Ads Area


কে কোন পদে আছেন: Who Is In Which Position In Bengali

কে কোন পদে আছেন: Who Is In Which Position In Bengali

কে কোন পদে আছেন : Who Is In Which Position In Bengali
কে কোন পদে আছেন: jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাম্প্রতিক ঘটনা (Recent events) থেকে প্রশ্ন ও উত্তর // কে কোন পদে আছেন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে । তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সাম্প্রতিক ঘটনা (Recent events) থেকে প্রশ্ন ও উত্তর // কে কোন পদে আছেন | নিচে সাম্প্রতিক ঘটনা | Recent events থেকে প্রশ্ন ও উত্তর // কে কোন পদে আছেন যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।



1. ভারতের বর্তমান Chief of defence staff কে ? 

উত্তর : বিপিন রাওয়াত

2. ভারতের বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার কে ?

উত্তর : সুনীল আরোরা 

3. ভারতের নীতি আয়োগ এর CEO  কে ?

উত্তর :  অমিতাভ কান্ত

4. নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে ? 

উত্তর : ড: রাজিব কুমার

5. বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ?

উত্তর :  Arvind Bobde.

6. বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ?

উত্তর : Thottathil B. Nair Radhakrishnan

7. BCCI এর সভাপতি সৌরভ গাঙ্গুলী কত তম ?

উত্তর : 39th

8. রেল বোডের বর্তমান chairman ke ?

 উত্তর :  Kumar Yadav 

9. বর্তমানে নৌবাহিনীর প্রধান কে ? 

উত্তর : Admiral Karambir Singh

10. মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর নাম কি ? 

উত্তর : উদ্ধব ঠাকরে।

11. মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর নাম কি ?

উত্তর : অজিত পাওয়ার।

12. ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর নাম কী ? 

উত্তর : হেমন্ত সোরেন।

13. Comptroller and Auditor General of India (CAG) কে ?

উত্তর : রাজীব মেহেরিসি

14. UPSC এর বর্তমান চেয়ারম্যান কে ? 

উত্তর : অরবিন্দ সাক্সেনা 

15.  Registrar General and Census Commissioner of India কে ?

উত্তর : শ্রী ভিভেক যোশি

16. Central Board of Direct Taxes(CBDT) এট চেয়ারম্যান কে ? 

উত্তর : প্রমোদ চন্দ্র মোদী

18. বর্তমানে ভারতের HRD MINISTER কে ?

উত্তর : Ramesh Pokhriyal

19.  পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার কে ?

উত্তর : বিমান বন্দ্যোপাধ্যায় 

20. পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পীকার কে ?

উত্তর : Haider Aziz Safwi

21. বর্তমানে ভারতে ক্যাবিনেট সেক্রেটারি কে ?

উত্তর : Shri Rajiv Gauba

22. ভারতের অ্যাটর্নি জেনারেল কে ? 

উত্তর : কে কে ভেনুগোপাল 

23. ভারতের সলিসিটর জেনারেল কে ? 

উত্তর : তুষার মেহতা

24. ভারতের চিফ অফ এয়ারস্টাফ কে ?

উত্তর : কুমার শিং

25. ভারতের প্রথম লোকপাল কে ?

উত্তর : পিনাকী চন্দ্র ঘোষ

26. ভারতের বর্তাম বিদেশমন্ত্রী কে ?

উত্তর : এস. জয়শঙ্কর

27. প্রধানমন্ত্রীর Principal Secretary কে ?

উত্তর : পি কে সিনহা

28. বর্তমানে হোম সেক্রেটারি কে ?

উত্তর : অজয় কুমার ভাল্লা

29. বর্তমানে ফিনান্স সেক্রেটারি কে ?

উত্তর : রাজীব কুমার

30. ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর জেনারেল কে ?

উত্তর : রাজীব জৈন

31. পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি ?

উত্তর : জগদিপ ধানকার

32. Lieutenant Governors of Ladakh

উত্তর : R.k.Mathur

33. Lieutenant Governors of J&K

উত্তর : গিরিশ চান্দের মুর্মু

34. SBI এর ডিরেক্টর জেনারেল কে ?

উত্তর : রাজনিস কুমার

35. ফিফার president কে ? 

উত্তর : Gianni Infantino

36. UNO এর  SECRETARY GENERAL কে ?

উত্তর : Antonio Guterres

37. সম্প্রতি Walmart India CEO কাকে নিযুক্ত করা হল ?

উত্তর : সমীর আগরওয়াল

38. সম্প্রতি Nasscom এর নতুন অধ্যক্ষ কে নিযুক্ত হলেন ?

উত্তর : যুবি প্রবীণ রাব

39. সম্প্রতি বিদেশ মন্ত্রালয় এর প্রবক্তা কাকে নিযুক্ত করা হল ?

উত্তর : অনুরাগ শ্রীবাস্তব

40. সম্প্রতি ওড়িষ্যা রাজ্যের হাইকোর্টের উচ্চ ন্যায়াদিশ কাকে নিযুক্ত করা হল ?

উত্তর :  মহম্মদ রফিক

41. বোম্বে হাইকোর্টের উচ্চ ন্যায়াদিশ কাকে নিযুক্ত করা হল ?

উত্তর : জাস্টিস দীপঙ্কর দত্ত

42. জাস্টিস বিশ্বনাথ সমাদ্দার কোন রাজ্যের উচ্চ ন্যায়াদিশ রূপে নিযুক্ত হলেন ?

উত্তর : মেঘালয়

43. গুগল পে ইন্ডিয়ার সলাকার কাকে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর : শিখা শর্মা

44. USA রাষ্ট্রিয় ক্রিকেট টিম এর মুখ্য কোচ কাকে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর : জে অরুণকুমার

45. কাতার দেশে ভারতের পরবর্তী রাজদূত কাকে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর : দীপক মিত্তল

46. FIFA we will win অভিযান এ কোন ভারতীয় কে সামিল করা হয়েছে ?

উত্তর : বাইচুং ভূটিয়া

47. IMMA এর নতুন অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হল ?

উত্তর : রাকেশ শর্মা

48. BWF এর I Am Badminton অভিযান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে ?

উত্তর : পি বি সিন্ধু

49. সম্প্রতি উরি  লেবাইন কোন কোম্পানির স্বতন্র নির্দেশক নিযুক্ত হলেন ?

উত্তর : ইনফোসিস

50. সম্প্রতি BRICS দেশের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব কে করেছে ?

উত্তর : এস জয়শঙ্কর



বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area