Sports Questions Answer: Cricket // খেলাধুলা বিষয়ক প্রশ্ন উত্তর : ক্রিকেট
ক্রিকেট নিয়ে সাধারণ জ্ঞান
ক্রিকেট খেলার খেলার মাঠ ও নিয়মাবলী
ক্রিকেট খেলার কলাকৌশল
ক্রিকেট বিষয়ক প্রশ্ন উত্তর-
১. ক্রিকেট খেলা প্রথম আরম্ভ কোথায় হয়েছিল ?
উত্তর: ইংল্যান্ডে ।
২. অনেকের মতে ক্রিকেট খেলার জন্ম ফ্রান্সের কোন খেলায় ?
উত্তর: কর্কেট খেলা ।
৩. কবে ইংল্যান্ডে ক্রিকেট খেলার প্রচলন হয়েছিল ?
উত্তর: ১৩৪৪ খ্রিস্টাব্দের আগে ।
৪. যখন প্রথম ক্রিকেট খেলা শুরু হয় তখন ক্রিকেটের জায়গায় কী থাকত ?
উত্তর: একটি ছােটো গােল গর্ত ।
৫. উইকেট পুতে প্রথম কত সালে খেলা শুরু হয়েছিল ?
উত্তর: ১৭০০ সালে ।
৬. কত সাল থেকে তিনটি উইকেট পুঁতে ক্রিকেট খেলা শুরু হয়েছিল ?
উত্তর: ১৭৭৫ সালে ।
৭. কত সালে এম.সি.সি. গঠিত হয় ?
উত্তর: ১৭৮৭ সালে ।
৮. প্রথম টেস্ট ম্যাচ কত সালে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৭৭ সালে ।
৯. প্রথম টেস্ট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: অস্ট্রেলিয়ার মেলবাের্ন মাঠে ।
১০. প্রথম টেস্ট ম্যাচ কোন কোন দেশরে মধ্যে হয়েছিল ?
উত্তর: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ।
১১. কারা ভারতবর্ষে ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন ?
উত্তর: ইংরেজরা ।
১২. কলকাতায় ক্রিকেট খেলা কত সালে শুরু হয় ?
উত্তর: ১৭৯২ সালে ।
১৩. ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বাের্ডের জন্ম হয় কোথায় ?
উত্তর: ১৯২৭ সালে দিল্লিতে ।
১৪. সরকারিভাবে ভারত কাদের সঙ্গে টেস্ট খেলায় প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিল ?
উত্তর: এম. সি. সি. দলের সঙ্গে ।
১৫. ভারতীয় দল প্রথম বিদেশ সফরে যায় কত সালে ?
উত্তর: ১৯৩২ সালে ।
১৬. ভারতীয় দল বিদেশ সফরে প্রথম কোথায় গিয়েছিল ?
উত্তর: ইংল্যান্ডে ।
১৭. আন্তঃরাজ্য ক্রিকেট প্রতিযােগিতা শুরু হয়েছিল কত সালে ?
উত্তর: ১৯৩৪ সালে ।
১৮. আন্তঃরাজ্য ক্রিকেট প্রতিযােগিতা শুরু হয় কোন ট্রফি দিয়ে ?
উত্তর: রঞ্জি ট্রফি ।
১৯. আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযােগিতা শুরু হয় কোন্ ট্রফি দিয়ে ?
উত্তর: রােহিন্টন বেরিয়া ট্রফি ।
২০. আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযােগিতা শুরু হয় কত সালে ?
উত্তর: ১৯৩৬ সালে ।
২১. আন্তঃরাজ্য স্কুল ক্রিকেট প্রতিযােগিতা শুরু হয় কত সালে ?
উত্তর: ১৯৪৬ সালে ।
২২. একটি ক্রিকেট বলের ওজন কত ?
উত্তর: ৫ ১/২ আউন্স থেকে ৫ ৩/৪ আউন্স ।
২৩. একটি ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৩৮ ইঞি ।
২৪. একটি ক্রিকেট ব্যাটের ব্লেড চওড়ায় কত ?
উত্তর: ৪ ১/৪ ইঞ্চি ।
২৫. একদিকের স্ট্যাম্প থেকে অপর দিকের স্ট্যাপের দূরত্ব কত হবে ?
উত্তর: ২২ গজ ।
২৬. তিনটি স্ট্যাম্প দিয়ে গঠিত উইকেট চওয়ায় কত ?
উত্তর: ৯ ইঞ্চি ।
২৭. মাটি থেকে স্ট্যাম্পের উচ্চতা কত ?
উত্তর: ২৮ ইঞি ।
২৮. স্ট্যাম্পের ওপরে থাকা বেল লম্বায় কত ?
উত্তর: ৪ ৩/৮ ইঞ্চি ।
২৯. বাংলার গর্ব এবং ক্রিকেট বিশ্বে যার নাম ছড়িয়ে রয়েছে তিনি কে ?
উত্তর: সৌরভ গাঙ্গুলি ।