বিঞ্জানের বিভিন্ন শব্দের প্রবক্তা |
jibikadisari.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি বিঞ্জানের বিভিন্ন শব্দের প্রবক্তা Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি বিঞ্জানের বিভিন্ন শব্দের প্রবক্তা Pdf. নিচে কয়েকটি বিঞ্জানের বিভিন্ন শব্দের প্রবক্তা তালিকা টি যত্নসহকারে পড়ুন বা মুখস্ত করুন ও চাকুরী পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন । এই কয়েকটি বিঞ্জানের বিভিন্ন শব্দের প্রবক্তা Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
All competitive exam General Knowledge in Bengali
বিঞ্জানের বিভিন্ন শব্দের প্রবক্তা
➯ অ্যালিলোম- বেটসন (Bateson)
➯ অ্যালগী- লিন্নেয়াস (Linnaeus)
➯ অ্যানাফেজ- স্ট্রাসবার্জার (Strasburger)
➯ অ্যানিলিডা- ল্যামার্ক (Lamark)
➯ অ্যান্টিবায়োটিক- ওয়াকম্যান (Waksman)
➯ আর্থোপোড়া- ভন সিবোল্ড (Von Seibold)
➯ অক্সিন- এফ. ড. ওয়েন্ট (E.W. Went)
➯ ব্যাকটেরিওফাজ- টোর্ট ডি হেরেল্লি (Twort de Herelle)
➯ বায়োলজী- ল্যামার্ক (Lamark) এবং ট্রেরিরেনাস (Treriranus)
➯ বায়োপ্লাস্ট- অল্টম্যান (Altman)
➯ বোটানী- ল্যামার্ক (Lamark)
➯ ব্রায়োফ্রাইটা- ব্রন (Braun)
➯ ক্যারোটিন- ম্যাকেনরোডার (Mackenroder)
➯ সেল/কোশ- রবার্ট হুক (Robert Hooke)
➯ সেন্ট্রিওল- ভ্যান বেনেডেন (Van Beneden)
➯ কায়াজমা- মার্গান (Margan)
➯ ক্লোরোপ্লাস্ট- স্কিমপার (Schimper)
➯ ক্লোরোফিল- পিলেটার (Pelletier) এবং ক্যাভেন্তু (Caventou)
➯ ক্রোমাটিন- ডব্লু . ফ্লেমিং (W. Flemming)
➯ ক্রোমোজোম- ওয়াল্ডেয়ার (Waldayer)
➯ ক্লাস/শ্রেণি- লিনেয়াস (Linnaeus)
➯ ক্রসিংওভার- মর্গান (Morgan)
➯ সাইটোকাইনিন- লেথাম (Letham)
➯ সাইটোপ্লাজন- কলিকার (Kolliker)
➯ D.P.D- মেয়ের (Meyer)
➯ ইকোলজী- আর্নার (Arner), হেকেল (Haeckel)
➯ ইকোসিস্টেম- টান্সলে (Tansley)
➯ এনজাইম- কুহনে (Kuhne)
➯ আর্গাস্টোপ্লাজম- গারনিয়ার (Garnier)
➯ ইউজেনিক- গ্যাল্টন (Galton)
➯ ইভোলিউশন- স্পেন্সার (Spencer)
➯ ফ্লোটিং রেসপিরেশন- ব্ল্যাকম্যান (Blackman)
➯ ফ্লোরিজেন- কাজলাচ্ছন (Cajlachjan)
➯ ফসিল- ল্যামার্ক (Lamarck)
➯ ফানগাই- বউহিন (Bauhin)
➯ জিন- জোহানসেন (Johansen)
➯ জেনেরা- জন রে (John ray)
➯ জেনেটিক্স- বেটসন (Bateson)
➯ জিব্বেরেল্লিন- জবুটা (Yabuta) এবং সুমিকি (Sumiki)
➯ গলগিবডি- কামিল্লো গলগি (Camillo Golgi)
➯ জিম্নেস্পার্ম- জিম্নোস্পার্ম (Theophrastus)
➯ হেটেরোজাইগাস- বেটসন (Bateson)
➯ হিস্টোলজী- মেয়ের (Meyer)
➯ হোমিওস্ট্যাসিস- ওয়াল্টার ক্যানন (Walter Cannon)
➯ হরমোন- স্টারলিং (Starling)
➯ ইমিউনোগ্লোবিউলিন- হারমেন্স (Herimens)
➯ লাইসোজোম- ক্রিশ্চিয়ান ডে দুবে (Christian de Duve)
➯ লাইসোএনজাইম- এ ফ্লেমিং (A Flemming)
➯ মিওসিস- ফার্মার (Farmer) এবং মুরে Moore
➯ মেটাবলিজম- শোয়ান (Schwann)
➯ মেটাফেজ- স্ট্রসবার্জার (Strasburger)
➯ মাইক্রোবায়োলজি- রবার্ট কক (Robert Koch)
➯ মাইটোকনড্রিয়া- বেন্ডা (Benda)
➯ মাইটোসিস- ফ্রেমিং (Flemming)
➯ মিক্সোমাইসিটিস- ম্যাকব্রিড (Macbride)
➯ নিউক্লিওলাস- স্ট্রসবার্জার (Strasburger)
➯ নিউক্লিয়াস- রবার্ট ব্রাউন (Robert Brown)
➯ ফেনোটাইপ- জনসেন (Johansen)
➯ ফটোপিরিওডিজম- গার্নার (Garner) এবং অ্যালার্ড (Allard)
➯ ফটোরেসপিরেশন- ডেকার (Decker)
➯ ফাইকোবিলিন- ল্যাম্বার্গ (Lemberg)
➯ ফাইলাম- কুভিয়র (Cuvier)
➯ ফিজিওলজি- ফার্সনেল (Fersnel)
➯ প্লাজমোডেসমাটা- স্ট্রসবার্জার (Strasburger)
➯ প্লাস্টিড- ই. হেকেল (E. Hackel)
➯ পলি এম্রায়োনি- ব্রন (Braun)
➯ পরিফেরা- রবার্ট গ্র্যান্ট (Robert Grant)
➯ প্রোটিস্টা- ই. হেকেল (E. Haeckel)
➯ প্রোটিন- জি.জে. কুলডার (G. J. Kulder)
➯ প্রোটোপ্লাজম- ভন মোল (Von Mohl)
➯ প্রোফেজ- স্ট্রসবাজার (Strasburger)
➯ প্রোটোপ্লাজমিক রেসপিরেশন- ব্ল্যাক ম্যান (Black man)
➯ রাইবোজোম- ক্লড (Claude) এবং পেলেড (Palade)
➯ টেলোফেজ- স্ট্রসবার্জার (Strasburger)
➯ থ্যালোফাইটা- এন্ডিলিচলার (Endlichler)
➯ টিসু- বিচেত (Bichat)
➯ একক পর্দা- রবার্টসন (Robertson)
➯ ভাইরয়েড- টি. ও. ডিনার (T. O. Diener)
➯ ভিটামিন- ফাঙ্ক (Funk)
➯ জিয়াটিন- ল্যাথাম (Latham)
সুতরাং, দেরি না করে এখনই বিঞ্জানের বিভিন্ন শব্দের প্রবক্তা Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
File Details :
File Name- বিঞ্জানের বিভিন্ন শব্দের প্রবক্তা [জীবিকা দিশারি]
File Format- pdf
Quality- High
File Size- 959 KB
File page- 3
File Location- Google Drive
Download Link: Click Here To Download