পশ্চিমবঙ্গ বিদ্যুৎউন্নয়ন নিগমে ১১৫ কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গ বিদ্যুৎউন্নয়ন নিগমে ১১৫ কর্মী
দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে এজেন্ট, মাইনস ম্যানেজার, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ব্লাস্টিং অফিসার, ওয়েলফেয়ার অফিসার, মেডিক্যাল অফিসার, সার্ভেয়র, ওভারম্যান, মেডিক্যাল অ্যাটেন্ড্যান্ট, সিকিউরিটি সাব ইন্সপেক্টর পদে ১১৫ জন ছেলেমেয়ে নিয়ােগ করা হবে । সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ও ৩ বছরের চুক্তিতে নিয়ােগ করা হবে।
পদ অনুযায়ী যােগ্যতা :
( ১ ) ওভারম্যান : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা / ল্যাটারাল এন্টির মাধ্যমে ডিপ্লোমা পাশ হতে হবে ও ডিজিএমএস সার্টিফায়েড ওভারম্যানের বৈধ সার্টিফিকেট থাকতে হবে । কোল মাইনে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে ।
শূন্যপদ : ৪০ ( জেনাঃ ১১, জেনাঃ ইসি ৭, তঃজাঃ ৬, তঃজাঃ ইসি ২, তঃউঃজাঃ ২, ওবিসি -এ ৩, ওবিসি -এ ইসি ১, ওবিসি - বি ২, ওবিসি - বি ইসি ১, শারীরিক প্রতিবন্ধী ২, দক্ষ খেলােয়াড় ১, প্রাক্তন সমরকর্মী ২ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ৪১,০০০ টাকা ।
( ২ ) অ্যাসিস্ট্যান্ট মাইন ম্যানেজার : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের পূর্ণ সময়ের বি.ই / বি.টেক বা ইন্টিগ্রেটেড এম.টেক বা ডুয়াল ডিগ্রি - বি.টেক এম.টেক প্রােগ্রাম / বি.এসসি - বি.টেক বা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বি.টেক পাশ হতে হবে ও প্রথম বা দ্বিতীয় শ্রেণির মাইনিং ম্যানেজারের সার্টিফিকেট থাকতে হবে । কোল মাইনে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে ।
শূন্যপদ : ৪০ ( জেনাঃ ১৩, জেনাঃ ইসি ৭, তঃজাঃ ৭, তঃজাঃ ইসি ২, তঃউঃজাঃ ২, ওবিসি - এ ৩, ওবিসি - এ ইসি ১, ওবিসি - বি ২, ওবিসি - বি ইসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ২ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ৬৩,০০০ টাকা ।
( ৩ ) সার্ভেয়ার : সার্ভেয়িং ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা / ল্যাটারাল এন্টির মাধ্যমে | ডিপ্লোমা পাশ হতে হবে ও ডিজিএমএস সার্টিফায়েড সার্ভে সার্টিফিকেট থাকতে হবে । কোল মাইনে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, | ২০২১ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে ।
শূন্যপদ : ৯ ( জেনাঃ ৩, জেনাঃ ইসি ১, তঃজাঃ ১, তঃজাঃ ইসি ১, তঃউঃজাঃ ১, ওবিসি - এ ১, ওবিসি - বি ১ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ৪১,০০০ টাকা ।
( ৪ ) এজেন্ট : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের পূর্ণ সময়ের বিই / বি.টেক বাইন্টিগ্রেটেড এম.টেক বা ডুয়াল ডিগ্রি - বি.টেক এম.টেক প্রােগ্রাম / বি.এসসি - বি.টেক বা ল্যাটারাল নাএন্ট্রির মাধ্যমে বি.টেক পাশ হতে হবে । কোল মাইনে ১৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৫২ বছরের মধ্যে ।
শূন্যপদ : ৪ | ( জেনাঃ ১, জেনাঃ ইসি ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ১ , ৫৪,০০০ টাকা ।
( ৫ ) মাইনস ম্যানেজার : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের পূর্ণ সময়ের বিই / বি.টেক বা ইন্টিগ্রেটেড এম.টেক বা ডুয়াল ডিগ্রি - বি.টেক এম.টেক প্রােগ্রাম / বি.এসসি - বি.টেক বা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বি.টেক পাশ হতে হবে ও প্রথম শ্রেণির মাইনিং ম্যানেজারের সার্টিফিকেট থাকতে হবে । কোল মাইনে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৪০ বছরের মধ্যে ।
শূন্যপদ : ২ ( জেনাঃ ১ , তঃ জাঃ ১ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ৮২,০০০ টাকা ।
( ৬ ) সেফটি অফিসার : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের পূর্ণ সময়ের বি.ই / বি.টেক বা | ইন্টিগ্রেটেড এম.টেক বা ডুয়াল ডিগ্রি : - বি.টেক এম.টেক পােগ্রাম / বি.এসসি - বি.টেক বা । ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বি.টেক পাশ হতে হবে ও প্রথম শ্রেণির মাইনিং ম্যানেজারের সার্টিফিকেট থাকতে হবে । কোল মাইনে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে ।
