Fire Operator Interview Questions gk in Bengali
1. আগুন জ্বলার জন্য কোন গ্যাসের অবষ্যি প্রয়োজন ?
উঃ- অক্সিজেন
2. আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উঃ- কার্বন ডাই অক্সাইড ।
3. বাড়িতে বা কোন শিল্পাঞ্চলে কী কী কারনে আগুন লাগতে পারে ?
উঃ- রান্নার উনান, গ্যাস সিলেন্ডার, শর্ট সার্কিট, সিগারাটের অবশিষ্টাংশ প্রভৃতি থেকে ।
4. “Dry sprinkler systems” – এ কী থাকে ?
উঃ- Liquid Nitrogen বা তরলাকৃত নাট্রোজেন
5. অগ্নি - নির্বাপক কয়েকটি পদার্থের নাম বলো ?
উঃ- Dry Powder, জল, Foam, ভেজা চট, বালি, CO2
6. আগুন লাগার ফলে তাপ ও ধোঁয়ার সঙ্গে সঙ্গে আর কি কি উৎপন্ন হয় ?
উঃ- কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড, জলীয় বাষ্প ।
7. আগুন নেভানোর জন্য ভারী জলের থেকে হালকা জল বেশি উপযোগী কেনো ?
উঃ- হালকা জল ভারি জলের চেয়ে অনেক বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়তে পারে, এবং দ্রুত আগুন নেভাতে সাহায্য করে ।
8. দুই ধরনের ফায়ার অ্যালার্মের নাম বলো ?
উঃ- ( 1 ) Manual Alarm ( 2 ) Automatic Alarm
9. কোথাও আগুন লাগলে প্রথম করনীয় বিষয় কী ?
উঃ- ( 1) ফায়ার অ্যালার্ম বাজিয়ে সকলকে সতর্ক করা | ( 2) নিজে ও সকলকে নিয়ে দূর্ঘটনাগ্রস্থ জায়গাটি পরিত্যাগ করা ।
10. কোন রঙ বিপদের ( Danger ) ও কোন রঙ নিরাপদ এর ( Non - Danger ) চিহ্ন বহন করে ?
উঃ- লাল রঙ বিবদের চিহ্ন এবং সবুজরং নিরাপদের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় ।
11. Fire Exit এর রঙ কী রকম হওয়া উচিত ?
উঃ- সবুজ রঙের উপর কোন সাদা চিহ্ন ।
12. পেট্রোল পাম্প বা পেট্রোল জাতীয় আগুন নেভাতে কী ব্যবহার করা উচিত ?
উঃ- শুকনো পাউডার বা Foam.
13. যদি তুমি দেখো কোথাও আগুন লেগেছে তাহলে তুমি কি করবে ?
উঃ- প্রথমে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সকলকে সতর্ক করা, দ্বিতীয়ত, সকলকে দুর্ঘটনাস্থল থেকে বাইরে আনা, তারপর আগুন নেভানোর চেষ্টা করা ।
14. দুটি Smoke Detector এর নাম বলো ?
উঃ- Ionisation Detector , Optical Detector.
15. কিভাবে তুমি দাহ্য আবর্জনা গুলিকে আলাদা করবে ?
উঃ- আবর্জনা গুলি ঢাকনা যুক্ত ধাতুর পাত্রে রাকাহ এবং তা নিয়মিত পরিষ্কার করা ।
16. যদি কোন ব্যক্তির গায়ে আগুন লাগে তাহলে কী করা উচিত ?
উঃ- ব্যক্তিটিকে কোনো ভিজে চট দিয়ে বা অদাহ্য কোন কাপড় বা চট দিয়ে ঢেকে দিতে হবে ।
17. কেন বাড়ির দেওয়ালে তেল রঙ করা বিপজ্জনক ?
উঃ- কারন এগুলি খুবই দাহ্য প্রকৃতির হয় ।
18. শর্ট - সার্কিটের জন্য আগুন লাগলে তা নেভানোর জন্য কী ব্যবহার করা উচিত ?
উঃ- কার্বন ডাই অক্সাইড, শুকনো পাউডার, বালি ।
19. শর্ট - সার্কিটের জন্য আগুন লাগলে প্রথমেই জল ব্যবহার করা উচিত নয় কেন ?
উঃ- জল ব্যবহারের ফলে জায়গাটি তড়িৎ গ্রস্থ হয়ে পড়তে পারে ,ফলে দমকল কর্মী ও বাড়ির ভিতরে আটকে থাকা লোকেরা বিপদে পড়তে পারে ।
20. কেনো আগুন নেভানোর জন্য জল ব্যবহার করা হয় ?
উঃ- জল দাহ্য পদার্থটিকে ঠান্ডা করে এবং জল বাষ্প হয়ে আগুনের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আগুন জ্বলার প্রয়োজনীয় অক্সিজেনকে আসতে বাধা দেয় ফলে অক্সিজেনের অভাবে আগুন নিভে যায় ।
21. কী কী পদ্ধতীতে তাপ এক জায়গাথেকে অন্য জায়গায় পরিবাহিত হয় ?
উঃ- ( 1 ) পরিবহন ( Conduction ) ( 2 ) পরিচলন ( Convection ) ( 3 ) বিকিরন ( Radiation )
22. আগুন জ্বলার প্রধান তিনটি উপাদান কী ?
উঃ- ( 1 ) জ্বালানি ( 2 ) তাপ ( 3 ) অক্সিজেন ।
23. আগুনের লাগার কয়েকটি উৎসের নাম বলো -
উঃ- আগুনের ফুলকি, আগুনের শিখা, উত্তপ্ত পাত্র, বিকরিত তাপ ।
24. রান্নার গ্যাসে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উঃ- বিউটেন ।
25. রান্নার গ্যাসে দুর্গন্ধ সৃষ্টির জন্য কোন পদার্থ ব্যবহার করা হয় ?
উঃ- ইথাইল ম্যারক্যাপটেন ।
File Details :
File Name – Fire Operator Interview sample Questions [www.jibikadisari.com]
File Format – pdf
File Size – 500 kb
File page - 3
File Location – Google Drive
PDF Download Link: CLICK HERE TO DOWNLOAD
Fire Operator Interview Sample Questions Mock Test - Click Here |
Superb
ReplyDeleteThank you visit again
ReplyDelete