শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর || Physical Education Questions And Answers In Bengali pdf Download
Physical Education Questions And Answers In Bengali pdf Download || শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর
1. ২০০৪ সালে একমাত্র রৌপ্যপদক প্রাপকের নাম কী ?
উত্তর: রাজ্যবর্ধন সিং রাঠোর শ্যুটিং -এ একমাত্র ভারতীয় রৌপ্যপদক পেয়েছিলেন ।
2. অলিম্পিক রিং -এর হলুদ রং কোন মহাদেশের প্রতীক ?
উত্তর: এশিয়া মহাদেশের প্রতীক ।
3. অলিম্পিক রিং -এর সবুজ রং কোন মহাদেশের প্রতীক ?
উত্তর: অস্ট্রেলিয়া মহাদেশরে প্রতীক ।
4. ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে কোন ভারতীয় লন টেনিসে ব্রোঞ্জ পদক লাভ করেন ?
উত্তর: লিয়েন্ডার পেজ ।
5. অলিম্পিক রিং -এর নীল রং কোন মহাদেশের প্রতীক ?
উত্তর: ইউরােপ মহাদেশরে প্রতীক ।
6. দিল্লীতে কবে দ্বিতীয়বার এশিয়ান গেম -এর আসর বাসে ?
উত্তর: ১৯৮২ সালে ।
7. ১৯৯৮ সালের ত্রয়ােদশ এশিয়ান গেমস্ -এর দলগত চ্যাম্পিয়ান হয়েছিল কোন দেশটি ?
উত্তর: চীন ।
8. ২০০৬ সালে এশিয়ান গেমস্ কোথায় হয়েছিল ?
উত্তর: দোহা ।
9. চতুর্থ এশিয়ান গেমস্ -এর আসর কোথায় বসে ?
উত্তর: জাকাতা ।
10. পঞ্চম ও ষষ্ঠ এশিয়ান গেমস্ -এর আসর কোথায় বসে ?
উত্তর: ব্যাঙ্ককে, ১৯৬৬ ও ১৯৭০ সালে ।
11. সপ্তম এশিয়ান গেমস -এর আসর কোথায় বসে ?
উত্তর: তেহেরান, ১৯৭৪ সালে ।
12. অষ্টম এশিয়ান গেমস -এর আসর কোথায় বসে ?
উত্তর: ব্যাঙ্ককে, ১৯৭৮ সালে ।
13. নবম এশিয়ান গেমস -এর আসর কোথায় বসে ?
উত্তর: নিউ দিল্লীতে, ১৯৮২ সালে ।
14. ১৯৮৬ সালে দশম এশিয়ান গেমস্ এর আসর কোথায় বসে ?
উত্তর: সিওল
15. ১৯৯২ সালে একাদশ এশিয়ান গেমস এর আসর কোথায় বসে ?
উত্তর: পিকিং |
16. ১৩ তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর: ব্যাঙ্ককে, ১৯৯৮ ।
17. এশিয়ান গেমস প্রতি কত বছর অন্তর অনুষ্ঠিত হয় ?
উত্তর: চার বছর অন্তর ।
18. এশিয়ান গেমস -এর মােটো কে নির্বাচন করেন ?
উত্তর: পণ্ডিত জওহরলাল নেহেরু ।
19. প্রথম এশিয়ান গেমস -এর উদ্বোধন কে করেন ?
উত্তর: ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ |
20. জ্যোতির্ময়ী সিকদার কত সালে এবং কোন এশিয়ান গেমস -এ পদক পান ?
উত্তর: ১৯৯৮ সালের ব্যাঙ্ককে এশিয়ান গেমস্ -এ পদক পান ।
21. জ্যোতির্ময়ী সিকদার কোন ইভেন্টে স্বর্ণ পদক ও রৌপ্য পদক পান ?
উত্তর: ১৫০০ মিটার ও ৮০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক এবং ৪ × ১০০ মিটার রিলে দৌড়ে রৌপ্য পদক লাভ করেন ।
22. প্রথম এশিয়ান গেমস্ -এর ইভেন্ট কি কি ছিল ?
উত্তর: বিভিন্ন দূরত্বের দৌড়, সাঁতার, ডাইভিং, ওয়াটার পােলাে, সাইক্লিং, ভারােত্তলন, ফুটবল, বাস্কেটবল ।
23. ফুটবল মাঠের পেনাল্টি এরিয়ার আয়তন কত ?
উত্তর: দৈর্ঘ্য ৪৪ গজ এবং প্রস্থ ১৮ গজ ।
24. ফুটবল মাঠের কেন্দ্ৰবৃত্তের ব্যাসার্ধ কত ?
উত্তর: ১০ গজ ।
25. ফুটবল মাঠের সর্বাধিক দৈর্ঘ্য কত হতে পারে ?
