ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম
1. ভারতের বৃহত্তম রাজ্য নাম কি?
❒ ভারতের বৃহত্তম রাজ্য হল মধ্যপ্রদেশ। আয়তন ৪,৪২, ১৪১ বর্গ কিলােমিটার।
2. ভারতের দীর্ঘতম রেলপথের নাম কি?
❒ ভারতের দীর্ঘতম রেলপথ হল জম্মুতাওয়াই থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত। এই রেলপথের হিমসাগর এক্সপ্রেসই দীর্ঘতম যাত্রার ট্রেন।
3. ভারতের দীর্ঘতম সড়ক কোনটি?
❒ ভারতের দীর্ঘতম সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রােড।
আরও পড়ুন- বর্ষাকালে কাঠের জানালা দরজা আঁট হয়ে যায় কেন?
4. ভারতের উচ্চতম মূৰ্ত্তির নাম কি?
❒ ভারতের উচ্চতম মূৰ্ত্তি হল স্ট্যাচু অফ ইউনিটি। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি।উচ্চতা 182 মিটার।
5. ভারতের সবচেয়ে বড় সম্মান বা উপাধি কি?
❒ ভারতের সবচেয়ে বড় সম্মান বা উপাধি হল ‘ভারতরত্ন '।
6. ভারতের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশন কোনটি?
❒ ভারতের সবচেয়ে ব্যস্ত রেলস্টেশন পশ্চিমবাংলায় কলকাতার শিয়ালদহ স্টেশন।
আরও পড়ুন- মানুষ বেঁটে বা লম্বা হয় কেন?
7. ভারতে সবচেয়ে বেশি ফলনশীল উৎপন্ন ফসল কি?
❒ ভারতের সবচেয়ে উৎপন্ন ফলনশীল ফসল হল ধান।
8. ভারতের একমাত্র আগ্নেয়গিরি কি?
❒ ভারতের একমাত্র আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরি। এটি আন্দামানের ১০০ কি.মি. উত্তর পূর্বদিকে অবস্থিত।
9. ভারতের বৃহত্তম মসজিদ এর কি?
❒ ভারতের বৃহত্তম মসজিদ দিল্লীর জামা মসজিদ।
10. ভারতের বৃহত্তম স্থূপ কি?
❒ ভারতের বৃহত্তম স্থূপ হল সাঁচী ভূপ। এটি মধ্যপ্রদেশে। এর উচ্চতা ৪২ ফিট।
আরও পড়ুন- পূর্ব দিকে গেলে একদিন নষ্ট হয়, আর পশ্চিমে গেলে একদিন লাভ হয় কেন?
11. ভারতের বৃহত্তম বন্দর কি?
❒ ভারতের বৃহত্তম বন্দর মহারাষ্ট্রের বােম্বাই। বর্তমান নাম মুম্বাই।
12. ভারতের সবচেয়ে দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম কি?
❒ সবচেয়ে দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গের খড়গপুরের রেল প্ল্যাটফর্ম। এটি পৃথিবীর বৃহত্তম। দৈর্ঘ্য ২,৭৩৬ ফিট।
13. ভারতের উচ্চতম মন্দিরের নাম কি?
❒ ভারতের উচ্চতম মন্দির মাদুরাই শহরের মীনাক্ষী দেবীর মন্দির। এর উচ্চতা ১৫২ ফিট।
14. ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোথায় অবিস্থিত?
❒ ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কর্ণাটকের মহীশূরে যােগ প্রপাত। দৈর্ঘ্য ৯৬০ ফিট।
15. ভারতের সবচেয়ে উঁচু রেলস্টেশন কি?
❒ ভারতের সবচেয়ে উঁচু রেলস্টেশন হল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের ঘুম।
16. ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা কি?
❒ ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা হল। মেঘালয়ের মৌসিনরাম। এখানে বার্ষিক বৃষ্টিপাতের গড় প্রায় ৫০০ ইঞ্চির মত। এটি বিশ্বেরও এক রেকর্ড।
17. ভারতের সবচেয়ে বড় ব-দ্বীপ কি?
