MCQ Questions And Answers Current Affairs In Bengali part-9
Dear Students,
jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি অতি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিচে কারেন্ট অ্যাফেয়ার্স যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন ।
1 ) কোন মাসকে বক্ষ ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয় ?
( ক ) আগস্ট
( খ ) সেপ্টেম্বর
( গ ) অক্টোবর
( ঘ ) নভেম্বর
2 ) সম্প্রতি কী নামে ইন্ডিয়ান কোস্ট গার্ডের পেট্রোলচালিত জাহাজটি কলকাতা থেকে যাত্রা শুরু করলাে ?
( ক ) ইন্দিরা
( খ ) কাদম্বরী
( গ ) সংকল্প
( ঘ ) কনকলতা বড়ুয়া
3 ) সম্প্রতি প্রয়াত রামবিলাস পাসােয়ান কোন বিষয়ক মন্ত্রকের মন্ত্রী ছিলেন ?
( ক ) গ্রাহক বিষয়ক
( খ ) তথ্য সম্প্রচার
( গ ) স্বাস্থ্য বিষয়ক
( ঘ ) নারী ও শিশু কল্যাণ
4 ) সম্প্রতি ' Aava Murto ' ১ দিনের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন ?
( ক ) বার্বাভােস
( খ ) ফিনল্যান্ড
( গ ) সুইজারল্যান্ড
( ঘ ) জার্মানী
5 ) ভারতে প্রথম শিক্ষাবিভাগকে সম্পূর্ণ ডিজিটাল করলাে কোন রাজ্য ?
( ক ) মহারাষ্ট্র
( খ ) কর্নাটক
( গ ) কেরালা
( ঘ ) দিল্লি
6 ) সম্প্রতি প্রয়াত কার্লটন চ্যাপম্যান কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
( ক ) ফুটবল
( খ ) ক্রিকেট
( গ ) হকি
( ঘ ) কবাডি
7 ) ইন্ডিয়ান আর্মির সঙ্গে ' সুরক্ষা কবচ ' নামে সন্ত্রাসবিরােধী অনুশীলনের আয়ােজন করলাে কোন রাজ্যের পুলিশ ?
( ক ) পশ্চিমবঙ্গ
( খ ) মহারাষ্ট্র
( গ ) জম্মু-কাশ্মীর
( ঘ ) তামিলনাড়ু
8 ) সম্প্রতি প্রয়াত ভানু আথাইয়া, প্রথম ভারতীয় হিসেবে কোন পুরস্কার পেয়েছিলেন ?
( ক ) অ্যাবেল
( খ ) নােবেল
( গ ) অস্কার
( ঘ ) রামন ম্যাগসেসে
9 ) রাজ্যের প্রতিটি পুলিশ স্টেশনে ‘ ওপেন হেল্প ডেস্ক ’ -এর প্রতিষ্ঠা করলাে কোন রাজ্য ?
( ক ) উত্তরপ্রদেশ
( খ ) গুজরাট
( গ ) পশ্চিমবঙ্গ
( ঘ ) মহারাষ্ট্র
10 ) ইউনেস্কো -তে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কে ?
( ক ) বিশাল শর্মা
( খ ) সুধীর ব্যানার্জী
( গ ) অশ্বিনী কুমার
( ঘ ) আশীষ ভাটিয়া
Current Affairs Questions Part - 8 Click Here Current Affairs Questions Part - 7 Click Here Current Affairs Questions Part - 6 Click Here Current Affairs Questions Part - 5 Click Here Current Affairs Questions Part - 4 Click Here Current Affairs Questions Part - 3 Click Here Current Affairs Questions Part - 2 Click Here Current Affairs Questions Part - 1 Click Here Top 50+ Important Current Affairs Questions And Answers - Click Here |