Answer To The Question of Different Lakes of the World and India in Bengali || পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন উত্তর
পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন উত্তর: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন উত্তর Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন উত্তর Pdf. নিচে পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন । এই পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন উত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন উত্তর
1. পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম কী ?
উত্তর - আফ্রিকার ট্যাঙ্গানিকা হ্রদ ( দৈর্ঘ্য প্রায় ৩৫০ কি.মি ) ।
2. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী ?
উত্তর - চিল্কা হ্রদ ।
3. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কী ?
উত্তর - উলার হ্রদ ( কাশ্মীর ) ।
4. ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি ?
উত্তর - রাজস্থানের সম্বর হদ ।
5. ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কী ?
উত্তর - লাডাকের প্যাংগং হ্রদ ( উচ্চতা - ১৪,২৫৬ ফুট ) ।
6. পৃথিবীর বৃহত্তম উপহ্রদের নাম কী ?
উত্তর - দো-পতাে । এটি ১৫৮ মাইল দীর্ঘ এবং ৪,১১০ বর্গমাইল বিস্তৃত ।
7. কৃত্রিম উপায়ে সৃষ্ট হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর - চম্বল নদীর রাণা প্রতাপ সাগর, ভাকরাবাঁদের গােবিন্দ সাগর, দামােদর নদের পাঞেত জলাধার, মিশরের নাসের সাগর ।
8. লবণাক্ত জলের হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর - ভারতের সম্বর, পুষ্কর, মধ্য এশিয়ার মরুসাগর, ইউরােপের কাস্পিয়ান সাগর, আরল সগর, আফ্রিকার চাঁদ ।
9. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?
উত্তর - আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত সুপিরিয়র ( আয়তন - ৩১,৮০০ বর্গ কি.মি. ) |
10. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি ?
উত্তর - কাস্পিয়ান সাগর । আয়তন ৩,৯৫,০০০ বর্গ কি.মি. এর ৩৮.৬ শতাংশ ইরানে ও বাকী অংশ রাশিয়াতে অবস্থিত ।
[পৃথিবীর বিভিন্ন হ্রদ ও ভারতের বিভিন্ন হ্রদের নাম অবস্থান]
11. পৃথিবীর সর্বাধিক লবণনাক্ত হ্রদ ?
উত্তর - মরুসাগর ।
12. পৃথিবীর নিম্নতম হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর - জর্ডন ও ইজরায়েল সীমান্তে অবস্থিত ‘ মরুসাগর ’ সমুদ্র সমতল থেকে ৩৯৬ মিটার নীচে অবস্থিত ।
13. অবনমনের ফলে গঠিত হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর - উলার হ্রদ ( ভারত ), ভিক্টোরিয়া হ্রদ ( আফ্রিকা ) ।
14. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা আবদ্ধ হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর - মহারাষ্ট্রের লােনার হ্রদ, ইতালির বােলসেনা, আমেরিকার নিকারুগুয়া, ওরেগান, জর্ডন উপত্যকার গ্যালিলি হ্রদ, অবিসিনিয়ার টানা হ্রদ, নিউজিল্যান্ডের টাওপাে হ্রদ ।
15. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট লাভা সঞ্চিত হ্রদ গুলির নাম কী কী ?
উত্তর - আইসল্যাণ্ডের মাইভত্ন হ্রদ ।
16. পােলাজি / কাস্ট হ্রদ ( চুনাপাথর ও ডলােমাইডযুক্ত অঞ্চল ) কোনটি ?
উত্তর - যুগােশ্লাভিয়ার স্কুটারি হ্রদ
17. বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ ( প্লায়া ) ?
উত্তর - রাজস্থানের সম্বর, দিদওয়ানা, উচমন ।
18. নদীতে ভাসমান উদ্ভিদ দ্বারা সৃষ্ট হ্রদের নাম কী ?
উত্তর - নীলনদের সাড জলাভূমি ।
19. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদের গুলির নাম কী ?
উত্তর - হেমকুণ্ড ও রুপকুণ্ড ।
20. ব-দ্বীপ হ্রদের গুলির নাম কী কী ?
উত্তর - কৃষ্ণা ও গােদাবরী ব-দ্বীপ মধ্যবর্তী কোলেরু হ্রদ ।
সুতরাং, দেরি না করে এখনই পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের প্রশ্ন উত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
File Details :
File Name- পৃথিবীর ও ভারতের বিভিন্ন হ্রদের দৃষ্টান্ত [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 773 KB
File page- 3
File Location- Google Drive
Download Link: CLICK HERE TO DOWNLOAD