Ads Area


Plant Organ || উদ্ভিদ অঙ্গ

Plant Organ || উদ্ভিদ অঙ্গ

উদ্ভিদ অঙ্গ /উদ্ভিদের বৈশিষ্ট্য: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উদ্ভিদ অঙ্গ থেকে এক কথায় প্রযোনীয় তথ্য় Pdf. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উদ্ভিদ অঙ্গ থেকে এক কথায় প্রযোনীয় তথ্য় Pdf. নিচে উদ্ভিদ অঙ্গ থেকে এক কথায় প্রযোনীয় তথ্য় পিডিএফ টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন। এই উদ্ভিদ অঙ্গ থেকে এক কথায় প্রযোনীয় তথ্য় Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


উদ্ভিদ অঙ্গ


1. সবচেয়ে উচ্চতম গুপ্তবীজী- Eucalyptus regnans

2. সবচেয়ে ক্ষুদ্রতম মূলবিহীন জলজ গুপ্তবীজি- Wolffia

3. মূলত্র ক্যালিপট্রোজেন থেকে উৎপন্ন হয় ।

4. সবচেয়ে বৃহৎ গুপ্তবীজী- Ficus Benghalensis.

5. কেয়াগাছে (Pandanus sp) বহুকোশী মূলত্র দেখা যায় ।

6. Pistia, Lemn প্রভৃতি জলজ কুচরীপানাতে মূলত্রের পরিবর্তে বুড়াে আঙুলের ন্যায় গঠন দেখা যায় এদের মূলজেব (root pocket) বলে ।

7. বর্ধনশীল অঞ্চলের সাহায্যে খনিজ লবণ শােষিত হয় ।

8. গাছের মূলরােম দ্বারা কৈশিক জল শােষিত হয় ।

9. পাথরকুচী (Bryophyllum) এর পত্ৰজ মূল দেখা যায় ।

10. ম্যানগ্রোভ উদ্ভিদে (Rhizophora) স্বাসমূল দেখা যায় ।

11. উন্নত উদ্ভিদের মূল এবং রােগসৃষ্টি করে না এইরূপ ছত্রাকের মিথােজীবি সংগঠনকে মাইকোরাইজা বলে ।

12. একবীজপত্রী উদ্ভিদের মূলে 6 এর বেশী নালিকা বান্ডিল পাওয়া যায় ।

13. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে 2-6 টি নালিকা বাণ্ডিল পাওয়া যায় ।

14. কিছু কিছু উদ্ভিদে পত্রমূল ফোলা হয় একে পালভিনাস বলে ।

15. Acacia বা আকাশমণি উদ্ভিদে পত্রবৃন্ত চ্যাপ্টা হয়ে পাতার ন্যায় গঠন সৃষ্টি করে একে ফাইলােড বলে ।

16. ফনিমনসার (Opuntia) ক্ষেত্রে কাণ্ড পাতার ন্যায় চ্যাপ্টা সবুজ বর্ণের হয় একে ফাইলােক্র্যাড বলে ।

17. Asparagus এর ক্ষেত্রে একটি বা দুটি পর্বযুক্ত কাণ্ড সূক্ষ্ম, নলাকার পাতার ন্যায় গঠনে রূপান্তরিত হয় । একে ক্ল্যাডােড বলে ।

18. বিজ্ঞানের যে শাখায় ফল নিয়ে পাঠ করা হয় তাকে Pomology বলে ।

19. সস্যের ক্ষেত্রে ফলত্বক এবং বীজত্বক একত্রে মিশে যায় । তাই এদের ফল এবং বীজ একই । এইরূপ ফলকে ক্যারিওসিস বলে ।

20. বিজ্ঞানী Noll (1902) সর্বপ্রথম পার্থেনোকাপি শব্দটি প্রচলন করেন ।

21. নিষেক ব্যাতিরেকে বীজ বিহীন ফল উৎপাদনকে পার্থেনােকাপি বলে ।

22. পাতাবিহীন পুষ্পবিন্যাস ধারণকারী উদ্ভিদ- Balanophora diocia

23. অক্সিন হরমােন প্রয়ােগ করে কৃত্রিম উপায়ে পার্থেনােকাপিক ফল উৎপাদন করা যায় ।

24. সর্বপ্রথম পার্থেনােকাৰ্পি করা হয় টমেটো গাছে ।

25. ইথিলিন হরমােন প্রয়ােগ করে ফল পাকানাে হয় ।

26. বীজপত্রবিহীন দ্বিবীজপত্রী হল- Cuscuta reflexa

27. সর্ববৃহৎ পুষ্পবিন্যাস পাওয়া যায়- Puya raimondii

28. মাইকোরাইজা যুক্ত সম্পূর্ণ মৃতজীবি হল- Monotropa এবং Sarcodes

29. সবচেয়ে ক্ষুদ্রতম পরজীবি গুপ্তজীবি হলো- Archeuthobium minutissimum.

30. সবচেয়ে বড় ফুল ধারণকারী উদ্ভিদ- Rufflesia arnoldi

31. সবচেয়ে ক্ষুদ্রতম ফুলধারণকারী উদ্ভিদ- Wolffia

32. গাছের প্রথম উৎপন্ন পাতাকে Prophylls বলে ।

33. সর্ববৃহৎ পাতা যুক্ত উদ্ভিদ- Victoria rigia

34. Smilax, Discorea, Alocasia একবীজপত্রী জালকাকার শিরাবিন্যাস ধারণকারী উদ্ভিদ ।

35. হলজ সবচেয়ে লম্বা পাতা যুক্ত উদ্ভিদ হল- Rabia leadiger Victoria regia.



সুতরাং, দেরি না করে এখনই উদ্ভিদ অঙ্গর সম্পূর্ণ তথ্য় Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন

 

 

আরও পড়ুন- সালােকসংশ্লেষ Photosynthesis ও শ্বসন Respiration থকে প্রযোজনীয় তথ্য় এক কথায়


File Details :

File Name- উদ্ভিদ অঙ্গ থেকে প্রয়োজনীয় তথ্য [জীবিকা দিশারি]

File Format- pdf

Quality- High

File Size- 745 KB

File page- 3

File Location- Google Drive

Download Link: CLICK HERE TO DOWNLOAD


কপিরাইট: jibikadisari.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area