গুরুত্বপূর্ণ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক তারিখ //Several Important National and International Dates in Bengali gk
ভারতের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি জাতীয়ও আন্তর্জাতিক তারিখ বা দিবস গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন। এই জাতীয় ও আন্তর্জাতিক তারিখ বা দিবস থেকে প্রায় সব চাকরির পরীক্ষায় একটা করে এসেই থকে। তাই বাছাই করা কয়েকটি গুরুত্ত্বপূর্ণ দিবস গুলি দেওয়া হলো বিনা মূল্যে পিডিএফ ফাইল PDF File সহ। চাকরির পরীক্ষায় নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন।
জানুয়ারি ফেব্রুয়ারি ১ ফেব্রুয়ারি: উপকূলরক্ষী দিবস মার্চ ১ মে: শ্রমিক স্মৃতি দিবস ৩১ মে: তামাক বিরোধী দিবস ১১ জুলাই: বিশ্ব জনসংখ্যা দিবস আগষ্ট ৫ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস (জওহরলাল নেহরুর জন্মদিন স্মরণে) |