উত্তর: ১২০ মিটার ।
26. ফুটবল মাঠের পেনাল্টি আর্ক কাকে বলে ?
উত্তর: ফুটবল খেলার পেনাল্টি বক্সের উপর স্পটকে কেন্দ্রকরে ১০ গজ ব্যাসার্ধে যে বৃত্তচাপ আঁকা থাকে তাকে পেনাল্টি আর্ক বলে ।
27. ফুটবল বিশ্বকাপ কত সালে চালু হয় ?
উত্তর: ১৯৩০ সালে ।
28. বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতায় উদ্যোক্তার নাম কী ?
উত্তর: বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতা উদ্যোক্তার নাম ফিফা ।
29. বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতায় ‘ জুলেরিমে ’ কাপটি কে উপহার দেন ?
উত্তর: মশিয়ে জুলেরিমে ।
30.'' জুলেরিমে '' কাপটি কোন ধাতুর তৈরি ?
উত্তর: সােনার ।
31. জুলেরিমে কাপটি চিরদিনের মতাে জয় করার শর্ত কী ছিল ?
উত্তর: কোনও পর পর মােট তিনবার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ান হলে চিরদিনের মতাে জয় করতে পারত ।
32. জুলেরিমে কাপটি চিরকালের মতাে জয় করেছে কোন দেশ ?
উত্তর: ব্রাজিল ।
33. বর্তমান বিশ্বকাপের নাম কী ?
উত্তর: ফিফা বিশ্বকাপ ।
34. ফুটবলের সম্রাট কাকে বলে ?
উত্তর: পেলে ।
35. পেলের সম্পূর্ণ নাম কী ?
উত্তর: অ্যারেন্টস্ ডু নাসিমন্টো এডসন ।
36. আন্তর্জাতিক ফুটবল খেলায় পেলের গােল সংখ্যা কত ?
উত্তর: গােল সংখ্যা হল ১২৭৮ টি ।
37. বিশ্বকাপ ফুটবলে পেলেকে আমরা প্রথম কবে দেখতে পাই ?
উত্তর: ১৯৫৮ সালে আমরা প্রথম পেলেকে দেখতে পাই ।
38. শেষ জীবনে পেলে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন ?
উত্তর: কসমস ক্লাব ।
39. ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাবের নাম কী ?
উত্তর: ক্যালকাটা ক্লাব ।
40. কত সালে মােহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৮৯ সালে মােহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় ।
41. বােলিং ক্রীজের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৮৮ (৮ ফুট ৮ ইঞি) ।
42. পপিং ক্রিজের দৈর্ঘ্য কত ?
উত্তর: পপিং ক্রিজের দৈর্ঘ্য ৩.৬৬ মিটার বা ১২ ফুট ।
43. পেনাল্টি কর্ণার কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: হকি ।
44. ব্যাডমিন্টনের শাটলের দৈর্ঘ্য কত ?
উত্তর: ৬.৪ থেকে ৭ সেমি ।
45. শাটলের পালক সংখ্যা কত ?
উত্তর: ১৪ টি ।
46. ব্যাডমিন্টনের র্যাকেটের জলের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উত্তর: দৈর্ঘ্য ৬৮ সেমি এবং প্রস্থ ২৩ সেমি ।
47. ব্যাডমিন্টন ককের ব্যাস কত ?
উত্তর: ২.৫ থেকে ২.৮ সেমি ।
48. ব্যাডমিন্টন র্যাকেটের জালের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উত্তর: দৈর্ঘ্য ২৮ সেমি এবং প্রস্থ ২২ সেমির মধ্যে ।
49. ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস্ খেলা কত পয়েন্টের হয় ?
উত্তর: ১১ পয়েন্টের ।
50. মহিলা ডাবলস এবং পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টন খেলায় পয়েন্টে সেট হয় ?
উত্তর: ২১ পয়েন্টের
51. ব্যাডমিন্টন খেলা কটি সেটে হয় ?
উত্তর: ৩ টি সেটে ।
52. ব্যাডমিন্টন নেটের ফাকগুলি কত ?
উত্তর: ১.৫-২ সেমি ।
53. ব্যাডমিন্টন খেলার নেটের উচ্চতা কত ?
উত্তর: ১ মিটার ৫২ সেমি ।
54. W.B.F.- এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: World Badminton Federation.
55. ব্যাডমিন্টনে দুটি অভিক্ষার নাম কী ?
উত্তর: ১) মিলার ওয়াল ভলি টেস্ট ২) সার্ভ টেস্ট ।
56. টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ।
57. দিল্লীর ন্যাশানাল স্টেডিয়ামের নতুন নাম কী ?
উত্তর: ধ্যানচাঁদ স্টেডিয়াম ।
58. বাস্কেট বলের ওজন কত ?
উত্তর: ৬০০ থেকে ৬৫০ গ্রাম ।
59. বাস্কেট বল খেলার আবিষ্কারক কাদের বলা হয় ?
