ভারতের উল্লেখযোগ্য় কয়েকটি জলপ্রপাত সমূহ pdf / Notable Waterfalls in India pdf in Bengali
এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় (WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC) প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো।
যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে। All competitive exam General Knowledge in Bengali
ভারতের উল্লেখযোগ্য় কয়েকটি জলপ্রপাত সমূহ
জলপ্রপাত |
উচ্চতা |
অবস্থান /নদী |
যোগ / গেবাসোপ্পা |
255 মিটার |
সরাবতী |
ইয়েন |
183 মিটার |
ইয়েন |
দূর্গাবতী |
145 মিটার |
অড্ডা |
শিবসমুদ্রম |
101 মিটার |
কাবেরী |
গৌতমধারা/জনতা |
85 মিটার |
রারু |
হুড্রু |
80 মিটার |
দূর্গাবতী |
ধুয়াধার |
74 মিটার |
সুবর্ণরেখা |
মতিঝোরা |
45 মিটার |
গঙ্গা |
কাকোলাত |
40 মিটার |
কাঞ্চী |
ওড্ডা |
24 মিটার |
কাকোলাত |
সেভেন ফলস |
- |
শিলং এর নিকট |
উশ্রী জলপ্রপাত |
- |
ঝাড়খন্ডের গিরিডি |
এলিফ্যান্টস |
- |
শিলং |
পঞ্চপ্রপাত কোর্ভালাম |
- |
তামিলনাডু |
জোহান |
জলপ্রপাত |
রাঁচীর নিকট |
ভারতের উল্লেখযোগ্য় কয়েকটি জলপ্রপাত সমূহ পিডিএফ ডাউনলোড
File Details :
File Name- ভারতের উল্লেখযোগ্য় কয়েকটি জলপ্রপাত [www.jibikadisari.com]
File Format- pdf
Quality- High
File Size- 1 MB
File page- 1
File Location- Google Drive
Click Here To Download- Download
MORE PDF |
DOWNLOAD LINK |
|
|
|
|
|
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com