Recent Events Upcoming All Exam In Bengali
কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন পরীক্ষায়, সাম্প্রতিক ঘটনা থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসে সেগুলি হলো -
1. সম্প্রতি 'চেন্নাই সুপার কিংস' দলের কোন খেলােয়াড় সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘােষণা করেছেন ?
( a ) ডােয়েন ব্রাভো
( b ) এম, এস, ধােনি
( c ) ফাফ ডু-প্লেসি
( d ) শেন ওয়াটসন
উত্তর - ( d ) শেন ওয়াটসন
2. কোন সশস্ত্র বাহিনী 'সিকিউর অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট ( SAI )' নামক একটি ম্যাসেজিং অ্যাপ চালু করেছে ?
( a ) ভারতীয় বিমান বাহিনী
( b ) ভারতীয় সেনা
( c ) ভারতীয় নৌবাহিনী
( d ) বর্ডার সিকিউরিটি ফোর্স
উত্তর - ( b ) ভারতীয় সেনা
3. বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান কে ?
( a ) বীরেন্দর সিং
( b ) রাকেশ কুমার সিং ভাদুরিয়া
( c ) মনােজ মুকুন্দ নারভানে
( d ) বিপিন রাওয়াত
উত্তর - ( b ) রাকেশ কুমার সিং ভাদুরিয়া
4. বর্তমানে ফ্রান্সের রাষ্ট্রপতি কে ?
( a ) এন্মানুয়েল ম্যাকরণ
( b ) ভাদিমির পুতিন
( c ) সি জিং পিং
( d ) বােরিস জনসন
উত্তর - ( a ) এন্মানুয়েল ম্যাকরণ
5. সম্প্রতি কোন রাজ আশা কর্মীদের জন্য ৫৭ কোটি টাকা বরাদ্দ করেছে ?
( a ) মধ্যপ্রদেশ
( b ) মহারাষ্ট্র
( c ) উত্তরপ্রদেশ
( d ) পশ্চিমবঙ্গ
উত্তর - ( b ) মহারাষ্ট্র
6. সম্প্রতি কোন ক্রিকেটার টি -২০ ক্রিকেটে ১০০০ ছক্কা মেরে রেকর্ড করলেন ?
( a ) ক্রিস গেইল
( b ) রােহিত শর্মা
( c ) বিরাট কোহলি
( d ) আন্দ্রে রাসেল
উত্তর - ( a ) ক্রিস গেইল
7. কোন রাজ্য সরকার ই-যানবাহরে জন্য ১০০ শতাংশ কর হাড়ের ঘোষণা করেছে ?
( a ) দিল্লী
( b ) মহারাষ্ট্র
( c ) তেলেঙ্গানা
( d ) তামিলনাড়ু
উত্তর - ( d ) তামিলনাড়ু
8. দরিদ্র পরিবার ও পাবলিক অফিসগুলির জন্য কোন রাজ্য বিনামূল্যে ইন্টারনেট প্রদানের জন্য একটি প্রকল্প শুরু করেছে ?
( a ) তেলেঙ্গানা
( b ) তামিলনাড়ু
( c ) কেরালা
( d ) ছত্তিশগড়
উত্তর - ( c ) কেরালা
9. ভারতের কোন হাইকোর্ট ইউটিউব চ্যানেলে বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করার জন্য ভারতের প্রথম হাইকোর্টে পরিণত হয়েছে ?
( a ) পাটনা হাইকোর্ট
( b ) কলকাতা হাইকোর্ট
( c ) গুজরাট হাইকোর্ট
( d ) মাদ্রাজ হাইকোর্ট
উত্তর - ( c ) গুজরাট হাইকোর্ট
10. কোন ই-কমার্স সংস্থা উন্নত কৃষি পণ্য সহজলভ্য করার জন্যই SBI YONO Krishi App -এর সঙ্গে পাটনারশিপ করেছে ?
( a ) আমাজন
( b ) ইফকো বাজার
( c ) ফ্লিপকার্ট
( d ) স্ন্যাপডিল
উত্তর - ( b ) ইফকো বাজার
11. ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন - এর প্রধান তথ্য কমিশনার পদে কাকে নিয়োগ করা হয়েছে ?
