট তপশিলী সম্প্রদায়: ওয়াটাল (জম্মু কাশ্মীর)
159. ভারতের দীর্ঘতম নদী: গঙ্গা (2,649 কিমি)
160. ভারতের দীর্ঘতম সড়কপথ: গ্র্যান্ড ট্যাংক রােড
161. ভারতের প্রথম স্বল্প দূরের ভূমি থেকে বায়ু ক্ষেপনাস্ত্র: ' ত্রিশূল '
162. ভারতের প্রথম ইন্টারমিডিয়েট রেঞ্জ বালাসটিক ক্ষেপনাস্ত্র: ' আকাশ '
163. ভারতের প্রথম দীর্ঘ সীমার মাল্টিপল টারগেট মিশাইল: ' আকাশ '
164. ভারতের উচ্চতম মঠ: হিমাচল প্রদেশের স্পিটিতে দ্যা কি মােনাসটেরি (1400 ফুট)
165. ভারতের বৃহত্তম মসজিদ: জামা মসজিদ (দিল্লী)- শাহজাহান প্রতিষ্ঠা করেন
166. ভারতের বৃহত্তম যাদুঘর: কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম
167. ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন: 7 আগষ্ট, 1906 সালে কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জী কর্তৃক
168. ভারতের প্রথম যুদ্ধ জাহাজ (Missile boat): INS ' Vinash '
169. ভারতের প্রথম ক্ষুদ্র রণতরী: INS ' Khukri '
170. ভারতের প্রথম ট্যাঙ্কার: INS ' Shakti '
171. ভারতের প্রথম দেশজ প্যাট্রোল বােট: INS ' Ajoy '
172. ভারতের প্রথম আধুনিক ক্ষেপনাস্ত্র সজ্জিত ক্ষুদ্র রণতরী: INS ' Godavari '
173. ভারতের প্রথম এয়ারক্রাফটবাহী জাহাজ: INS 'Vikrant ' (1997 সালে নষ্ট হয়ে যায়)
174. ভারতের বৃহত্তম ল্যান্ডিং জাহাজ: INS ' Magar '
175. ভারতের প্রথম ক্ষেপনাস্ত্র উৎক্ষেপক সাবমেরিণ: INS সিন্ধুশাস্ত্র
176. ভারতের প্রথম সংবাদপত্র: কলকাতা থেকে প্রকাশিত হিকি’র বেঙ্গল গেজেট অথবা ‘ ক্যালকাটা জেনারেল অ্যাডভাইডার ’ (1780 সালে প্রকাশিত হয় ।)
177. ভারতের প্রথম স্বদেশী সংবাদপত্র: বাংলা ভাষায় প্রকাশিত ‘ সমাচার দর্পণ ” (শ্রীরামপুর থেকে 31 মে , 1818 সালে প্রকাশিত)
178. ভারতের প্রাচীনতম দৈনিক সংবাদপত্র: মুম্বাই সমাচার (প্রথম প্রকাশ 1 লা জুলাই, 1822)
179. ভারতের প্রাচীনতম ইংরাজি দৈনিক: দ্যা টাইমস অব ইন্ডিয়া (1838 সালে মুম্বাই থেকে প্রকাশিত)
180. ভারতের সবচেয়ে বেশি বিক্রিত সংবাদপত্র: দ্যা টাইমস্ অব ইন্ডিয়া
181. ভারতের প্রথম নিইক্লিয়র রিঅ্যাক্টার: ' অপ্সরা '
182. ভারতের প্রাচীনতম মানমন্দির নিউ দিল্লির : ‘ যন্তর মন্তর ' (1725 সালে তৈরি হয়)
183. ভারতের বৃহত্তম তারামণ্ডল: কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়াম
184. ভারতের বৃহত্তম মালভূমি: দাক্ষিণাত্যের মালভূমি
185. ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল: ভারতের জাতীয় কংগ্রেস
186. ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি: সরােজিনী নাইডু
187. ভারতের প্রথম জিপিও (পােষ্ট অফিস): ফোট সেন্ট জর্জ স্কোয়ার, চেন্নাই
188. ভারতের বৃহত্তম জিপিও: মুম্বাই জিপিও
189. ভারতের দেশের বাইরে প্রথম পােষ্ট অফিস: আন্টার্কটিকায় দক্ষিণ গঙ্গোত্রী
190. ভারতের প্রথম ডাকটিকিটের নক্সা করেন: ক্যাপ্টেন এইচ আই থুইলিয়র, ডেপুটি সার্ভেয়র জেনারেল কলকাতা ।
সুতরাং, দেরি না করে এখনই ভারতের সর্ব প্রথম বৃহত্তম দীর্ঘমত সর্বোচ্চ Pdf টি নীচে গিয়ে ডাউনলোড করুন👇
File Details :
File Name-
File Format- pdf
Quality- High
File Size- 856 KB
File page- 12
File Location- Google Drive
Download Link - Click Here To Download
:আরও ডাউনলোড করুন:
|