উত্তর: ড. জেমস এবং নেসমিথকে বাস্কেট বল খেলার আবিষ্কারক বলা হয় ।
60. ভলিবল খেলায় একটি টিমে কতজন খেলােয়াড় মূল খেলায় অংশগ্রহণ করেন ?
উত্তর: একটি টিমে ৬ জন খেলােয়াড় মূল খেলায় অংশগ্রহণ করেন ।
61. F.I.V.B. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Federation of International Volley Ball.
62. এশিয়ান গেমস -এ ভলিবল কবে অন্তর্ভুক্ত হয় ?
উত্তর: ১৯৬৬ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমস্-এ |
63. মহিলাদের বিশ্বকাপ ভলিবল কবে আরম্ভ হয় ?
উত্তর: মহিলাদের ১৯৭৩ সালে ভলিবল আরম্ভ হয় |
64. ভলিবলের দুটি অভিক্ষার নাম লেখাে ?
উত্তর: ১) হেলমেন ভলিবল টেস্ট, ২) রাসেল লেঞ্জ ভলিবল টেস্ট |
65. ভারতের জাতীয় খেলা কী ?
উত্তর: কবাডি |
66. কবাডি খেলার জন্ম কোথায় ?
উত্তর: মহারাষ্ট্রে ।
67. কোন অলিম্পিকে কবাডি খেলাকে প্রথম প্রদর্শনী হিসেবে দেখানাে হয়েছে ?
উত্তর: ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে প্রদর্শনী খেলা হিসেবে দেখানাে হয় ।
68. কবাডি খেলার সময়সীমা কত ?
উত্তর: পুরুষদের ২০+৫ বিরতি +২০ মিনিট এবং মহিলাদের ১৫+৫ বিরতি +১৫ মিনিট । অর্থাৎ পুরুষদের মােট ৪৫ মিনিট এবং মহিলাদের ৩৫ মিনিট ।
69. লােনা শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: কবাড়ি ।
70. মহিলা কবাডি কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উত্তর: মহিলা কবাডি কোর্টের দৈর্ঘ্য ১১ মিটার ও প্রস্থ ৮ মিটার ।
71. মহিলা কবাডি কোর্টের মধ্যরেখা থেকে বাক লাইনের দূরত্ব কত ?
উত্তর: ৩ মিটার ।
72. একটি কবাডি টিমে কতজন খেলােয়াড় থাকে ?
উত্তর: ১২ জন ।
73. কবাড়ি খেলায় কমপক্ষে খেলােয়াড় নিয়ে খেলা শুরু করা যায় ?
উত্তর: ৫ জন ।
74. কবাডি খেলা পরিচালনার জন্য কতজন পরিচালক প্রয়ােজন ?
উত্তর: ৬ জন ।
75. কবাডি খেলায় প্রতি অর্ধে অধিনায়ক কতবার টাইম আউট নিতে পারে ?
উত্তর: ৩০ সেকেন্ড করে মােট ২ বার ।
76. এশিয়ান অ্যামেচার কবাডি ফেডারেশন কত সালে জন্ম লাভ করে ?
উত্তর: ১৯৭৮ সালে এশিয়ান অ্যামেচার কবাড়ি ফেডারেশন গঠিত হয় ।
77. এশিয়ান অ্যামেচার কবডি ফেডারেশনের সদস্য দেশগুলির নাম লেখাে ?
উত্তর: ফেডারেশনের সদস্য দেশগুলি হল - নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতবর্ষ ।
78. কবাডি খেলায় একটি টিমে কতজন খেলােয়াড় মাঠে নামে ?
উত্তর: ৭ জন ।
79. ভারতে কবাডি খেলায় শ্রেষ্ঠ হানাদার কাকে বলা হয় ?
উত্তর: রমা সরকারকে ।
80. কবাডি খেলায় কৃতিত্বের জন্য বাংলার বাঘিনী কাকে বলা হয় ?
উত্তর: রমা সরকারকে ।
81. খাে-খাে খেলার জন্ম কোথায় ?
উত্তর: মহারাষ্ট্রে ।
82. খাে-খাে খেলা পরিচালনার কতজন পরিচালকের প্রয়ােজন ?
উত্তর: ৬ জন ।
83. লৌহগােলক -এর পরিধি পুরুষদের কত ?
উত্তর: ১১০-১৩৯ মিলিমিটার ।
84. মহিলাদের লৌহগােলক -এর কত ?
উত্তর: ৪ কেজি ।
85. লৌহগােলক -এর পরিধি মহিলাদের কত হবে ?
উত্তর: ৯৫-১০০ মিলিমিটার ।
86. লৌহগােলক নিক্ষেপের বৃত্তের ব্যাস কত ?
উত্তর: লৌহগােলক নিক্ষেপের ব্যাস হবে ২.১৩৫ মিটার ।
87. ডিসকাস ছোঁড়ার ক্ষেত্রের কোণ কত ?
উত্তর: ৩৪.৯২ (ডিগ্রী) কোণ হয় ।
88. ডিসকাস নিক্ষেপের বৃত্তের ব্যাস কত হবে ?
উত্তর: ২.৫০ মিটার ডিসকাস নিক্ষেপের বৃত্তের ব্যাস হবে ।
89. পুরুষদের ডিসকাসের পরিধি কত ?
উত্তর: ২১৯-২২১ মিলিমিটার ।
90. মহিলা ডিসকাসের পরিধি কত ?
উত্তর: ১৮০–১৮২ মিলিমিটার ।
91. পুরুষদের ডিসকাসের ওজন কত হবে ?
উত্তর: ২ কেজি ।
92. মহিলাদের ডিসকাসের ওজন কত ?
উত্তর: ১ কেজি ।
93. ডিসকাস নিক্ষেপের বৃত্তের ব্যাসার্ধ কত ?
উত্তর: ১.২৫ মিটার ।
94. জ্যাভলিন নিক্ষেপের ক্ষেত্রের কোণ কত ?
উত্তর: ২৮.৯৬ ডিগ্রি
95. পুরুষদের জ্যাভলিন -এর ওজন কত হবে ?
উত্তর: ৮০০ গ্রাম ।
96. মহিলা জ্যাভলিন -এর ওজন কত হবে ?
উত্তর: ৬০০ গ্রাম।
97. হাইজাম্পের ল্যান্ডিং এলাকা কত হবে ?
উত্তর: দৈর্ঘ্য ১০ মিটার প্রস্থ ৩ মিটার হবে ।
98. তিনটি জাম্পিং ইভেন্টের নাম লেখাে ?
উত্তর: হাইজাম্প, লংজাম্প, ট্রিপলজাম্প ।
99. শারীরশিক্ষা কাকে বলে ?
উত্তর: শারীরশিক্ষা কার্যাবলীর মধ্য দিয়ে যে শিক্ষা সমগ্র ব্যক্তি সত্তার উন্নতি ঘটায় তাকেই শারীরশিক্ষা বলে । J. E. William -এর মতে, “ Physical Education is the sum of mans physical activities, selected as to kind and conducted as to out comes."
100. সার্কিট ট্রেনিং কাকে বলে ?
উত্তর: কতকগুলি নির্দিষ্ট ব্যায়াম চক্রাকারে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সংখ্যক পুনরাবৃত্তি অনুসারে সংগঠিত করা হয়, তাকেই সার্কিট ট্রেনিং বা বৃত্তাকার প্রশিক্ষণ বলে ।
101. সার্কিট ট্রেনিং কয় প্রকার ও কি কি ?
উত্তর: তিন প্রকার যথা—
১ ) অবিরাম পদ্ধতি,
২ ) বিরাম পদ্ধতি,
৩ ) পুনরাবৃত্তি পদ্ধতি
102. তৃতীয়শ্রেণির লিভারের একটি উদাহরণ দাও ।
উত্তর: চিমটে তৃতীয়শ্রেণির লিভার ।
103. আধুনিক অলিম্পিক প্রতিযােগিতায় জিমন্যাস্টিক্সে পুরুষরা অন্তর্ভুক্ত হয় কত সালে ?
উত্তর: ১৮৯৬ খ্রিস্টাব্দে গ্রীসের এথেন্সে ।
104. B.A.G.A. কথার সম্পূর্ণ নাম কী ?
উত্তর: British Amateur Gymnastics Association.
105. বৃটিশ অ্যামেচার জিমন্যাস্টিক্স অ্যাসােসিয়েশন গঠিত হয় কত সালে ?
উত্তর: ১৮৮৮ সালে গঠিত হয় ।
106. সংগঠিত জিমন্যাস্টিক্স -এর প্রবক্তার নাম কী ?
উত্তর: সংগঠিত জিমন্যাস্টিকসের প্রবক্তার নাম জন বেসড়াও |
107. জিমন্যাস্টিক্সে পুরুষদের প্রতিযােগিতার বিষয়গুলি কী কী ?
উত্তর: ফ্লোর এক্সারসাইজ, ভল্টিং হর্স, হরাইজন্টাল বার, প্যারালাল বার, রােমান রিংস, পমেল হর্স ।
108. জিমন্যাস্টিক্সে মহিলাদের প্রতিযােগিতার বিষয়গুলি কী কী ?
উত্তর: ফ্লোর এক্সারসাইজ, ভল্টিং হর্স, ব্যালান্সিং বীম, আন-ইভেন বার ।
109. জিমন্যাস্টিক্স প্রতিযােগিতায় বিচারকের সংখ্যা কত ?
উত্তর: একজন প্রধান বিচারক এবং চারজন সহকারী বিচারক থাকে ।
110. আন্তর্জাতিক দলগত জিমন্যাস্টিক্স প্রতিযােগিতায় প্রতি দলে কমপক্ষে কতজন থাকতে হবে ?
উত্তর: ৫ জন ।
111. জিমন্যাস্টিক্স প্রতিযােগিতায় কত বছর বয়স হলে অংশগ্রহণের অনুমতি আইন সম্মত বলে ধরা হয় ?
উত্তর: ১৬ বৎসর বয়স হলে আইন সম্মত হয় ।
112. গােল্ডেন বার্ড মহিলা জিমন্যাস্টকে বলা হয় ?
উত্তর: নাদিয়া কোমানােচিকে গােল্ডেন বার্ড বলা হয় ।
113. ভারত সালে অলিম্পিকে অংশগ্রহণ করে ?
উত্তর: ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে অংশগ্রহণ করে ।
114. ভারতবর্ষে জিমন্যাস্টিক্স ফেডারেশন গঠিত হয় কত সালে ?
উত্তর: ১৯৫১ সালে ।
115. অলিম্পিক প্রতিযােগিতায় জিমন্যাস্টিক্সে অংশগ্রণকারীর সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তর: ১৮ বৎসর । তবে মহিলারা বিশেষ অনুমতি নিয়ে ১৬ বছরে অংশগ্রহণ করতে পারে ।
116. এশিয়ান গেমস -এ সালে জিমন্যাস্টিক্স অন্তর্ভুক্ত হয়েছিল ?
উত্তর: ১৯৭৪ সালে তেহেরান এশিয়ান গেমস এ অন্তর্ভুক্ত হয়েছিল |
117. First Lady of Yoga কাকে বলা হয় ?
উত্তর: ইন্দ্রদেবীকে বলা হয় ।
118. অষ্টাংগ যােগের নাম কী ?
উত্তর: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রতিহার, ধরণা, ধ্যান, সমাধি ।
119. সাঁতার কয় প্রকার ও কী কী ?
উত্তর: সাতার চার প্রকার । যথা - ফ্রি-স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, বাটার ফ্লাই এবং ব্যাক স্ট্রোক ।
120. লিভার কয় প্রকার ও কী কী ?
উত্তর: লিভার তিন প্রকার । যথা— প্রথম শ্রেণির লিভার, দ্বিতীয় শ্রেণির লিভার এবং তৃতীয় শ্রেণির লিভার ।
121. ভরকেন্দ্র কাকে বলে ?
উত্তর: কোনও বস্তুর ওজন সর্বদা যে বিন্দুতে ক্রিয়া করে, তাকেই বস্তুর ভরকেন্দ্র বলা হয় ।
122. ভারসাম্য কাকে বলে ?
উত্তর: বাইরে থেকে বল প্রয়ােগ না করলে স্থির বস্তু স্থির অবস্থায় এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকাকে ভারসাম্য বলে ।
123. ভারকেন্দ্র কাকে বলে ?
উত্তর: প্রত্যেকটি বস্তুর ভারের সামনুপাতিক সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করছে বলে কল্পনা করলে ঐ সমান্তরাল বল সমষ্টির লন্ধি যে বিন্দুতে ক্রিয়া করবে, তাকেই বস্তুটির ভারকেন্দ্র বলে ।
124. যােগাসনকে কয়ভাগে ভাগ করা যায় ?
উত্তর: দুই ভাগে ভাগ করা যায় । যথা ধ্যানাসন ও স্বাস্থ্যসন ।
125. অলিম্পিকের মােটো কী ?
উত্তর: দ্রুততা, উচ্চতা, শক্তি । আমাদের মনে করিয়ে দেয় দৌড়াতে হবে দ্রুত, লাফ দিতে হবে অনেকটা এবং ছুড়তে হবে শক্তি দিয়ে ।
Sitius -দ্রুততা/তুরিয়ান । Altius উচচতা/তুঙ্গিয়ান । Fortius শক্তি/বলিয়ান ।
126. অলিম্পিক অর্ডার কী ?
উত্তর: অলিম্পিক কমিটি খেলাধুলার ক্ষেত্রে সার্বিক অবদানের জন্য স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক দান করে যা অলিম্পিক অভার নামে পরিচিত । ১৯৭৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে । ১৯৮৩ সাল শ্ৰীমতী ইন্দিরা গান্ধী দিল্লি এশিয়াডের সংগঠক হিসেবে প্রথম এই পুরস্কার লাভ করেন |
127. অলিম্পিক কাপ কী ?
উত্তর: অলিম্পিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নয়নের সংগঠনগতভাবে অলিম্পিক কাপ দেওয়া হয় । এই কাপের প্রবর্তন করেন আধুনিক অলিম্পিকের জনক ব্যারণ পিয়ের দ্য কুবারতঁ ।
128. I.O.C. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: ইন্টার ন্যাশানাল অলিম্পিক কমিটি ( International Olympic Committee ) |
129. ২০০৪ সাল পর্যন্ত হকিতে ভারত কতবার স্বর্ণ পদক লাভ করে ?
