Important GK Geography SA GK in Bengali Episode - 5 / ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর pdf
jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোলেরগুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর pdf পর্ব - 5 | প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভূগোলেরগুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর pdf পর্ব - 5 | নিচে ভূগোলেরগুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর pdf পর্ব - 5 টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন । এই ভূগোলেরগুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর pdf পর্ব- 5 টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF
1. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?
উত্তর - আমাজন ।
2. আমাজন নদীটি মধ্য পেরুর অন্তর্গত আন্দিজ পর্বতমালার পশ্চিম ঢালের কীসের থেকে উৎপন্ন হয়েছে ?
উত্তর - হিমবাহ থেকে ।
3. আমাজন নদীটি পূর্ব দিকে অগ্রসর হয়ে কোন মহাসাগরে পতিত হয়েছে ?
উত্তর - আটলান্টিক মহাসাগরে ।
4. উৎপত্তিস্থল থেকে আমাজন নদীটিকে কীসের মধ্য দিয়ে আসতে হয়েছে ?
উত্তর - গিরিখাতের মধ্য দিয়ে ।
5. মারানন, জাপুরা, নিগ্রো, মাদেরার, পুরুস, জারুয়া, টাটাটোর, ঝিঙ্গু, টোটানটিনস প্রভৃতি কোন নদীর উপনদী ?
উত্তর - আমাজন ।
6. আমাজন নদী অল্পবিস্তরভাবে কোন রেখার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
উত্তর - নিরক্ষরেখা ।
7. আমাজনে সারা বছর জল থাকার কারণ কী ?
উত্তর - নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ।
8. নীল অববাহিকার আকৃতি কীরূপ ?
উত্তর - মাছের মতাে ।
9. নীল অববাহিকা কত বর্গ কিমি জুড়ে অবস্থান করছে ?
উত্তর - প্রায় ৩৫ লক্ষ বর্গ কিলােমিটার ।
10. ব-দ্বীপ অঞ্চলে নীল অববাহিকার আকৃতি কীরূপ ?
উত্তর - মীন পুচ্ছের মতাে ।
11. কায়রাে থেকে খাটুম পর্যন্ত নীল অববাহিকার আকৃতি কীরূপ ?
উত্তর - মাছের দেহের মতাে ।
12. উৎপত্তিস্থল থেকে সুদানের খাটুম পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?
উত্তর - উচ্চ নীল অববাহিকা ।
13. খার্টুম থেকে আসােয়ান পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?
উত্তর - মধ্য নীল অববাহিকা ।
14. আসােয়ান থেকে কায়রাে পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?
উত্তর - নিম্ন নীল আববাহিকা ।
15. অববাহিকার উঁচু জলময় অঞ্চলে যে ঘাস, লতা ও কচুরিপানায় পরিপূর্ণ জলাভূমি দেখা যায় তাকে কী বলে ?
উত্তর - সাড় ।
16. পৃথিবীর অধিকাংশ মৎস্য ধরা হয় কোন মহাসাগর থেকে ?
উত্তর - প্রশান্ত মহাসাগর ।
17. ডগার্স ব্যাঙ্ক মৎস্য সংগ্রহ ক্ষেত্রটি কোন মহাসাগরে অবস্থিত ?
উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে ।
18. ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধতিকে কী বলে ?
উত্তর - পার্ল কালচার ।
19. লন্ডনের কোন বাজার মৎস্য ব্যবসায়ের জন্য খ্যাত ?
উত্তর - বিলিংসগেট বাজার ।
20. ম্যাঙ্গানিজ কোন কোন আকরিক থেকে উত্তোলন করা হয় ?
উত্তর - পাইরােলুসাইট ও সিলােমিলেন ।
21. ট্যাকোনাইট কী ?
উত্তর - খুব নিকৃষ্ট মানের লৌহ ।
22. শ্বেত অভ্রকে কী বলে ?
উত্তর - মাসকোভাইট ।
23. পৃথিবীর বৃহত্তম বক্সাইটের সঞ্চয় কোথায় রয়েছে ?
উত্তর - উত্তরে ইয়র্ক অন্তরীপের উপদ্বীপ অঞ্চলে উইপারের কাছে ।
24. চালকোপাইরাইট কোন খনিজের আকরিক ?
উত্তর - তামার আকরিক ।
25. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয় ?
উত্তর - ওড়িশা ।
26. সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কী ?
উত্তর - ম্যাগনেটাইট ।
27. অ্যালুমিনিয়ামের খনিজের নাম কী ?
