Ads Area


Railway Group-D Exam GK Practice set in Bengali | রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর pdf

 Railway Group-D Exam GK Practice set in Bengali

Railway Group-D Exam GK Practice set in Bengali


রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDF


1. কিতাব উল-রাহেলা রচনা করেছিলেন ?

(a) হাসান নিজামি 

(b) ইবন বতুতা 

(c) আবুল ফজল 

(d) অলবিরুনি 


2. কার আদেশে মহাভারত বাংলায় অনুদিত হয় ? 

(a) জালালউদ্দিন 

(b) হাজি ইলিয়াস 

(c) আলাউদ্দিন হােসেন শাহ 

(d) নসরৎ শাহ 


3. পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন ? 

(a) মামুদ লােদি 

(b) মেদিনী রায় 

(c) ইব্রাহিম লােদি 

(d) রানা সপ্ন 


4. গান্ধীজি কোন আন্দোলনকে খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত করেন ? 

(a) ভারত ছাড়াে 

(b) অসহযােগ 

(c) নীল চাষের বিরুদ্ধে 

(d) আইন অমান্য 


5. কোন বছর রেলওয়ে বাের্ড গঠিত হয় ? 

(a) 1919 

(b) 1905 

(c) 1947 

(d) 1935 


6. দ্বি-জাতি তত্ত্বের জনক কে ? 

(a) এম এ জিন্না 

(b) মহম্মদ ইকবাল 

(c) স্যার সৈয়দ আহমেদ খান 

(d) ফজলুল হক 


7. টেলি যােগাযােগের জন্য কোন ধরনের তার তরঙ্গ ব্যবহার করা হয় ? 

(a) মাইক্রো তরঙ্গ 

(b) অবলােহিত রশ্মি 

(c) X রশ্মি 

(d) অগিবেগুনি রশ্মি 


8. একটি ধাতব পাত্র থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হল । ধাতব পাত্রটিকে তাপ প্রয়ােগ করলে বৃত্তাকার অংশের ব্যাস :

(a) কমবে 

(b) বাড়বে না কমবে তা নির্ভর করবে পাতের পদার্থের ওপর 

(c) বাড়বে 

(d) বাড়বে না কমবে তা নির্ভর করে বৃত্তাকার অংশের বাসের ওপর 


9. নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয়া বিক্রিয়া হল:

(a) ফিউশন (সংশ্লেষণ) 

(b) নিউট্রন আড়ঙ্করপশন (নিউট্রন অধিশেষণ) 

(c) ফিসন (বিভাজন) 

(d) স্প্যালেশন 


10. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল: 

(a) 2f- এর সমান 

(b) 4f থেকে বেশি 

(c) 4f- এর সমান 

(d) 4f থেকে কম 


11. একটি স্কেলার রাশির উদাহরণ হল :

(a) বল

(b) শক্তি 

(c) বেগ 

(d) ভরবে 


12. একটি আবদ্ধ পাত্রে কোন আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও (ড্রিগ্রী k) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ : 

(a) এক-চতুর্থাংশ হবে

(b) অপবির্তিত থাকবে 

(c) চারগুণ হবে 

(d) দ্বিগুণ হবে ।


13. মহাকর্ষীয় ধ্রুবকের একক হল ? 

 (a) cm3s-2g-1

 (b) cm4s-1g-2

 (c) gcm-3s-2

 (d) cms-3g-2


14. 2 টি কপার তার A ও B -এর ওজন সমান এবং B- এর ব্যাসার্ধ A- এর অর্ধেক । তবে এই দু'টি তারের রােধের অনুপাত (RA/RB) হবে ?

(a) 1/8

(b) 1/2

(c) 1/4

(d) 1/16


15. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে ?

