GK All Exam In Bengali
Latest Current Affairs Questions And Answers In Bengali
Dear Students,
jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি অতি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ও উত্তর প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিচে কারেন্ট অ্যাফেয়ার্স যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।
১ ) সম্প্রতি ভারতে প্রথম কোথায় ডলফিন স্যানচুয়ারি স্থাপন করা হলাে ?
( ক ) তেলেঙ্গানা
( খ ) বিহার
( গ ) উড়িষ্যা
( ঘ ) কেরালা
২ ) সম্প্রতি ৩১ মে, ২০২০ মারা গেলেন ওয়াজিদ খান, তিনি কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন ?
( ক ) সঙ্গীত পরিচালক
( খ ) নৃত্যশিল্পী
( গ ) ক্রিকেটার
( ঘ ) ফুটবলার
৩ ) সম্প্রতি ভারতের কোন রাজ্য ঘােষণা করলাে ইন্টারনেট আমাদের মৌলিক অধিকার ?
( ক ) মহারাষ্ট্র
( খ ) হরিয়ানা
( গ ) কেরালা
( ঘ ) কর্নাটক
৪ ) সম্প্রতি কোন রাজ্য শুধু পুলিশদের জন্য ' স্পন্দন ' ক্যাম্পেনিং চালু করলাে ?
( ক ) ঝাড়খণ্ড
( খ ) বিহার
( গ ) পশ্চিমবঙ্গ
( ঘ ) ছত্তিশগড়
৫ ) ‘ মাই লাইফ মাই যােগা ’ নামে ভিডিও কনটেস্ট লঞ্চ করলেন কে ?
( ক ) স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
( খ ) রেল মন্ত্রী পীযুষ গােয়েল
( গ ) কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তােমর
( ঘ ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী
৬ ) ভারতের সবথেকে বড়াে 'পিগারি মিশন ( Piggery Mission )' লঞ্চ করলে কোন রাজ্য সরকার ?
( ক ) আসাম
( খ ) মনিপুর
( গ ) নাগাল্যান্ড
( ঘ ) মেঘালয়
৭ ) সম্প্রতি আরব সাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় 'নিসর্গ' -এর নামকরন করেছে কোন দেশ ?
( ক ) নেপাল
( খ ) বাংলাদেশ
( গ ) শ্রীলঙ্কা
( ঘ ) ভারত
৮ ) মাটিতে বসবাসকারী পৃথিবীর সবথেকে প্রাচীনতম প্রাণীর জীবাশ্ম সম্প্রতি কোথায় পাওন্না গেল ?
( ক ) সুইজারল্যান্ড
( খ ) আয়ারল্যান্ড
( গ ) স্কটল্যান্ড
( ঘ ) ইংল্যান্ড
৯ ) ২০২০ সরলা পুরস্কার পাওয়া নৃত্যানন্দ নায়েক, কোন ভাষার কবি ?
( ক ) বাংলা
( খ ) অসমীয়া
( গ ) সাঁওতালী
( ঘ ) উড়িয়া
১০ ) দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে 'ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফ্লিম অ্যান্ড টেলিভিশন আর্টস ( BAFTA )' - এর চেয়ারপার্সন হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হচ্ছেন ?
( ক ) শ্যাম বেনেগাল
( খ ) অমিতাভ বচ্চন
( গ ) কৃষ্ণেন্দু মজুমদার
( ঘ ) শাবানা আজমি
Top 50+ Important Current Affairs Questions And Answers- Click Here |
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com