উত্তর - বক্সাইট ।
28. Fe2O3 কী ?
উত্তর - লৌহের আকরিক Fe2O3।
29. আমাজন নদীর দৈর্ঘ্য কত ?
উত্তর - ৬,৪৪৭ কিমি ।
30. পৃথিবীর শ্রেষ্ঠ তামা উত্তোলক ও রপ্তানিকারক দেশের নাম কী ?
উত্তর - চিলি ।
31. তামা, দস্তা ও নিকেল মিশিয়ে কী সংকর ধাতু তৈরি করা হয় ?
উত্তর - জার্মান সিলভার ।
32. মােনেল মেটাল কীভাবে তৈরি করা হয় ?
উত্তর - তামা, নিকেল ও ম্যাঙ্গানিজ মিশিয়ে ( 28 % + 67 % + 5 % অনুপাতে ) ।
33. পাইরােলুসাইট কী ?
উত্তর - ম্যাঙ্গানিজের আকরিক ।
34. পাললিক শিলাস্তরে ভাঁজের উপরিভাগে খনিজ তেলের অবস্থানকে কী বলে ?
উত্তর - পুল ।
35. কারােজেন নামক তৈলাক্ত পদার্থ সমৃদ্ধ পত্রায়িত পাললিক শিলাকে কী বলে ?
উত্তর - ওয়েল শেল ( Oil Shel )
37. সাধারণত ৩০০ ফুট উচ্চতায় কত তাপমাত্রা কমে যায় ?
উত্তর - ১ ড্রিগ্রী ফারেনহাইট ।
38. ১,০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা কমে যায় ?
উত্তর - ৬.৪ ড্রিগ্রী সেন্টিগ্রেড ।
39. নিরক্ষীয় অঞ্চল থেকে যত উত্তরে ও দক্ষিণে যাওয়া যায়, সেখানে সূর্যরশ্মি কীভাবে কিরণ দেয় ?
উত্তর - তির্যকভাবে ।
40. সাধারণত উষ্ণতা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহৃত হয় ?
উত্তর - সেলসিয়াস থার্মোমিটার ।
41. সেলসিয়াস থার্মোমিটারের নিস্থিরাঙ্ক কত ?
উত্তর - 0° সেন্ট্রিগ্রেড ।
42. সেলসিয়াস থার্মোমিটারের উধর্বস্থিরাঙ্ক কত ?
উত্তর - ১০০ ° সেন্ট্রিগ্রেড ।
43. ফারেনহাইট থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক কত ?
উত্তর - ৩২ ° ফারেনহাইট ।
44. ফারেনহাইট থার্মোমিটারের ঊধর্বস্থিরাঙ্ক কত ?
উত্তর - ২১২ ° ফারেনহাইট ।
45. সর্বনিম্ন উষ্ণতা মাপা হয় কখন ?
উত্তর - সূর্য ওঠার ঠিক আগে ।
46. বায়ুর চাপ পার্থক্য কীসের ওপর নির্ভর করে ?
উত্তর - উষ্ণতা তারতম্যের উপর ।
47. বায়ুপ্রবাহের অন্যতম কারণ কী ?
উত্তর - বায়ুর চাপের পার্থক্য ।
48. আলকাতরা বা বিটুমেন সমৃদ্ধ বালি বা বেলেপাথর ও চুনাপাথরের কণাকে কী বলে ?
উত্তর - টার স্যান্ড ( Tar Sand ) ।
49. অপরিশােধিত খনিজ তেলকে কী বলে ?
উত্তর - ক্রুড তেল ( Crude Oil ) ।
50. খনিজ তেল রপ্তানিকারক দেশগুলির বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা ও রপ্তানি নীতি নির্ধারণের উদ্দেশ্যে যে সংস্থা গঠন করা হয়েছে, তার নাম কী ?
উত্তর - ওপেক ( OPEC ) ।
51. তেল রপ্তানিকারক আরব দেশগুলি তেল সংক্রান্ত বােঝাপড়া ও অর্থনৈতিক যােগাযােগ বৃদ্ধির উদ্দেশ্যে কী সংস্থা গঠন করা হয় ?
উত্তর - ওপেক ( OPEC ) ।
52. অববাহিকার অসমতল মধ্য অঞ্চলে কী জাতীয় তৃণভূমি দেখা যায় ?
উত্তর - সাভানা তৃণভূমি ।
53. সাভানা তৃণভূমিতে কী পালন করা হয় ?
উত্তর - গরু |
54. সাভানা তৃণভূমিতে কীসের চাষ করা হয় ?
উত্তর - তুলাে ও কলার ।
55. মিশরের রাজধানীর নাম কী ?
