ইতিহাসের বিভিন্ন রাজা/সুলতান/ব্যক্তির আমল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া ইতিহাসের বিভিন্ন রাজা / সুলতান / ব্যক্তির আমল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হলো |
চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসেই থাকে। তাই চাকরির পরীক্ষায় নিজেকে এক ধাপ এগিয়ে নয়ে যান এবং নিজের জ্ঞান ভান্ডার বাড়িয়ে নিন।
ইতিহাসের বিভিন্ন রাজা ও সুলতান ব্যক্তির আমল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
উত্তর- সিরাজদৌল্লা ।
2. মুর্শিদাবাদে হাজারদুয়ারি কে নির্মাণ করেন ?
উত্তর- নবাব হুমায়ুন জা ৷
3. সেন যুগের প্রসিদ্ধ শিল্পীর একজন কে ছিলেন ?
উত্তর- শূলপাণি ।
4. ভারতকে 'নৃতত্ত্বের যাদুঘর’ বলেছেন ?
উত্তর- ভিনসেন্ট স্মিথ ।
5. ভারতকে হিমালয়ের দান বলেছেন ?
উত্তর- কে এম, পানির ।
6. নেপােলিয়নের ক্ষুদ্র সংস্করণ-রঞ্জিত সিংহকে বলেছেন কোন ফরাসী পর্যটক ?
উত্তর- পর্যটক জ্যাকুমো ।
7. গুপ্ত যুগের বিখ্যাত কয়েকটি ব্যক্তির নাম ?
উত্তর- ভারভি, কালিদাস, বিশাখ দত্ত ।
8. চন্দ্রগুপ্ত মৌর্য যে রাজস্ব আদায় করতেন তার নাম কী ছিল ?
উত্তর- বলি এবং ভাগ ।
9. খাজুরাহাের বিখ্যাত মন্দির ও ভাস্কর্য কোন বংশের অক্ষয়কীর্তি ?
উত্তর- চান্দেল্ল বংশের অক্ষয়কীর্তি ।
10. মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে ?
উত্তর- কুষাণ যুগে ।
11. কুতুব মিনার স্তম্ভের নির্মাণ কোন সুলতান সম্পূর্ণ করেন ?
উত্তর- ইলতুৎমিস ।
12. সুলতানি যুগের প্রথম প্রকৃত সুলতান কে ছিলেন ?
উত্তর- ইলতুৎমিস ।
13. বন্দেগান-ই-চাহেল গান বা চল্লিশ ক্রীতদাসের একটি দল গঠন করেন কোন রাজা ?
উত্তর- ইলতুৎমিস ।
14. নব্য মুসলমান সমাজের সৃষ্টি কর্তা কে ?
উত্তর- জালালউদ্দিন খলজি ।
15. সতীদাহ প্রথা বন্ধ করার প্রথম প্রয়াস করেন কে ?
উত্তর- মহম্মদ বিন তুঘলক ।
16. জলসেচ ব্যবস্থার সূচনা করেন ___________ ?
উত্তর- গিয়াসউদ্দিন তুঘলক ।
17. প্রথম কর্ম বিনিয়ােগ দপ্তর (কর্মসংস্থান) চালু করেন ?
উত্তর- ফিরােজ শাহ তুঘলক ।
18. কোন সালে ভারতে দাসপ্রথা অবৈধ ঘোষণা করা হয়?
উত্তর- 1843
19. মধ্যযুগে বিশেষত কোন সময় ভারতে ‘ভক্তি আন্দোলন ' জনপ্রিয়তা লাভ করে ?
উত্তর- সুলতানি যুগে |
20. মধ্যযুগে বিশেষত মুসলমানদের নেতৃত্বে যে ধর্ম-আন্দোলন অনুষ্ঠিত হয় তাকে কি বলে ?
উত্তর- ‘সুফী আন্দোলন'
21. মধ্যযুগে বিশেষত হিন্দুদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় তাকে কি বলে ?
