বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ বা শ্বাসযন্ত্রের নাম
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে | সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে | আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন | বিভিন্ন পরীক্ষায় যে ভাবে প্রশ্ন এসে থাকে-
∎ রুই মাছের শ্বাস অঙ্গের নাম কি ?
উত্তর- ফুলকা
∎ কাঁকড়া অঙ্গের নাম কি ?
উত্তর- বুকগিল বা বইফুসফুস
∎ আরশোলার শ্বাস অঙ্গের নাম কি
জীবন বিজ্ঞান বিষয় থেকে বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ বা শ্বাসযন্ত্রের নাম গুলি দেওয়া হলো |
চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসেই থাকে | তাই চাকরির পরীক্ষায় নিজেকে এক ধাপ এগিয়ে নয়ে যান এবং নিজের জ্ঞান ভান্ডার বাড়িয়ে নিন |
All competitive exam General Knowledge in Bengali
নম্বর |
প্রাণীর নাম |
শ্বসনযন্ত্রের নাম |
1. |
অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা |
দেহতল
|
2. |
কেঁচো,
জোঁক |
দেহত্বক |
3. |
পতঙ্গা |
ট্রাকিয়া
বা
শ্বাসনালি |
4. |
মাকড়সা,
কাঁকড়াবিছে |
বুকলাঙ
বা
বইফুসফুস |
5. |
শামুক,
ঝিনুক |
ফুলকা,
পালমোনারি
স্যাক,
টিনিডিয়া |
6. |
স্থল
শামুক |
পালমোনারি
থলি |
7. |
হলোথুরিয়া |
শ্বাসবৃক্ষ |
8. |
কন্টকত্বকী
প্রাণী |
জল
ফুসফুস |
9. |
চিংড়ি,
রাজকাঁকড়া |
বুকগিল
বা
বইফুসফুস |
10. |
মাছ |
ফুলকা |
আরও ডাউনলোড করুন: একনজরে মানব দেহ- Click Here
কয়েকটি ইম্পর্টান্ট প্রাণী ও উদ্ভিদের বিঞ্জানসস্মত নাম- Click Here
সালােকসংশ্লেষ ও শ্বসন থকে প্রযোজনীয় তথ্য এক কথায়- Click Here |