কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফির নাম / Some Game and Related Trophy in Bengali gk
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান (General Knowledge) বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে।
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ (General Knowledge) নিয়ে এসেছে আপনাদের কাছে।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // (General Knowledge) পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন| তা হলে নিচে দেওয়া কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফির নাম গুলো ভালো করে মুখস্ত বা মনে রাখুন।
কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফির নাম গুলো থেকে প্রায় সব চাকরির পরীক্ষায় একটা করে এসেই থকে | তাই বাছাই করা কয়েকটি কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফির নাম গুলো দেওয়া হলো।
চাকরির পরীক্ষায় নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন All competitive exam General Knowledge in Bengali
কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফির নাম
1. ফুটবল - ডুরান্ড কাপ, রােভার্স কাপ, এয়ারলাইন্স কাপ, ফেডারেশন কাপ, সুব্রত কাপ, বিশ্বকাপ, স্টাফোর্ড কাপ, উয়েফা কাপ, নেহরু গােল্ড কাপ, ম্যাকডােয়াল কাপ, মারডেকা কাপ, সন্তোস ট্রফি, জুলে রিমে ট্রফি, কলিংগ কাপ, আই এফ এ লীগ, ইন্দিরাগান্ধী কাপ, ডি.সি.এম. কাপ, সিকিম গভর্নর গােল্ড কাপ, নেশনস্ কাপ, লাল বাহাদুর শাস্ত্রী কাপ, ইন্ডিপেন্ডেন্স ডে কাপ, ইউরােপিয়ান কাপ, বরদোলুই ট্রফি, আফ্রিকান নেশনস কাপ।
2. বাস্কেটবল - বাসালাট ঝ ট্রফি, বি.সি. গুপ্তা ট্রফি, ফেডারেশন কাপ, টোড মােরােল ট্রফি, উইলিয়াম জোনস্ ট্রফি, এস.এম. অর্জুনা রাজা ট্রফি।
3. বিলিয়ার্ড / স্নুকার - আর্থার ওয়াকার ট্রফি, থমাস কাপ।
4. এয়ার রেসিং - জওহরলাল চ্যালেঞ্জ ট্রফি, কিংস কাপ।
5. বােট রােয়িং - আমেরিকান কাপ (ইয়েট রেসিং), ওয়েলিংটন (ইন্ডিয়া)।
6. বক্সিং - ফেডারেশন কাপ, ভাল বাকের ট্রফি, অ্যাসপি অ্যাডজাহিয়া ট্রফি।
7. তাস - বাসালাট ঝাঁ ট্রফি, হােলকার ট্রফি, রুইয়া গােল্ড কাপ, সিংঘানিয়া ট্রফি।
8. দাবা - ওয়ার্ল্ড কাপ, লিমকা ট্রফি, লিনারেস সিটি ট্রফি, নাইডু ট্রফি, খৈতান ট্রফি।
9. ক্রিকেট - বেনসন হেজেস কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, এশিয়া কাপ, অ্যাসেশ, চারমিনার চ্যালেঞ্জ ট্রফি, সি.কে. নাইডু ট্রফি, কোচবিহার ট্রফি, দলীপ ট্রফি, রনজি ট্রফি, জি.ডি. বিড়লা ট্রফি, গাভাসকার - বর্ডার ট্রফি, আই.সি.সি. বিশ্বকাপ, উইজডেন ট্রফি, বিজয় হাজারে ট্রফি, বিজয়মার্চেন্ট ট্রফি, ন্যাটওয়েস্ট ট্রফি, মৈনিদৌল্লা ট্রফি, শারজা কা, সাহারা কাপ।
10. গল্ফ - কানাডা ট্রফি, ওয়ার্ল্ড কাপ, ওয়ালকার ট্রফি, প্রিন্স অব ওয়েলস্ ট্রফি, ইন্টারকন্টিনেন্টাল কাপ, পারালামডি ট্রফি, নােমিউরা ট্রফি, রাইডার কাপ, টোপােলিনাে ট্রফি, ওয়াটারফোর্ড ক্রিস্টাল ট্রফি।
11. অ্যাথলেটিক্স - চারমিনার ট্রফি, ফেডারেশন কাপ, বিশ্বকাপ।
12. হকি - আগাখান কাপ, আজলান শাহ কাপ, ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি, গুরুনানক ট্রফি, ইন্দিরা গান্ধী কাপ্ কপ্পস্বামী নাইডু কাপ, মােদি গােল্ড কাপ, মহারাজা রনজিৎ সিং গােল্ড কাপ, ওলউইন এশিয়া কাপ, বেটন কাপ, বােম্বে গােল্ড কাপ, সিন্ধিয়া গােল্ড কাপ।
13. তীরন্দাজী - ফেডারেশন কাপ।
14. ব্যাডমিন্টন - আগরওয়াল ট্রফি, অমৃত দিবান ট্রফি, এশিয়া কাপ, অস্ট্রেলিশিয়া কাপ, চাধা কাপ, উবের কাপ, ওয়ার্ল্ড কাপ, ইওনেক্স কাপ, হামাস কাপ, কনিকা কাপ, ইউরােপিয়ান কাপ, হ্যারিলেলা কাপ, ইব্রাহিম রহিমাতুল্লা কাপ, এস.আর.রুইয়া কাপ।
15. ইয়াট রেসিং - আমেরিকা কাপ।
16. কবাড়ি - ফেডারেশন কাপ।
17. হর্স রেসিং - বেরেসফোর্ড কাপ, ব্লু রিব্যান্ড, গ্র্যান্ড ন্যাশনাল কাপ।
18. রাগবি - ব্লেডিসলােই কাপ, ক্যালকাটা কাপ, ওয়েব ইংলিশ ট্রফি।
19. টেনিস - উইম্বলডন ট্রফি, অস্ট্রেলিয়ান কাপ, ইউ.এস. কাপ, ডেভিস কাপ, এ.টি.পি. প্রেডিনেন্টস্ কাপ, এজবাস্টন কাপ, গ্র্যান্ড স্লাম কাপ, লিপটন ট্রফি।
20. ভলিবল - সেন্টিনিয়াল কাপ, ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড লিপ কাপ, ইন্দিরা প্রধান কাপ।
21. টেবিল টেনিস - এশিয়ান কাপ, বার্ণা বেলাক কাপ, জয়ালক্ষ্মী কাপ (মহিলা বিভাগ), করবিল্লিয়ন কাপ (মহিলা বিভাগ), ইলেকট্রা গােল্ড কাপ, আঁ প্রি কমলা রামানুজম কাপ, পিথাপুরম কাপ, ওয়ার্ল্ড কাপ।
22. কুস্তি - ভারত কেশরী, ওয়ার্ল্ড কাপ, বার্ডওয়ান শিল্ড।
23. ভারত্তোলন - ওয়ার্ল্ড কাপ।
24. খাে - খাে - ফেডারেশন কাপ।
আরও পড়ুন-
File Details:
File Name- কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফির নাম [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 793 Kb
File page- 3
File Location- Google Drive
Download Link: CLICK HERE TO DOWNLOAD