উত্তর: ৮ বার স্বর্ণ পদক লাভ করেছে ।
130. ফোর্নিয়াস বলতে কী বােঝাে ?
উত্তর: ফোর্নিয়াস বলতে বােঝায় শক্তি ।
131. সাইটিয়াস বলতে কী বােঝাে ?
উত্তর: সাইটিয়াস বলতে বােঝায় দ্রুততা ।
132. অলটিয়াস কথার অর্থ কী ?
উত্তর: অলটিয়াস কথার অর্থ হল উচ্চতা ।
133. এশিয়ান গেমস -এ প্রিন্ট কুইন কাকে বলা হয় ?
উত্তর: পি.টি.উষা -কে প্রিন্ট কুইন বলা হয় ।
134. ২০০২ সালের এশিয়ান গেমস কোথায় হয় ?
উত্তর: দক্ষিণ কোরয়াির বুসান -এ এশিয়ান গেমস্ -এর আসর বসে ।
135. প্রথম সাফ গেমস্ -এর আসর কোথায় বসেছিল ?
উত্তর: নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম সাফ গেমস্ -এর আসর বসে ।
136. ১৯৮৫ সালে দ্বিতীয় সাফ গেমস -এর আসর কোথায় বসে ?
উত্তর: বাংলাদেশের ঢাকায় ।
137. তৃতীয় সাফ গেমস -এর আসর কোথায় বসে ?
উত্তর: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে |
138. ইসলামাবাদে কোন সাফ গেমস -এর আসর বসে ?
উত্তর: চতুর্থ সাফ গেমস্ ।
139. শ্রীলঙ্কার রাজধানী কলম্বােতে কোন সাফ গেমস্ -এর আসর বসেছিল ?
উত্তর: পঞম সাফ গেমস -এর আসর বসেছিল ।
140. ফুটবল বলের ওজন কত ?
উত্তর: ৩৬৯-৪৫৩ গ্রাম ।
141. জাতীয় স্তরে সাধারণত একটি ফুটবল খেলার স্থায়ীত্ব কতক্ষণ ?
উত্তর: ৯০ মিনিট ।
142. বিশ্বকাপ ফুটবল কোথায় প্রথম শুরু হয় ?
উত্তর: উরুগুয়ে ।
143. মহামেডান ক্লাবের প্রতিষ্ঠা কোন বৎসরে হয় ?
উত্তর: ১৮৯১ সালে ।
144. কত সালে ইস্টবেঙ্গাল ক্লাব প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯২০ সালে ।
145. বিশ্বকাপ ফুলবলের আসর কত বছর অন্তর বসে ?
উত্তর: চার বছর অন্তর ।
146. আই. এফ. এ. শীল্ডের খেলা কত সালে শুরু হয় ?
উত্তর: ১৮৯৩ সালে ।
147. সর্বপ্রথম কোন ভারতীয় দল আই. এফ. এ. শীল্ড বিজয়ী হয় ?
উত্তর: মােহনবাগান ক্লাব ।
148. নেহেরু গােল্ড কাপের আসর কত সালে প্রথম বসে ?
উত্তর: ১৯৮২ সালে ।
149. ডুরান্ড কাপ ফুটবল প্রতিযােগিতা কত সালে প্রথম অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৮৮ সালে |
150. সন্তোষ ট্রফির খেলা প্রথম কবে হয় ?
উত্তর: ১৯৪২ সালে ।
151. AIFF -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: All India Football Federation.
152. FIFA -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Federation of International Football Association.
153. I.F.A. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Indian Football Association.
154. ফুটবলের দুটি অভিক্ষার নাম লেখাে ?
উত্তর: ১) ম্যাকডােনাল্ড সকার অভিক্ষা
২) ওয়ারনার সকার কৌশল অভিক্ষা |
155. ক্রিকেট ব্যাটের সর্বাধিক চওড়া কত ?
উত্তর: ৪.২৫ ইঞ্চি ।
156. ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ?
উত্তর: ২২ গজ ।
157. ক্রিকেটে এল.বি.ডব্লু . কী ?
উত্তর: কোনও বল উইকেটে লাগতাে সেই অবস্থায় ব্যাট, হাত বাদ দিয়ে দেহের কোনও অংশ যদি উইকেটের সামনে থাকে এবং বল আঘাত করে তবে ব্যাটসম্যানকে এল.বি.ড. দেওয়া হয়, একেই এল.বি.ড. বলে ।
158. বিশ্বকাপ ক্রিকেট কত সালে, কোথায় শুরু হয় ?
