Railway Group-D Exam Math Practice in Bengali pdf
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অঙ্ক | Mathematics বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে |
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত অঙ্ক প্র্যাকটিস সেট | Math Practice set পর্বটি নিয়ে এসেছে আপনাদের কাছে |
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge অঙ্ক প্র্যাকটিস সেট | Math Practice set পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে নিচে দেওয়া Railway Group-D Exam Math Practice in Bengali pdf / Math practice set
Railway Group-D Exam Math Practice in Bengali pdf
1. একটি শহরের জনসংখ্যা 60,000 থেকে বেড়ে 65,000 হল । তাহলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত ?
(a) 6 4/3 %
(b) 10 %
(c) 8 1/3 %
(d) 12 %
2. কত টাকা 10 % হারে 3 1/2 বছরে 2,700 টাকায় পরিণত হয় ?
(a) 1,000 টাকা
(b) 2,000 টাকা
(c) 3,000 টাকা
(d) 4,000 টাকা
3. এক ফল বিক্রেতা একটি নিদিষ্ট দামে আম বিক্রি করে 25 % লাভ করেছিল । যদি সে আমের দাম প্রতিটিতে আরো 1 টাকা করে বাড়াতো, তবে তার 50 % লাভ হত । সে প্রতিটি আম কি দামে ক্রয় করেছিল ?
(a) 8 টাকা
(b) 6 টাকা
(c) 5 টাকা
(d) 4 টাকা
4. একটি 140 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট ট্রেনের গতিবেগ ঘটায় 45 কিলােমিটার । ট্রেনটি 960 মিটার দীর্ঘ একটি সেতু কত সময়ে অতিক্রম করতে পারবে ?
(a) 30 সেকেন্ড
(b) 40 সেকেন্ড
(c) 40 সেকেন্ড
(d) 57 সেকেন্ড
5. রবি ও কবীর যথাক্রমে ঘন্টায় 4 কিলোমিটার ও 6 কিলােমিটার বেগে বিপরীত দিকে হাঁটা শুরু করল । 2 1/2 ঘণ্টা পরে তারা পরস্পরের থেকে কত দূরে অবস্থান করবে ?
(a) 10 কিলােমিটার
(b) 20 কিলােমিটার
(c) 25 কিলােমিটার
(d) 30 কিলোমিটার
6. A একটি কাজ 12 দিনে সম্পন্ন করে । A ও B একসঙ্গে একটি কাজ সম্পন্ন করতে পারে 8 দিনে । B একা কাজটি সম্পন্ন করতে কতদিন সময় নেবে ?
(a) 12 দিন
(b) 15 দিন
(c) 24 দিন
(d) 30 দিন
7. এটি শ্রেণির 22 জন ছাত্রের মধ্যে 21 জন ছাত্রের গড় নম্বর 44 ও বাকি 1 জনের প্রাপ্ত নম্বর 66 | তাহলে ওই শ্রেণির মােট ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত ?
(a) 46
(b) 52
(c) 45
(d) 48
8. 12 + 22 + 32 + 42 + 52 + 62 + 72 - এর গড় কত ?
(a) 40
(b) 20
(c) 30
(d) 10
9. 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 15, 24 ও 40 দিয়ে ভাগ করলে যথাশ্রমে 9, 12, 21 ও 37 শেষ থাকবে ?
(a) 955
(b) 957
(c) 960
(d) 963
10. কোন ক্ষুদ্রতম সংখ্যা 1463 থেকে বিয়ােগ করলে বিয়ােগফলকে, 9, 15 ও 18 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে ?
(a) 15
(b) 16
(c) 19
(d) 20
11. একটি সৈন্যদলে 500 জনের জন্য 27 দিনের খাদ্য মজুত ছিল । 3 দিন পর আরাে 300 জন সৈন্য এসে যােগ দিলে অবশিষ্ট খাদ্য দিয়ে কত দিন কাজ চালানাে যাবে ?
(a) 15
(b) 16
(c) 11
(d) 18
12. 10 জন পুরুষ একটি কাজ সম্পূর্ণ করতে 10 দিন সময় নেয় সেখানে ওই কাজটি 10 দিনে সম্পূর্ণ করতে 12 জন মহিলার প্রয়ােজন হয় । যদি একটি কাজের জন্য 15 জন পুরুষ ও 6 জন মহিলা নিযুক্ত করা হয়, কাজটি শেষ হতে কত দিন সময় লাগবে ?
(a) 2
(b) 4
(c) 5
(d) 11
13. রীতা ও সীতার টাকার অনুপাত 7:15 আর সীতার ও কবিতার টাকার অনুপাত 7:16। যদি রীতার কাছে 420 টাকা থাকে তাহলে কবিতার কাছে কত টাকা আছে ?
(a) 2,410
(b) 2,400
(c) 2,100
(d) 1,400
14. তিনটি সংখার অনুপাত 5:7:12 আর প্রথম ও তৃতীয় সংখ্যার যােগফল দ্বিতীয় সংখ্যায় থেকে 50 বেশি । সংখ্যা তিনটির যােগফল কত ?
(a) 120
(b) 60
(c) 130
(d) 160
15. একটি রম্বসের বাহু 10 সেন্টিমিটার ও একটি কোণ 60 ডিগ্রি হলে, রম্বসটির ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য় কত ?
(a) 10 সেন্টিমিটার
(b) 11 সেন্টিমিটর
(c) 13 সেন্টিমিটার
(d) 9 সেন্টিমিটার
16. দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 ও 15:7 । এই দুই প্রকায় পিতল । 9:3 অনুপাতে মেশালে যে নতুন শিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কত ?
(a) 28:20
(b) 33:11
(c) 77:36
(d) 63:25
17. A- এর বেতন B- এর বেতনের থেকে 20 % কম হলে, B- এর বেতন A- এর বেতনের থেকে শতকরা কত বেশি ?
(a) 25 %
(b) 20 %
(c) 80 %
(d) 40 %
18. যদি কিছু টাকার সরল সুদ ওই টাকার 1/9 অংশ হয়, তবে শতকরা বাৎসরিক সুদের হার কত ? ধর, সুদের হার ও সময় একই ।
(a) 3 1/3
(b) 5
(c) 6 2/3
(d) 10
19. একজন বিক্রেতা একটি দ্রব্য ক্রয়মূল্যে বিক্রয় করে । কিন্তু প্রতি কিস্তিতে 900 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করে | তার লাভ বা লােকসানের হার কত ?
(a) 9 % লােকসান
(b) 10 % লাভ
(c) 11 % লােকসন
(d) 11 1/9 %লাভ
20. দৈনিক 6 ঘন্টা কাজ করে 18 জন পুরুষ বা 36 জন বালক একটি জমি 24 দিনে চাষ করতে পারে | 24 জন বালক দৈনিক 9 ঘণ্টা কাজ করে কতদিনে কাজটি শেষ করতে পারবে ?
(a) 5 দিনে
(b) 7 দিনে
(c) 24 দিনে
(d) 12 দিনে
1.(c) 2. (b) 3. (d) 4. (b) 5. (c) 6. (c) 7. (c) 8. (b) 9. (b) 10. (b) 11. (a) 12. (c) 13. (b) 14. (a) 15. (a) 16. (a) 17. (d) 18. (a) 19. (d) 20. (c) 21. (d) 22. (a) 23. (c) 24. (a) 25. (a) |
:::আরও ডাউনলোড করুন::: Railway Group-D Exam special General Knowledge - Click Here |