Ads Area


সাধারণ জ্ঞান ভারতের জাতীয় সংগীত সম্পর্কে প্রশ্ন ও উত্তর / National Anthem of India gk

ভারতের জাতীয় সংগীত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান ভারতের জাতীয় সংগীত সম্পর্কে প্রশ্ন ও উত্তর / National Anthem of India gk

ভারতের জাতীয় সংগীত সম্পর্কে বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge | বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন। ভারতের জাতীয় সংগীত বিষয় থেকে ইম্পর্টান্ট প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।


ভারতের জাতীয় সংগীত সম্পর্কে প্রশ্ন ও উত্তর


1. ভারতের জাতীয় সঙ্গীত বা স্তোত্রের "জনগণমন অধিনায়ক" রচয়িতা কে? 

উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

2. এই গানটিকে ভারতের 'জাতীয় স্তোত্র' বা জাতীয় সঙ্গীত হিসাবে কবে গ্রহণ করা হয়?

উঃ- 24 জানুয়ারী, 1950 সালে।

3. এই গানটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উঃ- রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববােধিনী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়।

4. প্রথম প্রকাশের সময় এই কবিতার নাম কি ছিল?

উঃ- 'ভারত বিধাতা'।

5. এই গানটিকে কে ইংরাজীতে অনুবাদ করেন?

উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

6. ইংরাজীতে এই কবিতার নাম কি?

উঃ- The Morning song of India.

7. এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল?

উঃ- 27 ডিসেম্বর, 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে।

8. কারা এই গানটিকে জাতীয় সঙ্গীত বা স্তোত্ররূপে গ্রহণ করেন?

উঃ- ভারতের সংবিধান সভা।

9. কত সালে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়?

উঃ- 1848 সালে।

10. জাতীয় পতাকা কী? 

উঃ- যে কোনো দেশের ঐতিহ্য়, গৌরব এবং মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা।

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area