Ads Area


রাজ্য পুলিশেড্রাইভার নিয়োগ // WB State Police Driver Recruitment

রাজ্য পুলিশেড্রাইভার নিয়োগ // WB State Police Driver Recruitment

রাজ্য পুলিশেড্রাইভার নিয়োগ // WB State Police Driver Recruitment

রাজ্য পুলিশেড্রাইভার 

পুলিশের ক্রাইম রেকর্ড ব্যুরােতে চুক্তির ভিত্তিতে ৫ জন ড্রাইভার নিয়ােগ করা হবে ।

দরখাস্ত পাঠাতে হবে ২৫ জানুয়ারি, ২০২১ বিকেল সাড়ে ৫ টার মধ্যে ।

শিক্ষাগত অনুযায়ী যােগ্যতা : অষ্টম শ্রেণি পাশ হতে হবে । ৫ বছরের পুরােনাে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ৫ বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়স : ৩১ ডিসেম্বর, ২০২০ অনুযায়ী ৪০ বছরের মধ্যে ।

শূন্যপদ :

এককালীন বেতন : প্রতি মাসে ১১,৫০০ টাকা ।

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে http://wbpolice.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলােড করা নির্দিষ্ট বয়ানে । দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তােলা পাসপাের্ট মাপের ছবি আঠা দিয়ে লাগাতে হবে । যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির প্রতিলিপি জমা দিতে হবে — বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, শিক্ষাগত যােগ্যতার প্রমাণপত্র, ড্রাইভিং লাইসেন্স । নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে- To The Additional Director General of Police, State Crime Records Bureau, West Bengal, Block - DJ Sector II, Salt Lake City, Kolkata - 91। প্রার্থী বাছাই হবে ড্রাইভিং টেস্টের মাধ্যমে । অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন ।

[আরও চাকরির খবর - রাজ্য পুলিশে স্পেশাল টাস্ক ফোর্সে নিয়োগ]

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area