(a) কেন্দ্রীয় মন্ত্রিসভা 

(b) বিশেষ ট্রাইবিউল 

(c) সংসদ 

(d) সুপ্রিম কোর্ট 


16. ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে :

(a) রাজ্য সরকারের বার্ষিক বাজেট 

(b) সংবিধান সংশােধন 

(c) কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট 

(d) কোনটিই নয় 


17. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ?

(a) লােকসভা ও রাজ্যসভা ও রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা 

(b) রাজ্যগুলির দ্বারা 

(c) সরাসরি ভারতীয় জনগণ দ্বারা 

(d) কোনওটিই সঠিক নয় 


18. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা হল__

(a) 7 টি 

(b) 9 টি 

(c) 6 টি 

(d) 8 টি 


19. ভারতবর্ষের রাষ্ট্রব্যবস্থা হল :

(a) একরাষ্ট্রীয় (Unitary)

(b) আধা-সামন্ততান্ত্রিক (Semi-Feudal)

(c) যুক্তরাষ্ট্রীয় (Federal)

(d) কোনওটিই সঠিক নয় 


20. বাকস্বাধীনতা হল একটি _____

(a) নির্দেশমূলক নীতিভিত্তিক অধিকার (Directive Principle)

(b) রাজ্য বিধানসভা প্রণীত অধিকার 

(c) মৌলিক অধিকার (Fundamental Right) 

(d) কোনওটি সঠিক নয় 


21 হিমােগ্লাবিনে কোন ধাতব আয়নটি আছে ?

(a) Fe2+

 (b) Mn2+

 (c) Mg2+

 (d) Al3+


22. এন্ডেমিক উদ্ভিদগােষ্ঠী কোন অঞ্চলে জন্মায় ? 

(a) ছায়াযুক্ত অঞ্চলে 

(b) কোনও নির্দিষ্ট ভৌগােলিক অঞ্চলে 

(c) মিষ্টি জলে 

(d) অন্য উদ্ভিদের ওপর 


23. কোন উদ্ভিদের নস্য (এন্ডােপাম) থেকে তেল পাওয়া যায় ?

(a) সরষে

(b) চিনাবাদাম 

(c) তিল 

(d) নারকেল 


24. স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কশেরুকার সংখ্যা 

(a) 17 

(b) 11 

(c) 7 

(d) 77 


25. যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গােষ্ঠীর প্রাণী তা হল:

(a) চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড 

(b) মধ্যছদা 

(c) উষ্ণশােনিত 

(d) ট্রাকিয়া 


26. গুপ্তবীজী উদ্ভিদে ত্রি-সংযােজন (triple fusion) ঘটার ফলে প্রস্তুত হয়: 

(a ) সাসপেন্সর 

(b) ভ্রুন

(c) বীজত্বক

(d) শস্য


27. পৃথিবীপৃষ্ঠে যে অংশে জীবন বিরাজ করে তা হল: 

(a) অ্যাটমােস্ফিয়ার 

(b) লিথােস্ফিয়ার 

(c) বায়ােস্ফিয়ার 

(d) হাইড্রোস্ফিয়ার 


28. পর্দাবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হল: 

(a) জিমনােফাওনা 

(b) ইউরােডেলা 

(c) অ্যানুরা 

(d) কোনটিই নয় 


29. ভুল বিবৃতিটি চিহ্নিত করুন । আর্থিক কাঠামাে সংস্কারের জন্য প্রয়ােজন : 

(a) আর্থিক ক্ষেত্রগুলির মুনাফা বাড়ানাে 

(b) লেনদেনের ঘাটতি বৃদ্ধি 

(c) সরকারি বাজেটে ঘাটতি হ্রাস 

(d) মুদ্রাশ্মীতির চাপ কমানাে 


30 . কোন ভারতীয় অর্থনৈতিক সেক্টর রাজ্যের অধীন কিন্তু এর সার্ভিস সেক্টর জনউদ্যোগমূলক (Public Sector) ?