উত্তর: ১৯৭৫ সালে ৭ ই জুন ইংল্যাণ্ডের লর্ডসে ।
159. ক্রিকেট বলের ওজন কত ?
উত্তর: ১৫৫.৯ থেকে ১৬৩ গ্রাম ।
160. ক্রিকেট বলের পরিধি কত ?
উত্তর: ২২.৪ থেকে ২২.৯ সেমি ।
161. মাটি থেকে ক্রিকেটের উইকেটের উচ্চতা কত ?
উত্তর: ২৮ ইঞ্চি ।
162. হকি বলের ওজন কত ?
উত্তর: ১৫৬-১৬৩ গ্রাম ।
163. হকি বলের পরিধি কত ?
উত্তর: ২২.৪০ থেকে ২৩.৫০ সেমি ।
164. হকি খেলায় প্রতি দলে কতজন খেলােয়াড় থাকে ?
উত্তর: ১৬ জন ।
165. একটি হকি টিমে কতজন খেলে ?
উত্তর: ১১ জন ।
166. হকি খেলার সময়সীমা কত ?
উত্তর: ৭০ মিনিট । (৩৫ মিঃ + ৩৫ মিঃ) ।
167. বিশ্বকাপ হকি প্রথম কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর: স্পেনের বার্সিলােনায় ।
168. দ্বিতীয় বিশ্বকাপ হকিতে চ্যাম্পিয়ান দেশের নাম কী ?
উত্তর: ভারত ।
169. বিশ্বকাপ হকি কত বছর অন্তর হয় ?
উত্তর: চার বছর অন্তর হয় ।
170. আধুনিক হকির জনক বা পিতা কাকে বলা হয় ?
উত্তর: এজেল ওয়েস্ট ম্যাকটককে আধুনিক হকির জনক বলা হয় ।
171. ব্যাডমিন্টন মাঠের আয়তন কত ?
উত্তর: দৈর্ঘ্য ১৩.৪০ মিটার, প্রস্থ ৬.১০ মিটার (ডাবল) এবং ৫.১৮ মিটার (সিঙ্গাল) ।
172. ব্যাডমিন্টন মাঠের নেট লাইন থেকে শর্ট সার্ভিস লাইনের দূরত্ব কত ?
উত্তর: ১.৯৮ মিটার ।
173. ব্যাডমিন্টন মাঠের সর্ট সার্ভিস লাইন থেকে লং সার্ভিস লাইনের দূরত্ব কত ?
উত্তর: ৩.৮৮ মিটার ।
174. ব্যাডমিন্টন শাটল (কক) -এর ওজন কত ?
উত্তর: ৪.৭৪ থেকে ৫.৫০ গ্রাম ।
175. F.I.B.A. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Federation of International Basketball Association.
176. N.B.A. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: National Basketball Association.
177. I.B.F. -এর সম্পূর্ণ নাম লেখাে ।
উত্তর: India Basketball Federation.
178. চারটি ইন্ডাের গেমের নাম লেখাে ।
উত্তর: ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, ভলিবল ।
179. বাস্কেটবল খেলায় দুটি অভিক্ষার নাম লেখাে ।
উত্তর: ১) জনসন বাস্কেটবল টেস্ট
২) হ্যারিসন বাস্কেটবল ব্যাটারী ।
180. ভলিবল খেলায় এ্যান্টেনার দৈর্ঘ্য কত ?
উত্তর: ১,৮০ মিটার ।
181. ভলিবলের বায়ুর চাপ কত ?
উত্তর: ৩০০-৩৫০ গ্রাম/সেমি ।
182. ভলিবল খেলায় প্রতি সেটে কটি টাইম আউট নেওয়া যায় ?
উত্তর: বর্তমানে অধিনায়ক ২ টি এবং কোচ ১ টি, মােট ৩ টি ৩০ সেকেন্ডের টাইম আউট নেওয়া যায় ।
183. ভলিবল সর্বাধিক কতবার স্পর্শে বিপরীত কোর্টে পাঠানাে যায় ?
উত্তর: ৩ বার ।
184. মাটি থেকে খাে-খাে পােলের উচ্চতা কত ?
উত্তর: ১.২০ মিটার ।
185. একটি খাে-খাে টিমে কতজন খেলােয়াড় থাকে ?
উত্তর: ১২ জন |
186. খাে-খাে খেলার সময়সীমা কত ?
উত্তর: ৯+৫+৯+৯ বিরতি ৯+৫+৯ = মােট ৫৫ মিনিট ।
187. খাে-খাে খেলায় এড়ােপথ কতগুলি থাকে ?
উত্তর: ৮ টি এড়ােপথ থাকে ।
188. খাে-খাে পােলের ব্যাস কত ?
উত্তর: ৯-১০ সেন্টিমিটার ।
189. খাে-খাে টিমে কতজন মূল খেলায় অংশগ্রহণ করে ?
