Ads Area


কে কোন খেলার সাথে যুক্ত PDF || List Of Famous Sports Personalities PDF

কে কোন খেলার সাথে যুক্ত PDF - List Of Famous Sports Personalities PDF

Who is Associated With Any Sport in Bengali : কে, কোন খেলার সাথে যুক্ত
কে কোন খেলার সাথে যুক্ত PDF - List Of Famous Sports Personalities PDF- jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কে, কোন খেলার সাথে যুক্ত Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কে, কোন খেলার সাথে যুক্ত Pdf. নিচে কে, কোন খেলার সাথে যুক্ত ব্যক্তির নাম গুলি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন । এই কে, কোন খেলার সাথে যুক্ত Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

কে, কোন খেলার সাথে যুক্ত

ক্রিকেট- শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলী, সেলিম দুরানি, এরাপল্লী প্রসন্ন, বিজয় মঞ্জরেকর, অজিত ওয়াদেকর, বিষাণ সিং বেদী, শ্রীনিবাসরাঘবন, ভেঙ্কটরাঘবন, গুণ্ডাপ্পা বিশ্বনাথ, সুনীল গাভাস্কার, কপিল দেব, রবি শাস্ত্রী, কৃয়মাচারী শ্রীকান্ত, এস.ডি. কুলকার্নি, সৈয়দ কিরমানী, মিতালী রাজ, চেতন প্রতাপসিং চৌহান, এস. রঙ্গস্বামী, ডব্লউ.জি. গ্রেস, ব্রাড ম্যান, গ্যারি সােবার্স, ব্রায়ান লারা, বুসান কোট, জিম লেকার, ভিভিয়ান রিচার্ডস, ইমরান খান, অরবিন্দ ডি সিলভা, জেফ ক্রো, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, ট্রেভার চ্যাপেল, জোয়েল গার্নার, ওয়াসিম আক্ৰাম, আব্দুল কাদির, হাবিবুল বাসার, আসরাফুল হক, মরিস ওদুম্বে, ডেভিড হাউটন।

ফুটবল- তুলসীদাস বলরাম, ইয়ুসুফ খান, সৈয়দ নৈমুদ্দিন, অমল দত্ত, সুব্রত ভট্টাচার্য, মহঃ হাবিব, শিবদাস ভাদুড়ী, শৈলেন মান্না, চুনী গােস্বামী, বিজয়ন, সত্যেন, মজিদ বক্সার, চিমা ওকেরি, কৃষাণু দে, ভাইচুং ভুটিয়া, নেভেল ডিসুজা, নরম্যান পিচার্ড, বেকহ্যাম, অঁরি, রুনি, রােনাল্ডাে, রােনাল্ডিনহাে, ক্রিশ্চিয়ান রােনাল্ডিনহাে, কাকা, দ্রোগবা, ফেরেল পুসকাস, লেভ ইয়াসিন, গর্ডন ব্যাঙ্কস, স্ট্যানলি ম্যাথিউস, মিসেল প্লাতিনি, পেলে, মারাদোনা, বুর্চাগা, ডিকো, সক্রেটিস, বাস্তেন, গুলিট, রাইকার্ড, অলিভার কান, রােসি, মালদিনি, স্কিলাচি।

অ্যাথলেটিক্স- এস. ডিসুজা, মাখন সিং, বি.এস. বড়ুয়া, ক্যাপ্টেন যােগীন্দর সিং, ভি. সিং চৌহান, টি.সি. যােহানান, এম.এম. যোশেফ, চাঁদ রাম, বলবিন্দর সিং, কে.সি. রােজাকুট্টি, অজিত ভাদুরিয়া, পরমজিৎ সিং, গুরমিত কাউর, পরদুমন, সুনীতা রানী, যােগীন্দর সিং বেদী, অঞ্জু ববি জর্জ, সরস্বতী সাহা, সােমা বিশ্বাস, মাধুরী সাক্সেনা, জ্যোতির্ময়ী শিকদার, কে.এম. বিনামল, জে.জে. শােভা।

মুষ্টিযুদ্ধ- জয়পাল সিং, এন.জি. ডিঙ্গো সিং, গােপাল দেওয়াং, মহঃ আলি কামার, মনােজ পিঙ্গলে, গুরচরণ সিং, মহঃ আলি, মাইক টাইসন, হােলিফিল্ড।

ভারােত্তলন- কর্ণম মালেশ্বরী, এন. কুঞ্জরানী, ভারতী সিং।

বাস্কেটবল-  হনুমান সিং, সজ্জন সিং চিমা, টি. বিজয়রাঘবন, অপর্ণা ঘােষ।

লন টেনিস- বিজয় অমৃতরাজ, আনন্দ অমৃতরাজ, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জা।

হকি- রাজেন্দর সিং, দীপক ঠাকুর, ধনরাজ পিল্লাই, গুরুবক্স সিং, পারগত সিং, মুকেশ কুমার, পি. কৃয়মূর্তি, হরদয়াল সিং, গগণ অজিত সিং, চরণজিৎ সিং।

বিলিয়ার্ডস- গীতা শেঠি, মনােজ কুমার কোঠারি।

জুডো- পুনম চোপড়া।

দাবা- বিশ্বনাথন আনন্দ।

টেবিল টেনিস- ভি. চন্দ্রশেখর, মান্তু ঘােষ।

তীরন্দাজি- শ্যামলাল, সঞ্জীব কুমার সিং।

অশ্বারােহন- রঘুবীর সিং, ক্যাপ্টেন রাজেশ পাট্টু।

সাঁতার- স্মিতা দেশাই, নিশা মিলেট, বুলা চৌধুরী।

ভলিবল- কুট্টি কৃষ্ণণ, সুখপাল সিং, রবীকান্ত রেড্ডি।

শুটিং- সােমা দত্ত, যশপাল রণা, অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন সিং রাঠোর।

ব্যাডমিন্টন- এন. এম. নাটেকর, এস. মূর্তি, প্রকাশ পাডুকন, পুলেল্লা গােপীচাদ।

কে কোন খেলার সাথে যুক্ত PDF তালিকা ডাউনলোড 

File Details:

File Name- কে,কোন খেলার সাথে যুক্ত (www.jibikadisari.com)

File Format- pdf

Quality- High

File Size- 560 kb

File page- 3

File Location- Google Drive

CLICK HERE TO DOWNLOAD  

MORE PDF

DOWNLOAD LINK

বিভিন্ন দেশের জাতীয় খেলা

Click Here

কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফির নাম

Click Here

কিছু খেলার সংশ্লিষ্ট বিখ্যাত মাঠের নাম

Click Here

কিছু খেলার ব্যবহৃত শব্দ

Click Here


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area