উত্তর ২৪ পরগনায় ১৭৮ স্বাস্থ্য কর্মী
উত্তর ২৪ পরগনায় ১৭৮ স্বাস্থ্য কর্মী
উত্তর ২৪ পরগনা জেলার স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স, মেডিক্যাল টেকনােলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার, পিয়ার সাপাের্ট পদে ১৭৮ জন ছেলেমেয়ে নিয়ােগ করা হবে ।
দরখাস্ত পাঠাতে হবে ২২ ডিসেম্বর, ২০২০ বিকেল ৫ টার মধ্যে ।
পদ অনুযায়ী যােগ্যতা :
( ১ ) স্টাফ নার্স :
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনাে প্রতিষ্ঠান থেকে জিএনএম পাশ হতে হবে । স্থানীয় ভাষা জানতে হবে ।
বয়স :
৬৪ বছরের মধ্যে ।
শূন্যপদ :
১৭৬ ( জেনাঃ ৯৮, তঃজাঃ ৩৯, তঃউঃজাঃ ১১, ওবিসি -এ ১৮, ওবিসি -বি ১১ ) ।
এককালীন বেতন :
প্রতি মাসে ১৭,২২০ টাকা ।
( ২ ) মেডিক্যাল টেকনােলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার :
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ােলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ক্রিটিক্যাল কেয়ার টেকনােলজিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ।
বয়স :
১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে ।
শূন্যপদ :
১ ( তঃউঃজাঃ ) ।
এককালীন বেতন :
প্রতি মাসে ২০,০০০ টাকা ।
( ৩ ) পিয়ার সাপাের্ট :
হেপাটাইটিস বি / সি রােগ থেকে সেরে ওঠা যে সব ছেলেমেয়েরা উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারা আবেদনের যােগ্য । প্রার্থীকে ইংরেজি ও স্থানীয় ভাষা জানতে হবে ।
বয়স :
১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে।
শূন্যপদ :
১ ( অসংরক্ষিত ) ।
এককালীন বেতন :
প্রতি মাসে ১০,০০০ টাকা ।
আবেদন করার পদ্ধতি :
দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in www.north24parganas.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলােড করা নির্দিষ্ট বয়ানে । দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তােলা পাসপাের্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে ।
দরখাস্তের ফি ১০০ টাকা ( সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ টাকা ) নগদে বা ডিমান্ড ড্রাফট / আরটিজিএস / এনইএফটি বা যে কোনাে ইলেক্ট্রনিক মাধ্যমে ‘District Health & Family Welfare Samity, North 24 Parganas, A / c number 424210100036711, IFSC code - BKID0004242, Bank of India, Barasat Branch’- এর অনুকূলে জমা দিতে হবে । যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড পােস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে — Office of the Chief Medical Officer of Health, Banamalipore, Barasat District Hospital Campus, North 24 Parganas, PIN 700124 । খামের উপর আবেদন করা পদের নাম লিখে দিতে হবে । অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ।
[ আরও চাকরির খবর - কেন্দ্রীয় সরকারে গ্রামােন্নয়ন মন্ত্রকে ৫১০ কর্মী নিয়ােগ ]