ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভের নাম / Names of Various Biosphere Reserves in India in Bengali PDF
ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও অবস্থান থেকে বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge পর্বটি নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া ভারতের বিভিন্ন বায়ােস্ফিয়ার রিজার্ভের নামের তালিকাটি ভালো করে মুখস্ত বা মনে রাখুন।
ভারতের বিভিন্ন বায়ােস্ফিয়ার রিজার্ভের নাম তালিকা
বায়ােস্ফিয়ার রিজার্ভ: কোন বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে সেটিকে কেন্দ্রীয় সরকার বায়ােস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘােষণা করে। এখানে গবেষক ও বনরক্ষী ছাড়া প্রবেশ নিষেধ।
বায়োস্ফিয়ার রিজার্ভ |
অবস্থান (রাজ্য) |
নীলগিরি
বায়োস্ফিয়ার রিজার্ভ |
তামিলনাড়ু |
নন্দাদেরী
বায়োস্ফিয়ার রিজার্ভ |
উত্তরাঞ্চল |
নকরেক
বায়োস্ফিয়ার রিজার্ভ |
মেঘালয় |
মানস বায়োস্ফিয়ার
রিজার্ভ |
অসম |
সুন্দরবন বায়োস্ফিয়ার
রিজার্ভ |
পশ্চিমবঙ্গ |
মান্নার
উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভ |
তামিলনাড়ু |
পাঁচমারি
বায়োস্ফিয়ার রিজার্ভ |
মধ্যপ্রদেশ |
কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার
রিজার্ভ |
সিকিম |
সিমলিপাল
বায়োস্ফিয়ার রিজার্ভ |
ওডিশা |
ডিব্ৰু-সইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ |
অসম |
অ্যান্নামালাই
বায়োস্ফিয়ার রিজার্ভ |
কেরালা |
দেহং-দেবাং বায়োস্ফিয়ার রিজার্ভ |
অরুণাচল প্রদেশ |
গ্রেট
নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
ঠান্ডা মরুভূমি
বায়োস্ফিয়ার রিজার্ভ |
হিমাচল প্রদেশ |
পান্না বায়োস্ফিয়ার
রিজার্ভ |
মধ্যপ্রদেশ |
ভারতের বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভের নাম পিডিএফ ডাউনলোড