Forest Assistant Interview Questions and Answers বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর
বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর
বন দপ্তরের বন সহায়ক ইন্টারভিউ এর জন্য নিচে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হলো। ভালো করে পড়ে নিন এবং মুখস্ত রাখুন।
নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন।
Forest Assistant Interview Questions and Answers gk in Bengali Free PDF
1. বর্তমানে পশ্চিমবঙ্গের বন সচিবের নাম কি?
উত্তর - Sri Hirdyesh Mohan
2. কয়েকটি লুপ্তপ্রায় সরীসৃপের নাম বলো?
উত্তর - পাইথন, ঘড়িয়াল, কুমির, গোসাপ, সঙ্খচুড়
3. বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ কয়টি ও কী কী?
উত্তর - তিনটি।
যথা - 1. কোর অঞ্চল
2. বাফার অঞ্চল
3. ট্রানজিশন অঞ্চল
4. বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটি পালন করা হয়?
উত্তর - ৫ জুন
5. বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখা কয়টি?
উত্তর - ২৩ টি
6. বর্তমানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি?
উত্তর - ৫টি
7. ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি কত সালে কার্যকরি করা হয়?
উত্তর - 1972 সালে
8. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কী?
উত্তর - সন্দাকাফু
9. WWF - এর সম্পূর্ণ নাম কী?
উত্তর - ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার
10. বিশ্ব অরণ্য দিবস কোন দিনটি পালন করা হয়?
উত্তর - 21 মার্চ
11. ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট - কোথায় অবস্থিত?
উত্তর - দেরাদুন (উত্তরাঞ্চল)
12. ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তর - জিন করবেট
13. এশিয়ান সিংহ কোন অরন্যে পাওয়া যায়?
উত্তর - গুজরাটের গির অরন্যে
14. ভারতের সর্ব বৃহত্ত জাতীয় উদ্যান কোনটি?
উত্তর - হেমিস জাতীয় উদ্যান
15. বন্যপ্রাণী লুপ্ত হওয়ার কারণ কী?
উত্তর - বাসস্থান বিলুপ্তি হওয়া
16. বাস্তুতন্ত্র বা ইকোলজি কাকে বলে?
উত্তর - জীব ও তার পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে বিঞ্জানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাস্তুতন্ত্র বা ইকোলজি বলে
17. পৃথিবীর সমস্থ শক্তির উৎস কী ?
উত্তর - সূর্য
18. জীববৈচিত্র্যের প্রধান কাজ কী?
উত্তর - জীববৈচিত্র্য খাদ্য়, ঔষুধি, তন্তু, ররার, কাষ্ঠ প্রভৃতি যোগান দেয়, এছাড়া ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা করা
19.সারা পৃথিবীতে মেগাডাইভারর্সিটি কয়টি?
উত্তর - 12 টি
20. বর্তমান পৃথবীতে ' হট স্পট ' অঞ্চল কয়টি?
উত্তর - 25 টি
21. ভারতের বন্যপ্রাণী সমস্থা (Wild Life Institute) কোথায় অবস্থিত?
উত্তর - উত্তরপ্রদেশ, দেরাদুন
22. ভারতের একটি নবীনতম জাতীয় উদ্যান কোনটি?
উত্তর - আসামের Orang National Park
23. এশিয়ার সবচেয়ে বড় পাখিরালোয়টির নাম কী?
উত্তর - ' ভারতপুর পাখিরালয় '
24. ব্যাঘ্র সংরক্ষণ প্রথম কবে শুরু হয়?
উত্তর - 1973 সালে
25. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তর - নীলগিরি
26. সবচেয়ে দ্রতগামীপ্রাণীর নাম কী?
উত্তর - চিতা বাঘ
27. সবচেয়ে উচ্চতম প্রাণীর নাম কী?
উত্তর - জিরাফ
28. বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয়?
উত্তর - 3rd অক্টোবর
29. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি কোনটি?
উত্তর - সুন্দরবন
30. বসুন্ধরা সন্মেলন হয় কত সালে?
উত্তর - 1992 সালে
31. ভারতের সর্ব প্রথম নোবেল জয়ী কে?
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর
32. কোন যন্ত্র দ্বারা ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?
উত্তর - রিখটার স্কেল
33. শব্দের তীব্রতা কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়?
উত্তর - ডেসিবেল
34. রাত কানা কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তর - ভিটামিন ' A '
35. ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর - নরেন্দ্র মোদী
36. ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তর - রামনাথ কোবিন্দ
37. ' অরণ্যের অধিকার ' লেখেন?
উত্তর - মহাশ্বেতা দেবী
38. পশ্চিমবঙ্গের রাজ্যের গাছের নাম কী?
উত্তর - ছাতিম
39. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর - গঙ্গা
40. ' বাংলার দুঃখ ' কোন নদীকে বলা হয়?
উত্তর - দামোদর
41. পশ্চিমবঙ্গের বেশির ভাগ নদী কোন দিকে প্রবাহিত হয়েছে?
উত্তর - উত্তর ও পশ্চিম থেকে
42. বাংলার প্রথম ব্রিটিস গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর - লর্ড ওয়ারেন হেস্টিংস
43.সত্যজিৎ রায়ের প্রথম চলচিত্র?
উত্তর - পথের পাঁচালি
44. ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ পুরস্কার?
উত্তর - পরমবীর চক্র
45. ডায়ালিসিস পদ্ধতিটি কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উত্তর - কিডনি
46. গান্ধীজী কাদের সাথে পুনাচুক্তি করেছিলেন?
উত্তর - হরিজন
47.ভারতের স্থায়ী গবেষণাগার গঙ্গোত্রী কোথায় অবস্থিত?
উত্তর - আন্টার্কটিকা
48. লাক্ষাদ্বীপের রাজধানীর নাম?
উত্তর - কাভারাত্তী
49. ভারতের প্রধানত কোন ধরনের কয়লা পাওয়া যায়?
উত্তর - বিটুমিনাস
50. জাতীয় উপভক্তা দিবস কোন দিনটি পালন করা হয়?
উত্তর - 24 শে ডিসেম্বর
PDF Download Link - 1 : CLICK HERE TO DOWNLOAD
PDF Download Link - 2 : CLICK HERE TO DOWNLOAD