Sports Questions Answer: Volleyball | খেলাধুলা বিষয়ক প্রশ্ন উত্তর: ভলিবল
ভলিবল খেলার ইতিহাস
ভলিবল খেলার রোটেশন পদ্ধতি
ভলিবল খেলার নিয়ম pdf
ভলিবল খেলার কৌশল
ভলিবল খেলা বিষয়ক কয়েকটি প্রশ্ন ও উত্তর
১. ভলিবলের জন্ম কোন দেশে হয়েছিল ?
উত্তর : আমেরিকায় ।
২. ভলিবলের জন্ম কত সালে ?
উত্তর : ১৮৯৫ সালে ।
৩. ভলিবলের জন্ম আমেরিকার কোথায় হয়েছিল ?
উত্তর : ম্যাসাচুসেটসের হলিহকে ।
৪. উইলিয়াম জি. মর্গান কোন খেলা দেখতে দেখতে ভলিবলের কথা ভেবেছিলেন ?
উত্তর : বাস্কেটবল ।
৫. সর্বপ্রথম ভলিবল খেলার নাম দেওয়া হয়েছিল ?
উত্তর : মিনােটোনেট ।
৬. প্রথম প্রথম কি দিয়ে ভলিবল খেলা হত ?
উত্তর : রবারের ব্লাড়ার দিয়ে ।
৭. ভলিবল খেলার নতুন আইন তৈরি হয়েছিল কত সালে ?
উত্তর : ১৯১৬ সালে ।
৮. ভলিবলের আন্তর্জাতিক সংস্থা ‘ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ভলিবল ’ কত সালে গঠিত হয়েছিল ?
উত্তর : ১৯৪৭ সালে ।
৯. প্রথম পুরুষদের বিশ্ব ভলিবল প্রতিযােগিতা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর : চেকোস্লোভাকিয়ায় ।
১০. প্রথম মহিলাদের বিশ্ব ভলিবল প্রতিযােগিতা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর : মস্কোতে ।
১১. কত সালে ভারতীয় ভলিবল ফেডারেশন আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের স্বীকৃতি পেয়েছিল ?
উত্তর : ১৯৫২ সালে ।
১২. দ্বিতীয় বিশ্ব ভলিবল প্রতিযােগিতায় অংশগ্রহণকারী বাঙালি খেলােয়াড় কে ছিলেন ?
উত্তর : সুনীল চ্যাটার্জী ।
১৩. কোন অলিম্পিক গেমসে প্রথম পুরুষ ও মহিলাদের ভলিবলকে প্রতিযােগিতায় অন্তর্ভুক্ত করা হয় ?
উত্তর : টোকিয়াে অলিম্পিক গেমস -এ ।
১৪. কোন চিত্রাভিনেত্রী ভলিবল খেলায় অত্যন্ত দক্ষ ছিলেন ?
উত্তর : মিনাক্ষী গােস্বামী ।
১৫. কত সালে প্রথম পুরুষ ও মহিলাদের ভলিবলকে প্রতিযােগিতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল ?
উত্তর : ১৯৬৪ সালে ।
১৬. ভারতে ভলিবল খেলা প্রথম কে প্রচলন করেন ?
উত্তর : ওয়াই.এম.সি.এ . ।
১৭. ওয়াই.এম.সি.এ . -র প্রচেষ্টায় ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম ভলিবল খেলা শুরু হয় ?
উত্তর : পশ্চিমবাংলায় ।
১৮. শ্রী. এ. পালনীস্বামী কোন খেলার জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন ?
উত্তর : ভলিবল ।
১৯. শ্রীমতী জি. মুলিনী রেড্ডী কোন খেলার জন্য অর্জুন পুরস্কার পান ?
উত্তর : ভলিবল খেলার জন্য ।
২০. বেঙ্গাল ভলিবল অ্যাসােসিয়েশন কত সালে গঠিত হয় ?
উত্তর : ১৯৩৫ সালে ।
২১. পশ্চিমবঙ্গে প্রতিযােগিতামূলক ভলিবল খেলার প্রচলন করেছিলেন কারা ?
উত্তর : বাগবাজার জিমন্যাসিয়াম ক্লাব ।
২২. বেঙ্গাল ভলিবল অ্যাসােসিয়েশন গঠিত হয়েছিল কাদের উদ্যোগে ?
উত্তর : বাজবাজার জিমন্যাসিয়াম ক্লাব ।
২৩. পশ্চিমবাংলার গ্রাম-গঞ্জে ভলিবলকে কে ছড়িয়ে দিয়েছিলেন ?
উত্তর : শিবপ্রসাদ ঘােষাল ও ফণী ভট্টাচার্য ।
২৪. ভলিবলে খেলার মাঠের দৈর্ঘ্য কত হয় ?
উত্তর : ১৮ মিটার ।
২৫. ভলিবল খেলার মাঠের প্রস্থ কত হয় ?
উত্তর : ৯ মিটার ।
২৬. ভলিবল মাঠের ওপরের দিকে কতটা জায়গা ফাকা রাখতে হয় ?
উত্তর : ৩ মিটার ।
২৭. ভলিবল মাঠের চারপাশে কমপক্ষে কতটা জাগয়া মুক্ত রাখতে হবে ?
উত্তর : ৩ মিটার ।
২৮. কোর্টে পিছনে ডানদিকের কোণে ১৫ সেন্টিমিটার দুটি লাইন থাকে তাকে কি বলে ?
উত্তর : সার্ভিস লাইন ।
২৯. ভলিবলের জালের বা নেটের দৈর্ঘ্য কত হবে ?
উত্তর : ৯.৫০ মিটার ।
৩০. ভলিবলের জালের বা নেটের প্রস্থ কত হবে ?
উত্তর : ১ মিটার ।
৩১. ভলিবলের জালের ফাঁকগুলাে কত হবে ?
উত্তর : ১০ বর্গসেন্টিমিটার ।
৩২. ভলিবলের জাল বাধার পােস্ট লাইন থেকে কত দূরে থাকবে ?
উত্তর : ৫০ সেন্টিমিটার দূরে ।
৩৩. পুরুষদের জন্য ভলিবলের জাল মাটি কত উচ্চতায় থাকবে ?
উত্তর : ২.৪৩ সেন্টিমিটার ।
৩৪. মহিলাদের জন্য ভলিবলের জাল মাটি কত উচ্চতায় থাকবে ?
উত্তর : ২.২৪ সেন্টিমিটার ।
৩৫. ভলিবলের খেলায় কতজন খেলােয়াড় খেলতে পারে ?
উত্তর : প্রতি দলে ৬ জন ।
৩৬. আন্তর্জাতিক নিয়মানুসারে ভলিবল খেলার জয়-পরাজয় নিষ্পত্তি হয় কটি সেটে ?
উত্তর : ৩ বা ৫ টি সেটে ।
৩৭. ভলিবলের ওজন কত হবে ?
উত্তর : ২৬০-২৮০ গ্রাম ।
আরও পড়ুন-