( a ) যশবর্ধন কুমার সিনহা
( b ) বিমল জুলকা
( c ) সুনীল অরােরা
( d ) শশী ভাম্পাতি
উত্তর - ( a ) যশবর্ধন কুমার সিনহা
12. CARAT-2020 সামরিক অনুশীলনটি কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয় ?
( a ) বাংলাদেশ - চীন
( b ) বাংলাদেশ - আমেরিকা যুক্তরাষ্ট্র
( c ) ভারত - বাংলাদেশ
( d ) নেপাল - চীন
উত্তর - ( b ) বাংলাদেশ - আমেরিকা যুক্তরাষ্ট্র
13. সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ডেটা সেন্টার কোথায় নির্মাণ করা হচ্ছে ?
( a ) ইতালি
( b ) জাপান
( c ) কানাডা
( d ) তিব্বত
উত্তর - ( d ) তিব্বত
14. 'জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস' ভারতে কবে পালিত হয় ?
( a ) ৬ নভেম্বর
( b ) ৭ নভেম্বর
( c ) ১৯ নভেম্বর
( d ) ১০ নভেম্বর
উত্তর - ( b ) ৭ নভেম্বর
15. সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপ-রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন ?
( a ) সীমা ভার্মা
( b ) মায়া হ্যারিস
( c ) কমলা হ্যারিস
( d ) নিকি হ্যালি
উত্তর - ( c ) কমলা হ্যারিস
16. প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মােদী সম্প্রতি কোন শহরের উন্নয়ন প্রকল্পের জন্য ৬১৪ কোটি টাকা বরাদ্দ করেছেন ?
( a ) বারাণসী
( b ) ভোপাল
( c ) প্রয়াগরাজ
( d ) সুরাট
উত্তর - ( a ) বারাণসী
17. জো বাইডেন আমেরিকা যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ?
( a ) ৪৫ তম
( b ) ৪৬ তম
( c ) ৪৭ তম
( d ) ৪১ তম
উত্তর - ( b ) ৪৬ তম
18. কোন টেলিকম সংস্থা জগবীর সিং-কে চিফ টেকনােলজি অফিসার পদে নিয়ােগ করেছেন ?
( a ) এয়ারটেল
( b ) জিও
( c ) বিএসএনএল
( d ) ভােডাফোন-আইডিয়া
উত্তর - ( b ) জিও
19. UPI Payalaent -এর জন্য ওয়াটসঅ্যাপ কয়টি ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশিপ করেছে ?
( a ) ৩ টি
( b ) ৫ টি
( c ) ৮ টি
( d ) ১৫ টি
উত্তর - ( b ) ৫ টি
20. সম্প্রতি কোন কোম্পানি ৬০ জন মহিলা নিয়ে প্রথম সর্ব-মহিলা ভার্চুয়াল কাস্টমার সার্ভিস চালু করেছে ?
( a ) ফ্লিপকার্ট
( b ) মন্ত্র
( c ) স্ন্যাপডিল
( d ) অ্যামাজন
উত্তর - ( d ) অ্যামাজন
21. কোন দেশ ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি কোভিড -১৯ ভ্যাকসিনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষক করেছে ?
( a ) বাংলাদেশ
( b ) নেপাল
( c ) মালদ্বীপ
( d ) ইসরায়েল
উত্তর - ( a ) বাংলাদেশ
22. সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ কোন বিশ্ব ক্রীড়া সংঘের অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে ?
( a ) আইএএএফ
( b ) আইএসএসএফ
( c ) এফআইএইচ
( d ) আইটিটিএফ
উত্তর - ( b ) আইএসএসএফ
23. সম্প্রতি ইসরাে কবে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-01 লঞ্চ করেছে ?
( a ) ৭ নভেম্বর
( b ) ৮ নভেম্বর
( c ) ৯ নভেম্বর
( d ) ১০ নভেম্বর
উত্তর - ( a ) ৭ নভেম্বর
24. 'Jugalbandi : The BJP Before Modi' - বইটির লেখক কে ?
