Measurements And Unit in Bengali pdf | পরিমাপের একক ও পদ্ধতি ভৌতরাশির একক
Measurements And Unit in Bengali pdf | পরিমাপের একক ও পদ্ধতি ভৌতরাশির এককের নাম pdf - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় (WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC) প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি:
কেবলমাত্র মান অথবা মান এবং অভিমুখ দ্বারা সম্মিলিতভাবে প্রকাশ করা যায় এইরূপ প্রাকৃতিক বিষয় সমুহকে ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি বলে ।
যেমন- দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি ।
প্রকারভেদ: ভৌতরাশি প্রকাশের উপর ভিত্তি করে দুই প্রকার-
(1) স্কেলার রাশি: কেবল মানের সাহায্যে প্রকাশ করতে হয় ।
যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, উয়তা ইত্যাদি ।
(2) ভেক্টর রাশি: ইহাকে মান এবং অভিমুখের সাহায্যে প্রকাশ করতে হয় ।
যেমন- বেগ, ত্বরণ, সরণ, ওজন ইত্যাদি ।
একক: যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাপের সাহায্যে কোন ভৌত রাশির সঠিক পরিমাপ করা যায় তাকে ঐ ভৌতরাশির একক বলে ।
প্রকার: একক গঠন প্রকৃতির উপর ভিত্তি করে দুই প্রকার-
(1) প্রাথমিক বা মৌলিক বা মূল একক: যে সমস্ত একক স্বাধীন এবং যার সাহায্যে অন্যান্য রাশির একক গঠিত হয় ।
যেমন- দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদির একক ।
(2) লব্ধ একক: যে সমস্ত রাশির একক একাধিক মূল এককের সাহায্যে গঠিত ।
যেমন- ফেত্রফল, বেগ ইত্যাদির একক ।
একক প্রকাশের পদ্ধতি: বর্তমানে চারটি পদ্ধতিতে একক গুলিকে প্রকাশ করা হয় । সেগুলি হল-
1. CGS বা মেট্রিক পদ্ধতি
2. FPS বা ব্রিটিশ পদ্ধতি
3. MKS পদ্ধতি এবং
4. SI বা আন্তর্জাতিক পদ্ধতি ।
বিভিন্ন পদ্ধতিতে রাশির একক এবং পারস্পরিক সম্পর্ক-
(1) প্রাথমিক বা মৌলিক বা মূল একক:
ভৌতরাশি | CGS | SI |
দৈর্ঘ্য | সেন্টিমিটার (cm) | মিটার (m) |
ভর | গ্রাম (gm) | কিলোগ্রাম (kg) |
সময় | সেকেন্ড (s) | সেকেন্ড (s) |
উষ্ণতা | - | কেলভিন (k) |
পদার্থের পরিমাপ | - | মোল (mol) |
তড়িৎ প্রবাহ | - | অ্যাম্পিয়ার (amp/A) |
দীপন প্রাবল্য | - | ক্যান্ডেলা (cd) |
কোণ | - | রেভিয়ান (rad) |
ঘনকোণ | - | স্টেরিডিয়ান (sr) |
(2) লব্ধ একক:
ভৌতরাশি |
CGS |
SI |
ক্ষেত্রফল |
বর্গসেমি (cm2) |
বর্গমিটার (m2) |
আয়তন |
ঘনসেমি (cft) |
ঘনমিটার (m3) |
ঘনত্ব |
গ্রাম /সেমি3 (gm
/cc) |
কিগ্রা /মি3 (kg/ m3) |
বেগ |
সেমি/ সে. (cm /s) |
মি/ সে (m /s) |
ত্বরণ |
সেমি/ সে2 |
মি/ সে2 |
বল |
ডাইন (dyne) |
নিউটন (N) |
চাপ |
ডাইন/ সেমি2 |
পাস্কাল (pa) |
কার্য বা শক্তি |
আর্গ/ সে (erg/s) |
জুল (J) |
ক্ষমতা |
আর্গ /সে (erg/s) |
ওয়াট (W) |
কম্পাঙ্ক |
- |
হার্জ (Hz) |
তাপগ্রাহিতা |
- |
জুল /কেলভিন (J/ K) |
তড়িতাধান |
- |
কুলম্ব (C) |
পরিমাপের একক ও পদ্ধতি: ভৌতরাশির এককের নাম পিডিএফ ডাউনলোড
আরও ডাউনলোড করুন: গুরুত্বপূর্ণ রাশির নাম ও ব্যবহৃত রাশির এককের নাম- Click Here ধাতু ও অধাতু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন- Click Here |