Sports Questions Answer: Basketball || খেলাধুলা বিষয়ক প্রশ্ন উত্তর: বাস্কেটবল
বাস্কেটবল খেলার ইতিহাস
বাস্কেটবল খেলার নিয়মাবলী
বাস্কেটবল খেলার নিয়ম/কলাকৌশল
১. ডঃ জেমস নাইসমিথ কোন কলেজের শারীরশিক্ষা অধিকর্তা ছিলেন ?
উত্তর: আমেরিকার ওয়াই.এম.সি.এ কলেজ ।
২. বাস্কেটবল খেলার উদ্ভাবন করেন কে ?
উত্তর: ডঃ জেমস নাইসমিথ ।
৩. বাস্কেটবল খেলার উদ্ভাবন হয় কত সালে ?
উত্তর: ১৮৯১ সালে ।
৪. ডঃ জেমস নাইসমিথকে বলা বাস্কেটবল খেলার কি বলা হয় ?
উত্তর: জনক বলা হয় ।
৫. বাস্কেটবল খেলা প্রথম কোন দেশে প্রচলিত হয় ?
উত্তর: আমেরিকা ।
৬. বাস্কেটবল কোন দেশের জাতীয় খেলা ?
উত্তর: আমেরিকা ।
৭. ভারতবর্ষে বাস্কেটবল খেলার প্রচলন হয় কত সালে ?
উত্তর: ১৯১০ সালে ।
৮. ভারতবর্ষে বাস্কেটবল খেলা কে প্রচলন করেন ?
উত্তর: ডঃ জন হেনরি গ্রে ।
৯. বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া গঠিত হয় কত সালে ?
উত্তর: ১৯৫০ সালে ।
১০. মহিলাদের জাতীয় বাস্কেটবল প্রতিযােগিতা শুরু হয় কত সালে ?
উত্তর: ১৯৫৩ সালে ।
১১. কোন পুরুষ বাস্কেটবল খেলােয়াড় প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন ?
উত্তর: সর্বজিৎ সিং ।
১২. কোন মহিলা বাস্কেটবল খেলােয়াড় প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন ?
উত্তর: কুমারী সুমন শর্মা ।
১৩. বাস্কেটবল প্রতিটি দলে সর্বোচ্চ কতজন খেলােয়াড় থাকেন ?
উত্তর: ১২ জন ।
১৪. বাস্কেটবল খেলার সময় মাঠে কতজন খেলােয়াড় খেলেন ?
উত্তর: ৫ জন ।
১৫. বাস্কেটবলের মাঠ কত মিটার লম্বা হয় ?
উত্তর: ২৮ মিটার ।
১৬. বাস্কেটবলের মাঠ কত মিটার চওড়া ?
উত্তর: ১৫ মিটার ।
১৭. বাস্কেটবলে যে বল দিয়ে খেলা হয় তার আকার কেমন হয় ?
উত্তর: গােলাকার ও কমলা ।
১৮. বাস্কেটবলের ওজন (পুরুষদের) কত হয় ?
উত্তর: ৫৬৭-৬৫০ গ্রাম ।
১৯. বাস্কেটবলের ওজন (মহিলাদের) কত হয় ?
উত্তর: ৫১০-৫৬৭ গ্রাম ।