Ads Area


বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক / প্রতিষ্ঠাতার নামের তালিকা / List of Founding Fathers of Various Subjects in The World in Bengali

বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক/ প্রতিষ্ঠাতার নামের তালিকা

বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক / প্রতিষ্ঠাতার নামের তালিকা / List of Founding Fathers of Various Subjects in The World in Bengali

বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক / প্রতিষ্ঠাতার নামের তালিকা / List of Founding Fathers of Various Subjects in The World in Bengali -এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে  এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো।

বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক প্রশ্ন উত্তর

1. গুগল - এর প্রতিষ্ঠাতা কে ?

 - ল্যারি পেজ ও সের্গেই বিন

2. ফেসবুক - এর প্রতিষ্ঠাতা কে ?

- মার্ক জুকারবার্গ 

3. হােয়াটসঅ্যাপ - এর প্রতিষ্ঠাতা কে ?

- অ্যাকটন ও কুউম

4. অ্যাপেল - এর প্রতিষ্ঠাতা কে ?

- স্টিভ জোবস, রােনান্ডওয়েন, স্টিভ ওজনিয়াক 

5. মাইক্রোসফট - এর প্রতিষ্ঠাতা কে ? 

- বিল গেটস ও পল অ্যালেন

6. টুইটার - এর প্রতিষ্ঠাতা কে ?

- জ্যাক ডােরসি, ইভান উইলিয়ামস, নােয়া গ্লাস, বিজ স্টোন 

7. ইউটিউব - এর প্রতিষ্ঠাতা কে ?

- স্টিভ চেন, জাভেদ করিম, চাড হারালে

8. ইয়াহু - র প্রতিষ্ঠাতা করেন কে ?

- জেরি ইয়াং, ডেভিড ফিলাে

9. মােবাইলের জনক কে ?

 - মার্টিন কুপার

10. WWW - আবিষ্কারক নাম কি ?

- টিম বানার্স লি

11. আইম্যাক - আইফোন - আইপড় আইপ্যাড উদ্ভাবকের জনক কে ?

- স্টিভ জোবস 

12. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ?

- ডঃ এম এস স্বামীনাথন

13. ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ?

 - ডঃ ভার্গিস কুরিয়েন

14. অর্থনীতির জনক কে ? 

- অ্যাডাম স্মিথ

15. বিজ্ঞানের জনক কাকে বলা হয় ? 

- অ্যারিস্টটল

16. রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ?

- অ্যারিস্টটল

17. ইতিহাসের জনক কে ?

 - হেরােডােটাস

18. আধুনিক সেল ফোনের জনক কে ?

 - মার্টিন কুপার

19. কম্পিউটারের জনক কাকে বলা হয় ?

- চার্লস ব্যাবেজ

20. ভারতের রেলপথের জনক কে 

- লর্ড ডালহৌসি

21. জ্যামিতির জনক কাকে বলা হয় ?

 - ইউক্লিড

22. আধুনিক পরমাণুবাদের জনক কে ?

- জন ডালটন

23. আধুনিক কার্টুনের জনক কে ?

 - উইলিয়াম ডিজনি

24. আধুনিক ব্যাঙ্গ চিত্রের জনক কাকে বলা হয় ?

- উইলিয়াম হােগার্থ

25. আধুনিক বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ?

 - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

26. হােমিওপ্যাথির জনক কে ?

- হ্যানিম্যান

27. ভারতের ফুটবলের জনক কে ?

- নগেন্দ্র প্রসাদ

28. ইংরিজি কবিতার জনক কে ?

 - জিওফ্রে চসার

29. ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ?

- ডঃ বি আর আম্বেদকর

30. আধুনিক মুদ্রণ শিল্পের জনক কে ?

 - চার্লস উইলকিন্স

31. নিউক্লিয়ার পদার্থবিদ্যার জনক কাকে বলে ?

- আর্নেস্ট রাদারফোর্ড

32. ত্রিকোণমিতির জনক কে ?

- হিপারকাস

33. জীববিদ্যার জনক কে ?

- চার্লস ডারউইন

34. রসায়নের জনক কে ?

 - রবাট বায়েল

35. জেনেটিক্স - এর জনক কাকে বলা হয় ?

- মেন্ডেল ( অস্ট্রিয়া )

36. প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রকৃতির ইতিহাসের জনক কে ?

- অ্যারিস্টটল ( গ্রিস )

37. মাইক্রোবায়ােলজির জনক কে ?

- লুই পাস্তুর ( ফ্রান্স )

38. নার্সিং - এর জনক কাকে বলা হয় ?

 - ফ্লোরেন্স নাইটিঙ্গেল

39. টেলিফোনের জনক কে ?

 - আলেকজান্ডার গ্রাহাম বেল

40. আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?

- গ্যালিলিও গ্যালিলি

41. রক্তের গ্রুপের জনক কে ?

 - কার্ল ল্যান্ড স্টেইনার 

42. আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয় ?

- চরক

বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

 আরও পড়ুন-

File Details::

File Name- বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক ও প্রতিষ্ঠাতার নামের তালিকা [জীবিকা দিশারি]

File Format- pdf

Quality- High

File Size- 798 KB

File page- 6

File Location- Google Drive

Download Link: CLICK HERE TO DOWNLOAD

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area