স্বাধীন ভারতের সংবিধান গুরুত্বপূর্ণ তথ্য় || The Constitution of Independent India Is Important Information In Bengali
➤ ১৯৪৬ খ্রিষ্টাব্দে গণপরিষদে প্রথম অধিবেশন বসে ।
➤ ১৯৪৯ খ্রিষ্টাব্দে ২৬ নভেম্বর ভারতের নতুন সংবিধান গণপরিষদে গৃহীত হয় ।
➤ ১৯৫০ খ্রিষ্টাব্দে ২৬ জানুয়ারী স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় ।
➤ গণপরিষদের প্রথম সভাপতি ড. রাজেন্দ্র প্রসাদ ।
➤ ভারতীয় গণপরিষদের শেষ অধিবেশন ১৯৫০ খ্রিষ্টাব্দে ২৬ জানুঃ ।
➤ প্রদেশের সর্বোচ্চ শাসক রাজ্যপাল ।
➤ ডা. বি. আর. আম্বেদকরের নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয় ।
➤ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডা. রাজেন্দ্র প্রসাদ ।
➤ রাজ্যের প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী ।
➤ রাজ্য আইনসভা বিধানসভা নামে পরিচিত ।
➤ বর্তমান ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি ।
➤ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডা. সর্বপল্লী রাধাকৃষ্নণ ।
➤ রাজ্য বিচার বিভাগের প্রধান আদালত হাইকোর্ট ।
➤ স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম লালবাহাদুর শাস্ত্রী ।
➤ রাজ্য আইনসভা নিম্নকক্ষের নাম বিধানসভা ।
➤ ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা ।
➤ ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম লােকসভা ।
➤ রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ।
➤ বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রে ২৮ টি অঙ্গরাজ্য আছে ।
➤ লােকসভায় সভাপতিত্ব করেন স্পিকার ।
➤ রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ােগ করেন ।
➤ ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিমকোর্ট ।
➤ ভারতের সুপ্রিমকোর্ট নয়াদিল্লিতে অবস্থিত ।
➤ বর্তমানে ভারতে ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে ।
➤ অঙ্গরাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন ।
➤ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ােগ করেন রাষ্ট্রপতি ।
➤ দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ ।
সুতরাং, দেরি না করে এখনই স্বাধীন ভারতের সংবিধান গুরুত্বপূর্ণ তথ্য়র তালিকা Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
আরও পড়ুন- ভারতের সংবিধান প্রশ্ন ও উওর
File Details :
File Name- স্বাধীন ভারতের সংবিধান গুরুত্বপূর্ণ তথ্য়র তালিকা [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 935 KB
File page- 1
File Location- Google Drive
Download Link: CLICK HERE TO DOWNLOAD
আরও পড়ুন- সংবিধানে উল্লেখিত বিভিন্ন পদাধিকারীদের নির্বাচিত হওয়ার বয়স
বর্তমানে WBCS, UPSC, SCHOOL SERVICE COMMISSION, STAFF SELECTION COMISSION, RAIL, POLICE, BANK ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান | General Knowledge বিষয় থেকে বেশ কিছু সংখ্যক করে প্রশ্ন এসেই থাকে |
সে কথা মাথায় রেখেই, www.jibikadisari.com ওয়েব সাইটটি সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য উপযুক্ত জেনারেল নলেজ | General Knowledge নিয়ে এসেছে আপনাদের কাছে |
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ // জিকে // General Knowledge পার্ট এর সঠিক প্রস্তুতি নিতে চলেছেন | তা হলে সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.jibikadisari.com
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।