❒ ভারতের সবচেয়ে বড় ব-দ্বীপ হল পশ্চিমবঙ্গের সুন্দরবন।
18. ভারতের সবচেয়ে বড় রেলওয়ে ব্রিজ কি?
❒ ভারতের সবচেয়ে বড় রেলওয়ে ব্রিজ বিহারের শােন নদীর উপর অবস্থিত ব্রিজ। এটি ১০,০৫২ ফিট দীর্ঘ।
19. ভারতের সবচেয়ে উঁচু বাঁধের নাম কি?
❒ ভারতের সবচেয়ে উঁচু বাঁধ হল পাঞ্জাব রাজ্যের ভাকরা-নাঙ্গাল বাঁধ। এর উচ্চতা ৭৪০ ফিট।
20. ভারতের সবচেয়ে বড় খাল কোনটি ?
❒ ভারতের সবচেয়ে বড় খাল হল বিকানীর খাল। এটি রাজস্থানে। এই খালের দৈর্ঘ্য ৮০ মাইল।
21. ভারতের সবচেয়ে বড় সুরঙ্গপথ বা টানেল কি?
❒ ভারতের সবচেয়ে বড় সুরঙ্গপথ বা টানেল জম্মুর জওহর টানেল।
22. ভারতের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থাগার কি?
❒ ভারতের সবচেয়ে বড় গ্রন্থাগার হল জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরী। এটি কলকাতায় আলিপুরে অবস্থিত।
23. ভারতের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার কি?
❒ ভারতের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার হল জ্ঞানপীঠ পুরস্কার। এর আর্থিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।
24. ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্বের পুরস্কারের নাম কি?
❒ ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্বের পুরস্কার হল পরমবীর চক্র পুরস্কার।
25. ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার কি?
❒ ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার হল দিল্লীর কুতুব মিনার। এর উচ্চতা ২৮৮ ফিট।
26. ভারত তথা বিশ্বের সবচেয়ে ব্যস্ত সেতু কি?
❒ কলকাতা ও হাওড়া সংযােগকারী হাওড়া ব্রিজ সবচেয়ে ব্যস্ত সেতু। এখান দিয়ে প্রত্যহ ৫৭,০০০ গাড়ি ও লক্ষ লক্ষ মানুষ পারাপার করে। এর দৈর্ঘ্য ৪৫৭ মিটার , প্রস্থ ২২ মিটার।
27. ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
❒ ভারতের ব্যস্ততম বিমান বন্দর হল মুম্বাইয়ের বিমানবন্দর। প্রত্যহ প্রায় ১৭০ টি বিমান ওড়ে ও প্রায় ২২ হাজার যাত্রী যাতায়াত করে।
28. ভারতের বৃহত্তম ব্যাঙ্ক কি?
❒ ভারতের বৃহত্তম ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। মােট শাখার সংখ্যা প্রায় সাড়ে বারাে হাজার।
29. ভারতের বৃহত্তম ডাকঘরের নাম কি?
❒ ভারতের বৃহত্তম ডাকঘর হল বােম্বাই বা মুম্বাইয়ের জেনারেল পােষ্ট অফিস।
30. ভারতের সবচেয়ে বড় গির্জা কি?
❒ ভারতের সবচেয়ে বড় গির্জা হল কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল।
31. ভারতের সবচেয়ে বড় হ্রদ কি?
❒ ভারতের সবচেয়ে বড় হ্রদ হল কশ্মীরের উলার হ্রদ।
32. ভারতের সবচেয়ে বড় গম্বুজ কি?
❒ ভারতের সবচেয়ে বড় গম্বুজ হল নিজামপুরের গােল গম্বুজ। এর বাইরের ব্যাসার্ধ ১৪৪ ফিট।
33. ভারতের চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি?
❒ ভারতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার হল দাদাসাহেব ফালকে পুরস্কার।