Ads Area


ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শনের তালিকা / List of some Notable Landmarks of India GK in Bengali

ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শনের তালিকা / List of some Notable Landmarks of India GK in Bengali

ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শনের তালিকা / List of some Notable Landmarks of India GK in Bengali

বর্তমানে WBCS , UPSC , SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শনের নাম তালিকা বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।

সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে নিচে দেওয়া ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শনের | List of some Notable Landmarks of India নাম ভালো করে মুখস্ত বা মনে রাখুন।

ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শনের তালিকা / List of some Notable Landmarks of India GK in Bengali

ভারতের ঐতিহ্যবাহী স্থান

1. অজন্তা: ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র)

2. আকবরের সমাধি: সেকেন্দ্রাবাদ, আগ্রা

3. অমরনাথ গুহা: কাশ্মীর

4. অম্বর রাজপ্রাসাদ: জয়পুর (রাজস্থান)

5. আনন্দ ভবন: এলাহাবাদ

6. বিড়লা তারামণ্ডল: কলকাতা

7. ব্র্যাক প্যাগােড়া: কোণারক (ওড়িশা)

8. বােধিসত্ব: অজন্তা গুহা

9. বৃহদেশ্বর মন্দির: মহীশূর

10. বুলন্দ দরওয়াজা: ফতেপুর সিক্রি

11. ভাকরা বাঁধ: পাঞ্জাব

12. বিবি-কা-মাকবারা: ঔরঙ্গাবাদ 

13. চারমিনার: হায়দ্রাবাদ

14. চিলকা হ্রদ: ওড়িশা

15. ডাল হ্রদ: শ্রীনগর

16. দিলওয়ারা মন্দির: মাউন্ট আবু

17. হাতি গুহা: মুম্বাই

18. স্বর্ণমন্দির: অমৃতসর

19. গােলগম্বুজ: বিজাপুর

20. ঝুলন্ত বাগান: মুম্বাই

21. হাওয়া মহল: জয়পুর

22. রবীন্দ্র সেতু: কলকাতা

23. আইল্যান্ড প্যালেস: উদয়পুর

24. ইমাদ-উদ-দৌল্লার সমাধি: আগ্রা

25. জাহাজ মহল: মাণ্ডু

26. জয়স্তম্ভ (টাওয়ার অব ভিকট্রি): চিতােরগড়

27. জামা মসজিদ: দিল্লি

28. কৈলাস মন্দির: ইলােরা

29. কন্যাকুমারী মন্দির: তামিলনাড়ু

30. খাজুরাহাে: ভূপাল

31. কোণারক: ওড়িশা

32. লিঙ্গরাজ মন্দির: ভুবনেশ্বর

33. মহাকালেশ্বর মন্দির: উজ্জয়িনী

34. মানমন্দির প্রাসাদ: গােয়ালিয়র দুর্গ

35. মার্বেল রক: জব্বলপুর

36. মেরিনা: মাদ্রাজ

37. মীনাক্ষি মন্দির: মাদুরাই

38. গিরনারশৃঙ্গ (জৈন মন্দির): জুনাগড়

39. নাগিন হ্রদ: শ্রীনগর

40. বিজয়ঘাট: দিল্লি

41. পদ্মনাভ মন্দির: তিরুবনন্তপুরম

42. পালিতানা: জুনাগড়

43. নটরাজ: চেন্নাই

44. পঞ্চমহল: ফতেপুর সিক্রি

45. পিচোলা হ্রদ: উদয়পুর

46. প্রিন্স অব ওয়েলস জাদুঘর: মুম্বাই

47. কুতুব মিনার: দিল্লি

48. রাজঘাট: দিল্লি

49. রাষ্ট্রপতি ভবন: দিল্লি

50. লালকেল্লা: দিল্লি

51. সাঁচীস্তুপ: সাঁচী (ভূপাল)

52. সান্তা ক্রুজ: মুম্বাই

53. সারনাথ: বারানসী

54. চাসমা শাহী: শ্রীনগর

55. শান্তিবন: দিল্লি

56. শক্তিস্থল: দিল্লি

57. সােমনাথপুর মন্দির: মহীশূর

58. সূর্যমন্দির: কোণারক

59. তাজমহল: আগ্রা

60. তিরুপতি মন্দির: অপ্রদেশ

61. পার্সি টাওয়ার: মুম্বাই

62. ভিক্টোরিয়া মেমােরিয়াল: কলকাতা

63. ভিক্টোরিয়া গার্ডেন: মুম্বাই

ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শনের তালিকা পিডিএফ ডাউনলোড

 আরও পড়ুন- 

File Details:

File Name- ভারতের উল্লেখযোগ্য নিদর্শনের নাম

File Format- pdf

Quality- High

File Size- 640 KB

File Location- Google Drive

PDF Download link- Click Here To Download

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area