উত্তর: ৯ জন ।
190. দুইটি দীর্ঘ পাল্লা দৌড়ের নাম লেখাে ।
উত্তর: ১৫০০ মিটার, ম্যারাথন দৌড় ।
191. ম্যারাথন দৌড়ের দূরত্ব কত ?
উত্তর: ২৬ মাইল ৩৮৫ গজ ।
192. আদর্শ ট্র্যাক কাকে বলে ?
উত্তর: ৪০০ মিটার ট্র্যাককে আদর্শ ট্র্যাক বলে ।
193. আদর্শ ট্র্যাকে কটি লেন থাকে ?
উত্তর: ৬ টি লেন থাকে । (কিন্তু আন্তর্জাতিক ট্র্যাকে ৮ টি লেন)
194. আদর্শ ট্র্যাকের কার্ভলাইন এবং স্ট্রেট লাইনের অনুপাত কত ?
উত্তর: ৩ : ২ ।
195. আদর্শ ট্র্যাক বানাতে হলে মাঠের মােট দৈর্ঘ্য ও প্রস্থ কত হওয়া প্রয়ােজন ?
উত্তর: প্রায় ১৭৬.৪০ মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ ৯৬.৪০ মিটার ।
196. কার্ভ ডিসট্যান্স রেডিয়াস বলতে কী বােঝাে ?
উত্তর: বৃত্তের অঙ্কিত ব্যাসার্ধের দৈর্ঘ্যকে বােঝায় ।
197. স্ট্যাগার ডিসট্যান্সের সূত্রটি লেখাে ।
উত্তর: 2 { w( n – 1 ) – 0.1 } এখানে n -হল মােট টিম সংখ্যা । w -হল লেনের প্রস্থ ।
198. লৌহগােলক নিক্ষেপের বৃত্তের ব্যাসার্ধ কত ?
উত্তর: ১.০৬৮ মিটার বৃত্তের ব্যাসার্ধ হবে ।
199. লৌহগােলক নিক্ষেপের বৃত্তের কোণ কত হবে ?
উত্তর: ৩৪.৯২ ডিগ্রী কোণ হয় ।
200. পুরুষদের লৌহাগােলক নিক্ষেপের ওজন কত ?
উত্তর: ৭,২৬০ কেজি ।
201. S.P.E.A. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: State Physical Education Association.
202. S.M.P. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Sports Musium in Patiala.
203. A. H.E.C. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Ad Hok Enquary committee.
204. N.C.C. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: National Cadet Corps.
205. N.E.C -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: National Fitness Corps.
206. C.A.B.P.E.R. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Central Advisary Board of Physical Education and Recreation.
207. A.I.P.T.A. - এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: All India Physical Training Association.
208. Y.M.C.A. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Young Men's Christian Association.
209. Y.W.C.A. -এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Young Women's Christian Association.
210. ভারতে কত সালে V.M.C.A. কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৯২০ Y.M.C.A কলেজ মাদ্রাজে (অধুনা চেন্নাই) -এ প্রতিষ্ঠিত হয় ।
211. চারটি ছন্দযুক্ত ব্যায়াম কী ?
উত্তর: লেজিম, ডাম্বেল, টিপরি এবং ব্রতচারী ।
212. ২০০৮ সালে অলিম্পিকের আসর কোথায় বসে ?
উত্তর: চিনের বেজিং শহরে ।
213. বাংলার এমন একজন এ্যাথলিটের নাম বল যে ২০০৮ সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল ?
উত্তর: সুস্মিতা সিংহরায় (পশ্চিম মেদিনীপুর) ।
214. ২০০৮ সালে অলিম্পিকে স্যুটিং -এ স্বর্ণপদক পেয়েছেন কে ?
উত্তর: অভিনব বিন্দ্রা ।
215. অলিম্পিকে (২০০৮) ভারতে কুস্তিতে দ্বিতীয় পদকটি পান কোন খেলােয়াড় ?
উত্তর: কুস্তিতে তৃতীয় স্থানাধিকারী সুশীল কুমার ( ব্রোঞ্জ ) ।
216. অলিম্পিকে (২০০৮) ভারতে তৃতীয় পদকটি পান কোন খেলােয়াড় ?
উত্তর: বক্সার বিজেন্দার সিং (ব্রোঞ্জ) ।
217. বেজিং অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়েন ১০০, ২০০, ৪ × ১০০ মিটার রিলেতে কোন খেলােয়াড় ?
উত্তর: জামাইকার যুবক উসাইন বােল্ট ।
সুতরাং, দেরি না করে এখনই শারীরশিক্ষার প্রশ্ন ও উত্তর PDF টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
শারিরশিক্ষা এর ভেরান্ত ধারনা গুলি সম্বন্ধে আলোচনা করো স্যার এই question এর answer টা দিলে ভালো হতো
ReplyDelete