( a ) তমাল বন্দ্যোপাধ্যায়
( b ) চন্দ্রকান্তু লাহারিয়া
( c ) বিনয় সীতাপতি
( d ) চিন্ময় তাম্বে
উত্তর - ( c ) বিনয় সীতাপতি
25. বিহার বিধানসভার মােট আসন সংখ্যা কত ?
( a ) ২৪৩ টি
( b ) ২৯৪ টি
( c ) ৪০২ টি
( d ) ২৩০ টি
উত্তর - ( a ) ২৪৩ টি
26. সম্প্রতি কোন দেশ একটি রকেট থেকে ১৩ টি উপগ্রহ পাঠিয়েছে ?
( a ) ইসরায়েল
( b ) চীন
( c ) কানাডা
( d ) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর - ( b ) চীন
27. কোন রাজ্য সম্প্রতি 'পড়া লেখা অভিযান' কর্মসূচির অংশ হয়ে উঠেছে ?
( a ) তামিলনাড়ু
( b ) কেরালা
( c ) পাঞ্জাব
( d ) পশ্চিমবঙ্গ
উত্তর - ( b ) কেরালা
28. কোন রাজ্য সরকার ক্রমবর্ধমান বায়ুদূষণের বিরুদ্ধে লড়তে 'প্রােজেক্ট এয়ার কেয়ার' শুরু করেছে ?
( a ) দিল্লী
( b ) পাঞ্জাব
( c ) হরিয়ানা
( d ) গুজরাট
উত্তর - ( c ) হরিয়ানা
29. 'ইন্টারন্যাশনাল চিলজেনস পিস প্রাইজ ২০২০' কে জিতেছে ?
( a ) ডিভিনা মালওম
( b ) সাদাত রহমান
( c ) গ্রেটা থুনবার্গ
( d ) লিসিপ্রিয়া কানগুজাম
উত্তর - ( b ) সাদাত রহমান
30. আন্তর্জাতিক অসহিষ্ণুতা দিবস কবে পালিত হয় ?
( a ) ১৪ নভেম্বর
( b ) ১৫ নভেম্বর
( c ) ১৬ নভেম্বর
( d ) ১৭ নভেম্বর
উত্তর - ( c ) ১৬ নভেম্বর
31. ন্যাশনাল প্রেস ডে কবে পালিত হয় ?
( a ) ১৬ নভেম্বর
( b ) ১৭ নভেম্বর
( c ) ১৮ নভেম্বর
( d ) ১৯ নভেম্বর
উত্তর - ( a ) ১৬ নভেম্বর
32. সম্প্রতি নরেন্দ্র মোদী কোন রাজ্যে স্টাচু অফ পিস -এর উদ্বোধন করেছেন ?
( a ) গুজরাট
( b ) রাজস্থান
( c ) মহারাষ্ট্র
( d ) উত্তরপ্রদেশ
উত্তর - ( b ) রাজস্থান
33. সম্প্রতি প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় একজন কে ছিলেন ?
( a ) গায়ক
( b ) অভিনেতা
( c ) খেলোয়াড়
( d ) লেখক
উত্তর - ( b ) অভিনেতা
34. বিশ্ব নিমােনিয়া দিবস উপলক্ষ্যে সম্প্রতি কোন রাজ্য সরকার 'SAANS' অভিধান শুরু করেছে ?
( a ) ঝাড়খণ্ড
( b ) উড়িষা
( c ) গুজরাট
( d ) মধ্যপ্রদেশ
উত্তর - ( b ) উড়িষা
35. সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাঙ্কের উপর ১ কোটি টাকা জরিমানা করেছে ?
( a ) অ্যাক্সিস ব্যাঙ্ক
( b ) বন্ধন ব্যাঙ্ক
( c ) ইয়েস ব্যাঙ্ক
( d ) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
উত্তর - ( d ) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
36. কোন রাজ্য সরকার সম্প্রতি ১৫ নভেম্বর তারিখে রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করেছে ?
( a ) ঝাড়খণ্ড
( b ) উত্তরাখণ্ড
( c ) ছক্তিশগড়
( d ) মহারাষ্ট্র
উত্তর - ( a ) ঝাড়খণ্ড
37. বিহারের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী পদে সম্প্রতি কে শপথ নিলেন ?