উত্তর- ভক্তিবাদী আন্দোলন ।
22. সুলতানি যুগের আকবর বলা হয় কোন সুলতান কে ?
উত্তর- ফিরােজ শাহ তুঘলককে ।
23. সুলতানি আমলে জমির কর আদায় করতেন করা ?
উত্তর- পরগনায় ‘আমিল’ এবং গ্রামে পাটোয়ারি, ‘চৌধুরি’, ‘মুকদ্দম’ নামক কর্মচারীরা ।
24. আলাউদ্দিন খিলজি কী নামে দুটি গৃহকর ও গবাদি পশুকর আরােপ করেন ?
উত্তর- ‘খরাই’ ও ‘চরাই’ |
25. 'জাকত' হলাে একপ্রকার ধর্মীয় ও সেবামূলক কর যা মূলত কাদের কাছ থেকে আদায় করা হত ?
উত্তর- মুসলমানদের কাছ থেকে |
26. 'খামস' কী ?
উত্তর- যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের ভাগ হিসাবে আদায় করা হত ।
27. ভারতের প্রথম আফগান বা পাঠান সুলতান কে ছিলেন ?
উত্তর- বহুলুল লােদী
28. প্রথম আক্রমণকারী পাঠান সুলতান কে ?
উত্তর- বহলুল লােদী ।
29. একটি হিংস্র ও রক্তপিপাসু জাতি নাম বল যারা ভারত অভিযান করেছিল ?
উত্তর- মােঙ্গলরা |
30. মােঙ্গলদের ভারত অভিযানের ফলে ভারতে কি ঘটেছে ?
উত্তর- ভারতের সম্পদের লুণ্ঠন ও অসংখ্য নিরীহ মানুষকে হত্যা ।
31. মােঙ্গলরা কোন ধর্মাবলম্বী ছিল ?
উত্তর- বৌদ্ধ ধর্মাবলম্বী |
32. জাবতি প্রথা প্রচলন, রায়তওয়ারি পদ্ধতি চালু ও জিজিয়া কর তুলে দেন কোন সম্রাট ?
উত্তর- আকবর ।
33. প্রথম মুঘল বাদশা কে ছিলেন ?
উত্তর- বাবর |
34. শেষ মুঘল বাদশা কে ছিলেন ?
উত্তর- দ্বিতীয় বাহাদুর শাহ ।
35. কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে দেওয়ানি প্রদান করেন ?
উত্তর- দ্বিতীয় শাহ আলম ।
36. বাংলার সুলতান বারবক শাহ (শাসনকাল: ১৪৫৯-৭৬) কীসের অনুরাগী ছিলেন ?
উত্তর - সাহিত্যের |
37. বাংলার সুলতান বারবক শাহর পৃষ্ঠপােষকতা কবি-সাহিত্যিকের নাম ?
উত্তর- বৃহস্পতি মিশ্র, মালাধর বসু, কৃত্তিবাস ওঝা |
38. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ?
উত্তর - শশাঙ্ক |
39. বাংলার শেষ স্বাধীন রাজা কে ?
উত্তর- লক্ষ্মণ সেন ।
40. বাংলায় কে 'কৌলিন্য' প্রথার প্রবর্তক ছিলেন ?
উত্তর- বল্লাল সেন |
41. বাংলার স্বাধীন শাসক কে ছিলেন ?
উত্তর- সামসুদ্দিন আলি শাহ ।
42. বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কী ?
উত্তর- মুর্শিদকুলি খাঁ ।
43. ভারতে প্রথম আক্রমণকারী বিদেশী করা ?
উত্তর- পারসিক ।
ইতিহাসের বিভিন্ন রাজা/সুলতান/ব্যক্তির আমল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড
MORE PDF |
DOWNLOAD LINK |
|
|
ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি যুদ্ধর সাল |
|
চেঙ্গিস খান ও মােঙ্গল সাম্রাজ্য |
|
|