Railway Group-D Exam Math Practice set-3 in Bengali pdf
রেলওয়ে গ্রুপ ডি ম্যাথ প্রাকটিস সেট
(a) 40 %
(b) 38 %
(c) 33 %
(d) 43 %
2. A- এর আয় B- এর আয়ের 2/5 অংশের 40 % । B- এর আয় যদি 4000 টাকা 5 হয় তবে A- এর আয় কত ?
(a) 640
(b) 540
(c) 740
(d) 950
3. যদি P- এর 50 % = Q- এর 25 % হয় তাহলে P = Q- এর x % হলে, x = ?
(a) 0.5
(b) 2
(c) 5
(d) 50
4. 80 লিটার দুধ ও জলের মিশ্রণে, দুধ ও জলের অনুপাত হল 3:1। যদি দুধ ও জলের মিশ্রণ 2:3 হয় । কত পরিমাণ জল পরে মেশানাে হয়েছে ?
(a) 70
(b) 80
(c) 100
(d) 140
5. যদি 10 জন লােক 8 দিনে 20 একর জমি চাষ করতে পারে, 10 দিনে 100 একর জমি কত লােক চাষ করবে ?
(a) 30
(b) 40
(c) 50
(d) 60
6. 36 টি বই -এর ক্রয়মূল্য 30 টি বইয়ের বিক্রয়মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হয় ?
(a) 20 %
(b) 16 %
(c) 18 %
(d) 8 %
7. এক ব্যক্তি 5000 টাকার কিছু অংশ 6 % সুদের হারে ও বাকি অংশ 9 % সুদের হার জমা রাখলে একবছর পর 390 টাকা সুদ পাওয়া যায় । ব্যক্তিটি কী অনুপাতে টাকাটি ভাগ করেছেন ?
(a) 1:1
(b) 3:2
(c) 2:3
(d) 1 : 2
8. কিছু মূলধন সুদে আসলে 10 বছরে হয় 1000 এবং 15 বছরে হয় 1250 টাকা । মূলধনের পরিমাণ হল :
(a) 750
(b) 400
(c) 600
(d) 500
9. এক ব্যক্তি তার আয়ের 20 % দেন তার বড় পুত্রকে, বাকি অর্থের 30 % ছােট পুত্রকে, বাকি অর্থের 10 % তিনি আশ্রমে দান করেন । 10080 টাকা রেখে তিনি মারা যান । তার আয় ছিল ?
(a) 50000
(b) 40000
(c) 30000
(d) 20000
10. রাহুল ও রােশনীর বয়সের অনুপাত 2:1, 30 বছর পর এদের বয়সের অনুপাত হাবে 7:6, রাহুলের বর্তমান বয়স:
(a) 6
(b) 10
(c) 12
(d) 20
11. 400 gm সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3 | কত পরিমাণ তামা যােগ করলে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত হবে 5:4 ?
(a) 72 gm
(b) 200 gm
(c) 50 gm
(d) 66 gm
12. 120 জন ছাত্রের গড় নম্বর 35। যদি সফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 39 এবং বিফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 15, তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল ?
(a) 100
(b) 110
(c) 120
(d) 80
13. একটি বাগিচায় 10 টি গাছ লাগানাে হয়েছে প্রতিটি গাছের দূরত্ব 4 মিটার, তবে দুই প্রান্তের দু’টি গাছের মধ্যে দূরত্ব কত ?
(a) 40 মিটার
(b) 44 মিটার
(c) 20 মিটার
(d) 36 মিটার
14. 2 × 8 = 4, 7 x 35 = 5 এবং 9 x 27 = 3 হলে 4 x 20 = কত ?
(a) 2
(b) 7
(c) 5
(d) 10
15. সাত জনের গড় ওজন 3 kg বৃদ্ধি পায়, যদি 50 kg ওজনের কোনাে লােকের পরিবর্তে নতুন কোনাে লােক আসে । তবে নতুন লােকটির ওজন কত ?
(a) 70 kg
(b) 73 kg
(c) 71 kg
(d) 75 kg
16. 2431 -এর বৃহত্তম মৌলিক উৎপাদক বের করো ?
(a) 13
(b) 17
(c) 187
(d) 221
17. 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত ?
(a) 12.5
(b) 11.5
(c) 9.5
(d) 10.5
18. 5 টি সংখ্যার প্রথম 4 টির গড় 26, শেষ 4 টির গড় 25 হলে, প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত ?
(a) 5
(b) 4
(c) 9
(d) 10
19. একটি পাইপ 12 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করে । আবার, অন্য পাইপ 18 মিনিটে ভরা ট্যাঙ্ক খালি করে । যদি পাইপ দুটি একসঙ্গে খােলা হয়, তবে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে ?
(a) 35 মিনিটে
(b) 34 মিনিটে
(c) 36 মিনিটে
(d) 37 মিনিটে
20. রহিম একটি কাজ 10 দিনে করে, মােহন কাজটি 20 দিনে করে । আবার মিঠু কাজটি 30 দিনে করে । একত্রে তারা কতদিনে কাজটি শেষ করবে ?
(a) 6/10 দিনে
(b) 5 5/11 দিনে
(c) 40 দিনে
(d) 20 দিনে
21. A ও B একটি কাজ 30 দিনে, B ও C ওই কাজ 40 দিনে এবং C একা 60 দিনে করে, তবে A কতদিনে একা কাজটি শেষ করবে ?
(a) 30 দিনে
(b) 50 দিনে
(c) 40 দিনে
(d) 70 দিনে
22. A- এর আয়, B- এর আয় অপেক্ষা 20 % বেশী হলে, B- এর আয় A- এর আয় অপেক্ষা কত কম ?
(a) 20 %
(b) 10 %
(c) 16 2/3 %
(d) 40 %
23. P- এর আয় Q- এর আয় থেকে 25 % বেশী । Q- এর আয় R- এর থেকে 20 % বেশী । P এর আয় R- এর আয় থেকে কত বেশী ?
(a) 20 %
(b) 10 %
(c) 40 %
(d) 50 %
24. কোনো শ্রেণীতে 50 জন ছাত্রের মধ্যে 25 জন বাংলা ও 16 জন হিন্দি নেয় | 12 জন ছাত্র কোনো ভাষাই রাখেনি | কতজন ছাত্র উভয় ভাষাই রেখেছে ?
(a) 9
(b) 4
(c) 3
(d) 13
25. A, B, C যথাক্রমে 10,000 টাকা 14,000 টাকা ও 12,000 টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে | তারা বছরের শেষে 5,400 টাকা লাভ করে মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে B এর লভ্যাংশ কত টাকা ?
(a) 1500
(b) 2100
(c) 1800
(d) 1550
উত্তর
1. (c) 2. (a) 3. (d) 4. (a) 5. (b) 6. (a) 7. (c) 8. (d) 9. (d) 10. (c) 11. (c) 12. (a) 13. (d) 14. (c) 15. (c) 16. (b) 17. (d) 18. (b) 19. (c) 20. (b) 21. (c) 22. (c) 23. (d) 24. (c) 25. (b)
|
More Practice Set |
|