বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা: pdf || List of different types of energy conversions || শক্তির রূপান্তর উদাহরণ
বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা: pdf || List of different types of energy conversions প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা: pdf || List of different types of energy conversions. নিচে বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা: pdf || List of different types of energy conversions টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন । এই বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
যান্ত্রিক শক্তির রূপান্তর উদাহরণ
যান্ত্রিক শক্তি → তাপ শক্তি
উদাহরণ- হাতে হাত ঘষা, তুরপুন দিয়ে ছিদ্র করা ।
যান্ত্রিক শক্তি → শব্দ শক্তি
উদাহরণ- বাদ্যযন্ত্রের শক্তি উৎপাদন
যান্ত্রিক শক্তি → তড়িৎ শক্তি
উদাহরণ- জলবিদ্যুৎ উৎপাদন, ডায়নামা সৃষ্টি তড়িৎ ।
যান্ত্রিক শক্তি → চৌম্বক শক্তি
উদাহরণ- চৌম্বক পদার্থকে চুম্বক দিয়ে ঘষে চুম্বকে পরিণত করা ।
যান্ত্রিক শক্তি → তাপ ও আলোক শক্তি
উদাহরণ- ছুরি, কাঁচি শান দেওয়া ।
যান্ত্রিক শক্তি → রাসায়নিক শক্তি ও তাপ শক্তি
উদাহরণ- দেশলাই জ্বালানো ।
তাপশক্তির রূপান্তর উদাহরণ
তাপশক্তি → যান্ত্রিক শক্তি
উদাহরণ- স্টিম ইঞ্জিন চালানো
তাপশক্তি → তড়িৎ শক্তি
উদাহরণ- তাপবিদ্যুৎ উৎপাদন
তাপশক্তি → আলোক শক্তি
উদাহরণ- সরু প্লাটিনাম তারকে খুব উত্তপ্ত করলে আলো উৎপন্ন হয় ।
তাপশক্তি → শব্দ শক্তি
উদাহরণ- তরলকে উত্তপ্ত করলে খুব উষ্ণতায় শব্দ হয় ।
তাপশক্তি → রাসায়নিক শক্তি
উদাহরণ- পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয় ।
তড়িৎশক্তির রূপান্তর উদাহরণ
তড়িৎশক্তি → তাপ শক্তি
উদাহরণ- বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রি - র উত্তপ্ত হওয়া ।
তড়িৎশক্তি → যান্ত্রিক শক্তি
উদাহরণ- বৈদ্যুতিক পাখার ঘোরা ।
তড়িৎশক্তি — আলোক শক্তি
উদাহরণ- বৈদ্যুতিক বাল্বের জ্বলা ।
তড়িৎশক্তি → শব্দ শক্তি
উদাহরণ- বৈদ্যুতিক কলিংবেলের বেজে ওঠা ।
তড়িৎশক্তি → চৌম্বক শক্তি
উদাহরণ- বৈদ্যুতিক চৌম্বক সৃষ্টি ।
তড়িৎশক্তি → রাসায়নিক শক্তি
উদাহরণ- তড়িৎবিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ ।
আলোক শক্তির রূপান্তর উদাহরণ
আলোক শক্তি → রাসায়নিক শক্তি
উদাহরণ- ফটোগ্রাফিক প্লেটে ছবি তোলা ।
আলোক শক্তি → তড়িৎ শক্তি
উদাহরণ- ফটোইলেকট্রিক কোশে আলো পড়লেই তড়িৎ প্রবাহ হয় ।
আলোক শক্তি → তাপ শক্তি
উদাহরণ- লেসার রশ্মির দ্বারা ধাতুর বাষ্পীভূত হওয়া ।
শব্দ শক্তির রূপান্তর উদাহরণ
শব্দ শক্তি → যান্ত্রিক শক্তি
উদাহরণ- প্রচন্ড বিস্ফোরণে কাচের জানালার কাঁচ ফেটে যাওয়া ।
শব্দ শক্তি → রাসায়নিক শক্তি
উদাহরণ- প্রচন্ড শব্দের দরুন অ্যাসিটিলিন গ্যাসের বিশ্লেষণে কার্বন ও হাইড্রোজেন উৎপন্ন হওয়া ।
শব্দ শক্তি → তড়িৎ শক্তি
উদাহরণ- টেলিফোনের প্রেরক যন্ত্রে ও মাইক্রোফোনের ডায়াফ্রামে সৃষ্ট কম্পন তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ।
চৌম্বক শক্তির রূপান্তর উদাহরণ
চৌম্বক শক্তি → তাপ শক্তি
উদাহরণ- লোহার দন্ডকে বারংবার চুম্বকিত এবং বিচুম্বকিত করলে দন্ডটি উত্তপ্ত হয়ে ওঠে ।
চৌম্বক শক্তি → তড়িৎ শক্তি
উদাহরণ- কোন চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎ পরিবাহী তারের কুন্ডলীকে ঘোরালে কুন্ডলীর মধ্যে তড়িৎ পরিবাহিত হয় ।
চৌম্বক শক্তি → যান্ত্রিক শক্তি
উদাহরণ- চুম্বক কর্তৃক লৌহচূর্ণের আকর্ষণ ।
চৌম্বক শক্তি → শব্দ শক্তি
উদাহরণ- কোন চৌম্বক পদার্থকে হঠাৎ চুম্বকিত করার ফলে একটি শব্দ উৎপন্ন হয় ।
রাসায়নিক শক্তির রূপান্তর উদাহরণ
রাসায়নিক শক্তি → তড়িৎ শক্তি
উদাহরণ- বৈদ্যুতিক কোশে দেখা যায় ।
রাসায়নিক শক্তি → তাপ শক্তি
উদাহরণ- কয়লা, কেরোসিন, পেট্রোল ইত্যাদির দহন ।
রাসায়নিক শক্তি → আলোক শক্তি
উদাহরণ- অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামের ফিতার দহনে আলো উৎপন্ন হওয়া ।
রাসায়নিক শক্তি → শব্দ শক্তি
উদাহরণ- পটকা, বোমা প্রভৃতির রাসায়নিক বিক্রিয়ায় শব্দ উৎপন্ন হওয়া ।
রাসায়নিক শক্তি → যান্ত্রিক শক্তি
উদাহরণ- কয়লার দহনের মাধ্যমে স্টিম ইঞ্জিনের চালনা করা ।
পারমাণবিক শক্তির রূপান্তর উদাহরণ
পারমাণবিক শক্তি → শব্দ শক্তি
উদাহরণ- পারমাণবিক বোমার প্রচন্ড বিস্ফোরণ ।
পারমাণবিক শক্তি → যান্ত্রিক শক্তি
উদাহরণ- পারমাণবিক বিস্ফোরণের ফলে অলটির ঘরবাড়ি ইত্যাদি ধ্বংস হওয়া ।
পারমাণবিক শক্তি → তাপ ও আলোক শক্তি
উদাহরণ- পারমানবিক বিস্ফোরণের ফলে উৎপন্ন আলো ও তাপ ।
File Details :
File Name- বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরের তালিকা
File Format- pdf
File Size- 450 KB
File page- 3
File Location- Google Drive
Download Link: CLICK HERE TO DOWNLOAD
MORE PDF |
DOWNLOAD LINK |
কয়েকটি ইম্পর্টান্ট প্রাণী ও উদ্ভিদের বিঞ্জানসস্মত নাম- Click Here
একনজরে মানব দেহ- Click Here
কপিরাইট: jibikadisari.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।