ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ জিকে / Vitamins Chemical Name and Lack diseases in Bengali pdf
ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ |
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledgeপার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে নিচে দেওয়া জীবন বিজ্ঞান বিষয় থেকে ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগের নাম গুলি দেওয়া হলো।
চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসেই থাকে। তাই চাকরির পরীক্ষায় নিজেকে এক ধাপ এগিয়ে নয়ে যান এবং নিজের জ্ঞান ভান্ডার বাড়িয়ে নিন। All competitive exam General Knowledge in Bengali. নিচে PDF Link দেওয়া হলো।
কোন ভিটামিন কি কাজ করে
কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় pdf
ভিটামিন দুই প্রকার:
1. স্নেহ পদার্থে দ্রাব্য: A, D, E এবং K
2. জলে দ্রাব্য: B, C এবং P
ভিটামিন |
রাসায়নিক নাম |
অভাবজনিত রোগ |
A |
রেটিনল |
অশ্রুগ্রন্থি নষ্ট,
ছানিপড়া, রাতকানা, ত্বক খসখসে |
B1 |
থিয়ামিন |
বেরিবেরি, হাত-পা ফোলা, ক্ষুধামান্দ্য |
B2 |
রাইবোফ্লাভিন |
মুখে-জিহ্বায় ঘা,
চুল ওঠা |
B3 |
নিয়াসিন |
অন্ত্রে ঘা, পেশীর টান |
B5 |
প্যান্টোথেনিক অ্যাসিড |
রক্তাল্পতা |
B6 |
পাইরিডক্সিন |
রক্তাল্পতা |
B7 |
বায়োটিন |
রক্তাল্পতা |
B9 |
ফোলিক অ্যাসিড |
রক্তাল্পতা |
B12 |
সায়ানাকোত্রাত্বালামিন |
মুখে ও জিহ্বায় ঘা |
C |
অ্যাসকরবিক অ্যাসিড |
স্কার্ভি |
D |
ক্যালসিফেরল |
রিকেট |
E |
টোকোফেরল |
বন্ধ্যাত্ব, ভ্রূণের অকালমৃত্যু, অকাল প্রসব |
K |
ফাইটো ন্যাপথো কুইনন |
রক্তক্ষরণ |
P |
হেসপিরিডিন |
স্কার্ভি |
ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ পিডিএফ ডাউনলোড
আরও ডাউনলোড করুন: |