উত্তর - কায়রাে ।
56. মিশরের রাজধানী কায়রাে থেকে উত্তরদিকে ভূমধ্যসাগরে নীলনদের মােহনা বিস্তৃত অংশকে কী বলা হয় ?
উত্তর - নীলনদের ব-দ্বীপ অঞ্চ ল ।
57. নীলনদ কোথায় ব-দ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে পতিত হয়েছে ?
উত্তর - আলেকজান্দ্রিয়ার কাছে ।
58. নীলনদের সমগ্র অঞ্চলের আয়তন মিশরের আয়তনের কত শতাংশ ?
উত্তর - ৫ শতাংশ |
59. নিরক্ষীয় জলবায়ুর প্রভাবে নীলনদের উৎপত্তিস্থলে কী ধরনের বৃষ্টিপাত হয় ?
উত্তর - প্রবল পরিচলন বৃষ্টিপাত ।
60. ১৯০২ সালে নীলনদের গতিপথে যে বাঁধ দেওয়া হয় তা মিশরের কোন অঞ্চলে ?
উত্তর - আসােয়ান অঞ্চলে ।
61. কত সালে নীলনদের গতিপথে বাঁধ দেওয়া হয় ?
উত্তর - ১৯০২ সালে ।
62. পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কী ?
উত্তর - উচ্চ আসােয়ান বাঁধ ।
63. উচ্চ আসােয়ান বাঁধ কত সালে তৈরি করা হয় ?
উত্তর - ১৯৬৭ সালে ।
64. পুরানাে আসােয়ান বাঁধের কত কিমি উপরে এই উচ্চ আসােয়ান বাঁধ তৈরি করা হয় ?
উত্তর - ৬.৪ কিমি উপরে ।
65. পৃথিবীর বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কী ?
উত্তর - LUZ ।
66. যুক্তরাষ্ট্রের কোথায় সিলিকন তােলার সেল তৈরি করা হয় ?
উত্তর - Bell Laboratory তে ।
67. ভারতের বৃহত্তম খনিজ তেল শােধনাগারটি কোথায় অবস্থিত ?
উত্তর - গুজরাটের কয়ালিতে ।
68. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎকেন্দ্রটির নাম কী ?
উত্তর - সিদ্ৰাপঙ ।
69. সমুদ্রপৃষ্ঠের ও সমুদ্র জলের গভীরের তাপমাত্রার পার্থক্যের সাহায্যে যে অচিরাচরিত তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে কী বলে ?
উত্তর - OTEG ( Ocean Thermal Electricity Generation ) |
70. বিশ্বের প্রথম জোয়ার-ভাঁটা বিদ্যুৎ কেন্দ্রটির নাম কী ?
উত্তর - ইউজাইন মেরিমােট্রাস ডে লা রান্স ( Usine Maremotice da la Rance )
71. দেশের প্রথম জোয়ার-ভাঁটা কেন্দ্রটি কোথায় স্থাপনের পরিকল্পনা হয়েছে ?
উত্তর - সুন্দরবনে দুর্গাদুয়ানি খাঁড়িতে |
72. হরিদ্বার থেকে মীরাট পর্যন্ত 7 টি বিদ্যুৎকেন্দ্র পরস্পরের সঙ্গে যুক্ত বলে, একে কী বলা হয় ?
উত্তর - গঙ্গাখাল গ্রিড ।
73. ব্রিটেনের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কী ?
উত্তর - ক্যাডার হল ( স্থাপিত 1956 খ্রীষ্টাব্দে ) ।
74. দশম পরিকল্পনায় খনিজ তেল অনুসন্ধান জোরদার করা ও উত্তোলন সর্বাধিক করার লক্ষ্যে সরকার কোনপ্রকল্প গ্রহণ করেছেন ?
উত্তর - ভিসন 2025 ।
75. আলবাট্রস নামক নিমজ্জিত মালভূমিটি কোন মহাসাগরে রয়েছে ?
উত্তর - প্রশান্ত মহাসাগরে ।
76. পারস্য উপসাগর কোন উপদ্বীপ দ্বারা ভারত মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়েছে ?
উত্তর - ওমান উপদ্বীপ ।
77. মেলানেশিয়া কথাটির অর্থ কী ?
উত্তর - কৃষ্ণদ্বীপ ( The Black Island ) ।
78. আটলান্টিক মহাসাগরের ‘S’ আকৃতির শৈলশিরাটি কী নামে খ্যাত ?
উত্তর - মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা ।
79. উচ্চ আসােয়ান বাঁধের সাহায্যে কী রােধ করা হয় ?