( a ) স্বর্ণা সিং
( b ) জ্যোতি দেবী
( c ) কবিতা দেবী
( d ) রেনু দেবী
উত্তর - ( d ) রেনু দেবী
38. সম্প্রতি কোন দেশ ১০ বছরের গােল্ডেভিসা কার্যকর করেছে ?
( a ) আমেরিকা যুক্তরাষ্ট্র
( b ) সংযুক্ত আরব আমিরাত
( c ) জাপান
( d ) রাশিয়া
উত্তর - ( b ) সংযুক্ত আরব আমিরাত
39. সম্প্রতি প্রকাশিত 'হাউ টু বি এ রাইটার’ বইটির লেখক কে ?
( ৪ ) চেতন ভগৎ
( b ) রস্কিন বণ্ড
( c ) প্রতীক জোশি
( d ) সুধা চন্দ্রা
উত্তর - ( b ) রস্কিন বণ্ড
40. সম্প্রতি কে 'ফর্মুলা ওয়াল' তুর্কি গ্র্যান্ড পিক্স ২০২০ জিতেছে ?
( a ) চার্লস লেলার্ক
( b ) লুইস হ্যামিলটন
( c ) ভালতেরি বােট্রাস
( d ) লুইস ভিটেল
উত্তর - ( b ) লুইস হ্যামিলটন
41. হােলজি বিমানবন্দরটি বর্তমানে কোন রাজ্যে নির্মিত হচ্ছে ?
( a ) আসাম
( b ) মণিপুর
( c ) নাগাল্যান্ড
( d ) অরুণাচল প্রদেশ
উত্তর - ( d ) অরুণাচল প্রদেশ
42. এশিয়ার প্রথম সৌরচালিত টেক্সটটাইল মিল বর্তমানে কোন রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে ?
( a ) গুজরাট
( b ) মহারাষ্ট্র
( c ) উত্তরপ্রদেশ
( d ) পাঞ্জাব
উত্তর - ( b ) মহারাষ্ট্র
43. সম্প্রতি কোন রাজ্য সরকার গরু রক্ষারজন্য গরু মন্ত্রিপরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে ?
( a ) মধ্যপ্রদেশ
( b ) কর্ণাটক
( c ) মহারাষ্ট্র
( d ) গুজরাট
উত্তর - ( a ) মধ্যপ্রদেশ
44. সম্প্রতি কোন ব্যাঙ্ক সাইবার জালিয়াতির বিরুদ্ধে মুহ বন্দ রাখে প্রচার অভিযান শুরু করেছে ?
( a ) এসবিআই
( b ) এইচডিএফসি ব্যাঙ্ক
( c ) আরবিআই
( d ) আইসিআইসিআই ব্যাঙ্ক
উত্তর - ( b ) এইচডিএফসি ব্যাঙ্ক
45. সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রুরাল স্ট্রীট ভেন্ডার স্বীযম শুরু করেছে ?
( a ) উরপ্রদেশ
( b ) অন্ধ্রপ্রদেশ
( c ) মধ্যপ্রদেশ
( d ) গুজরাট
উত্তর - ( c ) মধ্যপ্রদেশ
46. সম্পত্তি আন্তর্জাতিক ছাত্র দিবস কবে পালিত হল
( a ) ১৬ নভেম্বর
( b ) ১৭ নভেম্বর
( c ) ১৮ নভেম্বর
( d ) ১৯ নভেম্বর
উত্তর - ( b ) ১৭ নভেম্বর
47. সম্প্রতি প্রয়াত নােবেল পুরস্কার বিজয়ী বৈজ্ঞানিক মাসায়ােশি কোশিবা কোন দেশের নাগরিক ছিলেন ?
( a ) জাপান
( b ) চীন
( c ) দক্ষিণ কোরিয়া
( d ) ভিয়েতনাম
উত্তর - ( a ) জাপান
48. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল মাস্ক না পরার জন্য ২০০০ টাকা জরিমানা ঘােষণা করেছে ?
