Ads Area


রাজ্য পুলিশে স্পেশাল টাস্ক ফোর্সে নিয়োগ // Recruitment Of Special Task Force WB State Police

রাজ্য পুলিশে স্পেশাল টাস্ক ফোর্সে নিয়োগ // Recruitment Of Special Task Force WB State Police

রাজ্য পুলিশে স্পেশাল টাস্ক ফোর্সে নিয়োগ // Recruitment Of Special Task Force WB State Police
রাজ্য পুলিশে স্পেশাল টাস্ক ফোর্সে ১১ কর্মী

পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সাপাের্ট পার্সোনেল, ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে ১১ জন ছেলেমেয়ে নিয়ােগ করা হবে ।

দরখাস্ত পাঠাতে হবে ২৮ জানুয়ারি, ২০২১ এর মধ্যে ।

পদ অনুযায়ী যোগ্যতা :

( ১ ) ডেটা এন্ট্রি অপারেটর : যে কোনাে শাখায় গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে ।

বয়স : ২১ থেকে ৪৫ বছরের মধ্যে ।

শূন্যপদ : ৪।

এককালীন বেতন : প্রতি মাসে ১৩,০০০ টাকা ।

( ২ ) সফটওয়্যার সাপাের্ট পার্সোনেল ( এসএসপি ) : পিজিডিসিএ বা কম্পিউটার সায়েন্সে বি.এসসি বা বিসিএ বা ডােয়েকের এ লেভেল কোর্স পাশ হতে হবে । সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ডিবিএমএস ও ইমপ্লিমেন্টেশন সাপাের্টের কাজে দক্ষ হতে হবে ।

বয়স : ২১ থেকে ৪৫ বছরের মধ্যে ।

শূন্যপদ : ৪।

এককালীন বেতন : প্রতি মাসে ১৮,০০০ টাকা ।

( ৩ ) সফটওয়্যার ডেভেলপার ( এসডি ) : প্রথম শ্রেণির এমসিএ অথবা আইটি / কম্পিউটার সায়েন্সে এম.এসসি বা বি.ই / বি.টেক পাশ হতে হবে ।

বয়স : ২১ থেকে ৪৫ বছরের মধ্যে ।

শূন্যপদ : ২।

এককালীন বেতন : প্রতি মাসে ২৭,০০০ টাকা ।

( ৪ ) সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর : প্রথম শ্রেণির এমসিএ অথবা আইটি / কম্পিউটার সায়েন্সে এম.এসসি বা বি.ই / বি.টেক পাশ হতে হবে । সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়স : ২১ থেকে ৪৫ বছরের মধ্যে ।

শূন্যপদ : ১।

এককালীন বেতন : প্রতি মাসে ২৪,০০০ টাকা ।

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে http://wbpolice.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলােড করা নির্দিষ্ট বয়ানে । দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তােলা পাসপাের্ট মাপের ছরি আঠা দিয়ে লাগাতে হবে । যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির প্রতিলিপি জমা দিতে হবে বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, শিক্ষাগত যােগ্যতার প্রমাণপত্র । নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ডাকযােগে এই ঠিকানায় পাঠাতে হবে— Additional Director General of Police, Special Task Force, West Bengal, Udayachal Tourism Property ( 2nd Floor ), Plot no. 3, DG Block, Sector - II, Salt Lake City, Kolkata 91। খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে । অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন ।

[আরও চাকরির খবর - রাজ্য পুলিশেড্রাইভার নিয়োগ]

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area