উত্তর - নীলনদের জলের গতিরােধ ।
80. পুরানাে আসােয়ান বাঁধের থেকে এই উচ্চ আসােয়ান বাঁধ কত বড় ?
উত্তর - ২৫ গুণ বড় ।
81. উচ্চ আসােয়ান বাঁধের জল কোন জলাধারে সারা বছর সঞ্চিত করে রাখা হয় ?
উত্তর - লেক নাসের জলাধারে ।
82. কোন বাঁধের সাহায্যে নীলনদের জল ইচ্ছামতাে নিয়ন্ত্রণ করে সারা বছর ধরেই সেচের কাজ করা হয় ?
উত্তর - উচ্চ আসােয়ানা বাঁধের সাহায্যে ।
83. ব্লু-নীলের উপরে দেওয়া সেনার বাঁধ কোথায় অবস্থিত ?
উত্তর - সুদানে ।
84. আটবারাে নদীর উপর কোন বাঁধ অবস্থিত ?
উত্তর - আটবারাে বাঁধ ।
85. খাশ-এল-গিরবা বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর - আটবারাে নদীর উপর ।
86. মিশরের উল্লেখযােগ্য বাঁধগুলির সাহায্যে মিশরের কোন অঞ্চলের জমিকে কৃষিযােগ্য করা হয়েছে ?
উত্তর - মরুভূমি অঞ্চলের জমিকে ।
87. বিশ্বে শ্রেষ্ঠ আঁশযুক্ত তুলাে কীসের সাহায্যে চাষ করা হয় ?
উত্তর - জলসেচের সাহায্যে ।
88. সুপ্রাচীন সভ্যতার ইতিহাস পৃথিবীর একমাত্র কোথায় অবস্থিত ?
উত্তর - মিশরে ।
89. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত কোটি ?
উত্তর - মারিয়ানা খাত ।
90. প্রশান্ত মহাসাগরে ছােট-বড় মিলিয়ে মােট কতগুলি দ্বীপ রয়েছে ?
উত্তর - 30,000 -এর বেশি ।
91. পর্বতের উভয় পার্শ্বের পেডিমেন্ট পর্বত ভেদ করে যে পথে মিলিত হয়, তাকে কী বলে ?
উত্তর - পেডিমেন্ট গিরিপথ বা পেডিমেন্ট ফাঁক ।
92. পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী ?
উত্তর - এল ক্যানন দ্য কলকা ( EI Canon de Colca )
93. উদ্ভিদের উপস্থিতি ভূ-অভ্যন্তরে অধিকতর জলপ্রবেশ ঘটিয়ে ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি ঘটায়, এই প্রক্রিয়াকে কী বলে ?
উত্তর - ইন্টারসেপশন স্টোরেজ ।
94. জলস্তবের উপস্থিতিতে শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয়, তাকে কী বলে ?
উত্তর - ভাডােস জল ।
95. ভূ-কম্পন চিহ্নিত হলে সেই লেখচিত্রকে কী বলে ?
উত্তর - সিসমােগ্রাফ ।
96. আগ্নেয়গিরির বিস্ফোরণের পরিমাপ কীসের দ্বারা করা হয় ?
উত্তর - আগ্নেয় বিস্ফোরণ সূচক VEI ( Volcanic Explosivity Index )
97. অভিকর্ষজ প্রভাবযুক্ত অবস্থায় মাটির সূক্ষ্ম রন্ধ্রে যে জল সঞ্চিত থাকে, তাকে কী বলে ?
উত্তর - মাটির ক্ষেত্ৰক্ষমতা ( Field Capacity ) ।
98. উদ্ভিদ গ্রহণের উপযােগী জল মাটিতে দীর্ঘসময় ব্যাপী স্থিতিশীলভাবে অবস্থান করলে তাকে কী বলে ?
উত্তর - জলের স্থিতিপুঞ্জ ( Water Stable Aggregate ) ।
99. নিয়ােসিন ও কোয়াটার্নারী যুগের ভূ-সংযােগকে কী বলে ?
উত্তর - নব্য ভূ-সংস্থান ( Neo-Tectonic ) ।
100. সম্প্রতি কোন সংস্থা ভূ-পৃষ্ঠ থেকে 15 কিমি উচ্চতা পর্যন্ত ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার করেছে ?
উত্তর - NASA
101. জলীয় আর্দ্র বায়ু থেকে প্রচুর বৃষ্টিপাত হয় কার জন্য ?
উত্তর - বায়ুপ্রবাহের জন্য ।
102. জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে কী বলে ?
