Top 10 Current Affairs Questions And Answers In Bengali
Dear Students,
jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ও উত্তর প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিচে কারেন্ট অ্যাফেয়ার্স যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।
1 ) জিন কাসটেক্স ( Jean Castex ) সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হলেন ?
( ক ) রাশিয়া
( খ ) গ্রীস
( গ ) ফ্রান্স
( ঘ ) জর্জিয়া
2 ) মিশন বৃক্ষরােপন ২০২০ এই ক্যাম্পেইনটি চালু করলাে কোন রাজ্য ?
( ক ) উত্তরপ্রদেশ
( খ ) আসাম
( গ ) গােয়া
( ঘ ) ত্রিপুরা
3 ) বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে ভারতের স্থান কত ?
( ক ) পঞ্চম
( খ ) ষষ্ঠ
( গ ) সপ্তম
( ঘ ) অষ্টম
4 ) কোন রাজ্য সরকার পর্যটক আকর্ষণের জন্য ইন্তেজার আপ কা ক্যাম্পেইন চালু করলাে ?
( ক ) সিকিম
( খ ) কর্ণাটক
( গ ) মধ্যপ্রদেশ
( ঘ ) আসাম
5 ) সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী কোন রাজ্যে রেওয়া আল্টা মেগা সােলার পাওয়ার প্রােজেক্ট -এর উদ্বোধন করলেন ?
( ক ) কর্ণাটক
( খ ) আসাম
( গ ) উত্তরপ্রদেশ
( ঘ ) মধ্যপ্রদেশ
6 ) সম্প্রতি কোন রাজ্যে চালু করা হল রোকো-টোকো (Roko-Toko) ক্যাম্পেইল ?
( ক ) আসাম
( খ ) মধ্যপ্রদেশ
( গ ) পাঞ্জাব
( ঘ ) মহারাষ্ট্র
7 ) এশিয়া কাপ ২০২১ ক্রিকেট প্রতিযােগিতা কোথায় অনুষ্ঠিত হবে ?
( ক ) ভারত
( খ ) শ্রীলঙ্কা
( গ ) নেপাল
( ঘ ) পাকিস্তান
8 ) বর্তমানে হামােদ বাকায়াকো ( Hamed Bakayoko ) কোন দেশের প্রধানমন্ত্রী হলেন ?
( ক ) ইরান
( খ ) আইভরি কোষ্ট
( গ ) ঘানা
( ঘ ) মালি
9 ) সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর প্রাইভেট সেক্রেটারী নিযুক্ত হলেন কে ?
( ক ) হার্দিক প্যাটেল
( খ ) ঋষি অগ্নিহােত্রী
( গ ) হার্দিক সতীশচন্দ্র শাহ
( ঘ ) অতুল মহাপাত্র
10 ) উত্তরাখণ্ডের কোথায় পবন হনসলামে হেলিকপ্টার সার্ভিস চালু হলাে ?
( ক ) দেরাদুন
( খ ) উত্তরকাশী
( গ ) চামলিং
( ঘ ) পিন্ডারী
Current Affairs Questions Part - 2 Click Here Current Affairs Questions Part - 1 Click Here Top 50+ Important Current Affairs Questions And Answers - Click Here |
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com