শূন্যপদ : ২ ( জেনাঃ ১, তঃ জাঃ ১ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ৬৩,০০০ টাকা ।
( ৭ ) ব্লাস্টিং অফিসার : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের পূর্ণ সময়ের বি.ই / বি.টেক বা ইন্টিগ্রেটেড এম.টেক বা ডুয়াল ডিগ্রি – বি.টেক এম.টেক প্রােগ্রাম / বি.এসসি - বি.টেক বা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বি.টেক পাশ হতে হবে ও প্রথম বা দ্বিতীয় শ্রেণির মাইনিং । ম্যানেজারের সার্টিফিকেট থাকতে হবে । কোল মাইনে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে ।
শূন্যপদ : ২ ( জেনাঃ ১, তঃজাঃ ১ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ৬৩,০০০ টাকা ।
( ৮ ) ওয়েলফেয়ার অফিসার :
( ক ) পার্সোনেল ম্যানেজমেন্ট / আইআর / এইচআর পেপারে স্পেশালাইজেশন সহ ২ বছরের পােস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা / এমবিএ /এমএইচআরএম পাশ হতে হবে ও মাইন অফিসার / ওয়েলফেয়ার অফিসার পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে । অথবা
( খ ) গ্র্যাজুয়েট সহ সােশ্যাল সায়েন্স / লেবার ওয়েলফেয়ারে ডিপ্লোমা পাশ হতে হবে ও মাইন অফিসার / ওয়েলফেয়ার অফিসার পদে ১৫ বছর কাজের | অভিজ্ঞতা থাকতে হবে । বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি , ২০২১ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে ।
শূন্যপদ : ৩ ( জেনাঃ ১, জেনাঃ ইসি ১, তঃজাঃ ১ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ৬৩,০০০ টাকা ।
( ৯ ) মেডিক্যাল অফিসার : এমবিবিএস পাশ হতে হবে ও এমসিআই / স্টেট মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে । কোল মাইনে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে ।
শূন্যপদ : ২ ( জেনাঃ ১, তঃজাঃ ১ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ৬৩,০০০ টাকা ।
( ১০ ) মেডিক্যাল অ্যাটেন্ড্যান্ট : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর জিএনএম ডিপ্লোমা পাশ হতে হবে ও নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে । ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে । শূন্যপদ : ৪ ( জেনাঃ ১, জেনাঃ ইসি ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ৪১,০০০ টাকা ।
( ১১ ) সিকিউরিটি সাব ইন্সপেক্টর : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবিতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে ।
শূন্যপদ : ৫ ( জেনাঃ ২, জেনাঃ ইসি ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১ ) ।
এককালীন বেতন : প্রতি মাসে ২৭,০০০ টাকা ।
সিকিউরিটি সাব ইন্সপেক্টর পদ বাদে বাকি সব পদের বেলায় ওবিসি - এনসিএল প্রার্থীরা ৩ বছর , তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন । শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর ।
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.wbpdcl.co.in ওয়েবসাইট থেকে ডাউনলােড করা নির্দিষ্ট বয়ানে । দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তােলা পাসপাের্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে । যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের মূলকপি সহ স্বপ্রত্যয়িত প্রতিলিপি ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে । এজেন্ট / মাইনস ম্যানেজার / ওয়েলফেয়ার অফিসার পদের ইন্টারভিউ হবে ২৫ ফেব্রুয়ারি, ২০২১ । অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার / মেডিকাল অফিসার / মেডিকাল অ্যাটেন্ড্যান্ট / সিকিউরিটি সাব ইন্সপেক্টর পদের ইন্টারভিউ হবে ২৬ ফেব্রুয়ারি, ২০২১ । ওভারম্যান / সার্ভেয়র / সেফটি অফিসার / ব্লটিং অফিসার পদের ইন্টারভিউ হবে ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ।
ইন্টারভিউ হবে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো পর্যন্ত এই ঠিকানায় বিদ্যুৎ উন্নয়ন ভবন - কর্পোরেট অফিস - ডব্লুবিপিডিসিএল, ব্লক - এলএ, প্লট নং -৩ / সি, সেক্টর- III, বিধাননগর, কলকাতা ৭০০ ১০৬ । অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ।