ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম ও সরকারি ভাষা: Names and official languages of the capitals of different states of India
ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম ও সরকারি ভাষা
রাজ্য |
রাজধানী |
প্রধান ভাষা |
অন্ধ্রপ্রদেশ |
হায়দরাবাদ |
তেলুগু ও উর্দু |
অরুণাচল প্রদেশ |
ইটানগর |
আপাতানি, বাঙ্গনি, প্রদেশ তাগিন, হিলস মিরি, গালো, আদি |
অসম |
দিসপুর |
অসমীয়া, বোড়ো |
বিহার |
পাটনা (পূর্বে পাটলিপুত্র নামে পরিচিত ছিল) |
হিন্দি, উর্দু, মৈথিলি, ভোজপুরি, মাগধি |
ছত্তিশগড় |
রায়পুর |
ছত্তিশগারহি এবং হিন্দি |
গোয়া |
পানাজি |
কোক্কানি এবং মারাঠি |
গুজরাট |
গান্ধীনগর |
গুজরাটি |
হরিয়ানা |
চণ্ডীগড় (পাঞ্জাবেরও রাজধানী) |
হরিয়ানভি এবং হিন্দি |
হিমাচল প্রদেশ |
সিমলা |
হিন্দি এবং পাহাড়ি |
ঝাড়খণ্ড |
রাঁচি |
সাঁওতালি,
মুন্দারি, কুরুখ, খোর্থা, হিন্দি, বাংলা, ওড়িয়া |
জম্মু ও কাশ্মীর |
শ্রীনগর (গ্রীষ্মকাল) এবং জম্মু (শীতকাল) |
উর্দু, কাশ্মিরী, লাদাখি |
কর্ণাটক |
বেঙ্গালুরু |
কন্নড় |
কেরল |
থিরুবনন্তপুরম |
মালয়ালম |
মণিপুর |
ইম্ফল |
মণিপুরি |
মধ্যপ্রদেশ |
ভোপাল |
হিন্দি |
মহারাষ্ট্র |
মুম্বাই |
মারাঠি |
মেঘালয় |
শিলং |
খাসি, গারো, ইংরেজি |
মিজোরাম |
আইজল |
মিজো |
নাগাল্যান্ড |
কোহিমা |
ইংরেজি, কোন্যক, অঙ্গামি |
ওড়িশা |
ভুবনেশ্বর |
ওড়িয়া |
পাঞ্জাব |
চণ্ডীগড় (হরিয়ানারও রাজধানী) |
পাঞ্জাবি |
রাজস্থান |
জয়পুর |
হিন্দি, রাজস্থানি |
সিকিম |
গ্যাংটক |
নেপালি, ভুটিয়া, লেপচা, লিম্বু, হিন্দি, ইংরেজি |
তামিলনাড়ু |
চেন্নাই |
তামিল |
তেলেঙ্গানা |
হায়দরাবাদ |
তেলুগু এবং উর্দু |
ত্রিপুরা |
আগরতলা |
বাংলা এবং কোকবোরোক |
উত্তরপ্রদেশ |
লক্ষ্ণৌ |
হিন্দি |
উত্তরাখণ্ড |
দেরাদুন |
কুমাওনি, গারওয়ালি |
পশ্চিমবঙ্গ |
কলকাতা |
বাংলা |
File Details:
File Name- ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম ও সরকারি ভাষা
File Format- pdf
File Size- 360 KB
File page- 3
File Location- Google Drive
PDF Download Link: CLICK HERE TO DOWNLOAD
MORE PDF |
DOWNLOAD LINK |
|
|
|
|
|
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com