উত্তর - আর্দ্র বায়ু ।
103. উষ্ণ বায়ু উপরে উঠে গিয়ে ঠাণ্ডা হয়ে যে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তাকে বলে ?
উত্তর - পরিচলন বৃষ্টিপাত ।
104. নিরক্ষীয় অঞ্চলের কোথায় পরিচলন বৃষ্টিপাত বৃষ্টিপাত দেখা যায় ?
উত্তর - কঙ্গো |
105. কঙ্গো অববাহিকা ছাড়া আর কোথায় পরিচলন বৃষ্টিপাত জাতীয় বৃষ্টিপাত দেখা যায় ?
উত্তর - আমাজন অববাহিকায় ।
106. সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ু যখন পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে গিয়ে ঠাণ্ডা হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তখন সেই বৃষ্টিপাতকে কী বলে ?
উত্তর - শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত ।
107. শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত কোথায় দেখা যায় ?
উত্তর - পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলে ।
108. পর্বতের যে ঢালে বেশি বৃষ্টিপাত হয় তাকে কী বলে ?
উত্তর - প্রতিপাত ঢাল |
109. প্রতিপাত ঢালের বিপরীত দিকে যেখানে কম বৃষ্টিপাত হয় তাকে কী বলে ?
উত্তর - বৃষ্টিচ্ছায়া অঞ্চল |
110. স্থির জলাশয়ের বাস্তুতন্ত্র কী নামে পরিচিত ?
উত্তর - লেনটিক ।
111. নদনদীর বাস্তুতন্ত্রকে কী বলা হয় ?
উত্তর - লােটিক ।
112. যেসব ছােট ছােট প্রাণী অর্ধ-বিয়ােজক পদার্থকে খাদ্যরূপে গ্রহণ করে, তাদের কী বলে ?
উত্তর - ডেট্রিটাস ।
113. ইকোলজি কথার অর্থ কী ?
উত্তর - জীবজগতের বাসস্থান সম্বন্ধে জ্ঞান অর্জন ।
114. ইকোসিস্টেম যত পরিণতি পায় ততই এটি জটিল অবস্থা থেকে বেশি জটিল অবস্থার দিকে এগােয় এই দিক পরিবর্তনকে কী বলে ?
উত্তর - সাসেশন ।
115. মৃতজীবী খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে কারা থাকে ?
উত্তর - ব্যাকটেরিয়া ।
116. সম্পদ আহরণ করতে গিয়ে বাস্তুতন্ত্রের যে ক্ষতি সাধিত হয়, তার পুনরুদ্ধারকে কী বলে ?
উত্তর - ইকোলজিক্যাল রেস্টোরেশন ।
117. কোন সংস্থা বিলুপ্ত হবার আশঙ্কা রয়েছে এরূপ জীবকূলের তালিকা লিপিবদ্ধ করে ?
উত্তর - The World Conservation Union ( IUCN পূর্বনাম )
118. মিশর দেশের আয়তন কত ?
উত্তর - প্রায় ১০ লক্ষ ৯ হাজার ৪৫০ বর্গকিলােমিটার ।
119. মিশরের বেশিরভাগ অঞ্চলই কীসে পরিপূর্ণ ?
উত্তর - মরুভূমিতে ।
120. নীলনদের উপত্যকাকে কী বলা হয় ?
উত্তর - পৃথিবীর প্রাচীনতম সভ্যতার তৃনভূমি ।
121. মিশরের পিরামিড় কত হাজার বছরের পুরাতন সাক্ষী ?
উত্তর - প্রায় ৫০০০ বছরের ।
122. সাহারা মরুভূমির কবল থেকে কোন নদী মিশরকে রক্ষা করেছে ?
উত্তর - নীলনদ ।
123. সমস্ত মিশর কোন অঞ্চলের অন্তর্গত ?
উত্তর - ক্রান্তীয় মরু অঞ্চলের ।
124. ক্রান্তীয় মরু অঞ্চলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উত্তাপ কত থাকে ?
উত্তর - ৪০° থেকে ৪৫ ° সেলসিয়াস ।
125. সাহারা মরু অঞ্চলের সর্বোচ্চ উত্তাপ কত ?
উত্তর - ৫৪ ° সেলসিয়াস ।
ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড
File Details :
File Name- ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব- 5
File Format- pdf
File Size- 1 MB
File page- 16
File Location- Google Drive
PDF Download Link: CLICK HERE TO DOWNLOAD
MORE PDF |
DOWNLOAD LINK |
|
|
|
|
|
|
|
|
ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 500+ |