(a) বনজ উদ্যোগ 

(b) সেচ ব্যবস্থা 

(c) বৃক্ষরােপণ 

(d) কৃষি 


31. ডব্লিউটিও (WTO) ভারতসহ উন্নয়নশীল দেশগুলিকে এই নির্দেশ দেয় : 

(a) বৈদেশিক মুদ্রা বিনিময় হারের নিয়ন্ত্রণ 

(b) বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ নীতি গ্রহণ 

(c) রপ্তানি ভরতুকি দেওয়া 

(d) কোনওটিই নয় 


32. অর্থনীতির কাঠামাে সংস্কার ব্যবস্থার ক্ষেত্রে কোনটি প্রয়ােজনীয় ? 

(a) এস এল আর এবং সি আর আর উভয়ের বৃদ্ধি 

(b) অগ্রাধিকার ক্ষেত্রে সহজে ঋণ প্রদান কমানাে 

(c) এস এল আর বৃদ্ধি এবং সি আর আর হ্রাস 

(d) ওপরের কোনওটিই নয় 


33. কৃষি আয়কর সংগ্রহ করে : 

(a) কেবলমাত্র রাজ্য সরকার 

(b) কেন্দ্রীয় ও রাজ্য সরকার 

(c) কেবলমাত্র কেন্দ্রীয় সরকার 

(d) স্থানীয় সরকারগুলি 


34. কৃষিঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক হল : 

(a) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া 

(b) নাবার্ড (NABARD) 

(c) রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া 

(d) a এবং b উভয়ই 


35. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ হল:

(a ) পলিভিনাইল ক্লোরাইড 

(b) ফসফোভ্যানাডিয়াম ক্লোরাইড 

(c) ফসফোভিনাইল ক্লোরাইড 

(d) পলিভিনাইল কার্বনেট 


36. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না সেটি হল: 

(a) HF 

(b) HNO3

(c) HBr 

(d) HCI 


37. NaOH- এর 0.5 M দ্রবনের 100 ml তৈরি করতে NaOH -এর কত গ্রাম দরকার হবে ? (পারমানবিক ওজন Na = 23, 0 = 16, H = 1)

(a) 20 

(b) 1 

(c) 2 

(d) 4 


38. H+- এ উপস্থিত ইলেকট্রন সংখ্যা ?

(a) 1 

(b) 3 

(c) 0 

(d) 2 


39. 1CH32CH = 3C = 4CH – 5CHযৌগটির Cএবং Cকার্বনের হাইব্রিডাইজেশন হল ?

(a) sp2, sp2

(b) sp , sp3

(c) sp , sp

(d) sp2 sp


40. রাসায়নিকভাবে অ্যাসপিরিন হল : 

(a) সােডিয়াম স্যালিসাইলেট 

(b) ইথানল স্যালিসাইলেট 

(c) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড 

(d) মিথাইল স্যালিসাইলেট


41. সবচেয়ে নমনীয় ধাতুটি হল ?

(a) রুপাে 

(b) সােনা 

(c) প্ল্যাটিনাম 

(d) লােহা 


42. নীচের কোনটি জামাকাপড় কাচার সােডার প্রচলিত নাম ?

(a) NaHCO3

 (b) Na2CO3

 (c) NaCH

 (d) Ca2CO3


43. সম্প্রতি প্রয়াত হলেন ভাস্কর মাইতি । তিনি কীসের সঙ্গে যুক্ত ছিলেন ?

(a) সংগীত 

(b) ক্রিকেট 

(c) ফুটবল 

(d) কোনটিই নয় 


44. ' World Mosquito Day ' পালিত হয় : 

(a) 20 অগস্ট 

(b) 20 জুলাই 

(c) 20 ডিসেম্বর 

(d) 20 জানুয়ারি 


45. জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় ?

(a) 29 অগস্ট 

(b) 29 ফেব্রুয়ারি 

(c) 29 জুলাই 

(d) 29 মার্চ 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area