Ads Area


MCQ Question Answer Environmental Science Pdf In Bengali || পরিবেশ বিজ্ঞান MCQ Pdf Download

MCQ Question Answer Environmental Science Pdf In Bengali || পরিবেশ বিজ্ঞান MCQ Pdf Download

Dear Students,

jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর Pdf. নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর Pdf টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন । এই কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

পরিবেশ বিজ্ঞান MCQ Pdf Download

1. নিম্নলিখিত ব্যাকটেরিয়াগুলির মধ্যে কোনটি বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে ?

(১) নাইট্রাকক্কাস

(২) নাইট্রোব্যাকটর

(৩) অ্যাজোটোব্যাকটর


2. মুক্তভাবে জলে ভাসমান আণুবীক্ষনিক জীবদের বলা হয় কী ?

(১) নেকট

(২) প্ল্যাঙ্কটন

(৩) পেরিফাইটন


3. ভােপাল গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী রাসায়নিকটি হল কী ?

(১) মিথাইল আইসােসায়ানাইড

(২) মিথাইল আইসােসায়ানেট

(৩) ক্লোরােফ্লুরােকার্বন


4. নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয় ?

(১) ক্রোমিয়াম

(২) মাগনেসিয়াম

(৩) মলিবডেনাম


5. চিপকো আন্দোলন বাস্তুতন্ত্র রক্ষার পথিকৃৎ এবং তা ঘটেছিল ______ ?

(১) কুমায়ুন অঞ্চলে

(২) হিমাচল অঞ্চলে

(৩) তেহরি-গাবােয়াল অঞ্চলে


6. সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সংগঠক হল ?

(১) মেধা পাটেকর

(২) সুন্দরলাল বহুগুনা

(৩) কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ


7. নিম্নলিখিত কোন অঙ্গ সিলিকোসিস রােগের দ্বারা আক্রান্ত হয় ?

(১) হৃদপিণ্ড

(২) ফুসফুস

(৩) মস্তিষ্ক


8. লােটিক জলের উদাহরণ হল

(১) লেকের জল

(২) নদীবাহিত জল

(৩) সমুদ্রের জল


9. অ্যাক্টিভেটেড স্লজ পদ্ধতিটি যুক্ত আছে -

(১) বায়ুশােধন পদ্ধতির সঙ্গে

(২) জলশােধন পদ্ধতির সঙ্গে

(৩) কঠিন বর্জশাধন পদ্ধতির সঙ্গে 


10. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অম্ল বৃষ্টির সঙ্গে যুক্ত নয় ?

(১) কার্বন মনােঅক্সাইড

(২) সালফার ডাইঅক্সাইড

(৩) নাইট্রোজেন অক্সাইডসমূহ


11. বাতাসের SMP মাপতে ব্যবহার করা হয়

(১) হাই ভলিউম স্যাম্পলার

(২) হাইগ্রোমিটার

(৩) ব্যারােমিটার


12. ‘ সিসমােগ্রাফ ’ নিম্নলিখিত কোনটির তীব্রতা মাপার জন্য ব্যবহৃত হয় ?

(১) সমুদ্রের ঢেউ

(২) সাইক্লোন

(৩) ভূমিকম্প


13. সালােকসংশ্লেষ নিম্নলিখিত কোন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ?

( ১ ) কার্বন চক্র

( ২ ) নাইট্রোজেন চক্র

(৩) সালফার চক্র


14. নিম্নলিখিত রােগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয় ?

(১) চিকেন পক্স

(২) যক্ষ্মা

(৩) কুষ্ঠ


15. স্যান্ডফ্লাই নিম্নলিখিত কোন রােগের জন্য দায়ী ?

(১) প্লেগ

(২) আমাশয়

(৩) কালাজ্বর


16. ইটাই-ইটাই রােগের জন্য নিম্নলিখিত কোন মৌল দায়ী ?

(১) পারদ

(২) আর্সেনিক

(৩) ক্যাডমিয়াম


17. কোন দেশের ভৌগােলিক এলাকার কত অংশ বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত হলে ভাল হয় ?

(১) ২৩ %

(২) ৩৩ %

(৩) ১৩ %


18. নিম্নলিখিতগুলির মধ্যে কোটির পরিমাণ হ্রাস করার উদ্দেশ্যে ‘ মনট্রিল ’ প্রােটোকল হয়েছিল ?

(১) গ্রিন হাউস গ্যাস

(২) ওজোন স্তরে ক্ষতিসাধনকারী রাসায়নিক

(৩) ভাসমান বস্তুকণা


19. এল নিনাের জন্য দায়ী ?

(১) সমুদ্রের শীতল প্রবাহ

(২) সমুদ্রের উষ্ণ প্রবাহ

(৩) সুনামি


20. কোনটি ভারতে পাওয়া যায় না ?

(১) সিংহ

(২) লেপার্ড

(৩) চিতা


21. প্রাকৃতিক খাদক, পরজীবী, প্যাথােজেনের সাহায্যে পেস্ট প্রজাতির নিয়ন্ত্রণকে বলা হয়-

(১) জৈবিক পেস্ট নিয়ন্ত্রণ

(২) সুসংহত পেস্ট নিয়ন্ত্রণ

(৩) রাসায়নিক পেস্ট নিয়ন্ত্রণ


22. জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত

(১) উত্তরপ্রদেশ

(২) উত্তরাখণ্ডে

(৩) মধ্যপ্রদেশে


23. নিম্নলিখিত কোনটি অরগ্যানােক্লোরিন যৌগ নয় ?

(১) এলড্রিন

(২) ব্রাইন

(৩) হেক্সাক্লোরােবেনজিন

সুতরাং, দেরি না করে এখনই পরিবেশ বিজ্ঞান Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন

File Details :

File Name- পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর [জীবিকা দিশারি]

File Format- pdf

Quality- High

File Size- 490kb

File page- 5

File Location- Google Drive

Download Link : CLICK HERE TO DOWNLOAD


MORE PDF

DOWNLOAD LINK

পরিবেশ বিদ্যার ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর 

Click Here

বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান || General Knowledge || বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ || General Knowledge || নিয়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন। তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area