Organs And Passages Of Different Animals Pdf: বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ এবং গমন পদ্ধতি
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ এবং গমন পদ্ধতির নাম
প্রাণির
নাম | গমনাঙ্গের
নাম | গমন
পদ্ধতি |
অ্যামিবা | ক্ষণপদ | অ্যামিবয়েড গমন |
ইউগ্লিনা | ফ্ল্যাজেলা | ফ্লাজেলীয় গমন |
প্যারামেসিয়াম | সিলিয়া | সিলিয়ারি গমন |
হাইড্রা | কর্ষিকা | লুপিং, সামারসল্টিং |
কেঁচো | সিটা | ক্রিপিং |
শামুক | মাংসল পদ | ক্রিপিং |
তারামাছ | টিউব ফিট | লুপিং |
আরশােলা | পা এবং ডানা | হাঁটা এবং ওড়া |
মাছ | পাখনা | সাঁতার কাটা |
ব্যাঙ | পা | লাফানাে ও সাঁতার কাটা |
টিকটিকি | পা | ক্রলিং |
পাখি | পা ও ডানা | হাঁটা এবং ওড়া |
মানুষ | পা | দ্বিপদ গমন |
তিমি | প্যাডেল | সন্তরণ |
হাঁস | লিপ্তপদ | হাঁটা এবং সন্তরণ |
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ এবং গমন পদ্ধতি পিডিএফ ডাউনলোড
File Details :
File Name- প্রাণীর গমনাঙ্গের নাম [ www.jibikadisari.com ]
File Format- pdf
File Size- 620kb
File page- 1
File Location- Google Drive
MORE PDF |
DOWNLOAD LINK |
ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগ জিকে |
|
|
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে | সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge পর্বটি নিয়ে এসেছে আপনাদের কাছে | আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে প্রতিদিন আমাদের ওয়েবসাইট এ Visit করুন www.jibikadisari.com
কপিরাইট: jibikadisari.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।