ভারতের জাতীয় সংগীত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
2. এই গানটিকে ভারতের 'জাতীয় স্তোত্র' বা জাতীয় সঙ্গীত হিসাবে কবে গ্রহণ করা হয়?
উঃ- 24 জানুয়ারী, 1950 সালে।
3. এই গানটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উঃ- রবীন্দ্রনাথ সম্পাদিত তত্ত্ববােধিনী পত্রিকায় 1912 সালে প্রথম প্রকাশিত হয়।
4. প্রথম প্রকাশের সময় এই কবিতার নাম কি ছিল?
উঃ- 'ভারত বিধাতা'।
5. এই গানটিকে কে ইংরাজীতে অনুবাদ করেন?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
6. ইংরাজীতে এই কবিতার নাম কি?
উঃ- The Morning song of India.
7. এই গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল?
উঃ- 27 ডিসেম্বর, 1911 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে।
8. কারা এই গানটিকে জাতীয় সঙ্গীত বা স্তোত্ররূপে গ্রহণ করেন?
উঃ- ভারতের সংবিধান সভা।
9. কত সালে আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়?
উঃ- 1848 সালে।
10. জাতীয় পতাকা কী?
উঃ- যে কোনো দেশের ঐতিহ্য়, গৌরব এবং মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা।
আরও পড়ুন-
- জাতীয় সংগীত সম্পর্কে উইকিপিডিয়া