General Insurance Corporation 44 officers Notification, Online Apply || জেনারেল ইনশিওরেন্স কর্পোরেশনে ৪৪ অফিসার
জেনারেল ইনশিওরেন্স কর্পোরেশনে ৪৪ অফিসার
জেনারেল ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ফিনান্স-চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, জেনারেল, লিগ্যাল, ইস্যুরেন্স শাখায় 'স্কেল-ওয়ান অফিসার' পদে ৪৪ জন ছেলেমেয়ে নিয়ােগ করবে ( জেনাঃ ১৮, তঃ জাঃ ৫, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩ ) ।
বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২১ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ( ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন ) ।
দরখাস্ত করতে হবে অনলাইনে ২৯ মার্চ, ২০২১ এর মধ্যে ।
শাখা অনুযায়ী যােগ্যতা :
( ১ ) জেনারেল : কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০ % নম্বরসহ ( তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ % নম্বর ) যেকোন শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ।
শূন্যপদ ১৫ ।
( ২ ) ইস্যুরেন্স : কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০ % নম্বর সহ ( তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ % নম্বর ) যেকোন শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও জেনারেল ইন্স্যুরেন্স / রিস্ক ম্যানেজমেন্ট / লাইফ ইন্স্যুরেন্স / এফআইআইআই | এফসিআইআই শাখায় পােস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে ।
শূন্যপদ ১০ ।
( ৩ ) লিগ্যাল : কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০ % নম্বর সহ ( তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ % নম্বর ) আইন বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে । মাস্টার ডিগ্রি বা অভিজ্ঞতা থাকলে ভালাে হয় ।
শূন্যপদ ৪ ।
( ৪ ) ফিন্যান্স-চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট : কমপক্ষে ৬০ % নম্বর সহ ( তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ % নম্বর ) গ্র্যাজুয়েট ও চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার ফাইনাল পরীক্ষা পাশ হতে হবে ।
শূন্যপদ ১৫ |
বেতনক্রম : ৩২,৭৯৫ টাকা থেকে ৬২,৩১৫ টাকা ও অন্যান্য ভাতা । চাকরির শুরুতে সব মিলিয়ে বেতন পাওয়া যাবে ৬৫,০০০ টাকা ।
আবদেন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://gicofindia.in ওয়েবসাইটে । অনলাইনে আবেদন করার আগে প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও ফোন নং থাকতে হবে । প্রার্থীর পাসপাের্ট মাপের ছবি ( আয়তন ২০০ X ২৩০ পিক্সেল, মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে ) ও সাদা কাগজে কালাে কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে যার আয়তন ১৪০ X ৬০ পিক্সেল, মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে, স্ক্যানার রেজুলিউশন ২০০ ডিপিআই যা কম্পিউটারে আপলােড করে রাখতে হবে ।
অবেদনের ফি ৮৫০ টাকা ( জিএসটি চার্জ অতিরিক্ত ) অনলাইনে জমা দিতে হবে । তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনাে ফি দিতে হবে না । আবেদনপত্র পূরণ করার পর সাবমিট করলেই কম্পিউটার জেনারেটেড ই-রিসিট, রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড পাওয়া যাবে, যার প্রিন্ট নিয়ে নেবেন । পরীক্ষার কললেটার ডাউনলােড করতে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডটির প্রয়ােজন হবে । প্রিলিমিনারি পরীক্ষার কললেটার ডাউনলােড করতে হবে পরীক্ষার ১০ দিন আগে থেকে । অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ মে , ২০২১ ।
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে অনলাইনে ১৫০ নম্বরের অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নপত্রে । সময় পাওয়া যাবে আড়াই ঘণ্টা । স্পেশালিস্ট অফিসার পদের পরীক্ষা হবে এই সব বিষয়ে -
পার্ট এ : সংশ্লিষ্ট বিষয়ের উপর টেকনিক্যাল ও প্রফেশনাল নলেজ টেস্ট ( ৪০ টি প্রশ্ন, ৪০ নম্বর ) ।
পার্টবি : রিজনিং ( ২০ টি প্রশ্ন, ২০ নম্বর ), ইংলিশ ল্যাঙ্গুয়েজ ( ২৫ টি প্রশ্ন, ২৫ নম্বর ), জেনারেল অ্যাওয়ারনেস ( ২০ টি প্রশ্ন, ২০ নম্বর ), নিউমেরিক্যাল এবিলিটি অ্যান্ড কম্পিউটার লিটারেসি ( ১৫ টি প্রশ্ন, ১৫ নম্বর ) ।
পার্ট সি ( ডেসক্রিপটিভ ) : ইংরেজি ভাষায় এসে, প্রেসি ও কম্প্রিহেনশন - এর উপর পরীক্ষা হবে ( ৩ টি প্রশ্ন, ৩০ নম্বর ) । জেনারেল স্ট্রিম শাখার অফিসার পদের পরীক্ষা হবে এইসব বিষয়ে – পার্ট এ : হায়ার অর্ডার রিজনিং এবিলিটি / ক্রিটিক্যাল থিঙ্কিং ( ৪০ টি প্রশ্ন, ৪০ নম্বর ) ।
পার্ট বি : রিজনিং ( ২০ টি প্রশ্ন, ২০ নম্বর ), ইংলিশ ল্যাঙ্গুয়েজ ( ২৫ টি প্রশ্ন, ২৫ নম্বর ), জেনারেল অ্যাওয়ারনেস ( ২০ টি প্রশ্ন, ২০ নম্বর ), নিউমেরিক্যাল এবিলিটি অ্যান্ড কম্পিউটার এবিলিটি ( ১৫ টি প্রশ্ন, ১৫ নম্বর ) ।
পার্ট সি ( ডেসক্রিপটিভ ) : ইংরেজি ভাষায় এসে, প্রেসি ও হিন্দি ও কম্প্রিহেনশন -এর উপর পরীক্ষা হবে ( ৩ টি প্রশ্ন, ৩০ নম্বর ) ।
পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হল –কলকাতা / বৃহত্তর কলকাতা, হুগলি, আসানসােল, শিলিগুড়ি ।
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট ।
বিঃ দ্রঃ- নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের প্রবেশন পিরিয়ডে নিয়ােগ হবে । সংস্থার প্রয়ােজনে যা আরাে ১ বছর পর্যন্ত বাড়ানাে হতে পারে । প্রবেশন পিরিয়ডে ইনশিওরেন্স ইনস্টিটিউট অফইন্ডিয়া পরিচালিত লাইসেনশিয়েট পরীক্ষায় পাশ হতে হবে । এই পরীক্ষায় সফল হলেই চাকরি নিশ্চিত হবে ।
আরও চাকরির খবর পড়ুন- দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে ১৮০৯ কর্মী নিয়ােগ