( a ) দিল্লী
( b ) পুদুচেরি
( c ) উত্তরপ্রদেশ
( d ) গুজরাট
উত্তর - ( a ) দিল্লী
49. সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশনার সােনু সুদকে কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে ?
( a ) পাঞ্জাব
( b ) হরিয়ানা
( c ) মহারাষ্ট্র
( d ) দিল্লী
উত্তর - ( a ) পাঞ্জাব
50. ভাৱত কোন বস্তুর প্রথম বার 'ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল টুর্নামেন্ট' - এর আয়ােজন করবে ?
( a ) ২০২১ সাল
( b ) ২০২২ সাল
( c ) ২০২৪ সাল
( d ) ২০২৫ সাল
উত্তর - ( b ) ২০২২ সাল
51. সপ্রতি জাপান কোন দেশের সঙ্গে 'ল্যান্ডমার্ক সুরক্ষা সমঝোতা' স্বাক্ষর করেছে ?
( a ) ভিয়েতনাম
( b ) চীন
( c ) অস্ট্রেলিয়া
( d ) দক্ষিণ কোরিয়া
উত্তর - ( c ) অস্ট্রেলিয়া
52. সম্প্রতি কোন দেশ 'আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকা'য় প্রথম স্থান অধিকার করেছে ?
( a ) ভারত
( b ) অস্ট্রেলিয়া
( c ) ইংল্যান্ড
( d ) নিউজিল্যান্ড
উত্তর - ( b ) অস্ট্রেলিয়া
53. সম্প্রতি কে 'ইউকে বুকার প্রাইজ ২০২০' জিতেছে ?
( a ) তিসি ডাঙ্গারেমগা
( b ) ব্র্যান্ডন টেলর
( c ) ডগলাস স্টুয়ার্ট
( d ) মাজা মেনজিসতে
উত্তর - ( c ) ডগলাস স্টুয়ার্ট
54. আগামী বছর ভারত কোন দেশের স্যাটেলাইট লঞ্চ করার কথা ঘােষণা করেছে ?
( a ) বাংলাদেশ
( b ) নেপাল
( c ) মালদ্বীপ
( d ) ভুটান
উত্তর - ( d ) ভুটান
55. সম্প্রতি কোন রাজ 'ইন্দিরা গান্ধী মাতৃত্ব পােষণ যোজনা' মােলা শুরু করেছে ?
( a ) কর্ণাটক
( b ) রাজস্থান
( c ) মধ্যপ্রদেশ
( d ) ছঞিশগড়
উত্তর - ( b ) রাজস্থান
56. সম্প্রতি প্রয়াত কংগ্রেস নেতা তরুণ গগৈ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?
( a ) মণিপুর
( b ) সিকিল
( c ) আসাম
( d ) নাগাল্যান্ড
উত্তর - ( c ) আসাম
57. কোন দেশ 'জি ২০ সামিট ২০২৩' হােস্ট করবে ?
( a ) ফ্রান্স
( b ) রাশিয়া
( c ) কানাড়া
( d ) ভারত
উত্তর - ( d ) ভারত
58. সম্প্রতি ভারত সরকার ২৪ নভেম্বর, ২০২০ তারিখে কটি মােবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে ?
( a ) ২৪ টি
( b ) ৪৩ টি
( c ) ৬১ টি
( d ) ৭৩ টি
উত্তর - ( b ) ৪৩ টি
59. 'আফগানিস্তান ২০২০ কনফারেন্স' - এ ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন ?
( a ) নির্মলা সীতারমন
( b ) নরেন্দ্র মােদী
( c ) এস. জয়শঙ্কর
( d ) রাজনাথ সিং
উত্তর - ( c ) এস. জয়শঙ্কর
60. সম্প্রতি কাকে 'আদিত্য বিক্রম বিরল কালশিখর পুরস্কার ২০২০' সম্মানে ভূষিত করা হয়েছে ?
( a ) নাসিরুদ্দিন শাহ
( b ) ইরফান আলি খান
( c ) অনুপম খের
( d ) জলি লিভার
উত্তর - ( a ) নাসিরুদ্দিন শাহ