Gk For Competitive Exam in Bengali || Current Affairs
( ক ) সত্যেন্দ্র সিংহ লােহিয়া
( খ ) দেবেন্দ্র ঝাঝারিয়া
( গ ) মারিয়াপ্পান থ্যাঙ্গভেলু
( ঘ ) দীপা মালিক
2 ) ফিডে অনলাইন চেস অলিম্পিয়াড় যৌথভাবে জিতলাে কোন দুটি দেশ ?
( ক ) ভারত ও বাংলাদেশ
( খ ) ভারত ও রাশিয়া
( গ ) চীন ও রাশিয়া
( ঘ ) জার্মানী ও ব্রাজিল
3 ) ১ সেপ্টেম্বর প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ভারতের কত তম রাষ্ট্রপতি ছিলেন ?
( ক ) ১২ তম
( খ ) ১৩ তম
( গ ) ১৪ তম
( ঘ ) ১৫ তম
4 ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর জন্মবার্ষিকীকে কোন সপ্তাহ হিসেবে পালন করবে ভারতীয় জনতা পার্টি ?
( ক ) মােদী সপ্তাহ
( খ ) আত্মনির্ভর সপ্তাহ
( গ ) শৌর্য সপ্তাহ
( ঘ ) সেবা সপ্তাহ
5 ) সেপ্টেম্বর মাসকে নিউট্রিশন মান্থ হিসেবে পালন করার ঘােষণা করলেন কে ?
( ক ) ড. হর্ষবর্ধন
( খ ) নরেন্দ্র মােদী
( গ ) স্মৃতি ইরানি
( ঘ ) রামনাথ কোবিন্দ
6 ) ভারতের প্রথম কোন রাজ্য মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়ােগ করলাে ?
( ক ) তামিলনাড়ু
( খ ) কেরালা
( গ ) মহারাষ্ট্র
( ঘ ) পশ্চিমবঙ্গ
7 ) মিস্ত্রা ( Myntra ) -কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে কে নিযুক্ত হলেন ?
( ক ) শাহরুখ খান
( খ ) কিয়ারা আদভানি
( গ ) প্রিয়াঙ্কা চোপড়া
( ঘ ) বিদ্যা বালান
8 ) প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া’র নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে ?
( ক ) অভীক ধর
( খ ) প্রশান্ত রায়
( গ ) পুরমেশ্বর শর্মা
( ঘ ) অভীক সরকার
9 ) সিআরপিএফ -এর প্রথম মহিলা ইন্সপেক্টর জেনারেল হিসেবে শ্রীনগর সেক্টরে নিযুক্ত হলেন কে ?
( ক ) চারু সিনহা
( খ ) বসুন্ধরা মৈত্র
( গ ) চৈতালি কৌশল
( ঘ ) গুঞ্জন সাক্সেনা
10 ) বিশ্বের বৃহত্তম সােলার ট্রি তৈরি করা হলাে পশ্চিমবঙ্গের কোথায় ?
( ক ) সল্টলেক
( খ ) দুর্গাপুর
( গ ) শিলিগুড়ি
( ঘ ) দীঘা
Current Affairs Questions Part - 4 Click Here Current Affairs Questions Part - 3 Click Here Current Affairs Questions Part - 2 Click Here Current Affairs Questions Part - 1 Click Here Top 50+ Important Current Affairs Questions And Answers - Click Here |
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com