রাজ্যের স্বাস্থ্য বিভাগে ৬,১১৪ স্টাফ নার্স নিয়ােগ
রাজ্যের স্বাস্থ্য বিভাগে ৬,১১৪ স্টাফ নার্স নিয়ােগ
রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে স্টাফ নার্স, গ্রেড টু পদে ৬,১১৪ জন ছেলেমেয়ে নিয়ােগ হবে । প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বাের্ড । দরখাস্ত করতে হবে অনলাইনে ১৭ থেকে ২৬ মার্চ, ২০২১ রাত ৮ টার মধ্যে ।
শিক্ষাগত যােগ্যতা : জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি / বেসিক বি.এসসি ( নার্সিং ) / পােস্ট বেসিক বি.এসসি ( নার্সিং ) পাশ হতে হবে । ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে । বাংলা / নেপালি ভাষায় লিখতে ও পড়তে জানা চাই । বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ -এর হিসেবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে ।
শূন্যপদের বিন্যাস : জিএনএম : মহিলা ৩,৫৭৭ ( জেনাঃ ১১০৮, তঃজাঃ ১২৫৫, তঃউঃজাঃ ওবিসি -এ ৬৬৮, ওবিসি - বি ১৭০, শারীরিক প্রতিবন্ধী ১৩ ) । পুরুষ ৩৯৭ জেনাঃ ১২৪, তঃজাঃ ১৪০, তঃউঃজাঃ ৪০, ওবিসি - এ ৭৪, ওবিসি - বি ১৮, শারীরিক প্রতিবন্ধী ১ ) ।
বেসিক বি.এসসি নার্সিং : মহিলা ২,০৩২ ( জেনাঃ ৬৩৩, তঃজাঃ ৭১১, তঃউঃজাঃ ২০৬, ওবিসি -এ ৩৭৮, ওবিসি - বি ৯৬, শারীরিক প্রতিবন্ধী ৮ ) । পােস্ট বেসিক বি.এসসি নার্সিং : মহিলা ১০৮ ( জেনাঃ ৩০, তঃজাঃ ৪০, তঃউঃজাঃ ১২, ওবিসি - এ ২১, ওবিসি - বি ৫ ) ।
বেতনক্রম : ২৯,৮০০ টাকা ও অন্যান্য ভাতা ।
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটে । এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মােবাইল নম্বর থাকতে হবে । দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তােলা পাসপাের্ট মাপের রঙিন ছবি, সই, উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও ফার্মাসিস্ট ক্যাটাগরি -এ রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্ক্যান করে আপলােড করতে হবে । দরখাস্তের ফি ১৬০ টাকা অনলাইনে জমা দিতে হবে । গভঃ রিসিপ্ট পাের্টাল সিস্টেম ( GRPS ) -এর মাধ্যমে Govt. of West Bengal at Govt. Receipt Head of Account 0051-00-104-002-16 । তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনাে ফি দিতে হবে না ।
প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউযের মাধ্যমে । প্রার্থী বাছাই হবে মােট ১০০ নম্বর -এর হিসেবে এইভাবে – শিক্ষাগত যােগ্যতার জন্য ৪০ নম্বর, অতিরিক্ত ২ নম্বর করে যােগ হবে ৫১ নম্বর থেকে ৫৫ নম্বর ও তার বেশি প্রাপ্ত নম্বরের উপরে মােট ২০ নম্বর, কাজের অভিজ্ঞতার উপর মােট ২৫ নম্বর ও সবশেষে ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর । অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট ।