Ads Area


গুরুত্বপূর্ণ কয়েকটি প্রাণীর শ্বাসঅঙ্গ বা শ্বাসযন্ত্রের নাম pdf | Name of Respiratory Organs of Animals in Bengali

বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ বা শ্বাসযন্ত্রের নাম

Name of the Respiratory Organs of some Important Animals
গুরুত্বপূর্ণ কয়েকটি প্রাণীর শ্বাসঅঙ্গ বা শ্বাসযন্ত্রের নাম

বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে  সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে | সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com  ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে | আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায়  জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন | বিভিন্ন পরীক্ষায় যে ভাবে প্রশ্ন এসে থাকে-


∎ রুই মাছের শ্বাস অঙ্গের নাম কি ?

উত্তর- ফুলকা

∎ কাঁকড়া অঙ্গের নাম কি ?

উত্তর- বুকগিল বা বইফুসফুস

∎ আরশোলার শ্বাস অঙ্গের নাম কি

উত্তর- ট্রাকিয়া বা শ্বাসনালি


জীবন বিজ্ঞান বিষয় থেকে বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ বা শ্বাসযন্ত্রের নাম গুলি দেওয়া হলো | 

চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসেই থাকে | তাই চাকরির পরীক্ষায় নিজেকে এক ধাপ এগিয়ে নয়ে যান এবং নিজের জ্ঞান ভান্ডার বাড়িয়ে নিন |   

 All competitive exam General Knowledge in Bengali


বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ


নম্বর

প্রাণীর নাম

       শ্বসনযন্ত্রের নাম

1.

অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা

দেহতল

2.

কেঁচো, জোঁক

দেহত্বক

3.

পতঙ্গা

ট্রাকিয়া বা শ্বাসনালি

4.

মাকড়সা, কাঁকড়াবিছে

বুকলাঙ বা বইফুসফুস

5.

শামুক, ঝিনুক

ফুলকা, পালমোনারি স্যাক, টিনিডিয়া

6.

স্থল শামুক

পালমোনারি থলি

7.

হলোথুরিয়া

শ্বাসবৃক্ষ

8.

কন্টকত্বকী প্রাণী

জল ফুসফুস

9.

চিংড়ি, রাজকাঁকড়া

বুকগিল বা বইফুসফুস

10.

মাছ

ফুলকা



File Details:
File Name- The Name of the Respiratory Organs of some Important Animals
File Format- pdf
Quality- High
File Size- 212kb
File page- 1
File Location- Google Drive
Download Link: CLICK HERE TO DOWNLOAD



আরও ডাউনলোড করুন:

একনজরে মানব দেহ- Click Here

কয়েকটি ইম্পর্টান্ট প্রাণী ও উদ্ভিদের বিঞ্জানসস্মত নাম- Click Here

সালােকসংশ্লেষ ও শ্বসন থকে প্রযোজনীয় তথ্য এক কথায়- Click Here



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area